Pages

Powered by Blogger.

Pages

Pages

Pages

facebook twitter instagram pinterest bloglovin Email
Career CLASS 11 (XI) Class XI 1st Semester CLASS XI 2nd Semester H.S. 3rd SEM H.S. EDUCATION H.S. HISTORY HS SOCIOLOGY HS SUGGESTION INDIAN HISTORY NCERT POLITY PROJECT Sociological Studies Teaching & Education TEST PAPERS SOLVE TEST PAPERS SOLVE 2020 WORLD HISTORY XI EDUCATION XI HISTORY XI POL SC XI SOCIOLOGY XII Bengali XII Sanskrit

Pages

Nandan Dutta

School project and education news.

Pages

ABTA 2021 Education SAQ solved .




AC : 7 

(i) e-learning কী ? 
কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিবিধ বিষয় শেখা ও জানার প্রক্রিয়াকে e- learning বলে।

অথবা , www - পুরো কথাটি কী ? 
পুরো নাম World Wide Web । এর মাধ্যমে সারা বিশ্বের ইন্টারনেট ও কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত হওয়া যায়।

(ii) শিক্ষাপ্রযুক্তি বিদ্যা কাকে বলে ? 
শিক্ষা প্রযুক্তি বিদ্যা এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে ৫ টি M ( Machine , Materials , Media , Mass , Method ) সমন্বিত হয় এবং শিক্ষার নির্দিষ্ট উদ্দেশ্য পূরণে একত্রভাবে কাজ করে।

[ শিক্ষায় প্রযুক্তি বিদ্যার দুটি উদ্দেশ্য 
ম্যাক্রো স্তরের উদ্দেশ্য - শিক্ষার লক্ষ্য অর্জনে মানুষ , উপকরণ , সম্পদ ও কৌশল নির্ধারণ করা। 
মাইক্রো স্তরের উদ্দেশ্য - শ্রেণী শিক্ষনকে আরো কার্যকরী করে তুলতে উপযুক্ত শিক্ষা উপকরণ ব্যবহার করা। ]    

(iii) ডেলর কমিশন কত সালে গঠিত হয় ? 
গঠিত হয় 1993 সালে। ( প্রতিবেদনের শিরোনাম - Learning : The Treasure Within -  শিখন অন্তরের সম্পদ ; মোট সদস্য 14 জন। রিপোর্ট পেশ - 1996 সালের 11 এপ্রিল। )

(iv) SSA - পুরো কথাটি কী ? 
Sarba Siksha Abhiyan বা , সর্বশিক্ষা অভিযান। ( 2002 সালে এটি প্রচলিত হয় ; প্রাথমিক শিক্ষাস্তর। )

অথবা , বয়স্ক সাক্ষরতা কাকে বলে ? 
বয়স্ক শিক্ষা হল সেই শিক্ষা যা ব্যক্তির মধ্যে 3R এর জ্ঞান অর্থাৎ পড়া , লেখা ও সাধারণ গণিতের জ্ঞান প্রদান করে তাঁদের সামাজিক , অর্থনৈতিক সর্বক্ষেত্রে উন্নত জীবনযাত্রা প্রদান করে।  

(v) প্রবহমান শিক্ষা কী ? 
প্রবহমান শিক্ষা বা ধারাবাহিক শিক্ষা কর্মসূচি বা CEP হল একটি স্বনির্ভর ও জীবনব্যাপী শিক্ষাধারা। প্রবহমান শিক্ষা বলতে সেই বিশেষ ধরনের শিক্ষাকে বোঝায় যার দ্বারা নব্য স্বাক্ষর ব্যক্তির অর্জিত শিক্ষা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। 

[ প্রবহমান শিক্ষার দুটি উদ্দেশ্য 
(ক ) অর্জিত সাক্ষরতা ধরে রাখা। 
(খ ) পেশাগত উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করা। ] 

অথবা , শিক্ষায় '' অনুন্নয়ন '' কাকে বলে ? 
প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীতে পরীক্ষায় সাফল্য না পাওয়ায় বহু শিক্ষার্থী একাধিক বছর একই শ্রেণীতে থেকে যায়। এর ফলে তাদের অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ব্যাহত হয়। এতে শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , অর্থ ও শ্রম নষ্ট হয়। একেই শিক্ষা ক্ষেত্রে অনুন্নয়ন বলে। 

[ প্রাথমিক শিক্ষাস্তরের শেষ ধাপে পৌঁছনোর আগেই বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়। এতে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অপূর্ণ থেকে যায় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , শ্রম ও অর্থের অপচয় ঘটে। একে শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয়।]

(vi) VEC - পুরো কথাটি কী ?
 Village Education Committee 

(vii) স্বশাসিত কলেজ কী ? 
স্ব - শাসিত কলেজ গুলি নিজেরাই স্বাধীনভাবে পাঠক্রম ও পাঠদান পদ্ধতি - ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।  স্ব - শাসিত কলেজগুলি নিজেরাই পরীক্ষা গ্রহণ ও ডিগ্রি প্রদানের ব্যবস্থা করতে পারে।
প্রস্তাব করেন - জাতীয় শিক্ষানীতি 1986 ।

অথবা , ECCE - পুরো কথাটি কী ? 
পুরো নাম Early Childhood Care and Education  । জন্মের পর থেকে বিদ্যালয় যাওয়া শুরুর কাল পর্যন্ত বা 4 বছর বয়স পর্যন্ত শিশুর প্রতি ইতিবাচক ভূমিকা গ্রহণ করাকেই বলে ECCE   । 

(viii) নবোদয় বিদ্যালয় কী ? 
1986 - র জাতীয় শিক্ষানীতিতে নবোদয় বিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়। এখানে মেধা , সমসুযোগ ও সামাজিক ন্যায় - এই তিনের সমন্বয় ঘটে। মেধাবী শিক্ষার্থীদের সহজাত মেধার সম্পূর্ণ বিকাশের জন্য সমস্ত ব্যবস্থা এতে বর্তমান।

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

(ix) প্রোগ্রাম অব অ্যাকশন কী ? 
রামমূর্তি কমিটি ( 1990 ) এবং জনার্দন রেড্ডি কমিটির ( 1992 ) সুপারিশের ভিত্তিতে 1986 - র জাতীয় শিক্ষানীতির কিছু পরিবর্তন ঘটানো হয়। এটিই Programme of Action নামে পরিচিত। 

(x) রামমূর্তি কমিটি কেন গঠিত হয়েছিল ? 
 NEP 1986 এর প্রয়োজনীয় সংস্কার সাধনের উদ্দেশ্যে 1990 সালে গঠিত হয়। 

(xi) CRC - পুরো কথাটি কী ? 
Cumulative Record Card বা সর্বাত্মক পরিচয়পত্র ( সুপারিশ করেন মুদালিয়ার কমিশন )
[ এছাড়া , SRC এর পুরো নাম - State Resource Centre ]
[ মাধ্যমিক শিক্ষা কমিশন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করার পরিবর্তে তাদের বিদ্যালয় জীবনের সব ধরণের ঘটনাগুলোকে একস্থানে লিপিবদ্ধ করার সুপারিশ করে। এটিই হল সর্বাত্মক পরিচয়পত্র বা , Cumulative Record Card । ]

অথবা , বহুমুখী বিদ্যালয় কী ? 
মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী বহুমুখী বিদ্যালয় হল এমন এক ধরণের বিদ্যালয় যেখানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার লক্ষ্য , আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন বিষয় শিক্ষাদানের ব্যবস্থা করা হয়।
 
(xii) স্কোর ও স্কেল কী ? 
সংখ্যা দ্বারা প্রকাশিত যে - কোনো ধরণের পরিমাপকে রাশিবিজ্ঞানে স্কোর বলা হয়। 
স্কেল হল একটি পরিমাপক। স্কোরগুলি যখন সমান এককের সাহায্যে প্রকাশ করা হয় - তখন তাকে স্কেল বলে। যেমন - 5, 10, 15, 20 - প্রভৃতি হল সমান একক , যেহেতু এদের দূরত্ব সমান।

(xiii) মোড - এর সূত্র লেখো। 
3 x Median - 2 x Mean 

(xiv) থর্নডাইক কেন বিখ্যাত ? 
প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তা হিসেবে বিখ্যাত। 

অথবা , R - টাইপ অনুবর্তন কাকে বলে ? 
R- টাইপ অনুবর্তন হল অপারেন্ট জাতীয় আচরণ , অর্থাৎ , যে আচরণের নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই। এর প্রবক্তা স্কিনার। 

(xv) কেলাসিত বুদ্ধির কথা প্রথম কে বলেছিলেন ? 
B বুদ্ধি বা কেলাসিত বুদ্ধি বা প্রকাশিত বুদ্ধি হল জন্মগত ক্ষমতা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। এর প্রবক্তা ক্যাটল। 

অথবা , G - উপাদান কি সর্বজনীন ? 
G - উপাদান বা সাধারণ মানসিক ক্ষমতা সর্বজনীন। ( এটি স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বের অন্তর্গত। দুটি উপাদান হল G ও S ) 
 
(xvi) Abilities of Man - গ্রন্থটি কার লেখা ? 
চার্লস স্পিয়ারম্যান। 

অথবা , বহুউপাদান যুক্ত মানসিক ক্ষমতার কথা কে বলেছিলেন ?  
বহু উপাদান তত্ত্বের প্রবক্তা থার্স্টোন। 
[ থার্স্টোনের বহু উপাদান তত্ত্বটি প্রাথমিক উপাদান বা প্রাথমিক মানসিক তত্ত্ব নামে পরিচিত। অন্যদিকে স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বটি ইলেকট্রিক থিয়োরি নামে পরিচিত। অর্থাৎ বহু উপাদান তত্ত্ব ও প্রাথমিক মানসিক উপাদান তত্ত্ব এই দুটি বিষয় একই। আবার দ্বিউপাদান তত্ত্ব ও ইলেকট্রিক থিয়োরি এই দুটি বিষয় একই। ]      

AC : 30 

(i) বুদ্ধির একটি বৈশিষ্ট লেখো। 
১. বুদ্ধি হল এক মানসিক সামর্থ্য যা পূর্বে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে বর্তমানের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক হয়। 
২. বুদ্ধির সাহায্যে আমরা সূক্ষ্ম , জটিল এবং বিমূর্ত বিষয়ে চিন্তা করতে পারি। 

(ii) স্পিয়ারম্যানের টেট্রাড সমীকরণটি লেখো। 
 স্পিয়ারম্যানের বৌদ্ধিক ক্ষমতা সংক্রান্ত সমীকরণটির নাম টেট্রাড সমীকরণ। তিনি তাঁর Abilities of Man গ্রন্থে এর উলেখ করেছেন। সমীকরণটি হল -
rap x rbq - raq x rbp = 0 
( a = বৈপরীত্য , p = সম্পূর্ণতা , b = পার্থক্য , q = বর্জন। )

(iii) টাইম কার্ভ কী ? 
থর্নডাইক প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের পরীক্ষার ফলাফল লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেন। এতে দেখা যায় , পুনরাবৃত্তির সংখ্যা বাড়ার সাথে সাথে graph ক্রমশঃ নীচের দিকে নেমে আসে।একে টাইম কার্ভ বলে। 

(iv) UGC এর পুরো কথাটি কী ? 
University Grants Commission ; ( 1956 সালে প্রতিষ্ঠিত হয়। University Grants Commission  1956 সালে বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশে গঠিত হয়। এর কাজ হল মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলির স্বীকৃতি প্রদান আর্থিক সংস্থান নিশ্চিত করা। )

(v) কাইমোগ্রাফ কী ? 
যে চিত্রের সাহায্যে শ্রেণীবদ্ধ স্কোরকে রৈখিকভাবে প্রকাশ করা হয়। 

অথবা , পাজল বক্স কী ? 
প্রচেষ্টা ও ভুল তত্ত্বের পরিপ্রেক্ষিতে থর্নডাইকের তৈরী একটি পরীক্ষামূলক উপাদান। এতে তিনি বিড়াল ও মাছ নিয়ে সঠিক শিখন কৌশল নির্ণয়ের পরীক্ষা করেছিলেন। 

(vi) কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে ? 
কেন্দ্রীয় প্রবণতার অর্থ কেন্দ্রের দিকে যাওয়ার ঝোঁক। অর্থাৎ এটি সমস্ত স্কোরের প্রতিনিধিত্ব করে। একগুচ্ছ স্কোরে পৃথক মানের স্কোর থাকলেও তাদের ভর কেন্দ্রে যাওয়ার একটা প্রবণতা থাকে। এটিই কেন্দ্রীয় প্রবণতা। 

অথবা , প্রসার ( Range ) কী ? 
সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের মধ্যে যে ব্যবধান থাকে , তাকে সংখ্যা দ্বারা প্রকাশ করা হলে তাকে বলে প্রসার। যেমন সর্বোচ্চ স্কোর 90 ও সর্বনিম্ন স্কোর 30 হলে প্রসার  90 - 30 = 60 ।

(viii) আয়ত লেখচিত্র বা হিস্টোগ্রাম কী ? 
আয়তলেখ বা হিস্টোগ্রাম তথ্য প্রকাশের একটি গুরুত্বপূর্ণ লেখচিত্র। এতে সমগ্র শ্রেণিব্যাবধানটি একটি আয়তক্ষেত্রের সহায়তায় উপস্থাপিত করা হয়।   

অথবা , পরিসংখ্যা বহুভুজ কী ? 
পরিসংখ্যা বহুভূজ হল এক ধরণের রৈখিক লেখচিত্র। এতে স্কোর ও তার পরিসংখাকে যথাক্রমে x ও y  অক্ষে যথোপযুক্ত স্কেলের সাহায্যে উপস্থিত করে একটি আবদ্ধ ক্ষেত্র রচনা করা হয়। 

[ হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের একটি পার্থক্য। 
পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগণের ক্ষেত্রে উভয় প্রান্তে দুটি অতিরিক্ত শ্রেণী ব্যবধান বা Class Interval নেওয়া হয়। কিন্তু আয়তলেখ বা হিস্টোগ্রামের ক্ষেত্রে অতিরিক্ত অতিরিক্ত শ্রেণী ব্যবধান নেওয়ার প্রয়োজন হয়না। ] 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

