ABTA 2021 Education SAQ solved .
ABTA 2021 Education SAQ solved .
AC : 7
(i) e-learning কী ?
কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিবিধ বিষয় শেখা ও জানার প্রক্রিয়াকে e- learning বলে।
অথবা , www - পুরো কথাটি কী ?
পুরো নাম World Wide Web । এর মাধ্যমে সারা বিশ্বের ইন্টারনেট ও কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত হওয়া যায়।
(ii) শিক্ষাপ্রযুক্তি বিদ্যা কাকে বলে ?
শিক্ষা প্রযুক্তি বিদ্যা এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে ৫ টি M ( Machine , Materials , Media , Mass , Method ) সমন্বিত হয় এবং শিক্ষার নির্দিষ্ট উদ্দেশ্য পূরণে একত্রভাবে কাজ করে।
[ শিক্ষায় প্রযুক্তি বিদ্যার দুটি উদ্দেশ্য
ম্যাক্রো স্তরের উদ্দেশ্য - শিক্ষার লক্ষ্য অর্জনে মানুষ , উপকরণ , সম্পদ ও কৌশল নির্ধারণ করা।
মাইক্রো স্তরের উদ্দেশ্য - শ্রেণী শিক্ষনকে আরো কার্যকরী করে তুলতে উপযুক্ত শিক্ষা উপকরণ ব্যবহার করা। ]
(iii) ডেলর কমিশন কত সালে গঠিত হয় ?
গঠিত হয় 1993 সালে। ( প্রতিবেদনের শিরোনাম - Learning : The Treasure Within - শিখন অন্তরের সম্পদ ; মোট সদস্য 14 জন। রিপোর্ট পেশ - 1996 সালের 11 এপ্রিল। )
(iv) SSA - পুরো কথাটি কী ?
Sarba Siksha Abhiyan বা , সর্বশিক্ষা অভিযান। ( 2002 সালে এটি প্রচলিত হয় ; প্রাথমিক শিক্ষাস্তর। )
অথবা , বয়স্ক সাক্ষরতা কাকে বলে ?
বয়স্ক শিক্ষা হল সেই শিক্ষা যা ব্যক্তির মধ্যে 3R এর জ্ঞান অর্থাৎ পড়া , লেখা ও সাধারণ গণিতের জ্ঞান প্রদান করে তাঁদের সামাজিক , অর্থনৈতিক সর্বক্ষেত্রে উন্নত জীবনযাত্রা প্রদান করে।
(v) প্রবহমান শিক্ষা কী ?
প্রবহমান শিক্ষা বা ধারাবাহিক শিক্ষা কর্মসূচি বা CEP হল একটি স্বনির্ভর ও জীবনব্যাপী শিক্ষাধারা। প্রবহমান শিক্ষা বলতে সেই বিশেষ ধরনের শিক্ষাকে বোঝায় যার দ্বারা নব্য স্বাক্ষর ব্যক্তির অর্জিত শিক্ষা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
[ প্রবহমান শিক্ষার দুটি উদ্দেশ্য
(ক ) অর্জিত সাক্ষরতা ধরে রাখা।
(খ ) পেশাগত উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করা। ]
অথবা , শিক্ষায় '' অনুন্নয়ন '' কাকে বলে ?
প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীতে পরীক্ষায় সাফল্য না পাওয়ায় বহু শিক্ষার্থী একাধিক বছর একই শ্রেণীতে থেকে যায়। এর ফলে তাদের অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ব্যাহত হয়। এতে শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , অর্থ ও শ্রম নষ্ট হয়। একেই শিক্ষা ক্ষেত্রে অনুন্নয়ন বলে।
[ প্রাথমিক শিক্ষাস্তরের শেষ ধাপে পৌঁছনোর আগেই বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়। এতে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অপূর্ণ থেকে যায় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , শ্রম ও অর্থের অপচয় ঘটে। একে শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয়।]
(vi) VEC - পুরো কথাটি কী ?
Village Education Committee
(vii) স্বশাসিত কলেজ কী ?
স্ব - শাসিত কলেজ গুলি নিজেরাই স্বাধীনভাবে পাঠক্রম ও পাঠদান পদ্ধতি - ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। স্ব - শাসিত কলেজগুলি নিজেরাই পরীক্ষা গ্রহণ ও ডিগ্রি প্রদানের ব্যবস্থা করতে পারে।
প্রস্তাব করেন - জাতীয় শিক্ষানীতি 1986 ।
অথবা , ECCE - পুরো কথাটি কী ?
পুরো নাম Early Childhood Care and Education । জন্মের পর থেকে বিদ্যালয় যাওয়া শুরুর কাল পর্যন্ত বা 4 বছর বয়স পর্যন্ত শিশুর প্রতি ইতিবাচক ভূমিকা গ্রহণ করাকেই বলে ECCE ।
(viii) নবোদয় বিদ্যালয় কী ?
1986 - র জাতীয় শিক্ষানীতিতে নবোদয় বিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়। এখানে মেধা , সমসুযোগ ও সামাজিক ন্যায় - এই তিনের সমন্বয় ঘটে। মেধাবী শিক্ষার্থীদের সহজাত মেধার সম্পূর্ণ বিকাশের জন্য সমস্ত ব্যবস্থা এতে বর্তমান।
(ix) প্রোগ্রাম অব অ্যাকশন কী ?
রামমূর্তি কমিটি ( 1990 ) এবং জনার্দন রেড্ডি কমিটির ( 1992 ) সুপারিশের ভিত্তিতে 1986 - র জাতীয় শিক্ষানীতির কিছু পরিবর্তন ঘটানো হয়। এটিই Programme of Action নামে পরিচিত।
(x) রামমূর্তি কমিটি কেন গঠিত হয়েছিল ?
NEP 1986 এর প্রয়োজনীয় সংস্কার সাধনের উদ্দেশ্যে 1990 সালে গঠিত হয়।
(xi) CRC - পুরো কথাটি কী ?
Cumulative Record Card বা সর্বাত্মক পরিচয়পত্র ( সুপারিশ করেন মুদালিয়ার কমিশন )
[ এছাড়া , SRC এর পুরো নাম - State Resource Centre ]
[ এছাড়া , SRC এর পুরো নাম - State Resource Centre ]
[ মাধ্যমিক শিক্ষা কমিশন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করার পরিবর্তে তাদের বিদ্যালয় জীবনের সব ধরণের ঘটনাগুলোকে একস্থানে লিপিবদ্ধ করার সুপারিশ করে। এটিই হল সর্বাত্মক পরিচয়পত্র বা , Cumulative Record Card । ]
অথবা , বহুমুখী বিদ্যালয় কী ?
মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী বহুমুখী বিদ্যালয় হল এমন এক ধরণের বিদ্যালয় যেখানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার লক্ষ্য , আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন বিষয় শিক্ষাদানের ব্যবস্থা করা হয়।
(xii) স্কোর ও স্কেল কী ?
সংখ্যা দ্বারা প্রকাশিত যে - কোনো ধরণের পরিমাপকে রাশিবিজ্ঞানে স্কোর বলা হয়।
স্কেল হল একটি পরিমাপক। স্কোরগুলি যখন সমান এককের সাহায্যে প্রকাশ করা হয় - তখন তাকে স্কেল বলে। যেমন - 5, 10, 15, 20 - প্রভৃতি হল সমান একক , যেহেতু এদের দূরত্ব সমান।
(xiii) মোড - এর সূত্র লেখো।
3 x Median - 2 x Mean
(xiv) থর্নডাইক কেন বিখ্যাত ?
প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তা হিসেবে বিখ্যাত।
অথবা , R - টাইপ অনুবর্তন কাকে বলে ?
R- টাইপ অনুবর্তন হল অপারেন্ট জাতীয় আচরণ , অর্থাৎ , যে আচরণের নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই। এর প্রবক্তা স্কিনার।
(xv) কেলাসিত বুদ্ধির কথা প্রথম কে বলেছিলেন ?
