hs project : recent trends in family pattern ( project )পরিবার ব্যবস্থা পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা :-

by - November 20, 2021

H.S. Sociology Project 

পরিবার ব্যবস্থা পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা :- 




ভূমিকা :- 

মানবসমাজের একটি স্বাভাবিক সংগঠন হিসেবে পরিবারের বিশ্বজনীনতা সকল বিরোধ - বিতর্কের ঊর্ধ্বে। পরিবারের এই অস্তিত্ব , স্বরূপ ও সংগঠন সবসময় একই রূপে থাকেনি। আদিম মানব পরিবারের সাথে বর্তমান পরিবারগুলির উল্লেখযোগ্য পার্থক্য লক্ষ্য করা যায়। এমনকি বর্তমান পরিবারগুলিরও অন্তরঙ্গে ও বহিরঙ্গে ব্যাপক পরিবর্তন ঘটে চলেছে। একেই পরিবার ব্যবস্থায় পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা বলা হয়। পরিবার ব্যবস্থায় পরিবর্তনের কারণ হিসেবে বিভিন্ন উপাদানকে দায়ী করা হয় যেমন - আধুনিক শিক্ষা ব্যবস্থা , শিল্পায়ন , নগরায়ণ , বিবাহ ব্যবস্থার পরিবর্তন , বিভিন্ন আইন , পাশ্চাত্যের প্রভাব , নারী আন্দোলন ও নারীমুক্তি - ইত্যাদি। এইসকল উপাদানগুলি প্রতিনিয়ত পরিবার ব্যবস্থার অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবর্তন ঘটিয়ে চলেছে। 

বর্তমান প্রতিবেদনমূলক প্রকল্পকর্মটিতে পরিবার ব্যবস্থায় পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে আলোচনা করার পাশাপাশি সাম্প্রতিক সময়ে তার উল্লেখযোগ্য প্রভাব , পরিবার ব্যবস্থার বিবর্তন - ইত্যাদি বিষয়গুলির প্রতিও আলোকপাত করার চেষ্টা করা হয়েছে। 



যে সকল উদ্দেশ্যকে সামনে রেখে প্রকল্পটি রচনা করা হয়েছে সেগুলি হল - 
১. পরিবার ব্যবস্থায় পরিবর্তন সম্পর্কে জ্ঞানলাভ করা। 
২. পরিবর্তনের কারণগুলি সম্পর্কে অবগত হওয়া। 
৩. কোন কোন ক্ষেত্রে পরিবর্তন সাধিত হচ্ছে সে বিষয়ে  আলোকপাত করা।
৪. পরিবার ব্যবস্থায় পরিবর্তনের জন্য দায়ী বিশেষ উপাদানগুলি বিষয়ে আলোচনা করা। 
৫. সাম্প্রতিক কালে পরিবার ব্যবস্থায় পরিবর্তনের প্রবণতার সামাজিক প্রভাব সম্পর্কে আলোচনা করা। 
৬. সর্বোপরি সামাজিক পরিবর্তনের এই গুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি শিক্ষার্থীদের কৌতূহলী করে তোলা।    

প্রকল্পটির গুরুত্ব : - 

যে সকল কারণে প্রকল্পটি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতে পারে সেগুলি হল - 
১. প্রকল্পটির মাধ্যমে বর্তমান পরিবার ব্যবস্থায় পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে জ্ঞানলাভ করা সম্ভব। 
২. সাম্প্রতিককালে পরিবার ব্যবস্থায় পরিবর্তনের জন্য যে সকল উপাদান দায়ী সেগুলি সম্পর্কে জানতে প্রকল্পটি কার্যকরী ভূমিকা পালন করতে পারে। 
৩. প্রতিটি সমাজে সাম্প্রতিক কালে যে পরিবর্তনের প্রবণতা দেখা দিচ্ছে - তার সামাজিক প্রভাব সম্পর্কে জানতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ। 
৪. সামাজিক বিবর্তনের ধারাটিকে যথার্থভাবে অবগত করতে প্রতিবেদনটি সহায়ক। 
৫. সর্বোপরি প্রকল্পটির মাধ্যমে সামাজিক বিবর্তনের এই গুরুত্বপর্ণ বিষয়টি সম্পর্কে শিক্ষার্থীদের কৌতূহলী করে তুলতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 