(ix) শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেন ? 
শ্রীনিকেতন একটি Rural Institute . জনশিক্ষা প্রসারের জন্য রবীন্দ্রনাথ 1922 সালে শান্তিনিকেতনের কাছে সুরুল গ্রামে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন। ( 1924 সালে তিনি শ্রীনিকেতনে ''  শিক্ষাসত্র '' নামে একটি গ্রামীণ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ) 

(x) CABE এর পুরো কথাটি কী ? 
Central Advisory Board of Education 

(xi) বিদ্যালয়ে কম্পিউটারের দুটি ব্যবহার লেখো। 
(ক ) ছাত্র ও শিক্ষক সম্পর্কিত তথ্য , বিদ্যালয় , গ্রন্থাগার ও পরীক্ষাগার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষণ ও (খ ) প্রয়োজনমতো সেইসব তথ্যের ব্যবহারে কম্পিউটার বিশেষভাবে সাহায্য করে।

(xii) RAM ও ROM এর দুটি পার্থক্য লেখো। 
(ক ) RAM এর পুরো নাম Random Access Memory; কিন্তু ROM এর পুরো নাম Read Only Memory । 
(খ ) RAM এর স্মৃতি অস্থায়ী ; কিন্তু ROM এর স্মৃতি স্থায়ী। 
(গ ) RAM বিদ্যুৎ সংযোগের ওপর নির্ভরশীল ; কিন্তু ROM বিদ্যুৎ সংযোগের ওপর নির্ভরশীল নয়। 


অথবা , ICT এর পুরো নাম লেখো। 
Information and Communication Technology 

(xiii) স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার শিক্ষার কোন স্তরের সঙ্গে সম্পর্কযুক্ত ? 
[ প্রশ্ন ভুল আছে। সঠিক প্রশ্নটি হবে - স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তম্ভের সাথে সম্পর্কযুক্ত ?] 
উত্তর : জানার জন্য শিক্ষা ( ডেলর কমিশন ) ।

(xiv) ICDS এর পুরো নাম লেখো। 
Integrated Child Development Scheme । এর মূল লক্ষ্য হল মহিলা কর্মসংস্থান ও শিশুর স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে নিশ্চয়তা বিধান।

অথবা , প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা উল্লেখ করো। 
(ক ) সর্বজনীন প্রাথমিক শিক্ষা প্রসারের একটি বড় বাধা হল অর্থের অভাব ও পরিকাঠামোগত সুযোগের অভাব । 
(খ ) অভিভাবকদের দারিদ্রতা ও ঔদাসীন্য প্রাথমিক শিক্ষা বিস্তারের একটি প্রধান অন্তরায়। 

(xv) স্বশাসিত কলেজ কাকে বলে ? 
স্ব - শাসিত কলেজ গুলি নিজেরাই স্বাধীনভাবে পাঠক্রম ও পাঠদান পদ্ধতি - ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।  স্ব - শাসিত কলেজগুলি নিজেরাই পরীক্ষা গ্রহণ ও ডিগ্রি প্রদানের ব্যবস্থা করতে পারে।প্রস্তাব করে জাতীয় শিক্ষানীতি 1986 

[ স্ব - শাসিত কলেজের দুটি বৈশিষ্ট - 
১. স্ব - শাসিত কলেজ গুলি নিজেরাই স্বাধীনভাবে পাঠক্রম ও পাঠদান পদ্ধতি - ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। 
২. স্ব - শাসিত কলেজগুলি নিজেরাই পরীক্ষা গ্রহণ ও ডিগ্রি প্রদানের ব্যবস্থা করতে পারে। ]  

 
(xvi) ITI ও IIT এর পার্থক্য লেখো। 
IIT হল ভারতের কারিগরি ও প্রযুক্তি শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান ; অন্যদিকে ITI তে হাতে কলমে ব্যবহারিক বিষয়ে কাজ শেখানো হয়ে থাকে। 
( IIT এর পুরো নাম Indian Institute of Technology  ; এবং ITI এর পুরো কথাটি হল Industrial Training Institute  )

অথবা , সফটওয়্যার ও হার্ডওয়্যার - এর পার্থক্য লেখো।  
কম্পিউটারের ভিতরে ও বাইরে যে যন্ত্রাংশগুলি যুক্ত থাকে তাকে হার্ডওয়ার বলে। অন্যদিকে সফটওয়ার হল বিভিন্ন ধরণের প্রোগ্রাম। এর মাধ্যমে কম্পিউটারকে কী কী কাজ করতে হবে - সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়।  

AC : 52 

(i) প্রেষণার একটি বৈশিষ্ট লেখো। 
অভাববোধ বা চাহিদা থেকে প্রেষণার জন্ম হয় এবং নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে প্রেষণা আমাদের বাধ্য করে।

(ii) কমন স্কুল বলতে কী বোঝ ? 
যে বিদ্যালয়ে জাতি , ধর্ম , সম্প্রদায় , অর্থনৈতিক ও সামাজিক অবস্থা নির্বিশেষে সকলেই শিক্ষার সুযোগ পায় - তাকে কমন স্কুল বলে।( শিক্ষায় অসমতা দূর করতে এবং সমসুযোগকে নিশ্চিত করতে কোঠারি কমিশন কমন স্কুলের সুপারিশ করে। )

(iii) Each one teach one - কোন আন্দোলনের স্লোগান ছিল ? 
ভারতের স্বাধীনতার পূর্বে শিক্ষা আন্দোলন। 
[ ১৯৩৭ থেকে ১৯৪২ সালের মধ্যে শিক্ষা আন্দোলনে উক্ত স্লোগানটি বিশেষ গুরুত্ব পায়। এর প্রবক্তা ছিলেন ডক্টর লাউব্যাক ( Dr Lauback ) ]

অথবা , NSS এর পুরো নামটি কী ? 
National Service Scheme 

(iv) ট্রেজার উইদিন - কথাটির অর্থ লেখো। 
শিখন : অন্তরের সম্পদ। ( এটি হলো ডেলর কমিশনের প্রতিবেদনের শীর্ষনাম। ) 

(v) সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কোনটি ? 
গড় বা মিন। ( দ্রুতগতি পদ্ধতি হল মধ্যমমান বা মিডিয়ান।  ]
 
(vi) সপ্তপ্রবাহ - কাকে বলে ? 
মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত মাধ্যমিক পাঠক্রমে বিভিন্ন বিষয়গুলিকে সাতটি মূল প্রবাহ বা বিভাগে ভাগ করে উপস্থাপন করা হয়েছে - এটিই হল পাঠক্রমের সপ্ত প্রবাহ। 

(vii) PTTI - এর পুরো কথাটি লেখো। 
Primary Teachers' Training Institute 

অথবা , NCRHE এর পুরো কথাটি কী ? 
National Council of Rural Higher Education ( বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশক্রমে 1956 তে প্রতিষ্ঠিত হয় )। 

(viii) কার্যকরী সাক্ষরতা কাকে বলে ? 
যে মাত্রার সাক্ষরতা ব্যাক্তিকে সমাজ ও পেশাগত জীবনের উপযুক্ত করে তোলে - তাকে কার্যকরী সাক্ষরতা বলে।
[ লেখা , পড়া ও সাধারণ গণিতের জ্ঞান অর্জন করাকে ব্যবহারিক সাক্ষরতা বলে। ] 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

(ix) অন্তর্ভুক্তি শিক্ষা ( Inclusive Education ) কী ? 
যেসব শিক্ষার্থীর অল্প প্রতিবন্ধকতা আছে , তাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই বিদ্যালয়ে পঠন পাঠনের ব্যবস্থাই হল অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। 

(x) শিক্ষা ক্ষেত্রে ড্রপ আউট ( Drop out ) এর দুটি কারণ লেখো। 
(ক ) পারিবারিক আর্থিক দুরবস্থার দরুন বহু শিক্ষার্থী বিদ্যালয়ের পাঠ শেষের পূর্বেই বিদ্যালয় ত্যাগ করে। 
(খ ) পাঠক্রম বৃত্তিমুখী না হওয়ার কারণে তা কিছু শিক্ষার্থীর নিকট আকর্ষণীয় হতে পারেনা। 
 
[ প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে বিদ্যালয়ে ভর্তি হয়েও বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়। একেই স্কুল ছুট বা Drop Out বলে। ] 

(xi) রাশিবিজ্ঞান। 

(xii) গ্যাগনীর শ্রেণীবিভাগ অনুযায়ী সবচেয়ে উচ্চ পর্যায়ের শিখন কোনটি ? 
সর্বোচ্চ পর্যায় - সমস্যা সমাধানের শিখন। [ সর্বনিম্ন বা প্রথম পর্যায় সংকেতমূলক শিখন। ] 

(xiii) কী কারণে চক্র সম্পদ গঠন করা হয় ? 
সর্বশিক্ষা অভিযানে ( SSA ) পরিকাঠামো ও পরিষেবা ব্যবস্থা বিস্তারের জন্য চক্র সম্পদ গঠন করা হয়। 

(xiv) ECCE কী ? 
পুরো নাম Early Childhood Care and Education  । জন্মের পর থেকে বিদ্যালয় যাওয়া শুরুর কাল পর্যন্ত বা 4 বছর বয়স পর্যন্ত শিশুর প্রতি ইতিবাচক ভূমিকা গ্রহণ করাকেই বলে ECCE   । 

(xv) সহগতি কাকে বলে ? 
দুই বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ককেই সহগতি বলে। যেমন ব্যক্তির দৈর্ঘ্য ও ওজন। 

[ সহগতি তিন প্রকার। যথা - 
 দুটি চলকের মধ্যে একটির পরিবর্তন হলে অপরটিও যদি পরিবর্তিত হয় তবে তা হল ধনাত্মক সহগতি। যেমন , পাঠের সময় ও পরীক্ষায় পারদর্শিতা। 
দুটি চলকের মধ্যে একটির বৃদ্ধিতে অপরটি হ্রাস পায় ; বা একটি হ্রাস পেলে অপরটি বৃদ্ধি পায় তবে তা হল ঋণাত্মক সহগতি। যেমন - বদমেজাজ ও সামাজিক সম্পর্ক। 
যখন দুটি চলকের মধ্যে ধনাত্মক বা ঋণাত্মক কোনো সম্পর্ক থাকে না , অর্থাৎ চলক দুটি পরস্পর নিরপেক্ষ , তখন তাকে বলে শুন্য সহগতি। যেমন দেহের ওজনের সাথে স্মৃতির সম্পর্ক। ] 
        
অথবা , অন্তর্দৃষ্টি বলতে কী বোঝ ? 
যখন সমস্যামূলক পরিস্থিতিকে আমরা সামগ্রিকভাবে প্রত্যক্ষ করি ও প্রতিক্রিয়া করি তখন তাকে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলে। এক্ষেত্রে বুদ্ধি ও অভিজ্ঞতা একান্ত প্রয়োজন। অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখনের দুটি মুখ্য মানসিক প্রক্রিয়া হল পৃথকীকরণ ও সামান্যীকরণ। প্রবক্তা - ওয়ারদাইমার , কফকা ও কোহলার।    

(xvi) Pixel কী ? 
পিক্সেল হল মনিটরের ক্ষুদ্রতম দৃশ্যমান অংশ। অসংখ্য পিক্সেলের সমন্বয়ে মনিটর গঠিত হয়। Pixel  শব্দটির অর্থ Picture Elements   । 

অথবা , অলীক স্মৃতি কাকে বলে ?      
কম্পিউটারের প্রধান মেমরির অংশ বেশি বৃদ্ধি পেলে সহায়ক মেমরির দ্বারা সুবিধা অর্জন করার প্রক্রিয়াকে অলীক স্মৃতি ( Virtual Memory ) বলে। 

AC : 59 

(i) শিখন কাকে বলে ? 
অতীত অভিজ্ঞতা ও অনুশীলনের প্রভাবে আচরণধারা সৃষ্টি বা পরিবর্তনকে শিখন বলে। শিখন হল জীবনব্যাপী প্রক্রিয়া এবং তা অনুশীলন সাপেক্ষ। শিখনের ফলে আচরণের পরিবর্তন সাধিত হয়। 

(ii) প্রেষণা চক্র কী ? 
প্রাণীর জীবনে অভাববোধ >>> তাড়না >>> যান্ত্রিক এক আচরণ >>> লক্ষ্য প্রাপ্তি। ( এই চারটি স্তর বৃত্তাকারে লিখতে হবে। ) এই চারটি স্তর চক্রাকারে আবর্তিত হয়। একেই প্রেষণাচক্র বলে।  
  
অথবা , অপারেন্ট অনুবর্তন কাকে বলে ? 
যে অনুবর্তন প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই , যে কোনো উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায় এবং যেখানে প্রাণীর সক্রিয়তা অপরিহার্য - তাকে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন বলে। এর প্রবক্তা স্কিনার। 

(iii) ফললাভের শিখন সূত্রের মূলকথা কী ?
উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য সংযোগ স্থাপিত হলে তার ফল যদি প্রাণীর কাছে তৃপ্তিদায়ক হয় তবে সেই সংযোগ দৃঢ় হয়। আবার , সংযোগ স্থাপনের ফলটি প্রাণীর কাছে বিরক্তিকর হলে সেই সংযোগ শিথিল হয়। 

(iv) প্রাচীন অনুবর্তন তত্ত্বের সাংগঠনিক রূপটি উল্লেখ করো। 
অনুবর্তনের পূর্বে =  S1 > R1 > S2 > R2 ;
অনুবর্তনের পরে = S1 > R2 
 
অথবা , প্রাচীন অনুবর্তনের ধারণার প্রবক্তা কে ? 
বিশিষ্ট রুশ শারীরতত্ববিদ আইভান প্যাভলভ। [ প্রাচীন অনুবর্তন বা Type - I বা S - R বন্ধন বা S- type]