B বুদ্ধি বা কেলাসিত বুদ্ধি বা প্রকাশিত বুদ্ধি হল জন্মগত ক্ষমতা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। এর প্রবক্তা ক্যাটল।
অথবা , G - উপাদান কি সর্বজনীন ?
G - উপাদান বা সাধারণ মানসিক ক্ষমতা সর্বজনীন। ( এটি স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বের অন্তর্গত। দুটি উপাদান হল G ও S )
(xvi) Abilities of Man - গ্রন্থটি কার লেখা ?
চার্লস স্পিয়ারম্যান।
অথবা , বহুউপাদান যুক্ত মানসিক ক্ষমতার কথা কে বলেছিলেন ?
বহু উপাদান তত্ত্বের প্রবক্তা থার্স্টোন।
[ থার্স্টোনের বহু উপাদান তত্ত্বটি প্রাথমিক উপাদান বা প্রাথমিক মানসিক তত্ত্ব নামে পরিচিত। অন্যদিকে স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বটি ইলেকট্রিক থিয়োরি নামে পরিচিত। অর্থাৎ বহু উপাদান তত্ত্ব ও প্রাথমিক মানসিক উপাদান তত্ত্ব এই দুটি বিষয় একই। আবার দ্বিউপাদান তত্ত্ব ও ইলেকট্রিক থিয়োরি এই দুটি বিষয় একই। ]
AC : 30
(i) বুদ্ধির একটি বৈশিষ্ট লেখো।
১. বুদ্ধি হল এক মানসিক সামর্থ্য যা পূর্বে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে বর্তমানের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক হয়।
২. বুদ্ধির সাহায্যে আমরা সূক্ষ্ম , জটিল এবং বিমূর্ত বিষয়ে চিন্তা করতে পারি।
২. বুদ্ধির সাহায্যে আমরা সূক্ষ্ম , জটিল এবং বিমূর্ত বিষয়ে চিন্তা করতে পারি।
(ii) স্পিয়ারম্যানের টেট্রাড সমীকরণটি লেখো।
স্পিয়ারম্যানের বৌদ্ধিক ক্ষমতা সংক্রান্ত সমীকরণটির নাম টেট্রাড সমীকরণ। তিনি তাঁর Abilities of Man গ্রন্থে এর উলেখ করেছেন। সমীকরণটি হল -
rap x rbq - raq x rbp = 0
( a = বৈপরীত্য , p = সম্পূর্ণতা , b = পার্থক্য , q = বর্জন। )
rap x rbq - raq x rbp = 0
( a = বৈপরীত্য , p = সম্পূর্ণতা , b = পার্থক্য , q = বর্জন। )
(iii) টাইম কার্ভ কী ?
থর্নডাইক প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের পরীক্ষার ফলাফল লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেন। এতে দেখা যায় , পুনরাবৃত্তির সংখ্যা বাড়ার সাথে সাথে graph ক্রমশঃ নীচের দিকে নেমে আসে।একে টাইম কার্ভ বলে।
(iv) UGC এর পুরো কথাটি কী ?
University Grants Commission ; ( 1956 সালে প্রতিষ্ঠিত হয়। University Grants Commission 1956 সালে বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশে গঠিত হয়। এর কাজ হল মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলির স্বীকৃতি প্রদান আর্থিক সংস্থান নিশ্চিত করা। )
(v) কাইমোগ্রাফ কী ?
যে চিত্রের সাহায্যে শ্রেণীবদ্ধ স্কোরকে রৈখিকভাবে প্রকাশ করা হয়।
অথবা , পাজল বক্স কী ?
প্রচেষ্টা ও ভুল তত্ত্বের পরিপ্রেক্ষিতে থর্নডাইকের তৈরী একটি পরীক্ষামূলক উপাদান। এতে তিনি বিড়াল ও মাছ নিয়ে সঠিক শিখন কৌশল নির্ণয়ের পরীক্ষা করেছিলেন।
(vi) কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে ?
কেন্দ্রীয় প্রবণতার অর্থ কেন্দ্রের দিকে যাওয়ার ঝোঁক। অর্থাৎ এটি সমস্ত স্কোরের প্রতিনিধিত্ব করে। একগুচ্ছ স্কোরে পৃথক মানের স্কোর থাকলেও তাদের ভর কেন্দ্রে যাওয়ার একটা প্রবণতা থাকে। এটিই কেন্দ্রীয় প্রবণতা।
অথবা , প্রসার ( Range ) কী ?
সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের মধ্যে যে ব্যবধান থাকে , তাকে সংখ্যা দ্বারা প্রকাশ করা হলে তাকে বলে প্রসার। যেমন সর্বোচ্চ স্কোর 90 ও সর্বনিম্ন স্কোর 30 হলে প্রসার 90 - 30 = 60 ।
(viii) আয়ত লেখচিত্র বা হিস্টোগ্রাম কী ?
আয়তলেখ বা হিস্টোগ্রাম তথ্য প্রকাশের একটি গুরুত্বপূর্ণ লেখচিত্র। এতে সমগ্র শ্রেণিব্যাবধানটি একটি আয়তক্ষেত্রের সহায়তায় উপস্থাপিত করা হয়।
অথবা , পরিসংখ্যা বহুভুজ কী ?
পরিসংখ্যা বহুভূজ হল এক ধরণের রৈখিক লেখচিত্র। এতে স্কোর ও তার পরিসংখাকে যথাক্রমে x ও y অক্ষে যথোপযুক্ত স্কেলের সাহায্যে উপস্থিত করে একটি আবদ্ধ ক্ষেত্র রচনা করা হয়।
[ হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের একটি পার্থক্য।
পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগণের ক্ষেত্রে উভয় প্রান্তে দুটি অতিরিক্ত শ্রেণী ব্যবধান বা Class Interval নেওয়া হয়। কিন্তু আয়তলেখ বা হিস্টোগ্রামের ক্ষেত্রে অতিরিক্ত অতিরিক্ত শ্রেণী ব্যবধান নেওয়ার প্রয়োজন হয়না। ]
(ix) শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেন ?
শ্রীনিকেতন একটি Rural Institute . জনশিক্ষা প্রসারের জন্য রবীন্দ্রনাথ 1922 সালে শান্তিনিকেতনের কাছে সুরুল গ্রামে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন। ( 1924 সালে তিনি শ্রীনিকেতনে '' শিক্ষাসত্র '' নামে একটি গ্রামীণ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। )
(x) CABE এর পুরো কথাটি কী ?
Central Advisory Board of Education
(xi) বিদ্যালয়ে কম্পিউটারের দুটি ব্যবহার লেখো।
(ক ) ছাত্র ও শিক্ষক সম্পর্কিত তথ্য , বিদ্যালয় , গ্রন্থাগার ও পরীক্ষাগার সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষণ ও (খ ) প্রয়োজনমতো সেইসব তথ্যের ব্যবহারে কম্পিউটার বিশেষভাবে সাহায্য করে।
(xii) RAM ও ROM এর দুটি পার্থক্য লেখো।
(ক ) RAM এর পুরো নাম Random Access Memory; কিন্তু ROM এর পুরো নাম Read Only Memory ।
(খ ) RAM এর স্মৃতি অস্থায়ী ; কিন্তু ROM এর স্মৃতি স্থায়ী।
(গ ) RAM বিদ্যুৎ সংযোগের ওপর নির্ভরশীল ; কিন্তু ROM বিদ্যুৎ সংযোগের ওপর নির্ভরশীল নয়।
(খ ) RAM এর স্মৃতি অস্থায়ী ; কিন্তু ROM এর স্মৃতি স্থায়ী।
(গ ) RAM বিদ্যুৎ সংযোগের ওপর নির্ভরশীল ; কিন্তু ROM বিদ্যুৎ সংযোগের ওপর নির্ভরশীল নয়।
অথবা , ICT এর পুরো নাম লেখো।
Information and Communication Technology
(xiii) স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার শিক্ষার কোন স্তরের সঙ্গে সম্পর্কযুক্ত ?
