class 12 education 2nd chapter MCQ & SAQ
CLASS 12 (XII) EDUCATION 2ND CHAPTER MCQ & SAQ
১. প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে ?
বিশিষ্ট রুশ শারীরতত্ত্ববিশারদ আইভান প্যাভলভ।
২. সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে ?
বিশিষ্ট মনোবিদ বি এফ স্কিনার।
৩. অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে ?
বিশিষ্ট মনোবিদ বি এফ স্কিনার। ( সক্রিয় ও অপারেন্ট একই প্রকার অনুবর্তন। )
৪. S- type কোন ধরণের অনুবর্তন ?
প্রাচীন অনুবর্তন।
৫. R-type কোন ধরণের অনুবর্তন ?
সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন।
৬. Type I কোন ধরণের অনুবর্তন ?
প্রাচীন অনুবর্তন।
৭. Type II কোন ধরণের অনুবর্তন ?
সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন।
৮. কোন ধরণের অনুবর্তনে নির্দিষ্ট উদ্দীপক থাকে ?
প্রাচীন অনুবর্তন।
৯. কোন ধরণের অনুবর্তনে নির্দিষ্ট অনুবর্তন থাকে না ?
সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন।
১০. প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তা কে ?
থর্নডাইক।
১১. সমস্যা সমাধানমূলক শিখন কত প্রকার ও কী কী ?
দুই প্রকার - প্রচেষ্টা ও ভুলের শিখন , অন্তর্দৃষ্টিমূলক শিখন।
১২. থর্নডাইকের প্রধান সূত্র ক'টি ও কী কী ?
তিনটি প্রধান সূত্র - ফললাভের সূত্র , অনুশীলনের সূত্র , প্রস্তুতির সূত্র।
১৩. গেস্টাল্ট কোন দেশীয় শব্দ ?
জার্মান।
১৪. গেস্টাল্ট কথার অর্থ কী ?
অবয়ব বা সামগ্রিকতা।
১৫. গেস্টাল্ট মতবাদের দুজন প্রবক্তার নাম লেখ।
কুর্ট কফকা , উলফগ্যাং কোহলার।
১৬. Mentality of Apes কার লেখা ?
কোহলার ও কফকা।
১৭. কে সুলতানের ওপর পরীক্ষা করেছিলেন ?
কোহলার।
১৮. সুলতানের ওপর পরীক্ষাটি কোন বিষয়ে ছিল ?
অন্তর্দৃষ্টিমূলক শিখন।
১৯. গেইনির মতে শিখন কত প্রকার ?
৮ প্রকার।
২০. গেইনির মতে শিখনের সর্বোচ্চ স্তর কোনটি ?
সমস্যা সমাধানমূলক শিখন।
২১. গেইনির মতে শিখনের সর্বনিম্ন স্তর কোনটি ?
সংকেত শিখন।
২২. গেইনির মতে শিখনের প্রথম স্তর কোনটি ?
সংকেত শিখন।
২৩. গেইনির মতে শিখনের সর্বশেষ স্তর কোনটি ?
সমস্যা সমাধানমূলক শিখন।
২৪. Animal Intelligence - কার লেখা ? কবে প্রকাশিত হয় ?
থর্নডাইক , ১৮৯৯ সালে।
২৫. S -R বন্ধন কোন অনুবর্তনের বৈশিষ্ট ?
প্রাচীন বা প্যাভলভীয় অনুবর্তন।
২৬. S - R বন্ধন - এর প্রবক্তা কে ?
আইভান প্যাভলভ।
২৭. সক্রিয় অনুবর্তনের কার্যকারিতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন এরকম একজনের নাম লেখ।
নোয়াম চমস্কি।
২৮. স্কিনার বক্স কোন অনুবর্তনের পরীক্ষায় ব্যবহৃত হয়েছিল ?
সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন।
২৯. কোন অনুবর্তনকে যান্ত্রিক অনুবর্তন বলে ?