(v) কেন্দ্রিয় প্রবণতা কাকে বলে ? 
কেন্দ্রীয় প্রবণতার অর্থ কেন্দ্রের দিকে যাওয়ার ঝোঁক। অর্থাৎ এটি সমস্ত স্কোরের প্রতিনিধিত্ব করে। একগুচ্ছ স্কোরে পৃথক মানের স্কোর থাকলেও তাদের ভর কেন্দ্রে যাওয়ার একটা প্রবণতা থাকে। এটিই কেন্দ্রীয় প্রবণতা। 

অথবা , গুণগত তথ্য কাকে বলে ? 
একটি বিষয়ে এমনভাবে প্রশ্ন করা হয় যাতে তারা এ সম্পর্কে তাদের মনোভাব ব্যক্ত করতে পারে। এখানে যে তথ্য গুলো পাওয়া যায় তা গুণগত বা কোয়ালিটিটিভ তথ্য । 

(vi) তরল বুদ্ধির কথা প্রথম কে বলেছিলেন ? 
A বুদ্ধি বা তরল বুদ্ধি বা জন্মগত বুদ্ধি হল জন্মগত মানসিক রূপের ক্ষমতা যা জিন সংগঠনের মাধ্যমে পূর্বপুরুষ হতে প্রাপ্ত। এর প্রবক্তা ক্যাটল। 
B বুদ্ধি বা কেলাসিত বুদ্ধি বা প্রকাশিত বুদ্ধি হল জন্মগত ক্ষমতা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। এর প্রবক্তা ক্যাটল। 
স্পিয়ারম্যানের G এর সাথে তুলনীয় ক্যাট্ল - এর তরল বুদ্ধি। 

অথবা , বুদ্ধি কাকে বলে ? 
বুদ্ধি হল একপ্রকার মানসিক সামর্থ্য। জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতা হল বুদ্ধি। বাকিংহাম বলেছেন , শিখনের ক্ষমতাই হল বুদ্ধি। 
 
 বুদ্ধির একটি বৈশিষ্ট 
১. বুদ্ধি হল এক মানসিক সামর্থ্য যা পূর্বে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে বর্তমানের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক হয়। 
২. বুদ্ধির সাহায্যে আমরা সূক্ষ্ম , জটিল এবং বিমূর্ত বিষয়ে চিন্তা করতে পারি। 

(vii) দ্রুততম কেন্দ্রিয় প্রবণতা নির্ণয়ের পদ্ধতির নাম লেখো। 
দ্রুতগতি পদ্ধতি হল মধ্যমমান বা মিডিয়ান। 
সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ গড় বা মিন।

(viii) Mediun কাকে বলে ? [ সঠিক বানান Median ] 
যখন রাশিগুলি পরিমান অনুযায়ী বিন্যস্ত থাকে , তখন মধ্যক বা মিডিয়ান বা মধ্যমমান হল এমন একটি বিন্দু যার ওপরে ও নীচে শতকরা 50 ভাগ করে রাশি আছে।

অথবা , শ্রেণিবদ্ধ রাশিমালায় মিডিয়ান নির্ণয়ের একটি সূত্র উল্লেখ কর। 
[ রাশিবিজ্ঞানের প্রশ্নগুলির উত্তর পরে একত্রে দেওয়া হবে। ] 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

(ix) SUPW পুরো কথাটি কী ? 
Socially Useful Productive Work ঈশ্বরভাই প্যাটেল কমিশন ১৯৭৮ সালে এর প্রস্তাব করে। ( এটি মূলত কোঠারি কমিশনের '' কর্ম অভিজ্ঞতা '' নীতি অনুসারে গৃহীত ও মহাত্মা গান্ধীর শিক্ষাচিন্তার ফসল। )

অথবা , কোঠারি কমিশন কবে রিপোর্ট প্রকাশ করেছিল ? 
1966 সালের 29 শে জুন।  
কোঠারি কমিশন ভারত সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী এম সি চাগলার - এর  কাছে তাঁর রিপোর্ট পেস করেন।  

(x) UGC তৈরির কথা কোন শিক্ষা কমিশন বলেছিল ? 
University Grants Commission ; 1956 সালে প্রতিষ্ঠিত হয় ; রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশের ভিত্তিতে।

অথবা , UGC পুরো কথাটি কী ? 
University Grants Commission ; ( 1956 সালে প্রতিষ্ঠিত হয়। University Grants Commission  1956 সালে বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশে গঠিত হয়। এর কাজ হল মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলির স্বীকৃতি প্রদান আর্থিক সংস্থান নিশ্চিত করা। )

(xi) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয় ? 
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8 ই সেপ্টেম্বর। 
[ বিশ্ব শান্তি দিবস 21 শে সেপ্টেম্বর। 
আন্তর্জাতিক অহিংসা দিবস 2 রা অক্টোবর। 
আন্তর্জাতিক সহিষ্ণুতা দিবস 16 ই নভেম্বর। 
বিশ্ব মানবাধিকার দিবস 10 ই ডিসেম্বর। 
বিশ্ব নারী দিবস 8 ই মার্চ। ] 

অথবা , অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পের মূল উদ্দেশ্য কী ছিল ? 
জাতীয় শিক্ষানীতি 1986 র অন্যতম সুপারিশ হল অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মপ্রকল্প প্রণয়ন। প্রাথমিক বিদ্যালয়গুলির দৈন্যদশা দূর করার জন্য এবং সাক্ষরতা প্রসারের কাজকে তরান্বিত করার জন্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এই প্রকল্প গ্রহণ করে। 
  
(xii) জ্যাক ডেলর কে ? 
জ্যাক ডেলর ছিলেন ফ্রান্সের প্রাক্তন অর্থনীতি ও রাজস্ব বিষয়ক মন্ত্রী। তাঁর নেতৃত্বে ১৯৯৩ খ্রিস্টাব্দে আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠিত হয় যা ডেলর কমিশন নামে পরিচিত। 
    
অথবা , কোন আন্তর্জাতিক শিক্ষা কমিশন শিক্ষার চারটি স্তম্ভের কথা বলেছিল ? 
ডেলরস কমিশন শিক্ষার চারটি স্তর বা স্তম্ভের কথা বলেছেন। যথা , 
১. জানার জন্য শিক্ষা ,
২. মানুষ হয়ে ওঠার শিক্ষা ,
৩. কর্মের জন্য শিক্ষা ,
৪. একত্রে বসবাসের শিক্ষা। 

গঠিত হয় 1993 সালে। ( প্রতিবেদনের শিরোনাম - Learning : The Treasure Within -  শিখন অন্তরের সম্পদ ; মোট সদস্য 14 জন। রিপোর্ট পেশ - 1996 সালের 11 এপ্রিল। )

(xiii) প্রবহমান শিক্ষা কাকে বলে ? 
প্রবহমান শিক্ষা বা ধারাবাহিক শিক্ষা কর্মসূচি বা CEP হল একটি স্বনির্ভর ও জীবনব্যাপী শিক্ষাধারা। প্রবহমান শিক্ষা বলতে সেই বিশেষ ধরনের শিক্ষাকে বোঝায় যার দ্বারা নব্য স্বাক্ষর ব্যক্তির অর্জিত শিক্ষা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। 

[ প্রবহমান শিক্ষার দুটি উদ্দেশ্য 
(ক ) অর্জিত সাক্ষরতা ধরে রাখা। 
(খ ) পেশাগত উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করা। ] 

(xiv) বয়স্ক সাক্ষরতা কাকে বলে ? 
বয়স্ক শিক্ষা হল সেই শিক্ষা যা ব্যক্তির মধ্যে 3R এর জ্ঞান অর্থাৎ পড়া , লেখা ও সাধারণ গণিতের জ্ঞান প্রদান করে তাঁদের সামাজিক , অর্থনৈতিক সর্বক্ষেত্রে উন্নত জীবনযাত্রা প্রদান করে।  

অথবা , VEC এর সম্পূর্ণ নাম কী ? 
Village Education Committee 

(xv) শিক্ষা প্রযুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য কী ? 
শিক্ষায় প্রযুক্তি বিদ্যার দুটি উদ্দেশ্য 
ম্যাক্রো স্তরের উদ্দেশ্য - শিক্ষার লক্ষ্য অর্জনে মানুষ , উপকরণ , সম্পদ ও কৌশল নির্ধারণ করা। 
মাইক্রো স্তরের উদ্দেশ্য - শ্রেণী শিক্ষনকে আরো কার্যকরী করে তুলতে উপযুক্ত শিক্ষা উপকরণ ব্যবহার করা।

(xvi) সফটয়্যার ও হার্ডয়্যার - এর পার্থক্য কী ? 
কম্পিউটারের ভিতরে ও বাইরে যে যন্ত্রাংশগুলি যুক্ত থাকে তাকে হার্ডওয়ার বলে। অন্যদিকে সফটওয়ার হল বিভিন্ন ধরণের প্রোগ্রাম। এর মাধ্যমে কম্পিউটারকে কী কী কাজ করতে হবে - সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়।  

অথবা , ROM - এর পুরো কথাটি কী ?   
ROM এর পুরো নাম Read Only Memory ।  

AC : 66 

(1) পাজল বক্স কী ? 
প্রচেষ্টা ও ভুল তত্ত্বের পরিপ্রেক্ষিতে থর্নডাইকের তৈরী একটি পরীক্ষামূলক উপাদান। এতে তিনি বিড়াল ও মাছ নিয়ে সঠিক শিখন কৌশল নির্ণয়ের পরীক্ষা করেছিলেন।  

(2) স্পিয়ারম্যানের টেট্রাড সমীকরণটি লেখো 
স্পিয়ারম্যানের বৌদ্ধিক ক্ষমতা সংক্রান্ত সমীকরণটির নাম টেট্রাড সমীকরণ। তিনি তাঁর Abilities of Man গ্রন্থে এর উলেখ করেছেন। সমীকরণটি হল -
rap x rbq - raq x rbp = 0 
( a = বৈপরীত্য , p = সম্পূর্ণতা , b = পার্থক্য , q = বর্জন। )

অথবা , বুদ্ধির একটি বৈশিষ্ট লেখো। 
বুদ্ধি হল একপ্রকার মানসিক সামর্থ্য। জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতা হল বুদ্ধি। বাকিংহাম বলেছেন , শিখনের ক্ষমতাই হল বুদ্ধি। 
 
 বুদ্ধির একটি বৈশিষ্ট 
১. বুদ্ধি হল এক মানসিক সামর্থ্য যা পূর্বে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে বর্তমানের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক হয়। 
২. বুদ্ধির সাহায্যে আমরা সূক্ষ্ম , জটিল এবং বিমূর্ত বিষয়ে চিন্তা করতে পারি।
 
(3) সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত সমস্যা আলোচনা করো। 
(ক ) বিদ্যালয়ে পরিকাঠামোগত সুযোগ সুবিধার অভাব। 
(খ ) উপযুক্ত সংখ্যক শিক্ষকের অভাব। 

(4) বয়স্ক শিক্ষা কাকে বলে ? 
যে শিক্ষার মাধ্যমে 15 থেকে 35 বছর বয়স পর্যন্ত সমস্ত মানুষকে 3R এর জ্ঞান অর্থাৎ পড়তে পারা , লিখতে পারা ও গণিতের সরলতম জ্ঞান প্রদান করা হয় বা , ব্যবহারিক সাক্ষরতা প্রদান করা হয় - তাকে বয়স্ক শিক্ষা বলে। 

অথবা , DIET এর পুরো কথাটি কী ?
 District Institute for Education and Training 

(5) শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝ ? 
প্রাথমিক শিক্ষাস্তরের শেষ ধাপে পৌঁছনোর আগেই বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়। এতে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অপূর্ণ থেকে যায় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , শ্রম ও অর্থের অপচয় ঘটে। একে শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয়।

[ প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীতে পরীক্ষায় সাফল্য না পাওয়ায় বহু শিক্ষার্থী একাধিক বছর একই শ্রেণীতে থেকে যায়। এর ফলে তাদের অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ব্যাহত হয়। এতে শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , অর্থ ও শ্রম নষ্ট হয়। একেই শিক্ষা ক্ষেত্রে অনুন্নয়ন বলে। ] 
 
(6) হার্ডওয়্যার ও সফটওয়্যার - এর মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো। 
কম্পিউটারের ভিতরে ও বাইরে যে যন্ত্রাংশগুলি যুক্ত থাকে তাকে হার্ডওয়ার বলে। অন্যদিকে সফটওয়ার হল বিভিন্ন ধরণের প্রোগ্রাম। এর মাধ্যমে কম্পিউটারকে কী কী কাজ করতে হবে - সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়।

অথবা , ICT - এর পুরো কথাটি লেখো। 
Information and Communication Technology 

(7) গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের ? 
3 অথবা 4 বছর। 

(8) সর্বশিক্ষা অভিযান কর্মসূচী কী ? 
Apex Court কর্তৃক নির্দেশিত হয়ে ২০১০ সালের মধ্যে ৬ থেকে ১৪ বছরের সমস্ত শিশুর ৮ বছরের প্রারম্ভিক শিক্ষার ব্যবস্থা করে ভারত সরকার। একেই সর্বশিক্ষা অভিযান বলে। এটি ২০০২ সালের মার্চ মাস থেকে চালু হয়।

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.