[ প্রশ্ন ভুল আছে। সঠিক প্রশ্নটি হবে - স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তম্ভের সাথে সম্পর্কযুক্ত ?]
উত্তর : জানার জন্য শিক্ষা ( ডেলর কমিশন ) ।
(xiv) ICDS এর পুরো নাম লেখো।
Integrated Child Development Scheme । এর মূল লক্ষ্য হল মহিলা কর্মসংস্থান ও শিশুর স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে নিশ্চয়তা বিধান।
অথবা , প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা উল্লেখ করো।
(ক ) সর্বজনীন প্রাথমিক শিক্ষা প্রসারের একটি বড় বাধা হল অর্থের অভাব ও পরিকাঠামোগত সুযোগের অভাব ।
(খ ) অভিভাবকদের দারিদ্রতা ও ঔদাসীন্য প্রাথমিক শিক্ষা বিস্তারের একটি প্রধান অন্তরায়।
(xv) স্বশাসিত কলেজ কাকে বলে ?
স্ব - শাসিত কলেজ গুলি নিজেরাই স্বাধীনভাবে পাঠক্রম ও পাঠদান পদ্ধতি - ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। স্ব - শাসিত কলেজগুলি নিজেরাই পরীক্ষা গ্রহণ ও ডিগ্রি প্রদানের ব্যবস্থা করতে পারে।প্রস্তাব করে জাতীয় শিক্ষানীতি 1986
[ স্ব - শাসিত কলেজের দুটি বৈশিষ্ট -
১. স্ব - শাসিত কলেজ গুলি নিজেরাই স্বাধীনভাবে পাঠক্রম ও পাঠদান পদ্ধতি - ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।
২. স্ব - শাসিত কলেজগুলি নিজেরাই পরীক্ষা গ্রহণ ও ডিগ্রি প্রদানের ব্যবস্থা করতে পারে। ]
১. স্ব - শাসিত কলেজ গুলি নিজেরাই স্বাধীনভাবে পাঠক্রম ও পাঠদান পদ্ধতি - ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।
২. স্ব - শাসিত কলেজগুলি নিজেরাই পরীক্ষা গ্রহণ ও ডিগ্রি প্রদানের ব্যবস্থা করতে পারে। ]
(xvi) ITI ও IIT এর পার্থক্য লেখো।
IIT হল ভারতের কারিগরি ও প্রযুক্তি শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান ; অন্যদিকে ITI তে হাতে কলমে ব্যবহারিক বিষয়ে কাজ শেখানো হয়ে থাকে।
( IIT এর পুরো নাম Indian Institute of Technology ; এবং ITI এর পুরো কথাটি হল Industrial Training Institute )
( IIT এর পুরো নাম Indian Institute of Technology ; এবং ITI এর পুরো কথাটি হল Industrial Training Institute )
অথবা , সফটওয়্যার ও হার্ডওয়্যার - এর পার্থক্য লেখো।
কম্পিউটারের ভিতরে ও বাইরে যে যন্ত্রাংশগুলি যুক্ত থাকে তাকে হার্ডওয়ার বলে। অন্যদিকে সফটওয়ার হল বিভিন্ন ধরণের প্রোগ্রাম। এর মাধ্যমে কম্পিউটারকে কী কী কাজ করতে হবে - সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়।
AC : 52
(i) প্রেষণার একটি বৈশিষ্ট লেখো।
অভাববোধ বা চাহিদা থেকে প্রেষণার জন্ম হয় এবং নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে প্রেষণা আমাদের বাধ্য করে।
(ii) কমন স্কুল বলতে কী বোঝ ?
যে বিদ্যালয়ে জাতি , ধর্ম , সম্প্রদায় , অর্থনৈতিক ও সামাজিক অবস্থা নির্বিশেষে সকলেই শিক্ষার সুযোগ পায় - তাকে কমন স্কুল বলে।( শিক্ষায় অসমতা দূর করতে এবং সমসুযোগকে নিশ্চিত করতে কোঠারি কমিশন কমন স্কুলের সুপারিশ করে। )
(iii) Each one teach one - কোন আন্দোলনের স্লোগান ছিল ?
ভারতের স্বাধীনতার পূর্বে শিক্ষা আন্দোলন।
[ ১৯৩৭ থেকে ১৯৪২ সালের মধ্যে শিক্ষা আন্দোলনে উক্ত স্লোগানটি বিশেষ গুরুত্ব পায়। এর প্রবক্তা ছিলেন ডক্টর লাউব্যাক ( Dr Lauback ) ]
অথবা , NSS এর পুরো নামটি কী ?
National Service Scheme
(iv) ট্রেজার উইদিন - কথাটির অর্থ লেখো।
শিখন : অন্তরের সম্পদ। ( এটি হলো ডেলর কমিশনের প্রতিবেদনের শীর্ষনাম। )
(v) সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কোনটি ?
গড় বা মিন। ( দ্রুতগতি পদ্ধতি হল মধ্যমমান বা মিডিয়ান। ]
(vi) সপ্তপ্রবাহ - কাকে বলে ?
মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত মাধ্যমিক পাঠক্রমে বিভিন্ন বিষয়গুলিকে সাতটি মূল প্রবাহ বা বিভাগে ভাগ করে উপস্থাপন করা হয়েছে - এটিই হল পাঠক্রমের সপ্ত প্রবাহ।
(vii) PTTI - এর পুরো কথাটি লেখো।
Primary Teachers' Training Institute
অথবা , NCRHE এর পুরো কথাটি কী ?
National Council of Rural Higher Education ( বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশক্রমে 1956 তে প্রতিষ্ঠিত হয় )।
(viii) কার্যকরী সাক্ষরতা কাকে বলে ?
যে মাত্রার সাক্ষরতা ব্যাক্তিকে সমাজ ও পেশাগত জীবনের উপযুক্ত করে তোলে - তাকে কার্যকরী সাক্ষরতা বলে।
[ লেখা , পড়া ও সাধারণ গণিতের জ্ঞান অর্জন করাকে ব্যবহারিক সাক্ষরতা বলে। ]
(ix) অন্তর্ভুক্তি শিক্ষা ( Inclusive Education ) কী ?
যেসব শিক্ষার্থীর অল্প প্রতিবন্ধকতা আছে , তাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই বিদ্যালয়ে পঠন পাঠনের ব্যবস্থাই হল অন্তর্ভুক্তিমূলক শিক্ষা।
(x) শিক্ষা ক্ষেত্রে ড্রপ আউট ( Drop out ) এর দুটি কারণ লেখো।
(ক ) পারিবারিক আর্থিক দুরবস্থার দরুন বহু শিক্ষার্থী বিদ্যালয়ের পাঠ শেষের পূর্বেই বিদ্যালয় ত্যাগ করে।
(খ ) পাঠক্রম বৃত্তিমুখী না হওয়ার কারণে তা কিছু শিক্ষার্থীর নিকট আকর্ষণীয় হতে পারেনা।
[ প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে বিদ্যালয়ে ভর্তি হয়েও বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়। একেই স্কুল ছুট বা Drop Out বলে। ]
(xi) রাশিবিজ্ঞান।
(xii) গ্যাগনীর শ্রেণীবিভাগ অনুযায়ী সবচেয়ে উচ্চ পর্যায়ের শিখন কোনটি ?
সর্বোচ্চ পর্যায় - সমস্যা সমাধানের শিখন। [ সর্বনিম্ন বা প্রথম পর্যায় সংকেতমূলক শিখন। ]
(xiii) কী কারণে চক্র সম্পদ গঠন করা হয় ?