বিদ্যালয়ের সমাজতত্ত্ব বিষয়ের মাননীয় / মাননীয়া শিক্ষক / শিক্ষিকা - র নির্দেশমত প্রকল্পের জন্য বিভিন্ন গ্রন্থ পাঠ করা হয়। এই  সকল গ্রন্থগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হল দ্বাদশ শ্রেণীর সমাজতত্ত্ব বিষয়ের পাঠ্যবই যা শ্রী অরুনাংশু প্রধান মহাশয় কর্তৃক লিখিত। গ্রন্থটি থেকে এবং আরো কিছু গ্রন্থ ও ওয়েবসাইটের সহায়তায় ও বিদ্যালয়ের মাননীয় / মাননীয়া শিক্ষক / শিক্ষিকা - র তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ তথ্যগুলি সংগৃহিত হয়। 

তথ্য বিশ্লেষণ :- 

[ এই অংশে দ্বাদশ শ্রেণীর অরুনাংশু প্রধানের সমাজতত্ত্ব পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের ৬২ পাতার টপিক নং ৩.১.৪ সম্পূর্ণ বা যতটা সম্ভব লিখতে হবে। কেউ যদি ছোট করে লিখতে চাও তাহলেও সবগুলি পয়েন্ট লিখবে কিন্তু মাঝের লেখা কমিয়ে দিতে পারো। এখানে আমি ৬২ পাতা উল্লেখ করলাম ; কিন্তু সবার বইয়ে ৬২ পাতায় সেই টপিক টি না'ও থাকতে পারে। তবে একটু আগে - পরে খুঁজলেই পেয়ে যাবে। তবে টপিক নম্বর একই থাকবে ৩.১.৪  । ] 

সিদ্ধান্ত গ্রহণ :- 

উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে যে সকল সিদ্ধান্তে উপনীত হওয়া যায় - সেগুলি নীচে আলোচনা করা হল। 

১. সমাজ পরিবর্তন ও বিবর্তনের একটি প্রক্রিয়া। সমাজের হাত ধরে সমস্ত সামাজিক সংগঠনগুলি পরিবর্তনশীল। পরিবারগুলিও এর ব্যতিক্রম নয়। এটি সামাজিক প্রবাহে নতুন কোনো বিষয় নয়। আবহমান কাল ধরেই এই প্রক্রিয়া বহমান। 

২. পরিবার ব্যবস্থায় সাম্প্রতিক পরিবর্তনের প্রবণতার ফলে ভারতীয় পরিবারগুলির মৌলিক কাঠামোয় পরিবর্তন এসেছে। স্বয়ংসম্পূর্ণ , যৌথ ও উৎপাদনশীল পরিবার থেকে ভারতীয় পরিবারগুলি ধীরে ধীরে ভোগকারী একক পরিবারে পরিণত হচ্ছে। 

৩. পরিবারগুলির সাম্প্রতিক পরিবর্তনের প্রবণতার ফলে ভারতীয় পরিবারগুলির স্বয়মসম্পূর্ণ বৈশিষ্টটি আজ  বিলুপ্ত হতে বসেছে। 

৪. পরিবার ব্যবস্থায় পরিবর্তন কোন পথে এগোচ্ছে - ইতিবাচক না নেতিবাচক এই নিয়ে সমাজতাত্ত্বিকদের মধ্যে মতবিরোধ বর্তমান। তবে , সাম্প্রতিক পারিবারিক পরিবর্তনশীলতার প্রেক্ষাপটে কিছু বিষয় সামনে উঠে আসছে যেগুলি চূড়ান্তভাবে হতাশাজনক। যেমন - বিবাহ বিচ্ছেদ , বিবাহ বহির্ভুত সম্পর্ক , পারিবারিক ও কর্মক্ষেতে হতাশা , নৈরাশ্য - ইত্যাদি। 