প্রাচীন অনুবর্তন।
৩০. প্রাচীন অনুবর্তনের সাংগঠনিক রূপটি লেখ।
অনুবর্তনের পূর্বে =
S1 > R1 >> S2 > R2
অনুবর্তনের পরে =
S1 > R2
৩১. সমস্যা সমাধানমূলক শিখন কত প্রকার ও কী কী ?
দুই প্রকার - প্রচেষ্টা ও ভুলের শিখন , অন্তর্দৃষ্টিমূলক শিখন।
৩২. কোন বিজ্ঞানী অনুবর্তনের ওপর প্রথম গবেষণা করেন ?
আইভান প্যাভলভ।
৩৩. ক্ল্যাসিকাল কন্ডিশনিং - এর অপর নাম কী ?
প্রাচীন অনুবর্তন।
৩৪. প্যাভলভের পরীক্ষায় CS এর পুরো কথাটি কী ?
Conditioned Stimulus
৩৫. প্যাভলভের অনুবর্তন বা প্রাচীন অনুবর্তনে প্রাণী সম্পূর্ণভাবে - সক্রিয় / নিষ্ক্রিয় থাকে।
নিষ্ক্রিয় থাকে।
৩৬. প্যাভলভ তাঁর প্রাচীন অনুবর্তন তত্ত্বের পরীক্ষায় কোন প্রাণী ব্যবহার করেছিলেন ?
ইঁদুর।
৩৭. উদ্দীপক (S) এবং প্রতিক্রিয়ার (R) বন্ধনের ফলে - পরিণমন / বৃদ্ধি / বিকাশ / শিখন - ঘটে।
শিখন ঘটে।
৩৮. খাদ্যের পরিবর্তে কুকুরের লালা নিঃসরণ হল - প্রাচীন / সক্রিয় - অনুবর্তন।
প্রাচীন অনুবর্তন।
৩৯. প্রাচীন অনুবর্তনে প্রতিক্রিয়া কীসের দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র / স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র / উভয়ই / কোনোটিই নয়।
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র।
৪০. Mentality of Apes কবে প্রকাশিত হয় ?
১৯২৫ খ্রিস্টাব্দে।
৪১. প্যাভলভ ছিলেন একজন - মনোবিজ্ঞানী / দার্শনিক / শারীরতত্ত্ববিদ / শিক্ষাবিদ।
রুশ শারীরতত্ত্ববিদ।
৪২. প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বে US কথাটির অর্থ কী ?
Unconditioned Stimulus
৪৩. প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বে CR কথাটির অর্থ কী ?
Conditioned Response
৪৪. সক্রিয় অনুবর্তনের নিয়ন্ত্রক - স্বতন্ত্র স্নায়ুতন্ত্র / কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র / প্রান্তীয় স্নায়ুতন্ত্র / অটোনমিক স্নায়ুতন্ত্র।
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র।
৪৫. শিখন তত্ত্বে প্রেষণা ও পুরস্কারের ওপর কে বিশেষ গুরুত্ব দিয়েছেন ? প্যাভলভ / স্কিনার / থর্নডাইক / স্পিয়ারম্যান।
স্কিনার।
৪৬. মনোবিদ স্কিনার কোন ধারার বিজ্ঞানী ? আচরণবাদী / কাঠামোবাদী / ক্রিয়াবাদী / অনুষঙ্গবাদী।
আচরণবাদী।
৪৭. স্কিনার কত ধরণের শক্তিদায়ী উদ্দীপকের কথা বলেছেন ? দুই / তিন / চার / পাঁচ।
দুই প্রকার - ধণাত্মক ও ঋণাত্মক।
৪৮. স্কিনার কোন কোন প্রাণীর ওপর তাঁর গবেষণা করেছিলেন ?
বানর ও হনুমান / বিড়াল ও গিনিপিগ / কুকুর ও ছাগল / পায়রা ও ইঁদুর।
পায়রা ও ইঁদুর।
৪৯. সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের সাংগঠনিক রূপটি লেখ।
S1 > R1 > S2 > R2
৫০. অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি হল - প্রাণীর সক্রিয়তা / প্রাণীর নিষ্ক্রিয়তা / যন্ত্রের সক্রিয়তা।
প্রাণীর সক্রিয়তা।
৫১. শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে কে পাজ্ল বক্স ব্যবহার করেছেন ?