সর্বশিক্ষা অভিযানে ( SSA ) পরিকাঠামো ও পরিষেবা ব্যবস্থা বিস্তারের জন্য চক্র সম্পদ গঠন করা হয়।
(xiv) ECCE কী ?
পুরো নাম Early Childhood Care and Education । জন্মের পর থেকে বিদ্যালয় যাওয়া শুরুর কাল পর্যন্ত বা 4 বছর বয়স পর্যন্ত শিশুর প্রতি ইতিবাচক ভূমিকা গ্রহণ করাকেই বলে ECCE ।
(xv) সহগতি কাকে বলে ?
দুই বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ককেই সহগতি বলে। যেমন ব্যক্তির দৈর্ঘ্য ও ওজন।
[ সহগতি তিন প্রকার। যথা -
দুটি চলকের মধ্যে একটির পরিবর্তন হলে অপরটিও যদি পরিবর্তিত হয় তবে তা হল ধনাত্মক সহগতি। যেমন , পাঠের সময় ও পরীক্ষায় পারদর্শিতা।
দুটি চলকের মধ্যে একটির বৃদ্ধিতে অপরটি হ্রাস পায় ; বা একটি হ্রাস পেলে অপরটি বৃদ্ধি পায় তবে তা হল ঋণাত্মক সহগতি। যেমন - বদমেজাজ ও সামাজিক সম্পর্ক।
যখন দুটি চলকের মধ্যে ধনাত্মক বা ঋণাত্মক কোনো সম্পর্ক থাকে না , অর্থাৎ চলক দুটি পরস্পর নিরপেক্ষ , তখন তাকে বলে শুন্য সহগতি। যেমন দেহের ওজনের সাথে স্মৃতির সম্পর্ক। ]
অথবা , অন্তর্দৃষ্টি বলতে কী বোঝ ?
যখন সমস্যামূলক পরিস্থিতিকে আমরা সামগ্রিকভাবে প্রত্যক্ষ করি ও প্রতিক্রিয়া করি তখন তাকে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলে। এক্ষেত্রে বুদ্ধি ও অভিজ্ঞতা একান্ত প্রয়োজন। অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখনের দুটি মুখ্য মানসিক প্রক্রিয়া হল পৃথকীকরণ ও সামান্যীকরণ। প্রবক্তা - ওয়ারদাইমার , কফকা ও কোহলার।
(xvi) Pixel কী ?
পিক্সেল হল মনিটরের ক্ষুদ্রতম দৃশ্যমান অংশ। অসংখ্য পিক্সেলের সমন্বয়ে মনিটর গঠিত হয়। Pixel শব্দটির অর্থ Picture Elements ।
অথবা , অলীক স্মৃতি কাকে বলে ?
কম্পিউটারের প্রধান মেমরির অংশ বেশি বৃদ্ধি পেলে সহায়ক মেমরির দ্বারা সুবিধা অর্জন করার প্রক্রিয়াকে অলীক স্মৃতি ( Virtual Memory ) বলে।
AC : 59
(i) শিখন কাকে বলে ?
অতীত অভিজ্ঞতা ও অনুশীলনের প্রভাবে আচরণধারা সৃষ্টি বা পরিবর্তনকে শিখন বলে। শিখন হল জীবনব্যাপী প্রক্রিয়া এবং তা অনুশীলন সাপেক্ষ। শিখনের ফলে আচরণের পরিবর্তন সাধিত হয়।
(ii) প্রেষণা চক্র কী ?
প্রাণীর জীবনে অভাববোধ >>> তাড়না >>> যান্ত্রিক এক আচরণ >>> লক্ষ্য প্রাপ্তি। ( এই চারটি স্তর বৃত্তাকারে লিখতে হবে। ) এই চারটি স্তর চক্রাকারে আবর্তিত হয়। একেই প্রেষণাচক্র বলে।
অথবা , অপারেন্ট অনুবর্তন কাকে বলে ?
যে অনুবর্তন প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই , যে কোনো উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায় এবং যেখানে প্রাণীর সক্রিয়তা অপরিহার্য - তাকে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন বলে। এর প্রবক্তা স্কিনার।
(iii) ফললাভের শিখন সূত্রের মূলকথা কী ?
উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য সংযোগ স্থাপিত হলে তার ফল যদি প্রাণীর কাছে তৃপ্তিদায়ক হয় তবে সেই সংযোগ দৃঢ় হয়। আবার , সংযোগ স্থাপনের ফলটি প্রাণীর কাছে বিরক্তিকর হলে সেই সংযোগ শিথিল হয়।
(iv) প্রাচীন অনুবর্তন তত্ত্বের সাংগঠনিক রূপটি উল্লেখ করো।
অনুবর্তনের পূর্বে = S1 > R1 > S2 > R2 ;
অনুবর্তনের পরে = S1 > R2
অথবা , প্রাচীন অনুবর্তনের ধারণার প্রবক্তা কে ?
বিশিষ্ট রুশ শারীরতত্ববিদ আইভান প্যাভলভ। [ প্রাচীন অনুবর্তন বা Type - I বা S - R বন্ধন বা S- type]
(v) কেন্দ্রিয় প্রবণতা কাকে বলে ?
কেন্দ্রীয় প্রবণতার অর্থ কেন্দ্রের দিকে যাওয়ার ঝোঁক। অর্থাৎ এটি সমস্ত স্কোরের প্রতিনিধিত্ব করে। একগুচ্ছ স্কোরে পৃথক মানের স্কোর থাকলেও তাদের ভর কেন্দ্রে যাওয়ার একটা প্রবণতা থাকে। এটিই কেন্দ্রীয় প্রবণতা।
অথবা , গুণগত তথ্য কাকে বলে ?
একটি বিষয়ে এমনভাবে প্রশ্ন করা হয় যাতে তারা এ সম্পর্কে তাদের মনোভাব ব্যক্ত করতে পারে। এখানে যে তথ্য গুলো পাওয়া যায় তা গুণগত বা কোয়ালিটিটিভ তথ্য ।
(vi) তরল বুদ্ধির কথা প্রথম কে বলেছিলেন ?
A বুদ্ধি বা তরল বুদ্ধি বা জন্মগত বুদ্ধি হল জন্মগত মানসিক রূপের ক্ষমতা যা জিন সংগঠনের মাধ্যমে পূর্বপুরুষ হতে প্রাপ্ত। এর প্রবক্তা ক্যাটল।
B বুদ্ধি বা কেলাসিত বুদ্ধি বা প্রকাশিত বুদ্ধি হল জন্মগত ক্ষমতা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। এর প্রবক্তা ক্যাটল।
B বুদ্ধি বা কেলাসিত বুদ্ধি বা প্রকাশিত বুদ্ধি হল জন্মগত ক্ষমতা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। এর প্রবক্তা ক্যাটল।
স্পিয়ারম্যানের G এর সাথে তুলনীয় ক্যাট্ল - এর তরল বুদ্ধি।
অথবা , বুদ্ধি কাকে বলে ?
বুদ্ধি হল একপ্রকার মানসিক সামর্থ্য। জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতা হল বুদ্ধি। বাকিংহাম বলেছেন , শিখনের ক্ষমতাই হল বুদ্ধি।
বুদ্ধির একটি বৈশিষ্ট
১. বুদ্ধি হল এক মানসিক সামর্থ্য যা পূর্বে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে বর্তমানের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক হয়।
২. বুদ্ধির সাহায্যে আমরা সূক্ষ্ম , জটিল এবং বিমূর্ত বিষয়ে চিন্তা করতে পারি।
২. বুদ্ধির সাহায্যে আমরা সূক্ষ্ম , জটিল এবং বিমূর্ত বিষয়ে চিন্তা করতে পারি।
(vii) দ্রুততম কেন্দ্রিয় প্রবণতা নির্ণয়ের পদ্ধতির নাম লেখো।
দ্রুতগতি পদ্ধতি হল মধ্যমমান বা মিডিয়ান।
সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ গড় বা মিন।
(viii) Mediun কাকে বলে ? [ সঠিক বানান Median ]
যখন রাশিগুলি পরিমান অনুযায়ী বিন্যস্ত থাকে , তখন মধ্যক বা মিডিয়ান বা মধ্যমমান হল এমন একটি বিন্দু যার ওপরে ও নীচে শতকরা 50 ভাগ করে রাশি আছে।
অথবা , শ্রেণিবদ্ধ রাশিমালায় মিডিয়ান নির্ণয়ের একটি সূত্র উল্লেখ কর।
[ রাশিবিজ্ঞানের প্রশ্নগুলির উত্তর পরে একত্রে দেওয়া হবে। ]
(ix) SUPW পুরো কথাটি কী ?
