দ্বাদশ শ্রেণি : শিক্ষাবিজ্ঞান : চতুর্থ অধ্যায় : ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারাসমূহ।

by - July 12, 2022

দ্বাদশ শ্রেণি : শিক্ষাবিজ্ঞান : চতুর্থ অধ্যায় : ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারাসমূহ। 

উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান চতুর্থ অধ্যায় MCQ & SAQ 




১. কবে ভারতের স্বাধীনতা আইন পাস হয় ? ১৯৪৬ সালের ২৬ জুলাই / ১৯৪৭ সালের ১৮ জুলাই / ১৯৫০ সালের ২৬ জানুয়ারি / ১৯৪৭ সালের ১৫ আগস্ট। 
উত্তর : ১৯৪৭ সালের ১৮ জুলাই। 

২. ভারতের সংবিধান রচনার জন্য গঠিত হয় - পার্লামেন্ট / গণপরিষদ / মন্ত্রিসভা / সবগুলি। 
উত্তর : গণপরিষদ। 

৩. গণপরিষদের সভাপতি কে ছিলেন ? মহাত্মা গান্ধী / ডক্টর রাজেন্দ্র প্রসাদ / বি আর আম্বেদকর / জওহরলাল নেহেরু। 
উত্তর : ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 

৪. সংবিধান রচনার জন্য খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ? মহাত্মা গান্ধী / ডক্টর রাজেন্দ্র প্রসাদ / বি আর আম্বেদকর / জওহরলাল নেহেরু। 
উত্তর : বি আর আম্বেদকর। 

৫. ভারতের সংবিধান কবে গণপরিষদে গৃহীত হয় ? ১৯৪৯ সালের ২৬ নভেম্বর / ১৯৪৯ সালের ২৬ জানুয়ারি / ১৯৪৯ সালের ১৫ আগস্ট / ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। 
উত্তর : ১৯৪৯ সালের ২৬ নভেম্বর। 

৬. কবে ভারতীয় সংবিধান চালু হয় ? ৯৪৯ সালের ২৬ নভেম্বর / ১৯৪৯ সালের ২৬ জানুয়ারি / ১৯৪৯ সালের ১৫ আগস্ট / ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। 
উত্তর : ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। 

৭. ভারত কবে সাধারণতন্ত্রে পরিণত হয় ?  ৯৪৯ সালের ২৬ নভেম্বর / ১৯৪৯ সালের ২৬ জানুয়ারি / ১৯৪৯ সালের ১৫ আগস্ট / ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। 
উত্তর : ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। 

৮. সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দদুটি কোন সংশোধনে সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত হয় ? ৪৩ তম / ৪২ তম / ৭২ তম / ৭৬ তম। 
উত্তর : ৪২ তম সংবিধান সংশোধনীতে। 

৯. সংবিধানের ৪২ তম সংশোধনী হয় - ১৯৭২ সালে / ১৯৭৬ সালে / ১৯৮৬ সালে / ২০০২ সালে। 
উত্তর : ১৯৭৬ সালে। 

১০. ভারতীয় সংবিধানের তালিকার সংখ্যা - ২ টি / ৩ টি / ৪ টি / ৪৯৮ টি। 
উত্তর : ৩ টি তালিকা। 


১১. ভারতীয় সংবিধানের কেন্দ্রীয় তালিকায় মোট ক'টি বিষয় রয়েছে ? ২৬ টি / ৬২ টি / ৯৯ টি / ৯৭ টি। 
উত্তর : ৯৯ টি। *

১২. List I হল - কেন্দ্র তালিকা / রাজ্য তালিকা / যৌথ তালিকা। 
উত্তর : কেন্দ্রীয় তালিকা।    

১৩. List II হল - কেন্দ্র তালিকা / রাজ্য তালিকা / যৌথ তালিকা। 
উত্তর : রাজ্য তালিকা। 

১৪. List III হল - কেন্দ্র তালিকা / রাজ্য তালিকা / যৌথ তালিকা। 
উত্তর : যৌথ বা যুগ্ম তালিকা। 

১৫. ভারতীয় সংবিধান অনুসারে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত ? কেন্দ্র তালিকা / রাজ্য তালিকা / যৌথ তালিকা। 
উত্তর : যৌথ তালিকা। 

১৬. সংবিধানের কোন সংশোধনীতে শিক্ষাকে যৌথ তালিকার অন্তর্ভুক্ত করা হয় ?  ৪৩ তম / ৪২ তম / ৭২ তম / ৭৬ তম। 
উত্তর : ৪২ তম সংবিধান সংশোধনীতে। 

১৭. ভারতীয় সংবিধান হল পৃথিবীর - সরলতম / জটিলতম / প্রাচীনতম / জটিলতম ও বৃহত্তম - সংবিধান।
উত্তর : জটিলতম ও বৃহত্তম। 

১৮. এর মধ্যে কোন ধারাটি কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত নয় ? ৬২ নং ধারা / ৬৩ নং ধারা / ৬৪ নং ধারা / ৬৫ নং ধারা / ৬৬ নং ধারা / ৬৭ নং ধারা। 
উত্তর : ৬৭ নং ধারা। 

১৯. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার ক'টি ? ৬ টি / ৮ টি / ১০ টি / ১১ টি। 
উত্তর : ৬ টি। 