(9) শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তার নাম কী ? 
জ্যাক ডেলর। 
[ ডেলরস কমিশন শিক্ষার চারটি স্তর বা স্তম্ভের কথা বলেছেন। যথা , 
১. জানার জন্য শিক্ষা ,
২. মানুষ হয়ে ওঠার শিক্ষা ,
৩. কর্মের জন্য শিক্ষা ,
৪. একত্রে বসবাসের শিক্ষা। ] 

(10) আগ্রহের একটি বৈশিষ্ট উল্লেখ করো। 
আগ্রহ সম্পূর্ণরূপে অর্জিত নয় ; কেননা , বংশধারার কিছু প্রভাব তার মধ্যে দেখা যায়। এছাড়া ব্যাক্তি ও সমাজের চাহিদার পরিবর্তনের সাথে সঙ্গতি রেখে আগ্রহের মধ্যে পরিবর্তন দেখা যায়। 

অথবা , প্রেষণা কাকে বলে ? 
প্রেষণা হল সেই আচরণ বা ক্রিয়া , যা কোনো অভাববোধ ও ওই অভাব দূর করার উদ্দেশ্যে তাড়না দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। চাহিদা বা অভাববোধ  >> তাড়না >> যান্ত্রিক আচরণ  >> লক্ষ্য প্রাপ্তি। 

(11) রামমূর্তি কমিটি কেন গঠিত হয়েছিল ? 
NEP 1986 র পর্যালোচনার জন্য 1990 সালে রামমূর্তি কমিটি গঠিত হয়। 

(12) UGC কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ? 
উচ্চশিক্ষা। ( University Grants Commission ; 1956 সালে প্রতিষ্ঠিত হয় ; রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশের ভিত্তিতে। )

অথবা , CABE - এর পুরো নাম লেখো। 
Central Advisory Board of Education  

(13) কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক - প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট উল্লেখ করো। 
শিশুদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা যেমন - টয়লেটের অভ্যাস , পরিচ্ছন্নতা - ইত্যাদির জন্য মৌলিক দক্ষতা গড়ে তোলা। 

(14) রাশিবিজ্ঞানের উত্তরগুলি পরে একত্রে দেওয়া হবে। 

অথবা , Time Curve কী ? 
থর্নডাইক প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের পরীক্ষার ফলাফল লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেন। এতে দেখা যায় , পুনরাবৃত্তির সংখ্যা বাড়ার সাথে সাথে graph ক্রমশঃ নীচের দিকে নেমে আসে।একে টাইম কার্ভ বলে। 

(15) মনোযোগের দুটি বস্তুগত নির্ধারকের নাম লেখো। 
কোনোকিছুর তীব্রতা মনোযোগ সৃষ্টি করে। যেমন , তীব্র শব্দ , গতিশীলতা - ইত্যাদি।

অথবা , পরিণমনের দুটি বৈশিষ্ট লেখো। 
(ক ) পরিণমন সহজাত এবং তা অনুশীলন নিরপেক্ষ এবং (খ ) এতে শিক্ষর্থীর সক্রিয়তার প্রয়োজন হয়না। 

(16) জানার জন্য শিক্ষা বলতে কী বোঝায় ?
জানার জন্য শিখন হল সেই প্রক্রিয়া যা শিক্ষার্থীকে জগতের নানা বিষয় ও বস্তু সম্পর্কে জানতে সহায়তা করে এবং এর সাথে সাথে জ্ঞান অর্জনের সঠিক কৌশল ও পদ্ধতিগুলিকেও আয়ত্ত করায়।    

AC : 110 

(i) বুদ্ধি কাকে বলে ? 
বুদ্ধি হল একপ্রকার মানসিক সামর্থ্য। জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতা হল বুদ্ধি। বাকিংহাম বলেছেন , শিখনের ক্ষমতাই হল বুদ্ধি। 
 
[ বুদ্ধির একটি বৈশিষ্ট 
১. বুদ্ধি হল এক মানসিক সামর্থ্য যা পূর্বে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে বর্তমানের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক হয়। 
২. বুদ্ধির সাহায্যে আমরা সূক্ষ্ম , জটিল এবং বিমূর্ত বিষয়ে চিন্তা করতে পারি। ]

অথবা , থার্স্টোনের মতে , প্রাথমিক মানসিক উপাদানের সংখ্যা কত ? 
সাতটি - সংখ্যাগত উপাদান (N) , বাচনিক উপাদান (V) , স্থান প্রত্যক্ষণ উপাদান (S), স্মৃতির উপাদান (M) , যুক্তি নির্ণয়ের উপাদান (R) , শব্দস্বাচ্ছন্দ উপাদান (W), প্রত্যক্ষণ উপাদান (P)। 
(ii) প্রেষণা কাকে বলে ? 
প্রেষণা হলো সেই আচরণ বা ক্রিয়া যা কোনো অভাববোধ এবং ঐ অভাববোধ দূর করার উদ্দেশ্যে তাড়না দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত।

অথবা , প্রেষণা চক্র কী ? 
প্রাণীর জীবনে অভাববোধ >>> তাড়না >>> যান্ত্রিক এক আচরণ >>> লক্ষ্য প্রাপ্তি। ( এই চারটি স্তর বৃত্তাকারে লিখতে হবে। ) এই চারটি স্তর চক্রাকারে আবর্তিত হয়। একেই প্রেষণাচক্র বলে।  
  
(iii) ট্যাচিসটোস্কোপ যন্ত্রটি কী কাজে লাগে ? 
এটি মনোযোগের পরিসর পরিমাপক যন্ত্র। 

অথবা , IQ কী ?
যে অভীক্ষার মাধ্যমে সাধারণ বয়স ও মানসিক বয়সের তুলনা করা হয়। এর একক হল বুদ্ধ্যাঙ্ক। 
বুদ্ধ্যাঙ্ক ( IQ )  = ( ব্যাক্তির মানসিক বয়স MA / ব্যাক্তির সাধারণ বয়স  CA ) x 100

(iv) গেস্টাল্ট মতবাদের মূল বক্তব্য কী ? 
গেস্টাল্ট একটি জার্মান শব্দ। এর অর্থ অবয়ব বা সামগ্রিকতা। গেস্টাল্ট মতবাদের মূল বক্তব্য হল - সমস্যামূলক পরিস্থিতিতে প্রাণী সামগ্রিকভাবে পরিস্থিতি ও সমস্যাকে উপলব্ধি করে ও সামগ্রিক ভাবে প্রতিক্রিয়া করে।  

অথবা , কোহলার কেন স্মরণীয় ? 
1925 খ্রিস্টাব্দে প্রকাশিত Mentality of Apes নামক গ্রন্থে কোহলার এবং কফকা প্রকাশ করেন যে , শিখন প্রচেষ্টা ও ভুলের ফল নয় , শিখন অন্তর্দৃষ্টির ফলে হয়। শিখনের এই নতুন জ্ঞানমূলক তত্ত্বের জন্য তাঁরা বিখ্যাত।   

(v) প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তা কে ? 
থর্নডাইক।  

(vi) Time Curve কী ? 
থর্নডাইক প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের পরীক্ষার ফলাফল লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেন। এতে দেখা যায় , পুনরাবৃত্তির সংখ্যা বাড়ার সাথে সাথে graph ক্রমশঃ নীচের দিকে নেমে আসে।একে টাইম কার্ভ বলে। 

অথবা , প্রোগ্রাম শিখন কাকে বলে ? 
শিখনের বিষয়বস্তুকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ফ্রেম গঠন করা হয়। ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করার ফলে ভুলত্রূটি কম হয়। যৌক্তিক ক্রমানুসারে এই ফ্রেমগুলিকে সাজানাে হয়। শিখনের সমগ্র বিষয়কে প্রশ্ন সহকারে পুস্তকাকারে অথবা টিচিং মেশিনের সাহায্যে উপস্থাপন করা হয়।

(vii) ভূষিষ্টক (Mode) নির্ণয়ের সহজ সূত্রটি কী ? 
3 x Median - 2 x Mean 

(viii) বিচ্ছিন্ন চল কাকে বলে ? 
যে ধরণের চলের স্কেলে ফাঁক থাকে , তাকে বিচ্ছিন্ন চল বলে। যেমন কোনো শ্রেণির ছাত্রসংখ্যা 30 বা 31 বা 32 হতে পারে। কিন্তু কখনই 30.2 বা 30.5 হবে না।

অথবা , বিচ্ছিন্ন চলের একটি উদাহরণ দাও। 
কোনো শ্রেণির ছাত্রসংখ্যা 30 বা 31 বা 32 হতে পারে। কিন্তু কখনই 30.2 বা 30.5 হবে না।

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

(ix) শ্রেণী সীমা বলতে কী বোঝায় ? 
কোনো শ্রেণীবিভাগের দুই প্রান্তকে সেই শ্রেণীর শ্রেণি সীমা (Class Limit ) বলা হয়। প্রান্তদ্বয়ের নিম্নতর সীমাকে নিম্নশ্রেনিসীমা ও উর্দ্ধতর সীমাকে উর্ধশ্রেণীসীমা বলে। 

অথবা , বিস্তৃতি ( Range) কাকে বলে ? 
সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের মধ্যে যে ব্যবধান থাকে , তাকে সংখ্যা দ্বারা প্রকাশ করা হলে তাকে বলে প্রসার। যেমন সর্বোচ্চ স্কোর 90 ও সর্বনিম্ন স্কোর 30 হলে প্রসার  90 - 30 = 60 ।

(x) কাঁচা স্কোর কাকে বলে ? 
তথ্য সংগ্রহ করার প্রথম অবস্থায় এলোমেলো তথ্য গুলিকে কাঁচা তথ্য বা কাঁচা স্কোর বা অবিন্যস্ত সংখ্যমান বলা হয়। 

অথবা , স্কোর কাকে বলে ?
সংখ্যা দ্বারা প্রকাশিত যে - কোনো ধরণের পরিমাপকে রাশিবিজ্ঞানে স্কোর বলা হয়। 
স্কেল হল একটি পরিমাপক।

(xi) ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন ? 
আবুল কালাম আজাদ ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী।

অথবা , পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম লেখো। 
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 

(xii) শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন ? 
শ্রীনিকেতন একটি Rural Institute . জনশিক্ষা প্রসারের জন্য রবীন্দ্রনাথ 1922 সালে শান্তিনিকেতনের কাছে সুরুল গ্রামে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন। ( 1924 সালে তিনি শ্রীনিকেতনে ''  শিক্ষাসত্র '' নামে একটি গ্রামীণ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ) 

(xiii) BOAT এর পুরো নাম কী ? 
Board of Apprenticeship Training

অথবা , কারিগরি শিক্ষা কাকে বলে ? 
প্রশিক্ষণের মাধ্যমে যে শিক্ষার দ্বারা শিক্ষার্থীকে বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্ব প্রয়োগ করে শিল্প , বাণিজ্য , কৃষি বা কলকারখানার যন্ত্রপাতি ব্যবহার সম্পর্কে অবহিত করানো হয় , তাকে কারিগরি শিক্ষা বলে। যেমন - ফিটার , ওয়েল্ডিং - ইত্যাদি।  

(xiv) NCERT পুরো কথাটি কী ? 
National Council of Educational Research and Training 

অথবা , IGNOU এর পুরো কথাটি কী ? 
Indira Gandhi National Open University ; 1985 তে প্রতিষ্ঠিত হয়। 

(xv) Learning : the treasure within রিপোর্টের মূল বক্তব্য কী ? 
1996 সালে প্রকাশিত UNESCO পরিচালিত দ্বিতীয় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন জ্যাক ডেলরস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই শিক্ষা সম্মেলনের রিপোর্টের মূল বক্তব্য হল - শিক্ষা হল জীবনব্যাপী , যা চারটি স্তম্ভের ওপর দন্ডায়মান - জানার জন্য শিক্ষা , কর্মের জন্য শিক্ষা , একত্রে বসবাসের শিক্ষা , মানুষ হয়ে ওঠার শিক্ষা। 

অথবা , Learning : the treasure within কীসের রিপোর্ট ? 
1996 সালে প্রকাশিত UNESCO পরিচালিত দ্বিতীয় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন জ্যাক ডেলরস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই শিক্ষা সম্মেলনের রিপোর্টই হল Learning : the treasure within 

(xvi) শিক্ষা প্রযুক্তি বিদ্যার একটি সমস্যা কী ? 
(ক ) শিক্ষা প্রযুক্তির উপকরণগুলি ব্যয়বহুল। 
(খ ) উপকরণগুলি বিদ্যুৎনির্ভর। 
(গ ) উপযুক্ত ও প্রশিক্ষিত শিক্ষকের অভাব। 
(ঘ ) পরিকাঠামো ও পাঠক্রমের সমন্বয়ের অভাব। 

[ শিক্ষা প্রযুক্তি বিদ্যা এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে ৫ টি M ( Machine , Materials , Media , Mass , Method ) সমন্বিত হয় এবং শিক্ষার নির্দিষ্ট উদ্দেশ্য পূরণে একত্রভাবে কাজ করে। ]

অথবা , DTP পুরো কথাটি কী ?
Desk Top Publishing    

AC : 126 

(i) শিখন প্রক্রিয়ার দুটি বৈশিষ্ট লেখো। 
(ক ) শিখন হল জীবনব্যাপী প্রক্রিয়া এবং তা অনুশীলন সাপেক্ষ। (খ )  শিখনের ফলে আচরণের পরিবর্তন সাধিত হয়।  
  
(ii) সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার একটি পার্থক্য লেখো। 
(ক ) সাধারণ মানসিক ক্ষমতা সহজাত , কিন্তু বিশেষ মানসিক ক্ষমতা অর্জিত। 
(খ ) সাধারণ মানসিক ক্ষমতা অনুশীলনসাপেক্ষ নয় , কিন্তু বিশেষ মানসিক ক্ষমতা অনুশীলনসাপেক্ষ। 

(iii) শ্রেণি ব্যবধান কাকে বলে ? 
সংগৃহীত স্কোরগুলিকে যখন নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ছোট ছোট দলে ভাগ করে সাজানো হয় , তখন সেই দূরত্বকে শ্রেণিব্যাবধান বা শ্রেণীবিভাগ বা শ্রেণীপ্রসার বা Class Interval বলে। 

অথবা , মধ্যমান কাকে বলে ? 
যখন রাশিগুলি পরিমান অনুযায়ী বিন্যস্ত থাকে , তখন মধ্যক বা মিডিয়ান বা মধ্যমমান হল এমন একটি বিন্দু যার ওপরে ও নীচে শতকরা 50 ভাগ করে রাশি আছে।

(iv) ICDS এর পুরো কথাটি কী ? 
Integrated Child Development Scheme । এর মূল লক্ষ্য হল মহিলা কর্মসংস্থান ও শিশুর স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে নিশ্চয়তা বিধান।