Socially Useful Productive Work ঈশ্বরভাই প্যাটেল কমিশন ১৯৭৮ সালে এর প্রস্তাব করে। ( এটি মূলত কোঠারি কমিশনের '' কর্ম অভিজ্ঞতা '' নীতি অনুসারে গৃহীত ও মহাত্মা গান্ধীর শিক্ষাচিন্তার ফসল। )
অথবা , কোঠারি কমিশন কবে রিপোর্ট প্রকাশ করেছিল ?
1966 সালের 29 শে জুন।
কোঠারি কমিশন ভারত সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী এম সি চাগলার - এর কাছে তাঁর রিপোর্ট পেস করেন।
(x) UGC তৈরির কথা কোন শিক্ষা কমিশন বলেছিল ?
University Grants Commission ; 1956 সালে প্রতিষ্ঠিত হয় ; রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশের ভিত্তিতে।
অথবা , UGC পুরো কথাটি কী ?
University Grants Commission ; ( 1956 সালে প্রতিষ্ঠিত হয়। University Grants Commission 1956 সালে বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশে গঠিত হয়। এর কাজ হল মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলির স্বীকৃতি প্রদান আর্থিক সংস্থান নিশ্চিত করা। )
(xi) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয় ?
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8 ই সেপ্টেম্বর।
[ বিশ্ব শান্তি দিবস 21 শে সেপ্টেম্বর।
আন্তর্জাতিক অহিংসা দিবস 2 রা অক্টোবর।
আন্তর্জাতিক সহিষ্ণুতা দিবস 16 ই নভেম্বর।
বিশ্ব মানবাধিকার দিবস 10 ই ডিসেম্বর।
বিশ্ব নারী দিবস 8 ই মার্চ। ]
অথবা , অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পের মূল উদ্দেশ্য কী ছিল ?
জাতীয় শিক্ষানীতি 1986 র অন্যতম সুপারিশ হল অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মপ্রকল্প প্রণয়ন। প্রাথমিক বিদ্যালয়গুলির দৈন্যদশা দূর করার জন্য এবং সাক্ষরতা প্রসারের কাজকে তরান্বিত করার জন্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এই প্রকল্প গ্রহণ করে।
(xii) জ্যাক ডেলর কে ?
জ্যাক ডেলর ছিলেন ফ্রান্সের প্রাক্তন অর্থনীতি ও রাজস্ব বিষয়ক মন্ত্রী। তাঁর নেতৃত্বে ১৯৯৩ খ্রিস্টাব্দে আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠিত হয় যা ডেলর কমিশন নামে পরিচিত।
অথবা , কোন আন্তর্জাতিক শিক্ষা কমিশন শিক্ষার চারটি স্তম্ভের কথা বলেছিল ?
ডেলরস কমিশন শিক্ষার চারটি স্তর বা স্তম্ভের কথা বলেছেন। যথা ,
১. জানার জন্য শিক্ষা ,২. মানুষ হয়ে ওঠার শিক্ষা ,
৩. কর্মের জন্য শিক্ষা ,
৪. একত্রে বসবাসের শিক্ষা।
গঠিত হয় 1993 সালে। ( প্রতিবেদনের শিরোনাম - Learning : The Treasure Within - শিখন অন্তরের সম্পদ ; মোট সদস্য 14 জন। রিপোর্ট পেশ - 1996 সালের 11 এপ্রিল। )
(xiii) প্রবহমান শিক্ষা কাকে বলে ?
প্রবহমান শিক্ষা বা ধারাবাহিক শিক্ষা কর্মসূচি বা CEP হল একটি স্বনির্ভর ও জীবনব্যাপী শিক্ষাধারা। প্রবহমান শিক্ষা বলতে সেই বিশেষ ধরনের শিক্ষাকে বোঝায় যার দ্বারা নব্য স্বাক্ষর ব্যক্তির অর্জিত শিক্ষা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
[ প্রবহমান শিক্ষার দুটি উদ্দেশ্য
(ক ) অর্জিত সাক্ষরতা ধরে রাখা।
(খ ) পেশাগত উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করা। ]
(xiv) বয়স্ক সাক্ষরতা কাকে বলে ?
বয়স্ক শিক্ষা হল সেই শিক্ষা যা ব্যক্তির মধ্যে 3R এর জ্ঞান অর্থাৎ পড়া , লেখা ও সাধারণ গণিতের জ্ঞান প্রদান করে তাঁদের সামাজিক , অর্থনৈতিক সর্বক্ষেত্রে উন্নত জীবনযাত্রা প্রদান করে।
অথবা , VEC এর সম্পূর্ণ নাম কী ?
Village Education Committee
(xv) শিক্ষা প্রযুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য কী ?
শিক্ষায় প্রযুক্তি বিদ্যার দুটি উদ্দেশ্য
ম্যাক্রো স্তরের উদ্দেশ্য - শিক্ষার লক্ষ্য অর্জনে মানুষ , উপকরণ , সম্পদ ও কৌশল নির্ধারণ করা।
মাইক্রো স্তরের উদ্দেশ্য - শ্রেণী শিক্ষনকে আরো কার্যকরী করে তুলতে উপযুক্ত শিক্ষা উপকরণ ব্যবহার করা।
(xvi) সফটয়্যার ও হার্ডয়্যার - এর পার্থক্য কী ?
কম্পিউটারের ভিতরে ও বাইরে যে যন্ত্রাংশগুলি যুক্ত থাকে তাকে হার্ডওয়ার বলে। অন্যদিকে সফটওয়ার হল বিভিন্ন ধরণের প্রোগ্রাম। এর মাধ্যমে কম্পিউটারকে কী কী কাজ করতে হবে - সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়।
অথবা , ROM - এর পুরো কথাটি কী ?
ROM এর পুরো নাম Read Only Memory ।
AC : 66
(1) পাজল বক্স কী ?
প্রচেষ্টা ও ভুল তত্ত্বের পরিপ্রেক্ষিতে থর্নডাইকের তৈরী একটি পরীক্ষামূলক উপাদান। এতে তিনি বিড়াল ও মাছ নিয়ে সঠিক শিখন কৌশল নির্ণয়ের পরীক্ষা করেছিলেন।
(2) স্পিয়ারম্যানের টেট্রাড সমীকরণটি লেখো
স্পিয়ারম্যানের বৌদ্ধিক ক্ষমতা সংক্রান্ত সমীকরণটির নাম টেট্রাড সমীকরণ। তিনি তাঁর Abilities of Man গ্রন্থে এর উলেখ করেছেন। সমীকরণটি হল -
rap x rbq - raq x rbp = 0
( a = বৈপরীত্য , p = সম্পূর্ণতা , b = পার্থক্য , q = বর্জন। )
rap x rbq - raq x rbp = 0
( a = বৈপরীত্য , p = সম্পূর্ণতা , b = পার্থক্য , q = বর্জন। )
অথবা , বুদ্ধির একটি বৈশিষ্ট লেখো।
বুদ্ধি হল একপ্রকার মানসিক সামর্থ্য। জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতা হল বুদ্ধি। বাকিংহাম বলেছেন , শিখনের ক্ষমতাই হল বুদ্ধি।
বুদ্ধির একটি বৈশিষ্ট
১. বুদ্ধি হল এক মানসিক সামর্থ্য যা পূর্বে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে বর্তমানের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক হয়।
২. বুদ্ধির সাহায্যে আমরা সূক্ষ্ম , জটিল এবং বিমূর্ত বিষয়ে চিন্তা করতে পারি।
(3) সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত সমস্যা আলোচনা করো।
(ক ) বিদ্যালয়ে পরিকাঠামোগত সুযোগ সুবিধার অভাব।
(খ ) উপযুক্ত সংখ্যক শিক্ষকের অভাব।
(4) বয়স্ক শিক্ষা কাকে বলে ?
