Class XI History 2nd chapter MCQ : -
Class XI History 2nd chapter MCQ : -
Class XI History ; most important MCQ
Class XI History 2nd Chapter MCQ SET 1
১. প্রস্তর যুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ? দুই / তিন / চার / পাঁচ - ভাগে।
উত্তর - তিনভাগে ( প্রাচীন প্রস্তর যুগ , মধ্য প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগ )
২. ভারতের প্রাচীনতম গ্রামীণ সভ্যতাটির নাম কী ? সিন্ধু সভ্যতা / হরপ্পা সভ্যতা / মেহেরগড় সভ্যতা / মহেঞ্জোদারো সভ্যতা।
উত্তর : মেহেরগড় সভ্যতা।
৩. কত খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় ? ১৯২০ / ১৯২২ / ১৯২৪ / ১৯৩৪ - খ্রিস্টাব্দে।
উত্তর - ১৯২২ খ্রিস্টাব্দে।
৪. মানুষ কৃষিকার্যের সূচনা ঘটায় - প্রাচীন প্রস্তর যুগে / মধ্য প্রস্তর যুগে / নব্য প্রস্তর যুগে / ধাতু যুগে।
উত্তর : মধ্য প্রস্তর যুগে।
৫. পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হল - রোমান / মিশরীয় / হরপ্পা / মেসোপটেমিয়া - সভ্যতা।
উত্তর - মেসোপটেমিয়া সভ্যতা।
৬. লিখন পদ্ধতির উদ্ভব ঘটিয়েছিলেন - সুমেরীয়রা / চীনারা / মিশরীয়রা / ভারতীয়রা।
উত্তর - সুমেরীয়রা।
৭. কোন গাছকে জীবন বৃক্ষ বলা হত ? বটগাছ / খেজুর গাছ / নিমগাছ / অশ্বথ গাছ।
উত্তর - খেজুর গাছকে।
৮. মেসোপটেমিয়া সভ্যতা কোন যুগের ? তাম্র - ব্রোঞ্জ যুগের / তাম্র - প্রস্তর যুগের / লৌহ যুগের / নব্য প্রস্তর যুগের।
উত্তর - তাম্র - ব্রোঞ্জ যুগের।
৯. মৃতদেহকে মমিতে পরিণত করা হত কোন দেশে ? আরব / মেসোপটেমিয়া / সুমের / মিশর।
উত্তর - মিশর।
১০. মমি তৈরী হল একটি - শাস্ত্র নির্ভর পদ্ধতি / বিজ্ঞান নির্ভর পদ্ধতি / তান্ত্রিক নির্ভর পদ্ধতি / যুক্তিনির্ভর পদ্ধতি।
উত্তর - বিজ্ঞান নির্ভর পদ্ধতি।
১১. মেসোপটেমিয়া শব্দের অর্থ - মৃতের স্তুপ / মৃতের শহর / দুই নদীর মধ্যবর্তী অঞ্চল / উন্নত মানব সভ্যতা।
উত্তর - দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।
১২. মিশর কোন মহাদেশে অবস্থিত ? এশিয়া / আমেরিকা / আফ্রিকা / ইউরোপ।
উত্তর - আফ্রিকা।
১৩. কোন যুগে মানুষ লাঙল চালাতে শেখে ? পুরাতন প্রস্তর যুগে / নব্য প্রস্তর যুগে / মধ্যপ্রস্তর যুগে / লৌহ যুগে।
উত্তর - নব্যপ্রস্তর যুগের।
১৪. তামার সাথে টিন মিশিয়ে কোন ধাতু তৈরী হয় ? লৌহ / ব্রোঞ্জ / দস্তা / সিসা।
উত্তর - ব্রোঞ্জ।
১৫. নব্যপ্রস্তর যুগের সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার - চাকা / লাঙল / আগুন / গাড়ি।
উত্তর - চাকা।
১৬. বিবর্তনবাদ কে রচনা করেন ? চার্লস ডারউইন / হেরোডোটাস / বিজ্ঞানী স্টিফেন হকিং / জন লিসটিং।
উত্তর - চার্লস ডারউইন।
১৭. হোমো - ইরেকটাস শব্দের অর্থ - দন্ডায়মান মানুষ / দক্ষ মানুষ / বুদ্ধিমান মানুষ / বোকা মানুষ।
উত্তর - দন্ডায়মান মানুষ।
১৮. হোমো স্যাপিয়েন্স - শব্দের অর্থ - দন্ডায়মান মানুষ / দক্ষ মানুষ / বুদ্ধিমান মানুষ / বোকা মানুষ।
উত্তর - বুদ্ধিমান মানুষ।
১৯. চিত্রিত ধূসর মৃৎপাত্র সংস্কৃতি প্রচলিত ছিল ভারতের - দক্ষিণ - পূর্ব অংশে / দক্ষিণ - পশ্চিম অংশে / উত্তর - পূর্ব অংশে / পূর্ব - পশ্চিম অংশে।
উত্তর - উত্তর - পশ্চিম অংশে ( বা উত্তর অংশ অপশনে দেওয়া থাকলে সেটাও হবে )