অথবা , IGNOU এর পুরো কথাটি কী ? 
Indira Gandhi National Open University ; 1985 তে প্রতিষ্ঠিত হয়। 

(v) কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করে ? 
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। 

(vi) CABE - পুরো নাম কী ? 
Central Advisory Board of Education 

অথবা , UNESCO - এর পুরো নাম কী ? 
United Nations Educational , Scientific and Cultural Organisation 

(vii) e- learning কাকে বলে ? 
কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিবিধ বিষয় শেখা ও জানার প্রক্রিয়াকে e- learning বলে।

(viii) মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কী বোঝ ? 
মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে বোঝায় সেই শিক্ষা যার মাধ্যমে বিবেক , মনুষ্যত্ব , নৈতিকতা , পারস্পরিক সহযোগিতা প্রভৃতি গুনের বিকাশ ঘটে। এই শিখনের মূল কথা হল মূল্যবোধ গড়ে তোলা।  

অথবা , জানার জন্য শিক্ষা কী ? 
জানার জন্য শিখন হল সেই প্রক্রিয়া যা শিক্ষার্থীকে জগতের নানা বিষয় ও বস্তু সম্পর্কে জানতে সহায়তা করে এবং এর সাথে সাথে জ্ঞান অর্জনের সঠিক কৌশল ও পদ্ধতিগুলিকেও আয়ত্ত করায়। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

(ix) বুনিয়াদি শিক্ষালয়ের প্রবর্তক কে ? 
মহাত্মা গান্ধী। 

অথবা , প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলতে কী বোঝ ? 
প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীতে পরীক্ষায় সাফল্য না পাওয়ায় বহু শিক্ষার্থী একাধিক বছর একই শ্রেণীতে থেকে যায়। এর ফলে তাদের অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ব্যাহত হয়। এতে শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , অর্থ ও শ্রম নষ্ট হয়। একেই শিক্ষা ক্ষেত্রে অনুন্নয়ন বলে। 

[ প্রাথমিক শিক্ষাস্তরের শেষ ধাপে পৌঁছনোর আগেই বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়। এতে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অপূর্ণ থেকে যায় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , শ্রম ও অর্থের অপচয় ঘটে। একে শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয়।]

(x) শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের দুটি প্রয়োগ উল্লেখ করো। 
(ক ) শক্তিদায়ী উদ্দীপকের সাহায্যে শিক্ষাভীতিকে দূর করা হয়। 
(খ ) শিক্ষার্থীর অবাঞ্চিত আচরণ ও অভ্যাস ধীরে ধীরে সংশোধন করা হয়। 

(xi) বিস্তৃতি কী ? 
সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের মধ্যে যে ব্যবধান থাকে , তাকে সংখ্যা দ্বারা প্রকাশ করা হলে তাকে বলে প্রসার। যেমন সর্বোচ্চ স্কোর 90 ও সর্বনিম্ন স্কোর 30 হলে প্রসার  90 - 30 = 60 ।

অথবা , স্পিয়ারম্যানের টেট্রাড সমীকরণটি লেখো। 
স্পিয়ারম্যানের বৌদ্ধিক ক্ষমতা সংক্রান্ত সমীকরণটির নাম টেট্রাড সমীকরণ। তিনি তাঁর Abilities of Man গ্রন্থে এর উলেখ করেছেন। সমীকরণটি হল -
rap x rbq - raq x rbp = 0 
( a = বৈপরীত্য , p = সম্পূর্ণতা , b = পার্থক্য , q = বর্জন। )

(xii) কোন শিক্ষা কমিশন ১০+২+৩ শিক্ষা কাঠামোটি প্রস্তাব করে ? 
ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। 

অথবা , ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কী ? 
ভারতের প্রথম শিক্ষা কমিশন হল হান্টার কমিশন 1882 ( স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। ) 
 
(xiii) বৃত্তিমুখী শিক্ষার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো। 
ITI ও পলিটেকনিক। 

(xiv) রামমূর্তি কমিটির একটি গুরুত্বপূর্ণ সুপারিশের উল্লেখ করো। 
শিক্ষাকে সাংবিধানিক অধিকারের অন্তর্ভুক্ত করা। 
( এই সুপারিশটি জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ তেও ছিল না। ) 

অথবা , মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী সপ্তপ্রবাহ কী ? 
মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত মাধ্যমিক পাঠক্রমে বিভিন্ন বিষয়গুলিকে সাতটি মূল প্রবাহ বা বিভাগে ভাগ করে উপস্থাপন করা হয়েছে - এটিই হল পাঠক্রমের সপ্ত প্রবাহ।

(xv) শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যান - এর একটি উপযোগিতা লেখো। 
(ক ) পরিসংখ্যানের সাহায্যে সহজভাবে শিক্ষার্থীর শিক্ষাগত পারদর্শিতার পরিমাণগত রূপ দেওয়া যায়। 
(খ ) এটি শিক্ষা পরিকল্পনায় সাহায্য করে। 

অথবা , মিনের সংক্ষিপ্ত সূত্রে (A.M+ C.I ) C এর অর্থ কী ? 
Correction বা শুদ্ধিকরণ। 

(xvi) সফটওয়্যার ও হার্ডওয়্যার - এর একটি পার্থক্য লেখো।  
কম্পিউটারের ভিতরে ও বাইরে যে যন্ত্রাংশগুলি যুক্ত থাকে তাকে হার্ডওয়ার বলে। অন্যদিকে সফটওয়ার হল বিভিন্ন ধরণের প্রোগ্রাম। এর মাধ্যমে কম্পিউটারকে কী কী কাজ করতে হবে - সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.
 
to be continued .............. 


Share
Tweet
Pin
Share
1 comments

ABTA 2021 Education MCQ Solve .




AC : 7 

(i) ডেলার কমিশনের সুপারিশ অনুযায়ী আধুনিক শিক্ষার স্তম্ভ হল - দুই / তিন / চার / দশটি। 

(ii) কম্পিউটার সহযোগী শিখন হল - CAL / CMI / CBT / CAI
[ CAI হল কম্পিউটার সহযোগী নির্দেশনা। ]
  
(iii) RAM এর পুরো কথাটি হল - Random Access Memory / Random Assistance Memory / Read Access Memory / Read Assistance Memory 

(iv) অপচয় ও অনুন্নয়ন যে শিক্ষাস্তরের উপর সর্বাধিক প্রভাব পড়েছিল - প্রাথমিক / মাধ্যমিক / প্রাক - প্রাথমিক / উচ্চ মাধ্যমিক। 

(v) বয়স্ক শিক্ষার অপর নাম - সামাজিক শিক্ষা / শরীর শিক্ষা / সর্বজনীন শিক্ষা / নারী শিক্ষা। 
[ 1949 সালে মৌলানা আবুল কালাম আজাদ  '' সামাজিক শিক্ষা '' কথাটি ব্যবহার করেন। ]

(vi) শিক্ষার অধিকার আইন চালু হয় - ২০০৬ / ২০০৭ / ২০০৯ / ২০১২ খ্রিস্টাব্দে। 
[ প্রশ্নটিতে লক্ষ্যণীয় ২০০৯ সালে আইনটি চালু হয় ; কিন্তু আইনটি কার্যকর হয় ২০১০ এর ১ এপ্রিল থেকে। ]
 
(vii) প্রত্যভিজ্ঞা কথার অর্থ - স্মরণ করা / ভুলে যাওয়া / আগ্রহ / বুদ্ধি। 
[ অপশনগুলি ভুল আছে। প্রত্যভিজ্ঞা কথাটির অর্থ চিনে নেওয়া। পুনরুদ্রেক কথার অর্থ মনে করা বা স্মরণ করা। ]

(viii) শিখনের প্রথম স্তম্ভ হল - ধারণ / পুনরুদ্রেক / গ্রহণ / প্রত্যভিজ্ঞা। 
[ গ্রহণ , ধারণা , জ্ঞানার্জন সবগুলিই শিখনের প্রথম স্তর। মনে রাখতে হবে ধারণ ও ধারণা এক নয়। ধারণা হল জ্ঞানার্জন বা শিখনের প্রথম স্তর ; কিন্তু ধারণ হল সংরক্ষণ বা শিখনের দ্বিতীয় স্তর। ]

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.
 
(ix) প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন - স্কিনার / প্যাভলভ / থর্নডাইক / গিলফোর্ড। 
[ সক্রিয় অনুবর্তন = স্কিনার ] 

(x) Animal Intelligence বইটির লেখক হলেন - থর্নডাইক / প্যাভলভ / স্কিনার / কোহলার। 
[ প্রকাশিত হয় ১৮৯৯ সালে। ]

(xi) অন্তর্দৃষ্টিমূলক শিখন হল - প্রচেষ্টা ও ভুলের শিখন / সক্রিয় অনুবর্তন / গেস্টাল্ট তত্ত্ব / প্রাচীন অনুবর্তন। 

(xii) রাশিবিজ্ঞান। 
(xiii) রাশিবিজ্ঞান। 
(xiv) রাশিবিজ্ঞান। 
(xv) রাশিবিজ্ঞান। 

(xvi) রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় সদস্য সংখ্যা ছিল - 5  /  7  /  8  /  9  - জন।   
[ বিদেশি সদস্য 3 জন ] 

(xvii) National Council for Rural Higher Education গঠনের সুপারিশ করেছিল - কোঠারী কমিশন / রাধাকৃষ্ণন কমিশন / মুদালিয়র কমিশন / রামমূর্তি কমিটি। 
[ গঠিত হয় 1956 সালে। উদ্দেশ্য = গ্রামীণ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারত সরকারকে পরামর্শ দেওয়ার জন্য। ]
 
(xviii) মুদালিয়র কমিশনের পোষাকী নাম ছিল - বিশ্ববিদ্যালয় কমিশন / কোঠারী কমিশন / উচ্চশিক্ষা কমিশন / মাধ্যমিক শিক্ষা কমিশন। 

(xix) মুদালিয়ার কমিশনের রিপোর্ট প্রকাশ হয়েছিল - 1952 / 1953 / 1954 / 1964 - খ্রিস্টাব্দে। 
[ গঠিত হয়েছিল 1952 সালের 23 সেপ্টেম্বর । মোট সদস্য 9 জন , তার মধ্যে বিদেশি 2 জন। সম্পাদক অনাথ বসু। 311 পৃষ্ঠা ও 16 টি অধ্যায়। সভাপতি লক্ষণ স্বামী মুদালিয়র ছিলেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ]
  
(xx) সপ্তপ্রবাহের কথা বলেছিল - কোঠারী কমিশন / জাতীয় শিক্ষানীতি 1968 / রামমূর্তি কমিটি / মুদালিয়র কমিশন। 

(xxi) Education and National Development হল যে শিক্ষা কমিশনের প্রতিবেদন - কোঠারী / রাধাকৃষ্ণন / মুদালিয়র / জনার্দন রেড্ডি। 
[ গঠিত হয় 1964 সালের 14 জুলাই ; রিপোর্ট পেশ 1966 সালের 29 জুন। মোট সদস্য 17 জন। কমিশনের অপর নাম '' ভারতীয় শিক্ষা কমিশন। '' ] 

(xxii) শিক্ষায় +2 স্তরের কথা বলেছিল - জাতীয় শিক্ষানীতি 1986 / ভারতীয় শিক্ষা কমিশন / বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন / মাধ্যমিক শিক্ষা কমিশন। 

(xxiii) NEP - র পুরো কথা হল - National Education Policy / Nominal Education policy / National Education Priority / New Education Plan 
[ 1986 সালের জাতীয় শিক্ষানীতি। ] 

(xxiv) অপারেশন ব্ল্যাকবোর্ড যে স্তরের কর্মসূচী - প্রাক প্রাথমিক / প্রাথমিক / উচ্চ মাধ্যমিক / মাধ্যমিক। 
[ সুপারিশ করে 1986 সালের জাতীয় শিক্ষানীতি। ]

AC : 30 

(i) প্রাচীন অনুবর্তন হল - S-type / R-type / P-type / Q-type 
[ সক্রিয় অনুবর্তন R-type ; প্রাচীন অনুবর্তন Type I ও সক্রিয় অনুবর্তন Type II শিখন। ]
 
(ii) শিখনের দ্বিতীয় স্তরটি হল - ধারণা বা সংরক্ষণ / গ্রহণ / পুনরুদ্রেক / প্রত্যভিজ্ঞা। 
[ প্রথম অপশনটি ভুল দেওয়া আছে। ধারণা ও সংরক্ষণ এক কথা নয়। কথাটি হবে ধারণ। ]

(iii) মানসিক ক্ষমতার দলগত উপাদান নামক তত্ত্বের প্রবর্তক হলেন - স্পিয়ারম্যান / স্কিনার / থার্স্টোন / থর্নডাইক। 

(iv) গেস্টাল্ট শব্দের অর্থ হল - পরিধি / ক্ষেত্রফল / সমগ্রতা / আকার। 

(v) আধুনিক শিক্ষা হল - সমস্যাসমাধান ভিত্তিক শিক্ষা / বুনিয়াদি শিক্ষা / শিশুকেন্দ্রিক শিক্ষা / শিক্ষক কেন্দ্রিক শিক্ষা। 
[ শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবক্তা রুশো। ] 

(vi) প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের প্রবর্তক হলেন - প্যাভলভ / থর্নডাইক / ওয়াটসন / কোহলার। 
[ কোহলার ও কফকা অন্তর্দৃষ্টিমূলক শিখনের প্রবক্তা। ]

(vii) রাশিবিজ্ঞান। 
(viii) রাশিবিজ্ঞান। 
(ix) রাশিবিজ্ঞান। 

(x) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল - হান্টার কমিশন / জাতীয় শিক্ষানীতি / স্যাডলার কমিশন / রাধাকৃষ্ণন কমিশন। 
[ ভারতের প্রথম শিক্ষা কমিশন হান্টার কমিশন। ]