যে শিক্ষার মাধ্যমে 15 থেকে 35 বছর বয়স পর্যন্ত সমস্ত মানুষকে 3R এর জ্ঞান অর্থাৎ পড়তে পারা , লিখতে পারা ও গণিতের সরলতম জ্ঞান প্রদান করা হয় বা , ব্যবহারিক সাক্ষরতা প্রদান করা হয় - তাকে বয়স্ক শিক্ষা বলে।
অথবা , DIET এর পুরো কথাটি কী ?
District Institute for Education and Training
(5) শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝ ?
প্রাথমিক শিক্ষাস্তরের শেষ ধাপে পৌঁছনোর আগেই বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়। এতে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অপূর্ণ থেকে যায় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , শ্রম ও অর্থের অপচয় ঘটে। একে শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয়।
[ প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীতে পরীক্ষায় সাফল্য না পাওয়ায় বহু শিক্ষার্থী একাধিক বছর একই শ্রেণীতে থেকে যায়। এর ফলে তাদের অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ব্যাহত হয়। এতে শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , অর্থ ও শ্রম নষ্ট হয়। একেই শিক্ষা ক্ষেত্রে অনুন্নয়ন বলে। ]
(6) হার্ডওয়্যার ও সফটওয়্যার - এর মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো।
কম্পিউটারের ভিতরে ও বাইরে যে যন্ত্রাংশগুলি যুক্ত থাকে তাকে হার্ডওয়ার বলে। অন্যদিকে সফটওয়ার হল বিভিন্ন ধরণের প্রোগ্রাম। এর মাধ্যমে কম্পিউটারকে কী কী কাজ করতে হবে - সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়।
অথবা , ICT - এর পুরো কথাটি লেখো।
Information and Communication Technology
(7) গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের ?
3 অথবা 4 বছর।
(8) সর্বশিক্ষা অভিযান কর্মসূচী কী ?
Apex Court কর্তৃক নির্দেশিত হয়ে ২০১০ সালের মধ্যে ৬ থেকে ১৪ বছরের সমস্ত শিশুর ৮ বছরের প্রারম্ভিক শিক্ষার ব্যবস্থা করে ভারত সরকার। একেই সর্বশিক্ষা অভিযান বলে। এটি ২০০২ সালের মার্চ মাস থেকে চালু হয়।
(9) শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তার নাম কী ?
জ্যাক ডেলর।
[ ডেলরস কমিশন শিক্ষার চারটি স্তর বা স্তম্ভের কথা বলেছেন। যথা ,
১. জানার জন্য শিক্ষা ,২. মানুষ হয়ে ওঠার শিক্ষা ,
৩. কর্মের জন্য শিক্ষা ,
৪. একত্রে বসবাসের শিক্ষা। ]
(10) আগ্রহের একটি বৈশিষ্ট উল্লেখ করো।
আগ্রহ সম্পূর্ণরূপে অর্জিত নয় ; কেননা , বংশধারার কিছু প্রভাব তার মধ্যে দেখা যায়। এছাড়া ব্যাক্তি ও সমাজের চাহিদার পরিবর্তনের সাথে সঙ্গতি রেখে আগ্রহের মধ্যে পরিবর্তন দেখা যায়।
অথবা , প্রেষণা কাকে বলে ?
প্রেষণা হল সেই আচরণ বা ক্রিয়া , যা কোনো অভাববোধ ও ওই অভাব দূর করার উদ্দেশ্যে তাড়না দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। চাহিদা বা অভাববোধ >> তাড়না >> যান্ত্রিক আচরণ >> লক্ষ্য প্রাপ্তি।
(11) রামমূর্তি কমিটি কেন গঠিত হয়েছিল ?
NEP 1986 র পর্যালোচনার জন্য 1990 সালে রামমূর্তি কমিটি গঠিত হয়।
(12) UGC কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ?
উচ্চশিক্ষা। ( University Grants Commission ; 1956 সালে প্রতিষ্ঠিত হয় ; রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশের ভিত্তিতে। )
অথবা , CABE - এর পুরো নাম লেখো।
Central Advisory Board of Education
(13) কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক - প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট উল্লেখ করো।
শিশুদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা যেমন - টয়লেটের অভ্যাস , পরিচ্ছন্নতা - ইত্যাদির জন্য মৌলিক দক্ষতা গড়ে তোলা।
(14) রাশিবিজ্ঞানের উত্তরগুলি পরে একত্রে দেওয়া হবে।
অথবা , Time Curve কী ?
থর্নডাইক প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের পরীক্ষার ফলাফল লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেন। এতে দেখা যায় , পুনরাবৃত্তির সংখ্যা বাড়ার সাথে সাথে graph ক্রমশঃ নীচের দিকে নেমে আসে।একে টাইম কার্ভ বলে।
(15) মনোযোগের দুটি বস্তুগত নির্ধারকের নাম লেখো।
কোনোকিছুর তীব্রতা মনোযোগ সৃষ্টি করে। যেমন , তীব্র শব্দ , গতিশীলতা - ইত্যাদি।
অথবা , পরিণমনের দুটি বৈশিষ্ট লেখো।
(ক ) পরিণমন সহজাত এবং তা অনুশীলন নিরপেক্ষ এবং (খ ) এতে শিক্ষর্থীর সক্রিয়তার প্রয়োজন হয়না।
(16) জানার জন্য শিক্ষা বলতে কী বোঝায় ?
জানার জন্য শিখন হল সেই প্রক্রিয়া যা শিক্ষার্থীকে জগতের নানা বিষয় ও বস্তু সম্পর্কে জানতে সহায়তা করে এবং এর সাথে সাথে জ্ঞান অর্জনের সঠিক কৌশল ও পদ্ধতিগুলিকেও আয়ত্ত করায়।
AC : 110
(i) বুদ্ধি কাকে বলে ?
বুদ্ধি হল একপ্রকার মানসিক সামর্থ্য। জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতা হল বুদ্ধি। বাকিংহাম বলেছেন , শিখনের ক্ষমতাই হল বুদ্ধি।
[ বুদ্ধির একটি বৈশিষ্ট
১. বুদ্ধি হল এক মানসিক সামর্থ্য যা পূর্বে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে বর্তমানের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক হয়।
২. বুদ্ধির সাহায্যে আমরা সূক্ষ্ম , জটিল এবং বিমূর্ত বিষয়ে চিন্তা করতে পারি। ]
২. বুদ্ধির সাহায্যে আমরা সূক্ষ্ম , জটিল এবং বিমূর্ত বিষয়ে চিন্তা করতে পারি। ]
অথবা , থার্স্টোনের মতে , প্রাথমিক মানসিক উপাদানের সংখ্যা কত ?
সাতটি - সংখ্যাগত উপাদান (N) , বাচনিক উপাদান (V) , স্থান প্রত্যক্ষণ উপাদান (S), স্মৃতির উপাদান (M) , যুক্তি নির্ণয়ের উপাদান (R) , শব্দস্বাচ্ছন্দ উপাদান (W), প্রত্যক্ষণ উপাদান (P)।
(ii) প্রেষণা কাকে বলে ?
প্রেষণা হলো সেই আচরণ বা ক্রিয়া যা কোনো অভাববোধ এবং ঐ অভাববোধ দূর করার উদ্দেশ্যে তাড়না দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত।
অথবা , প্রেষণা চক্র কী ?