২০. কত খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় ? ১৯২২ / ১৯২৪ / ১৯৭৪ / ১৯৮৪ - খ্রিস্টাব্দে।
উত্তর - ১৯৭৪ খ্রিস্টাব্দে।
Class XI History 2nd Chapter MCQ SET 2
১. নব্য - প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট হল - বিদ্যুতের আবিষ্কার / আগুনের আবিষ্কার / লোহার ব্যবহার / চাকার আবিষ্কার।
উত্তর - লোহার ব্যবহার।
২. নব্য - প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট হল - পশুপালন / খাদ্য উৎপাদন / সাহিত্যের উদ্ভব / বর্ণমালার উদ্ভব।
উত্তর - খাদ্য উৎপাদন।
৩. নব্য - প্রস্তর যুগের বিপ্লব - তত্ত্বটির প্রবক্তা কে ? গর্ডন চাইল্ড / সোফি গর্ডন / ম্যাক্সমুলার / থুকিডিডিস।
উত্তর - গর্ডন চাইল্ড।
৪. কোথায় প্রথম তামা আবিষ্কৃত হয় ? ভারত / সুমের / মেসোপটেমিয়া / মিশর।
উত্তর - সুমের।
৫. নব্য প্রস্তর যুগের পর কোন যুগ শুরু হয় ? আধুনিক যুগ / তাম্র - প্রস্তর যুগ / লৌহ যুগ / তাম্র - ব্রোঞ্জ যুগ।
উত্তর - তাম্র - প্রস্তর যুগ।
৬. কোন যুগে ডাইনোসরদের আবির্ভাব ঘটে ? আর্কিওজোয়িক যুগে / প্রোটোরোজোয়িক যুগে / মেসোজোয়িক যুগে / প্যালিওজোয়িক যুগে।
উত্তর - আর্কিওজোয়িক যুগে।
৭. প্রথম প্রস্তর যুগ কোনটি ? প্রাচীন প্রস্তর যুগ / মধ্য প্রস্তর যুগ / নব্য প্রস্তর যুগ / তাম্র - প্রস্তর যুগ।
উত্তর - প্রাচীন প্রস্তর যুগ।
৮. কোন যুগে মানুষ কৃষিকাজ করতে শেখে ? প্রাচীন প্রস্তর যুগ / মধ্য প্রস্তর যুগ / নব্য প্রস্তর যুগ / তাম্র - প্রস্তর যুগ।
উত্তর - মধ্য প্রস্তর যুগ।
৯. আধুনিক মানুষ হলেন - হোমো - ইরেকটাস / হোমো স্যাপিয়েন্স / পিকিং মানব।
উত্তর - হোমো স্যাপিয়েন্স।
১০. বর্তমান যুগটি হল - প্লেইস্টোসিন / হেলোসিন / প্লায়োসিন / মায়োসিন।
উত্তর - হেলোসিন।
১১. আজ পর্যন্ত সবচেয়ে পুরোনো জীবাশ্মটি কোথায় আবিষ্কৃত হয়েছে ? মিশর / উত্তর আমেরিকা / মেসোপটেমিয়া / আফ্রিকা।
উত্তর : আফ্রিকা।
১২. কোথায় হারপুন যন্ত্রের উদ্ভব ঘটেছিল ? মেসোপটেমিয়া / সুদান / টাইগ্রিস - ইউফ্রেটিস সভ্যতায় / আফ্রিকার আদিম জনসমাজের মধ্যে।
উত্তর : সুদান।
১৩. The Origin of Species - গ্রন্থটি কে রচনা করেন ? চার্লস ডারউইন / মেকিয়াভেলি / সক্রেটিস / পাওলো ফেরী।
উত্তর : চার্লস ডারউইন।
১৪. সাহারা মরুভুমি কোথায় অবস্থিত ? ভারতের রাজস্থান / মিশর / আফ্রিকা / দক্ষিণ আমেরিকা।
উত্তর : আফ্রিকা।
১৫. রোডেশীয় মানবদের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে কোথা থেকে ? ফ্রান্স / জার্মানি / ইতালি / সুইডেন।
উত্তর : ফ্রান্স।
১৬. আদিম মানবদের মধ্যে রক্তের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা গোষ্ঠীকে কী বলা হত ? ক্ল্যান / ট্রাইব / গ্রূপ / পরিবার বা ফ্যামিলি।
উত্তর : ক্ল্যান।
১৭. ' লুসি ' কী ? আফ্রিকায় প্রাপ্ত একপ্রকার আদিম খেলনা / আদিম মানবদের ব্যবহৃত পুতুল / এক শিশুকন্যার পূর্ণাঙ্গ জীবাশ্ম / আদিম আফ্রিকান মানব গোষ্ঠীর প্রথম রানী।
উত্তর : এক শিশুকন্যার পূর্ণাঙ্গ জীবাশ্ম।
১৮. লুসি - কোথা থেকে আবিষ্কৃত হয় ? টাইগ্রিস - ইউফ্রেটিস নদীর তীর থেকে / কেনিয়া থেকে / ইথিওপিয়া থেকে / আফ্রিকার আদিম গোষ্ঠীর কাছ থেকে।
উত্তর : ইথিওপিয়া থেকে।