(xi) মুদালিয়র কমিশন অপর যে নামে পরিচিত তা হল - বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন / মাধ্যমিক শিক্ষা কমিশন / কোঠারী কমিশন / জাতীয় শিক্ষানীতি। 

(xii) কাসা - দাই - বামবিনি - র অর্থ - ফুলের  বাগান / শিশুদের গৃহ / খেলার মাঠ / গ্রন্থাগার। 

(xiii) অপারেশন ব্ল্যাকবোর্ড হল - বিদ্যালয়ের কালো বোর্ড / প্রাথমিক শিক্ষার মানোন্নয়নকারী একটি কর্ম প্রকল্প / একটি অনুদান / কুপ্রথা। 

(xiv) কমন স্কুলের কথা বলা হয়েছে - বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে / মাধ্যমিক শিক্ষা কমিশনে / ভারতীয় শিক্ষা কমিশনে / জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ তে। 
[ কোঠারী কমিশনের অপর নাম ভারতীয় শিক্ষা কমিশন। বহুমুখী বিদ্যালয় বা Multipurpose School , পাঠক্রমের সপ্তপ্রবাহ , Cumulative Record Card বা সর্বাত্মক পরিচয়পত্র ইত্যাদির সুপারিশ করেন মাধ্যমিক শিক্ষা কমিশন। ]
 
(xv) কোঠারী কমিশন কবে রিপোর্ট পেশ করেছিল - ১৯৬২ / ১৯৬৩ / ১৯৬৫ / ১৯৬৬ খ্রিস্টাব্দে। 

(xvi) মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি - ডক্টর লক্ষণস্বামী মুদালিয়র / ডক্টর এস রাধাকৃষ্ণন / শ্রীমতী হংস মেহেতা / অনাথনাথ বসু। 
[ সম্পাদক অনাথ বসু। ] 

(xvii) যে প্রতিষ্ঠানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা গ্রহণ করে , সেটি হল - শ্রী অরবিন্দ আশ্রম / বেলুড় মঠ / ডেনমার্কের জনতা কলেজ / শ্রী নিকেতন। 

(xviii) POA - র পুরো কথাটি হল - Plan of Action / Programme of Action / Plan of Army / Plan of Area 

(xix) ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় - ১৯৮২ / ১৯৮৪ / ১৯৮৫ / ১৯৮৭ খ্রিস্টাব্দে। 

(xx) সর্বশিক্ষা অভিযান কর্যকরী হয় - ২০০১ / ২০০২ / ২০০৩ / ২০০৪ - খ্রিস্টাব্দে। 

(xxi) জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয় - কলকাতায় / মুম্বাইতে / চেন্নাইতে / দিল্লিতে।  
[ প্রশ্নটির অপশনগুলি ভুল আছে। জাতীয় সাক্ষরতা মিশন একই সাথে সমগ্র ভারতে প্রচলিত হয় ১৯৮৮ সালের ৫ ই মে। ]

(xxii) ডেলর কমিশনের প্রতিবেদনটি হল - Education for All / Learning : The treasure within / Education and National Development / Learning to be .
[ শিখন : অন্তরের সম্পদ। ] 

(xxiii) শিক্ষা হবে জীবনব্যাপী - এ কথা বলেছেন UNESCO -র ডিরেক্টর জেনারেল - রিনি মাহেউ / জন ডিউই / উইলিয়াম জোনস / বান কি মুন। 

(xxiv) কম্পিউটারের স্থায়ী স্মৃতি হল - RAM / ROM / CAL / CAI   
[ RAM হল অস্থায়ী স্মৃতি। ] 

AC : 52 

(i) প্রত্যভিজ্ঞা কথাটির অর্থ - দেখা / শোনা / মনে করা / চিনে নেওয়া। 

(ii) বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে ? কোঠারী / রাধাকৃষ্ণন / জাতীয় শিক্ষানীতি / মুদালিয়র। 

(iii) ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল - 1960 / 1964 / 1986 / 1948 - সালে। 

(iv) অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষাস্তরের জন্য গৃহীত কর্মসূচি ? প্রাথমিক / মাধ্যমিক / উচ্চমাধ্যমিক / উচ্চশিক্ষা। 

(v) অ্যাবাকাস কোন বিষয়ের শিক্ষার উদাহরণ ? ইংরেজি / গণিত / ভূগোল / সবগুলিই। 

(vi) পরিবর্তনশীল মানকে কী বলে ? সারি / প্রসার / চল / স্কেল। 

(vii) The Nature of Intelligence - বইটির রচয়িতা কে ? স্কিনার / স্পিয়ারম্যান / থার্স্টোন / প্যাভলভ। 
[ 1999 সালে প্রকাশিত হয়। ] 

(viii) একটি জৈবিক প্রেষণার উদাহরণ হল - ভালোবাসা / ক্ষুধা / নিরাপত্তা / সবগুলিই। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

(ix) কাসা - দাই - বামবিনি কে প্রতিষ্ঠা করেন ? ফ্রয়েবেল / রুশো / মন্তেসরি / জন ডিউই। 
[ কাসা - দাই - বামবিনি কথাটির অর্থ শিশুদের জন্য গৃহ। ] 

(x) কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার কয়টি স্তরের কথা বলেছেন ? একটি / দুটি / তিনটি / চারটি। 
[ প্রাক প্রাথমিক , প্রাথমিক , মাধ্যমিক , উচ্চমাধ্যমিক। ]
 
(xi) বৃত্তি ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল - UGC / CABE / AICTE / NCTE 
[ All India Council for Technical Education ] 

(xii) জাতীয় সাক্ষরতা মিশনের কাজ কবে থেকে শুরু হয় ? 1975 / 1980 / 1988 / 2001 সালে।  
[ 5 ই মে। ] 

(xiii) কোনটি শিক্ষা প্রযুক্তির উদাহরণ নয় ? কম্পিউটার / ওভার হেড প্রজেক্টর / ওয়েবসাইট / শিক্ষন মডেল। 

(xiv) Task Force এর সুপারিশ কোন কমিশনের ? হান্টার কমিশন / কোঠারী কমিশন  / মুদালিয়র কমিশন / জনার্দন রেড্ডি কমিটি। 
[ 12 টি Task Force ] 

(xv) UGC প্রতিষ্ঠিত হয় - 1940 / 1945 / 1948 / 1950 - সালে। 
[ প্রতিটি অপশন ভুল আছে। সঠিক উত্তর 1956 সালে। ] 

(xvi) প্রোগ্রাম শিখন ________________ প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ। 
স্কিনার / থর্নডাইক / স্পিয়ারম্যান / থার্স্টোন। 
[ অপারেন্ট অনুবর্তন। ] 

(xvii) রাশিবিজ্ঞান। 

(xviii) অপচয় ও অনুন্নয়ন কোন শিক্ষাস্তরের ওপর প্রভাব বিস্তার করে ? প্রাক প্রাথমিক / প্রাথমিক / মাধ্যমিক / উচ্চশিক্ষা। 

(xix) ডেলর কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হল - দুটি / তিনটি / চারটি / পাঁচটি।
 
(xx) অন্তর্দৃষ্টি সম্ভব কেবলমাত্র _______________ বুদ্ধি সম্পন্ন প্রাণীদের ক্ষেত্রে। উন্নত / নিম্ন / জড় / স্বল্প। 

(xxi) বয়স্ক শিক্ষার অর্থ হল - নিরক্ষর ব্যক্তিদের সাক্ষর করে তোলা / সামাজিক শিক্ষা / বয়স্কদের কার্যকরী সাক্ষর করে তোলা / সবগুলি। 

(xxii) স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হল - R-type / S-type / M-type / G-type 

(xxiii) উচ্চ শিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে NEP 1986 এর একটি নীতি হল __________________ স্থাপন করা।  স্বয়ংশাসিত কলেজ / মুক্ত বিশ্ববিদ্যালয় /
নবোদয় বিদ্যালয় / অন্তর্ভুক্তি শিক্ষা। 

(xxiv) আগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হল ক্রিয়াশীল আগ্রহ। কথাটি কে বলেছেন ? ড্রেভার / রাসেল / নভেল / ম্যাকডুগাল।   

AC : 59 

(i) গেইনির শিখনের শেষ স্তরটি হল - বাচনিক শিখন / সংকেতমূলক শিখন / ধারণা শিখন / সমস্যা সমাধানের শিখন। 
[ প্রথম স্তর হল সংকেতমূলক শিখন। ]

(ii) শিক্ষা ক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করেন - মুদালিয়র কমিশন / রাধাকৃষ্ণন কমিশন / ভারতীয় শিক্ষা কমিশন / জাতীয় শিক্ষানীতি ১৯৮৬।    
[ ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম কোঠারী কমিশন। ]
 
(iii) পরিণমন একপ্রকার - স্বাভাবিক প্রক্রিয়া / আদেশ নির্ভর প্রক্রিয়া / সামাজিক প্রক্রিয়া / শর্তনির্ভর প্রক্রিয়া। 
[ শিখন হল শর্তনির্ভর প্রক্রিয়া। ]

(iv) মনোযোগের একটি অভ্যন্তরীণ নির্ধারক হল - তীব্রতা / মেজাজ / আকার / গতিশীলতা। 

(v) স্কিনারের অনুবর্তনটি হল - R টাইপ  / S টাইপ / M টাইপ / G টাইপ। 
[ প্যাভলভের অনুবর্তন = S টাইপ। ]

(vi) অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল নিয়ে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন - প্যাভলভ / স্কিনার / থর্নডাইক / কোহলার। 
[ পরীক্ষা করেন ওয়ারদাইমার , কুর্ট কফকা , উলফগ্যাং কোহলার 1913 থেকে 1917 পর্যন্ত। ]
      
(vii) রাশিবিজ্ঞান। 
(viii) রাশিবিজ্ঞান। 
(ix) রাশিবিজ্ঞান। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

(x) সপ্তপ্রবাহের সুপারিশ করেছিল - জাতীয় শিক্ষানীতি 1968 / জাতীয় শিক্ষানীতি 1986 / মুদালিয়র কমিশন / কোঠারী কমিশন। 

(xi) নবোদয় বিদ্যালয় হল - দুর্বলদের জন্য / মেধাবীদের জন্য / অর্থনৈতিকভাবে দুর্বল তথা মেধাবীদের জন্য / প্রবন্ধীদের জন্য। 
[ ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। ]

(xii) রাধাকৃষ্ণন কমিশনের মতে গ্রামীণ মহাবিদ্যালয়ের আদর্শ ছাত্র সংখ্যা হবে - 250 / 350 / 500 / 5000 জন। 

(xiii) মুদালিয়র কমিশন গঠিত হয় - 1974 / 1952 / 1948 / 1936 খ্রিস্টাব্দে। 

(xiv) গ্রামীণ উচ্চশিক্ষার জাতীয় পর্ষদ ( NCRHE ) গঠিত হয় - 1970 / 1964 / 1955 / 1965 - খ্রিস্টাব্দে। 
[ প্রতিটি অপশন ভুল আছে। সঠিক উত্তর হবে 1956 সালে। ]

(xv) সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় - 2001 / 2002 / 2003 / 2004 - সালে। 

(xvi) জাতীয় শিক্ষানীতি ( NEP 1986 ) ঘোষিত শিক্ষা কাঠামোটি হল - 10+2+3 / 9+3+3 / 10+3+2 / 8+2+2+3 

(xvii) POA - র পুরো কথাটি হল - Plan of Action / Programme of Action / Plan of Annual Education / Plan of Academy 
[ 1992 সালে প্রবর্তিত হয়। ]

(xviii) একত্রে বসবাসের শিক্ষা হল - আন্তর্জাতিক শিক্ষা / জাতীয় সংহতির শিক্ষা / সামাজিক শিক্ষা / সমস্যা সমাধানের শিক্ষা। 

(xix) সার্বজনীন প্রাথমিক শিক্ষার প্রধান অন্তরায় হল - অভিভাবকদের নিরক্ষরতা / নারী শিক্ষায় বাধা / জনসংখ্যার বিস্ফোরণ / বিদ্যালয় পরিকাঠামোর উদ্ভব।
 
(xx) TLC র পুরো কথাটি হল - Total learning campaign / Total literacy campaign / Total language campaign / Total literacy community 

(xxi) মাল্টিমিডিয়ার একটি উদাহরণ হল - অডিও ক্যাসেট / দূরদর্শন / রেডিও / টেলিফোন। 

(xxii) আন্তর্জাতিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা হল - WHO / UNO / UNESCO / UNICEF 

(xxiii) কম্পিউটারের প্রধান অংশ হল - CPU / UPS / LAN / RAM 
[ Central Processing Unit ] 

(xxiv) ইন্টারনেট এক্সপ্লোরার হল এক ধরণের - হার্ডওয়্যার / সফটওয়্যার / মনিটর / প্রিন্টার।
[ ইন্টারনেট এক্সপ্লোরার হল এক বিশেষ ধরণের সফটওয়্যার , যা ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে সাহায্য করে। ]   

AC : 66 

(1) কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে - রাধাকৃষ্ণন কমিশনে / মাধ্যমিক শিক্ষা কমিশন / কোঠারী কমিশন / রামমূর্তি কমিটি।  

(2) প্রোগ্রাম অব অ্যাকশন - গঠিত হয় - 1992 / 1990 / 1986 / 1982 - খ্রিস্টাব্দে। 
[ POA ] 

(3) কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন ? ডক্টর জে এম ডাফ / জন ক্রিস্টি / কে আর উইলিয়ামস / ভি এস কোঠারী।       
[ বিদেশি সদস্য 3 জন সহ মোট সদস্য 10 জন। ] 

(4) ডেলরস কমিশনের প্রতিবেদনটি হল - Education for all / Learning : The Treasure Within / Education and National Development / Learning to be 

(5) ডেলরস কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হল - 2 / 3 / 4 / 5 - টি। 

(6) কম্পিউটার সহযোগী শিখন হল - CAL / CMI / CBT / CAI 
[ CAI হল কম্পিউটার সহযোগী নির্দেশনা। ]