প্রাণীর জীবনে অভাববোধ >>> তাড়না >>> যান্ত্রিক এক আচরণ >>> লক্ষ্য প্রাপ্তি। ( এই চারটি স্তর বৃত্তাকারে লিখতে হবে। ) এই চারটি স্তর চক্রাকারে আবর্তিত হয়। একেই প্রেষণাচক্র বলে।
(iii) ট্যাচিসটোস্কোপ যন্ত্রটি কী কাজে লাগে ?
এটি মনোযোগের পরিসর পরিমাপক যন্ত্র।
অথবা , IQ কী ?
যে অভীক্ষার মাধ্যমে সাধারণ বয়স ও মানসিক বয়সের তুলনা করা হয়। এর একক হল বুদ্ধ্যাঙ্ক।
বুদ্ধ্যাঙ্ক ( IQ ) = ( ব্যাক্তির মানসিক বয়স MA / ব্যাক্তির সাধারণ বয়স CA ) x 100
(iv) গেস্টাল্ট মতবাদের মূল বক্তব্য কী ?
গেস্টাল্ট একটি জার্মান শব্দ। এর অর্থ অবয়ব বা সামগ্রিকতা। গেস্টাল্ট মতবাদের মূল বক্তব্য হল - সমস্যামূলক পরিস্থিতিতে প্রাণী সামগ্রিকভাবে পরিস্থিতি ও সমস্যাকে উপলব্ধি করে ও সামগ্রিক ভাবে প্রতিক্রিয়া করে।
অথবা , কোহলার কেন স্মরণীয় ?
1925 খ্রিস্টাব্দে প্রকাশিত Mentality of Apes নামক গ্রন্থে কোহলার এবং কফকা প্রকাশ করেন যে , শিখন প্রচেষ্টা ও ভুলের ফল নয় , শিখন অন্তর্দৃষ্টির ফলে হয়। শিখনের এই নতুন জ্ঞানমূলক তত্ত্বের জন্য তাঁরা বিখ্যাত।
(v) প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তা কে ?
থর্নডাইক।
(vi) Time Curve কী ?
থর্নডাইক প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের পরীক্ষার ফলাফল লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেন। এতে দেখা যায় , পুনরাবৃত্তির সংখ্যা বাড়ার সাথে সাথে graph ক্রমশঃ নীচের দিকে নেমে আসে।একে টাইম কার্ভ বলে।
অথবা , প্রোগ্রাম শিখন কাকে বলে ?
শিখনের বিষয়বস্তুকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ফ্রেম গঠন করা হয়। ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করার ফলে ভুলত্রূটি কম হয়। যৌক্তিক ক্রমানুসারে এই ফ্রেমগুলিকে সাজানাে হয়। শিখনের সমগ্র বিষয়কে প্রশ্ন সহকারে পুস্তকাকারে অথবা টিচিং মেশিনের সাহায্যে উপস্থাপন করা হয়।
(vii) ভূষিষ্টক (Mode) নির্ণয়ের সহজ সূত্রটি কী ?
3 x Median - 2 x Mean
(viii) বিচ্ছিন্ন চল কাকে বলে ?
যে ধরণের চলের স্কেলে ফাঁক থাকে , তাকে বিচ্ছিন্ন চল বলে। যেমন কোনো শ্রেণির ছাত্রসংখ্যা 30 বা 31 বা 32 হতে পারে। কিন্তু কখনই 30.2 বা 30.5 হবে না।
অথবা , বিচ্ছিন্ন চলের একটি উদাহরণ দাও।
কোনো শ্রেণির ছাত্রসংখ্যা 30 বা 31 বা 32 হতে পারে। কিন্তু কখনই 30.2 বা 30.5 হবে না।
(ix) শ্রেণী সীমা বলতে কী বোঝায় ?
কোনো শ্রেণীবিভাগের দুই প্রান্তকে সেই শ্রেণীর শ্রেণি সীমা (Class Limit ) বলা হয়। প্রান্তদ্বয়ের নিম্নতর সীমাকে নিম্নশ্রেনিসীমা ও উর্দ্ধতর সীমাকে উর্ধশ্রেণীসীমা বলে।
অথবা , বিস্তৃতি ( Range) কাকে বলে ?
সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের মধ্যে যে ব্যবধান থাকে , তাকে সংখ্যা দ্বারা প্রকাশ করা হলে তাকে বলে প্রসার। যেমন সর্বোচ্চ স্কোর 90 ও সর্বনিম্ন স্কোর 30 হলে প্রসার 90 - 30 = 60 ।
(x) কাঁচা স্কোর কাকে বলে ?
তথ্য সংগ্রহ করার প্রথম অবস্থায় এলোমেলো তথ্য গুলিকে কাঁচা তথ্য বা কাঁচা স্কোর বা অবিন্যস্ত সংখ্যমান বলা হয়।
অথবা , স্কোর কাকে বলে ?
সংখ্যা দ্বারা প্রকাশিত যে - কোনো ধরণের পরিমাপকে রাশিবিজ্ঞানে স্কোর বলা হয়।
স্কেল হল একটি পরিমাপক।
(xi) ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন ?
আবুল কালাম আজাদ ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী।
অথবা , পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম লেখো।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
(xii) শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন ?
শ্রীনিকেতন একটি Rural Institute . জনশিক্ষা প্রসারের জন্য রবীন্দ্রনাথ 1922 সালে শান্তিনিকেতনের কাছে সুরুল গ্রামে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন। ( 1924 সালে তিনি শ্রীনিকেতনে '' শিক্ষাসত্র '' নামে একটি গ্রামীণ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। )
(xiii) BOAT এর পুরো নাম কী ?
Board of Apprenticeship Training
অথবা , কারিগরি শিক্ষা কাকে বলে ?
প্রশিক্ষণের মাধ্যমে যে শিক্ষার দ্বারা শিক্ষার্থীকে বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্ব প্রয়োগ করে শিল্প , বাণিজ্য , কৃষি বা কলকারখানার যন্ত্রপাতি ব্যবহার সম্পর্কে অবহিত করানো হয় , তাকে কারিগরি শিক্ষা বলে। যেমন - ফিটার , ওয়েল্ডিং - ইত্যাদি।
(xiv) NCERT পুরো কথাটি কী ?
National Council of Educational Research and Training
অথবা , IGNOU এর পুরো কথাটি কী ?
Indira Gandhi National Open University ; 1985 তে প্রতিষ্ঠিত হয়।
(xv) Learning : the treasure within রিপোর্টের মূল বক্তব্য কী ?
1996 সালে প্রকাশিত UNESCO পরিচালিত দ্বিতীয় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন জ্যাক ডেলরস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই শিক্ষা সম্মেলনের রিপোর্টের মূল বক্তব্য হল - শিক্ষা হল জীবনব্যাপী , যা চারটি স্তম্ভের ওপর দন্ডায়মান - জানার জন্য শিক্ষা , কর্মের জন্য শিক্ষা , একত্রে বসবাসের শিক্ষা , মানুষ হয়ে ওঠার শিক্ষা।
অথবা , Learning : the treasure within কীসের রিপোর্ট ?
1996 সালে প্রকাশিত UNESCO পরিচালিত দ্বিতীয় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন জ্যাক ডেলরস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই শিক্ষা সম্মেলনের রিপোর্টই হল Learning : the treasure within
(xvi) শিক্ষা প্রযুক্তি বিদ্যার একটি সমস্যা কী ?