১৯. কোন যুগে মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয় ? প্রাচীন প্রস্তর যুগ / মধ্য প্রস্তর যুগ / নব্য প্রস্তর যুগ / তাম্র প্রস্তর যুগ।
উত্তর : মধ্য প্রস্তর যুগ।
২০. মানুষ প্রথম উৎপাদন করে - ধান / যব / গম / জোয়ার - বাজরা।
উত্তর : যব।
Class XI History 2nd Chapter MCQ SET 3
১. ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি ? মেহেরগড় সভ্যতা / হরপ্পা সভ্যতা / মহেঞ্জোদারো সভ্যতা / কালিবঙ্গান সভ্যতা।
উত্তর : মেহেরগড় সভ্যতা।
২. মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয় ? ১৯২৪ / ১৯২২ / ১৯৭৪ / ১৯০৪ - খ্রিস্টাব্দে।
উত্তর : ১৯৭৪ খ্রিস্টাব্দে।
৩. মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন ? রাখালদাস বন্দোপাধ্যায় / ভিনসেন্ট স্মিথ / জাঁ ফ্রাঁসোয়া জারিজ / জন কার্টিয়ার।
উত্তর : জাঁ ফ্রাঁসোয়া জারিজ।
৪. সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয় ? ১৯৭৪ / ১৯২২ / ১৯২৪ / ১৯২০ - খ্রিস্টাব্দে।
উত্তর : ১৯২২ খ্রিস্টাব্দে।
৫. মহেঞ্জোদারো কথাটির অর্থ কী ? মৃতের নগর / মৃতের স্তুপ / মৃতের সমাধি / মৃত্যু উপত্যকা।
উত্তর : মৃতের স্তুপ।
৬. হরপ্পা সভ্যতায় ঘরবাড়ি তৈরী হত কী দিয়ে ? কাঁচা ইঁট / পোড়া ইঁট / মার্বেল পাথর / গ্রানাইট পাথর - দিয়ে।
উত্তর : পোড়া ইঁট দিয়ে।
৭. সিন্ধু সভ্যতায় বিখ্যাত স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে ? হরপ্পা / মহেঞ্জোদারো / লোথাল / চান - হু - দারো।
উত্তর : মহেঞ্জোদারো।
৮. সিন্ধু সভ্যতার একটি বন্দরের নাম কর। চান - হু - দারো / মহেঞ্জোদারো / লোথাল / কালিবঙ্গান।
উত্তর : লোথাল।
৯. লোথাল কোন নদীর তীরে অবস্থিত ছিল ? ভোগাবর / ঝিলাম / রবি / সিন্ধু।
উত্তর : ভোগাবর।
১০. মেহেরগর সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল ? বোলান / ঝিলাম / চেনাব / সিন্ধু।
উত্তর : বোলান।
১১. মেহেরগড় সভ্যতার নিকট কোন গিরিপথ অবস্থিত ? বোলান / খাইবার / জোজিলা / নাথুলা।
উত্তর : বোলান।
১২. সিন্ধু লিপির সঙ্গে কোন লিপির সাদৃশ্য পাওয়া যায় ? ব্রাহ্মী লিপি / খরোষ্ঠী লিপি / কিউনিফর্ম লিপি / হায়ারোগ্লিফিক লিপি।
উত্তর : হায়ারোগ্লিফিক লিপি।
১৩. হরপ্পা কথাটির অর্থ কী ? পশুপতি / পশুপতির খাদ্য / পশুপতির বাহন / সবগুলি।
উত্তর : পশুপতির খাদ্য।
১৪. নীলনদের দান কাকে বলে ? ভারত / মিশর / আফ্রিকা / জাম্বিয়া।
উত্তর : মিশর।
১৫. মিশর কোন মহাদেশে অবস্থিত ? এশিয়া / আফ্রিকা / উত্তর আমেরিকা / দক্ষিণ আমেরিকা।
উত্তর : আফ্রিকা।
১৬. কে মিশরকে নীলনদের দান বলেছেন ? ভিনসেন্ট স্মিথ / হেরোডোটাস / থুকিডিডিস / জন ওয়াইক্লিফ।
উত্তর : হেরোডোটাস।
১৭. মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটি ? খুফুর পিরামিড / তুতেনখামেনের পিরামিড / ক্লিওপেট্রার পিরামিড / নেফারতিতির পিরামিড।
উত্তর : ফ্যারাও খুফুর পিরামিড।
১৮. কোন দেশকে পিরামিডের দেশ বলা হয় ? সুমের / মেসোপটেমিয়া / মিশর / আলেকজান্দ্রিয়া।
উত্তর : মিশর।
১৯. কিউনিফর্ম লিপির প্রচলন ছিল কোন দেশে ? মিশর / চীন / পারস্য / সুমের।
উত্তর : চীন।
২০. সুমেরীয়রা কোন বৃক্ষকে '' জীবন বৃক্ষ '' বলতো ? নারকেল / খেজুর / হরিতকি / পাম গাছ।
উত্তর : খেজুর।
0 comments