৫. পরিবার ব্যবস্থায় পরিবর্তনের প্রবণতা বহুক্ষেত্রেই বিবাহ বিচ্ছেদের একটি অন্যতম কারণ। এর সর্বাধিক নেতিবাচক প্রভাব গিয়ে পড়ছে তাদের সন্তানদের উপর। সন্তানদের মধ্যে হীনমন্যতা , অপরাধ প্রবণতা  - ইত্যাদি উত্তরোত্তর বেড়েই চলেছে। 

৬. পরিবার ব্যবস্থায় পরিবর্তন প্রতিটি মানুষকে ভোগবাদের দিকে ঠেলে দিচ্ছে। ইন্সিত মর্জাদালাভের প্রয়াস , নিজের মত করে বাঁচার প্রবণতা - ইত্যাদি শিথিল করছে পারিবারিক পারস্পরিক বন্ধনকে। 

৭. পরিবার ব্যবস্থায় পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ফল হিসাবে বলা যায় যে , এর ফলে দুই পুরুষের মধ্যে মানসিক ব্যবধান ক্রমশ বেড়েই চলেছে। একেই Generation Gap বলা হয়। 

৮. এই পরিবর্তন যত সাধিত হচ্ছে তত বেশি করে পুরোনো রীতিনীতি , ধ্যান - ধারণা , আচার - সংস্কার ইত্যাদি নতুন প্রজন্মের কাছে মূল্যহীন হয়ে উঠছে। সংস্কার , রীতিনীতি এগুলি আজকাল প্রাচীনত্বের প্রতীক বলে বিবেচিত হয়। 

৯. পারিবারিক  দায় - দায়িত্ব পালন , কর্তব্যপরায়ণতা ইত্যাদি এখন আধুনিক প্রজন্মের কাছে ব্রাত্য বলে বিবেচিত হয়। পক্ষান্তরে আত্মকেন্দ্রিকতা , স্বার্থ কেন্দ্রিক চিন্তা ভাবনা আধুনিক প্রজন্মের অন্যতম বৈশিষ্ট হয়ে উঠছে। 

১০. পারিবারিক পরিবর্তনের এই প্রবণতা শুধুমাত্র মাত্র ভারতীয় ক্ষেত্রে লক্ষ্য করা যায় - এমনটা নয়। সারা বিশ্বব্যাপী এর প্রভাব পরিলক্ষিত হয়। 



মানব সমাজ ও সভ্যতা সদা পরিবর্তনশীল। এর হাত ধরে পরিবার ব্যবস্থাতেও নিরন্তর পরিবর্তন পরিলক্ষিত হয়। তাই এই পরিবর্তনের নেতিবাচক প্রভাব লক্ষ্য করে যে হতাশা জন্মায় সেটিও পরিবর্তনশীল। তবে , এর নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করা হলেও এর ইতিবাচক প্রভাবও কিছু রয়েছে - সেটিও অস্বীকার করা যায়না। নারী স্বাধীনতা , শিক্ষা ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ , সার্বিক শিক্ষার বিস্তার , গণতন্ত্রের বিস্তার , শোষিত - বঞ্চিত শ্রেণির অধিকার প্রতিষ্ঠা - ইত্যাদি আধুনিক ও পরিবর্তনশীল সমাজের বৈশিষ্ট। তাই পরিশেষে বলা যায় , পারিবারিক ব্যবস্থায় পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা সমাজকে এক নতুন সমাজের পথ দেখাচ্ছে। 

গ্রন্থপঞ্জি :- 

যে সকল গ্রন্থগুলি থেকে প্রকল্পের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে সেগুলি হল - 
১. উচ্চ্যমাধমিক সমাজতত্ত্ব - ( দ্বাদশ শ্রেণি ) - অরুনাংশু প্রধান। 
২. ভারতীয় সমাজ - ডক্টর অনাদিকুমার মহাপাত্র। 
৩. প্রারম্ভিক সমাজতত্ত্ব - বাণী প্রকাশন। 
৪. ভারতীয় সামাজিক সমস্যা - কমল - ইন্দু। 
৫. Helps to the study of WBCS Sociology - Oriental Publication     

      

You May Also Like

0 comments