(ক ) শিক্ষা প্রযুক্তির উপকরণগুলি ব্যয়বহুল।
(খ ) উপকরণগুলি বিদ্যুৎনির্ভর।
(গ ) উপযুক্ত ও প্রশিক্ষিত শিক্ষকের অভাব।
(ঘ ) পরিকাঠামো ও পাঠক্রমের সমন্বয়ের অভাব।
[ শিক্ষা প্রযুক্তি বিদ্যা এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে ৫ টি M ( Machine , Materials , Media , Mass , Method ) সমন্বিত হয় এবং শিক্ষার নির্দিষ্ট উদ্দেশ্য পূরণে একত্রভাবে কাজ করে। ]
অথবা , DTP পুরো কথাটি কী ?
Desk Top Publishing
AC : 126
(i) শিখন প্রক্রিয়ার দুটি বৈশিষ্ট লেখো।
(ক ) শিখন হল জীবনব্যাপী প্রক্রিয়া এবং তা অনুশীলন সাপেক্ষ। (খ ) শিখনের ফলে আচরণের পরিবর্তন সাধিত হয়।
(ii) সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার একটি পার্থক্য লেখো।
(ক ) সাধারণ মানসিক ক্ষমতা সহজাত , কিন্তু বিশেষ মানসিক ক্ষমতা অর্জিত।
(খ ) সাধারণ মানসিক ক্ষমতা অনুশীলনসাপেক্ষ নয় , কিন্তু বিশেষ মানসিক ক্ষমতা অনুশীলনসাপেক্ষ।
(iii) শ্রেণি ব্যবধান কাকে বলে ?
সংগৃহীত স্কোরগুলিকে যখন নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ছোট ছোট দলে ভাগ করে সাজানো হয় , তখন সেই দূরত্বকে শ্রেণিব্যাবধান বা শ্রেণীবিভাগ বা শ্রেণীপ্রসার বা Class Interval বলে।
অথবা , মধ্যমান কাকে বলে ?
যখন রাশিগুলি পরিমান অনুযায়ী বিন্যস্ত থাকে , তখন মধ্যক বা মিডিয়ান বা মধ্যমমান হল এমন একটি বিন্দু যার ওপরে ও নীচে শতকরা 50 ভাগ করে রাশি আছে।
(iv) ICDS এর পুরো কথাটি কী ?
Integrated Child Development Scheme । এর মূল লক্ষ্য হল মহিলা কর্মসংস্থান ও শিশুর স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে নিশ্চয়তা বিধান।
অথবা , IGNOU এর পুরো কথাটি কী ?
Indira Gandhi National Open University ; 1985 তে প্রতিষ্ঠিত হয়।
(v) কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করে ?
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন।
(vi) CABE - পুরো নাম কী ?
Central Advisory Board of Education
অথবা , UNESCO - এর পুরো নাম কী ?
United Nations Educational , Scientific and Cultural Organisation
(vii) e- learning কাকে বলে ?
কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিবিধ বিষয় শেখা ও জানার প্রক্রিয়াকে e- learning বলে।
(viii) মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কী বোঝ ?
মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে বোঝায় সেই শিক্ষা যার মাধ্যমে বিবেক , মনুষ্যত্ব , নৈতিকতা , পারস্পরিক সহযোগিতা প্রভৃতি গুনের বিকাশ ঘটে। এই শিখনের মূল কথা হল মূল্যবোধ গড়ে তোলা।
অথবা , জানার জন্য শিক্ষা কী ?
জানার জন্য শিখন হল সেই প্রক্রিয়া যা শিক্ষার্থীকে জগতের নানা বিষয় ও বস্তু সম্পর্কে জানতে সহায়তা করে এবং এর সাথে সাথে জ্ঞান অর্জনের সঠিক কৌশল ও পদ্ধতিগুলিকেও আয়ত্ত করায়।
(ix) বুনিয়াদি শিক্ষালয়ের প্রবর্তক কে ?
মহাত্মা গান্ধী।
অথবা , প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলতে কী বোঝ ?
প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীতে পরীক্ষায় সাফল্য না পাওয়ায় বহু শিক্ষার্থী একাধিক বছর একই শ্রেণীতে থেকে যায়। এর ফলে তাদের অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ব্যাহত হয়। এতে শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , অর্থ ও শ্রম নষ্ট হয়। একেই শিক্ষা ক্ষেত্রে অনুন্নয়ন বলে।
[ প্রাথমিক শিক্ষাস্তরের শেষ ধাপে পৌঁছনোর আগেই বহু শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে চলে যায়। এতে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অপূর্ণ থেকে যায় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়েরই সময় , শ্রম ও অর্থের অপচয় ঘটে। একে শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয়।]
(x) শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের দুটি প্রয়োগ উল্লেখ করো।
(ক ) শক্তিদায়ী উদ্দীপকের সাহায্যে শিক্ষাভীতিকে দূর করা হয়।
(খ ) শিক্ষার্থীর অবাঞ্চিত আচরণ ও অভ্যাস ধীরে ধীরে সংশোধন করা হয়।
(xi) বিস্তৃতি কী ?
সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের মধ্যে যে ব্যবধান থাকে , তাকে সংখ্যা দ্বারা প্রকাশ করা হলে তাকে বলে প্রসার। যেমন সর্বোচ্চ স্কোর 90 ও সর্বনিম্ন স্কোর 30 হলে প্রসার 90 - 30 = 60 ।
অথবা , স্পিয়ারম্যানের টেট্রাড সমীকরণটি লেখো।
স্পিয়ারম্যানের বৌদ্ধিক ক্ষমতা সংক্রান্ত সমীকরণটির নাম টেট্রাড সমীকরণ। তিনি তাঁর Abilities of Man গ্রন্থে এর উলেখ করেছেন। সমীকরণটি হল -
rap x rbq - raq x rbp = 0
( a = বৈপরীত্য , p = সম্পূর্ণতা , b = পার্থক্য , q = বর্জন। )
rap x rbq - raq x rbp = 0
( a = বৈপরীত্য , p = সম্পূর্ণতা , b = পার্থক্য , q = বর্জন। )
(xii) কোন শিক্ষা কমিশন ১০+২+৩ শিক্ষা কাঠামোটি প্রস্তাব করে ?
ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন।
অথবা , ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কী ?
ভারতের প্রথম শিক্ষা কমিশন হল হান্টার কমিশন 1882 ( স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। )
(xiii) বৃত্তিমুখী শিক্ষার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো।
ITI ও পলিটেকনিক।
(xiv) রামমূর্তি কমিটির একটি গুরুত্বপূর্ণ সুপারিশের উল্লেখ করো।
শিক্ষাকে সাংবিধানিক অধিকারের অন্তর্ভুক্ত করা।
( এই সুপারিশটি জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ তেও ছিল না। )
অথবা , মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী সপ্তপ্রবাহ কী ?
মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত মাধ্যমিক পাঠক্রমে বিভিন্ন বিষয়গুলিকে সাতটি মূল প্রবাহ বা বিভাগে ভাগ করে উপস্থাপন করা হয়েছে - এটিই হল পাঠক্রমের সপ্ত প্রবাহ।
(xv) শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যান - এর একটি উপযোগিতা লেখো।
(ক ) পরিসংখ্যানের সাহায্যে সহজভাবে শিক্ষার্থীর শিক্ষাগত পারদর্শিতার পরিমাণগত রূপ দেওয়া যায়।
(খ ) এটি শিক্ষা পরিকল্পনায় সাহায্য করে।
অথবা , মিনের সংক্ষিপ্ত সূত্রে (A.M+ C.I ) C এর অর্থ কী ?
Correction বা শুদ্ধিকরণ।
(xvi) সফটওয়্যার ও হার্ডওয়্যার - এর একটি পার্থক্য লেখো।
কম্পিউটারের ভিতরে ও বাইরে যে যন্ত্রাংশগুলি যুক্ত থাকে তাকে হার্ডওয়ার বলে। অন্যদিকে সফটওয়ার হল বিভিন্ন ধরণের প্রোগ্রাম। এর মাধ্যমে কম্পিউটারকে কী কী কাজ করতে হবে - সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়।
to be continued ..............
1 comments
Thanks
ReplyDelete