(7) কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হল - ROM / RAM / CAI / CPU 
[ RAM হল অস্থায়ী স্মৃতিকেন্দ্র। ] 

(8) গেইনি ( Gagne ) র মতে , শিখনের শেষ স্তর হল - বাচনিক শিখন / সংকেত শিখন / ধারণার শিখন / সমস্যা সমাধানের শিখন। 
[ প্রথম স্তর হল সংকেত শিখন। ] 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

(9) মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হল - অভ্যাস / তীব্রতা / আগ্রহ / মেজাজ। 

(10) অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় - অনুশীলনের দ্বারা / বুদ্ধির দ্বারা / অনুকরণের দ্বারা / অনুবর্তনের দ্বারা। 

(11) রাশিবিজ্ঞান। 
(12) রাশিবিজ্ঞান। 

(13) কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল - UGC / NCERT / NCTE / AICTE 

(14) জাতীয় শিক্ষানীতির ( NEP 1086 ) শিক্ষা কাঠামোটি হল - 10+2+3 / 9+3+3 / 10+3+2 / 8+2+2+3     

(15) থার্স্টোনের বহু উপাদান তত্ত্বে M বলতে বোঝায় - প্রেষণা / স্মৃতি / নড়াচড়া / পরিমাপ।    

(16) রাশিবিজ্ঞান। 

(17) জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি ( NAEP ) কার্যকরী হয় - 1986 / 1987 / 1978 / 2001 - খ্রিস্টাব্দে।         
[ 2 রা অক্টোবর। ] 

(18) শিখনের দ্বিতীয় স্তরটি হল - ধারণ বা সংরক্ষণ / গ্রহণ / পুনরুদ্রেক / প্রত্যভিজ্ঞা। 

(19) R - Type অনুবর্তনটির নামকরণ করেছেন - স্কিনার / প্যাভলভ / থর্নডাইক / ভার্ণন। 

(20) মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হবে - 3 / 5 / 7 / 6 বছর। 
[ 4 বা 5 বছর। ] 

(21) নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন - মুদালিয়র কমিশন / রামমূর্তি কমিটি / বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন / জাতীয় শিক্ষানীতি 1986     

(22) PTTI এর পুরো নাম হল - Primary Teacher Training Institute /  Public Teacher Training Institute / Public Technical Training Institute / Primary Technical Training Institute  

(23) National Council for Rural Higher Education প্রতিষ্ঠিত হয় - 1905 / 1945 / 1956 / 1960 - খ্রিস্টাব্দে।   
[ NCRHE ] 

(24) সর্বশিক্ষা অভিযানের জন্য গঠিত হয় - ব্রিজ কোর্স / গ্রাম্য শিক্ষা কমিটি / টাস্ক ফোর্স / মহিলা মন্ডল। 
[ ব্রিজ কোর্স বা সেতু পাঠক্রম। ] 

AC : 110 

(i) শিখনের উপাদান হল - দৈহিক উচ্চতা / দৈহিক ওজন / মনোযোগ / দৈহিক আয়তন। 

(ii) মানসিক ক্ষমতা সম্পর্কিত স্পিয়ারম্যানের তত্ত্বটি হল - দ্বি উপাদান তত্ত্ব / বহু উপাদান তত্ত্ব / এক উপাদান তত্ত্ব / প্রাথমিক উপাদান তত্ত্ব। 
[ বহু উপাদান তত্ত্বের প্রবক্তা থার্স্টোন। থার্স্টোনের বহু উপাদান তত্ত্বটি প্রাথমিক উপাদান বা প্রাথমিক মানসিক তত্ত্ব নামে পরিচিত। অন্যদিকে স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বটি ইলেকট্রিক থিয়োরি নামে পরিচিত। অর্থাৎ বহু উপাদান তত্ত্ব ও প্রাথমিক মানসিক উপাদান তত্ত্ব এই দুটি বিষয় একই। আবার দ্বিউপাদান তত্ত্ব ও ইলেকট্রিক থিয়োরি এই দুটি বিষয় একই। ]      

(iii) আগ্রহ হল _______________ মনোযোগ। সুপ্ত / বাহ্যিক / উন্নতি / গতিশীল। 
[ তত্ত্বটির প্রবক্তা ম্যাকডুগাল। ]  

(iv) প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলটির প্রবক্তা হলেন - প্যাভলভ / কোহলার / থর্নডাইক / স্কিনার। 

(v) অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের প্রবর্তক হলেন - স্কিনার / প্যাভলভ / থর্নডাইক / কোহলার। 
[ ওয়ারদাইমার , কুর্ট কফকা , উলফগ্যাং কোহলার ] 

(vi) স্কিনার কোন প্রাণী নিয়ে পরীক্ষা করেছিলেন ? গরু / ছাগল / ইঁদুর / মুরগী। 
[ সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন। ] 

(vii) রাশিবিজ্ঞান। 
(viii) রাশিবিজ্ঞান। 
(ix) রাশিবিজ্ঞান। 
(x) রাশিবিজ্ঞান। 
(xi) রাশিবিজ্ঞান। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

(xii) ভারতীয় শিক্ষা কমিশনের ( 1964 ) সভাপতি ছিলেন - ডক্টর রাধাকৃষ্ণন / ডক্টর কোঠারী / ডক্টর মুদালিয়র / ডক্টর অশোক মিত্র। 

(xiii) মুদালিয়র কমিশন ( 1951-52 ) গঠিত হয় মূলতঃ যে শিক্ষাস্তরের সংস্কারের জন্য - প্রাথমিক শিক্ষা / মাধ্যমিক শিক্ষা / উচ্চ মাধ্যমিক শিক্ষা / বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা। 

(xiv) কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন - গান্ধীজি / ফ্রয়েবেল / মন্তেসরি / রবীন্দ্রনাথ। 
[ নার্সারি বিদ্যালয়ের প্রবক্তা ম্যাকমিলান ভগিনীদ্বয়। ]

(xv) কাসা - দাই - বামবিনি কথাটির অর্থ - নারী নিকেতন / শিশু নিকেতন / বৃদ্ধাশ্রম / অনাথ আশ্রম। 
[ শিশুদের জন্য গৃহ। এর প্রবক্তা মন্তেসরি। ] 

(xvi) জাতীয় সাক্ষরতা মিশন ( NLM ) প্রতিষ্ঠা হয় যে বছর - 1978 / 1986 / 1988 / 1990 
[ 5 ই মে। ] 

(xvii) শিক্ষার অধিকার আইন ( RTE ) কার্যকরী হয় - 2009 / 2010 / 2011 / 2012 
[ 1 লা এপ্রিল ] 

(xviii) কেন্দ্রীয় সরকারের দূরশিক্ষা প্রসারের একটি উদ্যোগ হল - CAL / MSOU / EDUSAT / CBT 
[ এটি একটি স্যাটেলাইট। ] 

(xix) DPEP পুরো কথাটি হল - District Plan for Education Project / District Primary Educational Programme / District Primary Education Project / District Primary Educational Programme 
[ দুটো অপশন একই দেওয়া আছে। ]

(xx) জাতীয় শিক্ষানীতিতে ( 1986 ) মোট অধ্যায় হল - 10 টি / 11 টি / 12 টি / 18 টি। 

(xxi) শ্রবণ নির্ভর শিক্ষা উপকরণের মধ্যে জনপ্রিয় মাধ্যম হল - সংবাদপত্র / টেলিভিশন / সিনেমা / রেডিও। 

(xxii) TAL এর পুরো কথাটি হল - Technology Aided Learning / Technique Aided Learning / Technology behind All Learning / Technique All Learning 

(xxiii) RAM এর পুরো কথাটি হল - Random Access Memory / Random Assistance Memory / Read Access Memory / Read Assistance Memory 

(xxiv) কম্পিউটারের একটি আউটপুট যন্ত্র হল - মাউস / কি - বোর্ড / প্রিন্টার / স্ক্যানার।      

AC : 126 

(i) স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে ? মুদালিয়র কমিশন / কোঠারী কমিশন / রাধাকৃষ্ণন কমিশন / জাতীয় শিক্ষানীতি 1986 

(ii) পুনরুদ্রেক কথাটির অর্থ - স্মরণ করা / ভুলে যাওয়া / আগ্রহ / বুদ্ধি। 
[ স্মরণ করা বা মনে করা। ]

(iii) Electric Theory নামে পরিচিত - থার্স্টোনের দলগত উপাদান তত্ত্ব / স্পিয়ারম্যানের দ্বি - উপাদান তত্ত্ব / থর্নডাইকের শিখন তত্ত্ব / প্যাভলভের উদ্দীপক তত্ত্ব। 
[ বহু উপাদান তত্ত্বের প্রবক্তা থার্স্টোন। থার্স্টোনের বহু উপাদান তত্ত্বটি প্রাথমিক উপাদান বা প্রাথমিক মানসিক তত্ত্ব নামে পরিচিত। অন্যদিকে স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বটি ইলেকট্রিক থিয়োরি নামে পরিচিত। অর্থাৎ বহু উপাদান তত্ত্ব ও প্রাথমিক মানসিক উপাদান তত্ত্ব এই দুটি বিষয় একই। আবার দ্বিউপাদান তত্ত্ব ও ইলেকট্রিক থিয়োরি এই দুটি বিষয় একই। ]      

(iv) স্কিনারীয় অনুবর্তন - উদ্দীপক নির্ভর / প্রতিক্রিয়া নির্ভর / সংযোজন প্রকৃতির / অন্তর্দৃষ্টিমূলক। 

(v) অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন - প্যাভলভ / স্কিনার / থর্নডাইক / কোহলার। 

(vi) রাশিবিজ্ঞান। 
(vii) রাশিবিজ্ঞান। 
(viii) রাশিবিজ্ঞান।

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.
 
(ix) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন - ডক্টর এস রাধাকৃষ্ণ / ডক্টর জাকির হোসেন / ডক্টর তারাচাঁদ / ডক্টর এন কে সিদ্ধান্ত। 

(x) বহুমুখীবিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন বলেছে ? রাধাকৃষ্ণন কমিশন / কোঠারী কমিশন / মুদালিয়র কমিশন / জাতীয় শিক্ষানীতি। 

(xi) কোঠারী কমিশনের উদ্দেশ্য ছিল - প্রাথমিক শিক্ষার উন্নয়ন / মাধ্যমিক শিক্ষার উন্নয়ন / প্রাক প্রাথমিক শিক্ষার উন্নয়ন / শিক্ষার সর্বস্তরের উন্নয়ন। 

(xii) কাসা দাই বামবিনি - র অর্থ - ফুলের বাগান / শিশুদের গৃহ / খেলার মাঠ / গ্রন্থাগার। 

(xiii) নবোদয় বিদ্যালয়ের অপর নাম - কিন্ডার গার্টেন স্কুল / পেস সেটিং স্কুল / কমন স্কুল / নার্সারি স্কুল। 
[ ১৯৮৬ র জাতীয় শিক্ষানীতিতে নবোদয় বিদ্যালয়ের প্রস্তাব করা হয়। ] 

(xiv) ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় - ১৯৯০ / ১৯৯৬ / ২০০০ / ২০০১ খ্রিস্টাব্দে। 

(xv) কারিগরি শিক্ষার সাথে সম্পর্কিত একটি সংস্থা হল - NCERT / AICTE / SABE / NCTE 

(xvi) একটি Audio - visual প্রযুক্তির উদাহরণ হল - টেলিফোন / রেডিয়ো / অডিয়ো ক্যাসেট / দূরদর্শন। 

(xvii) কম্পিউটারের মস্তিস্ক হল - ALU / RAM / CPU / Monitor 

(xviii) কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন - থার্স্টোন / গার্ডনার / ক্যাটেল / ভার্ণন। 
[ A বুদ্ধি , তরল বুদ্ধি , জন্মগত বুদ্ধি , B বুদ্ধি , কেলাসিত বুদ্ধি , প্রকাশিত বুদ্ধি - সব গুলির প্রবক্তা ক্যাটল। ] 

(xix) The Nature of Intelligence বইটির রচয়িতা হলেন - স্কিনার / স্পিয়ারম্যান / থার্স্টোন / প্যাভলভ। 
[ ১৯৯৯ সালে প্রকাশিত হয়। ] 

(xx) প্রোগ্রাম অব অ্যাকশন গঠিত হয় - ১৯৯২ / ১৯৯০ / ১৯৮৬ / ১৯৮২ - খ্রিস্টাব্দে। 

(xxi) রাশিবিজ্ঞান। 

(xxii) প্রাচীন অনুবর্তন তত্ত্বের জনক হলেন - প্যাভলভ / স্কিনার / হিলগার্ড / মার্কুইস। 

(xxiii) মানুষ গড়ার শিক্ষা - এর প্রবর্তক হলেন - জ্যাকস ডেলর / বিবেকানন্দ / গান্ধীজি / অরবিন্দ। 

(xxiv) মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হল - তীব্রতা / মেজাজ / আকার / গতিশীলতা।       

AC : 160 

(i) ব্যক্তিগত প্রেষণার চাহিদার ক্রমপর্যায় তত্ত্বটির প্রবক্তা হলেন - স্টার্ন / ম্যাসলো / ফ্রয়েড / ম্যাকডোনাল্ড। 

(ii) স্মৃতির প্রথম স্তর হল - সংরক্ষণ / শিখন / পরিণমন / পুনরুদ্রেক। 

(iii) মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হল - তীব্রতা  / মেজাজ / আকার / গতিশীলতা। 

(iv) প্যাভলভের শিখনতত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় - R-type / S-type / C-type / অপানুবর্তন। 

(v) Skinner Box এর ব্যবহার করা হয়েছিল - প্রাচীন অনুবর্তনে / সক্রিয় অনুবর্তনে / অন্তর্দৃষ্টিমূলক শিখনে / প্রচেষ্টা ও ভুলের পদ্ধতিতে। 
[ ইঁদুরের ওপর পরীক্ষা করা হয়। ] 

(vi) Animal Intelligence গ্রন্থটির রচয়িতা - থর্নডাইক / স্কিনার / প্যাভলভ / কোনটিই নয়। 
[ 1899 তে প্রকাশিত হয়। ] 