স্কিনার / প্যাভলভ / স্পিয়ারম্যান / থর্নডাইক।
থর্নডাইক।
৫২. থর্নডাইকের সংযোজনবাদ কোন জার্নালে প্রকাশিত হয় ? Human Intelligence / Animal Intelligence / General Intelligence / Special Intelligence .
Animal Intelligence
৫৩. থর্নডাইক প্রচেষ্টা ও ভুল তত্ত্বের সমর্থনে কার উপর পরীক্ষা করেন নি ?
কুকুর / বিড়াল / ব্যাঙ / মানুষ।
ব্যাঙ।
৫৪. শিখনের ক্ষেত্রে সংযোজনবাদের প্রবর্তক কে ? স্কিনার / থর্নডাইক / প্যাভলভ / ওয়াটসন।
থর্নডাইক।
৫৫. টাইম কার্ভ হল এক বিশেষ প্রকার - প্রতিক্রিয়া / উদ্দীপক / অনুঘটক / লেখচিত্র।
লেখচিত্র।
৫৬. টাইম কার্ভ - এর ব্যবহার কে করেন ? কোহলার / প্যাভলভ / স্কিনার / থর্নডাইক।
থর্নডাইক।
৫৭. কোন বিষয় বিশ্লেষণে টাইম কার্ভ ব্যবহার করা হয়েছিল ?
শিখন / অন্তর্দৃষ্টিমূলক শিখন / প্রচেষ্টা ও ভুলের শিখন / সক্রিয় অনুবর্তন / প্রাচীন অনুবর্তন।
প্রচেষ্টা ও ভুলের শিখন।
৫৮. নিম্নলিখিত কোন তত্ত্বটি সংযোজনবাদ নামে পরিচিত ?
অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব / প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্ব / সক্রিয় অনুবর্তন / প্রাচীন অনুবর্তন।
প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্ব।
৫৯. শিখন তত্ত্বে থর্নডাইকের মুখ্য ও গৌণ সূত্রের সংখ্যা ক'টি ?
মুখ্য ৩ টি ও গৌণ সূত্র ৫ টি।
৬০. অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলটি কোন ক্ষেত্রে লক্ষ্য করা যায় ?
প্রাচীন অনুবর্তন তত্ত্বে / সংযোজনবাদে / সমগ্রতাবাদে / সক্রিয় অনুবর্তন তত্ত্বে।
সমগ্রতাবাদে।
৬১. ক্ষেত্রভিত্তিক তত্ত্বের অন্যতম প্রবক্তা - লিউটন / গাথরি / ওয়াটসন / প্যাভলভ।
লিউটন বা লিউইন।
৬২. অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলতঃ সম্ভব হয় - অনুশীলনের দ্বারা / বুদ্ধির দ্বারা / অনুকরণের দ্বারা / অনুবর্তনের দ্বারা।
বুদ্ধির দ্বারা।
৬৩. যান্ত্রিক পদ্ধতি হল - প্রচেষ্টা ও ভুল তত্ত্ব / অন্তর্দৃষ্টিমূলক শিখন।
প্রচেষ্টা ও ভুল তত্ত্ব।
৬৪. S - R বন্ধন তৈরী করা হল - প্রচেষ্টা ও ভুল তত্ত্ব / অন্তর্দৃষ্টিমূলক শিখন - এর মূল বৈশিষ্ট।
প্রচেষ্টা ও ভুল তত্ত্ব।
৬৫. সামগ্রিকভাবে সমস্যামূলক পরিস্থিতিকে উপলব্ধি করা হয় - প্রচেষ্টা ও ভুল তত্ত্ব / অন্তর্দৃষ্টিমূলক শিখন - এ।
অন্তর্দৃষ্টিমূলক শিখন - এ।
1 comments
36 no ans
ReplyDelete