(vii) গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি হল - প্রতিক্রিয়া / উদ্দীপক / সাধারণীকরণ / প্রত্যক্ষণ। 

(viii) রাশিবিজ্ঞান। 
(ix) রাশিবিজ্ঞান। 
(x) রাশিবিজ্ঞান। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

(xi) প্রথম কোন কমিশন Cumulative Record Card এর ব্যবহারের কথা বলে - বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন / মাধ্যমিক শিক্ষা কমিশন / কোঠারী কমিশন / জাতীয় শিক্ষানীতি 1986 

(xii) কমন স্কুল - এর কথা উল্লেখ করা হয়েছে - বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে / মাধ্যমিক শিক্ষা কমিশনে / কোঠারী কমিশনে / জাতীয় শিক্ষানীতি 1986 তে। 

(xiii) Educational Equality র কথা জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ভুক্ত - প্রথম / তৃতীয় / চতুর্থ / কোনটিই নয়। 

(xiv) সর্বোদয় সমাজ - এর কথা বলেছিলেন - রবীন্দ্রনাথ ঠাকুর / গান্ধীজি / বিবেকানন্দ / রামমোহন। 

(xv) কার্যকরী শিক্ষার অপর নাম - সামাজিক শিক্ষা / শারীরিক শিক্ষা / নৈতিক শিক্ষা / কোনটিই নয়। 
[ বয়স্ক শিক্ষার বিভিন্ন নাম - কার্যকরী সাক্ষরতা , সামাজিক শিক্ষা। এরপর পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এর নাম দেওয়া হয় '' বয়স্ক সাক্ষরতা ''। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা নামকরণ করেন মৌলানা আবুল কালাম আজাদ 1949 খ্রিস্টাব্দে। ]   

(xvi) সর্বশিক্ষা অভিযান কর্মসূচি গ্রহণ করা হয় - 2001 / 2002 / 2003 / 2020 সালে। 
[ সঠিক উত্তর হবে 2000 সালের সেপ্টেম্বর মাসে। 2000 সালে সর্বশিক্ষা অভিযান গ্রহণ করা হয় এবং 2002 সালে তা কার্যকর হয়। কিন্তু অপশনগুলির মধ্যে 2000 সাল না থাকায় 2002 কে সঠিক উত্তর বলে উল্লেখ করা হল। ]

(xvii) 46 তম আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় - জার্মানিতে / আমেরিকায় / জেনেভায় / আফগানিস্তানে। 
[ 5-9 সেপ্টেম্বর 2001 ] 

(xviii) কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হল - ROM / RAM / CPU / UPS 

(xix) কম্পিউটার সহযোগী শিখন হল - CAL / CMI / CBT / CAI 
[ কম্পিউটার সহযোগী নির্দেশনা হল CAI ] 

(xx) C বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ  - হের / ডিয়ারবর্ণ / কলভিন / ভার্ণন। 
[ A বুদ্ধি , তরল বুদ্ধি , জন্মগত বুদ্ধি , B বুদ্ধি , কেলাসিত বুদ্ধি , প্রকাশিত বুদ্ধি - সব গুলির প্রবক্তা ক্যাটল। ] 

(xxi) কোহলার কোন প্রাণী নিয়ে শিখনের পরীক্ষা করেছিলেন ? বিড়াল / ইঁদুর / কুকুর / শিম্পাঞ্জি। 

(xxii) রাশিবিজ্ঞান। 

(xxiii) কারিগরি শিক্ষার সাথে সম্পর্কিত একটি সংস্থা হল - UGC / NCERT / NCTE / AICTE 

(xxiv) মুক্তশিক্ষা হল ______________ শিক্ষার উদাহরণ। নিয়ন্ত্রিত শিক্ষা / অনিয়ন্ত্রিত শিক্ষা / প্রথাবহির্ভুত শিক্ষা / কারিগরি শিক্ষা। 

AC : 178 

(ক) বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্বের প্রবক্তা হলেন - স্কিনার / স্পিয়ারম্যান / ফ্রয়েবেল / গিলফোর্ড। 

(খ) The Nature of Intelligence লিখেছেন - ভার্ণন / থার্স্টোন / স্কিনার / স্পিয়ারম্যান। 
[ 1999 তে প্রকাশিত হয়। ] 

(গ) অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় - অনুশীলনের দ্বারা / বুদ্ধি দ্বারা / অনুকরণের দ্বারা / অনুবর্তনের দ্বারা। 

(ঘ) শিখন শুরু হয় - মাতৃ জঠরে / শৈশবে / প্রান্তিক বাল্যে / প্রান্তীয় বাল্যে। 
[ তোমরা হয়তো কোনো কোনো জায়গায় দেখে থাকবে যে শিখন শুরু হয় মাতৃ জঠরে। কিন্তু শিখন কখনই মাতৃ জঠরে শুরু হয়না। জন্মের পর থেকে শিখন শুরু হয় এবং তা মৃত্যু পর্যন্ত চলে। মাতৃ জঠরে পরিণমনগত বিকাশ সাধিত হয়। ] 

(ঙ) Gagne - এর মতে শিখনের শেষ স্তরটি হল - ধারণা শিখন / বাচনিক শিখন / সংকেতমূলক শিখন / সমস্যা সমাধানের শিখন। 
[ প্রথম স্তর সংকেতমূলক শিখন। ] 

(চ) টাইম কার্ভ হল - লেখচিত্র / উদ্দীপক / প্রতিক্রিয়া / পরিধি। 
[ থর্নডাইক প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের পরীক্ষার ফলাফল লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেন। ] 

(ছ) রাশিবিজ্ঞান। 
(জ) রশিবিজ্ঞান। 

(ঝ) অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন - স্কিনার / প্যাভলভ / থর্নডাইক / ওয়াটসন। 

(ঞ) ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় - 1964 / 1966 / 1986 / 1952 সালে। 

(ট) অপারেশন ব্ল্যাকবোর্ড হল - একটি ক্লাব / পাঠাগার / গ্রন্থাগার / একটি কর্মসূচি। 
[ জাতীয় শিক্ষানীতি 1986 র ভিত্তিতে কর্মসূচিটি গৃহীত হয় প্রাথমিক শিক্ষা স্তরের জন্য। ]  

(ঠ ) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল - কোঠারী কমিশন / হান্টার কমিশন / রাধাকৃষ্ণন কমিশন / মুদালিয়র কমিশন। 
[ ভারতের প্রথম শিক্ষা কমিশন হান্টার কমিশন 1882 ] 

(ড ) মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন - ভি এস কোঠারী / এস রাধাকৃষ্ণন / জাকির হোসেন / লক্ষণস্বামী মুদালিয়র। 

(ঢ ) স্কুল কমপ্লেক্স গঠনের সুপারিশ করেন - মিত্র কমিশন / মুদালিয়ার কমিশন / কোঠারী কমিশন / রাধাকৃষ্ণন কমিশন। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

(ণ ) রামমূর্তি কমিটি গঠিত হয় - 1990 / 1991 / 1992 / 1993 - খ্রিস্টাব্দে। 
[ জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয় 1992 সালে। রামমূর্তি কমিটি ও জনার্দন রেড্ডি কমিটির রিপোর্টের ভিত্তিতে 1992 সালে POA গঠিত হয় ; একে 1992 সালের জাতীয় শিক্ষা নীতিও বলা হয়। এর ভিত্তিতে 1986 র জাতীয় শিক্ষানীতির কিছু পরিবর্তন করা হয়। ]  

(ত ) নবোদয় বিদ্যালয় গঠিত হয় - দুর্বলতরদের জন্য / বিকলাঙ্গদের জন্য / মেধাবীদের জন্য / স্বল্পবুদ্ধিদের জন্য। 
[ জাতীয় শিক্ষানীতি 1986 র প্রস্তাবক্রমে গঠিত হয়। এর অপর নাম পেস সেটিং স্কুল। ] 

(থ ) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা ছিল - 8 / 9 / 10 / 11 জন। 
[ ভারতীয় 7 জন ও বিদেশি 3 জন সদস্য। ] 

(দ ) একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম - নিম্ন বুনিয়াদি / মাধ্যমিক বিদ্যালয় / পলিটেকনিক / মন্তেসরি স্কুল। 
[ নিম্ন বুনিয়াদি শিক্ষাস্তরটি হল নিম্ন প্রাথমিক স্তর। প্রাক প্রাথমিক শিক্ষালয়গুলি হল - কিন্ডারগার্টেন , নার্সারি , প্রাক বুনিয়াদি , মন্তেসরি। ]    

(ধ ) সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় - 2001 / 2002 / 2003 / 2004 খ্রিস্টাব্দে। 

(ন ) Each One Teach One স্লোগানটি কোন দেশের ? - ভারত / বাংলাদেশ / আমেরিকা / রাশিয়া। 
[ ১৯৩৭ থেকে ১৯৪২ সালের মধ্যে শিক্ষা আন্দোলনে উক্ত স্লোগানটি বিশেষ গুরুত্ব পায়। এর প্রবক্তা ছিলেন ডক্টর লাউব্যাক ( Dr Lauback ) ]  

(প ) বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেন - এ পি জে আবদুল কালাম / মৌলানা আবুল কালাম আজাদ / ডি এস কোঠারী / রাধাকৃষ্ণন। 

(ফ ) নীচের কোনটি সফটওয়্যার ? টেপ রেকর্ডার / কম্পিউটার / কম্পিউটার ডিস্ক / OHP 
[ এখানে উল্লেখ্য যে , কম্পিউটার ডিস্ক নিজে সফটওয়্যার নয় , এর মধ্যে সফটওয়্যার Loadad থাকে। ] 

(ব ) কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র হল - ROM / RAM / CAL / CAI 

(ভ ) UNO এর অন্তর্ভুক্ত একটি সংস্থা হল - WHO / UNOECE / UNESCO / UNICEF     
[ প্রশ্নটির অপশনগুলো ভুল আছে। WHO , UNESCO এবং UNICEF তিনটিই UNO র অন্তর্ভুক্ত সংস্থা। তবে দ্বিতীয় অপশন UNOECE অপশনটি অর্থহীন ; এই নামের কোনো সংস্থার অস্তিত্ব নেই। ]            

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.
Share
Tweet
Pin
Share
No comments
Newer Posts
Older Posts

Contact Form

Name

Email *

Message *

About me

Hellow viewers, myself Nandan Dutta reside at Maheshpur ,Malda, West Bengal, India.

My intent to make the website is to share my view and knowledge to the HS students. They can easily find projects, HS suggestion and many more here.


Categories

  • Career (2)
  • CLASS 11 (XI) (1)
  • Class XI 1st Semester (4)
  • CLASS XI 2nd Semester (16)
  • H.S. 3rd SEM (6)
  • H.S. EDUCATION (5)
  • H.S. HISTORY (1)
  • HS SOCIOLOGY (2)
  • HS SUGGESTION (1)
  • INDIAN HISTORY (30)
  • NCERT (1)
  • POLITY (61)
  • PROJECT (96)
  • Sociological Studies (79)
  • Teaching & Education (128)
  • TEST PAPERS SOLVE (11)
  • TEST PAPERS SOLVE 2020 (7)
  • WORLD HISTORY (53)
  • XI EDUCATION (7)
  • XI HISTORY (3)
  • XI POL SC (1)
  • XI SOCIOLOGY (1)
  • XII Bengali (1)
  • XII Sanskrit (1)

recent posts

Sponsor

Facebook

Blog Archive

  • July 2025 (8)
  • June 2025 (4)
  • May 2025 (23)
  • April 2025 (75)
  • March 2025 (32)
  • December 2024 (5)
  • November 2024 (70)
  • October 2024 (1)
  • September 2024 (1)
  • July 2024 (5)
  • June 2024 (3)
  • April 2024 (2)
  • March 2024 (3)
  • February 2024 (11)
  • January 2024 (1)
  • November 2023 (4)
  • October 2023 (8)
  • September 2023 (10)
  • April 2023 (9)
  • March 2023 (18)
  • February 2023 (2)
  • January 2023 (1)
  • December 2022 (3)
  • November 2022 (3)
  • October 2022 (4)
  • September 2022 (16)
  • August 2022 (3)
  • July 2022 (5)
  • June 2022 (5)
  • April 2022 (23)
  • March 2022 (10)
  • February 2022 (18)
  • January 2022 (30)
  • December 2021 (8)
  • November 2021 (12)
  • October 2021 (2)
  • September 2021 (5)
  • August 2021 (2)
  • July 2021 (2)
  • June 2021 (5)
  • May 2021 (1)
  • April 2021 (2)
  • November 2020 (1)
  • October 2020 (1)
  • August 2020 (2)
  • June 2020 (3)
  • May 2020 (1)
  • October 2019 (3)
  • September 2019 (5)
  • August 2019 (3)
  • June 2019 (3)
  • May 2019 (3)
  • April 2019 (1)
  • March 2019 (2)
  • February 2019 (3)
  • December 2018 (1)
  • November 2018 (3)
  • October 2018 (4)
  • August 2018 (1)

Total Pageviews

Report Abuse

About Me

subhankar dutta
View my complete profile

Sponsor

Pages

  • Home
  • Project
  • জাতীয় শিক্ষানীতি 1986 SAQ
  • EDU FINAL A 2020
  • Class XI ( Class 11 ) Sociology chapter wise MCQ &...
  • Class 12 (H.S.) History Chapter Wise MCQ & SAQ
  • Class 11 (XI) Sociology 1st chapter MCQ & SAQ
  • H.S. Sociology notes .
  • H.S. Sociology 1st chapter MCQ & SAQ ( only reduce...
  • H.S. Education 10th chapter SAQ & MCQ
  • H.S. Education 10th chapter MCQ & SAQ
  • CLASS 12 SOCIOLOGY 4TH CHAPTER SAQ WITH ANSWER

Pages

  • About Me
  • Contact
  • Privacy Policy
  • Disclaimer

Created with by ThemeXpose | Distributed by Blogger Templates