২০. কোনটি মৌলিক অধিকার নয় ?সাম্যের অধিকার / স্বাধীনতার অধিকার / শোষণের বিরুদ্ধে অধিকার / সম্পত্তির অধিকার। 
উত্তর : সম্পত্তির অধিকার।    

২১. শিক্ষাক্ষেত্রে নারীদের সমানাধিকার দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের কত নং ধারায় ? ১৪ নং ধারায় / ১৬ নং ধারায় / ২৮(১) নং ধারায় / ১৫(১) নং ধারায়। 
উত্তর : ১৫(১) নং ধারায়। 

২২. আইনের দৃষ্টিতে সমতা প্রতিষ্ঠিত হয়েছে কত নং ধারায় ? ১৪ নং ধারায় / ১৬ নং ধারায় / ২৮(১) নং ধারায় / ১৫(১) নং ধারায়। 
উত্তর : ১৪ নং ধারায়। 

২৩. বৈষম্যের অবসান করা হয়েছে কত নং ধারায় ?  ১৪ নং ধারায় / ১৬ নং ধারায় / ২৮(১) নং ধারায় / ১৫ নং ধারায়। 
উত্তর : ১৫ নং ধারায়। 

২৪. সরকারি চাকরিতে সমানাধিকার প্রতিষ্ঠিত হয়েছে কত নং ধারায় ? ১৪ নং ধারায় / ১৬ নং ধারায় / ২৮(১) নং ধারায় / ১৫(১) নং ধারায়। 
উত্তর : ১৬ নং ধারায়। 

২৫. সংখ্যালঘু শিশুদের প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষাদানের সুযোগ প্রদান করা হয়েছে কত নং ধারায় ? ৩০(১) নং ধারায় / ২৮(১) নং ধারায় / ৩৫১(১) নং ধারায় / ৩৫০(১) নং ধারায়।উত্তর : ৩৫০(১) নং ধারায়। 

২৬. হিন্দি ভাষার প্রসার ও উন্নতির দায়িত্ব কার ? কেন্দ্রীয় সরকার / রাজ্য সরকার / কেন্দ্র ও রাজ্য সরকার / স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থা। 
উত্তর : কেন্দ্রীয় সরকার। 

২৭. হিন্দি ভাষার প্রসার ও উন্নতির কথা বলা হয়েছে কত নং ধারায় ?  ৩০(১) নং ধারায় / ২৮(১) নং ধারায় / ৩৫১ নং ধারায় / ৩৫০(১) নং ধারায়। 
উত্তর : ৩৫১ নং ধারায়। 

২৮. ৬ থেকে ১৪ বছরের সমস্ত শিশুর জন্য বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষার কথা বলা হয়েছে কত নং ধারায় ? ৪৫ নং ধারায় / ৪৬ নং ধারায় / ১৪ নং ধারায় / ৪৮ নং ধারায়। 
উত্তর : ৪৫ নং ধারায়। 

২৯. তপশিলি জাতি , উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে। একথা বলা হয়েছে কত নং ধারায় ?  ৪৫ নং ধারায় / ৪৬ নং ধারায় / ১৪ নং ধারায় / ৪৮ নং ধারায়। 
উত্তর : ৪৬ নং ধারায়। 

৩০. কত নং ধারায় বলা হয়েছে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না ? ২৮(১) নং ধারায় / ২৯(১) নং ধারায় / ৩০(১) নং ধারায় / ৩৫১ নং ধারায়। 
উত্তর : ২৮(১) নং ধারায়।  


৩১. অস্পৃশ্যতামূলক আচরণের প্রতিকার করা হয়েছে কত নং ধারায় ? ১৪ নং ধারায় / ১৫ নং ধারায় / ১৬ নং ধারায় / ১৭ নং ধারায়। 
উত্তর : ১৭ নং ধারায়। 

৩২. সংখ্যালঘু সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও স্বাধিকার রক্ষার কথা বলা হয়েছে কত নং ধারায় ? ২৮(১) নং ধারায় / ২৯(১) নং ধারায় / ৩০(১) নং ধারায় / ২৮(২) নং ধারায়। 
উত্তর : ২৯(১) নং ধারা। 

৩৩. রাজ্য তালিকার অন্তর্গত শিক্ষা সংক্রান্ত ধারা কোনগুলি ? ১১ ও ১৪ নং ধারা / ১১ ও ১২ নং ধারা / ১৪ ও ১৫ নং ধারা / ৩৪ ও ৩৬ নং ধারা। 
উত্তর : ১১ ও ১২ নং ধারা। 

৩৪. ধর্মের জন্য কোনো প্রকার কর ধার্য করা যাবে না। একথা বলা হয়েছে কত নং ধারায় ? ৩২ নং ধারায় / ৩৪ নং ধারায় / ২৭ নং ধারায় / ২৮ নং ধারায়। 
উত্তর : ২৭ নং ধারায়। 

৩৫. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কোন তালিকার অন্তর্ভুক্ত ? কেন্দ্র তালিকা / রাজ্য তালিকা / যৌথ তালিকা / সবগুলি। 
উত্তর : কেন্দ্র তালিকা। 

৩৬. শিক্ষার অধিকার আইন কী নামে পরিচিত ? NCTE / RET 2009 / RTE 2009 / RTC 2009 
উত্তর : RTE 2009   

৩৭. শিক্ষা সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা কার আছে ? কেন্দ্র সরকার / রাজ্য সরকার / কেন্দ্র ও রাজ্য সরকার / কোনোটিই নয়। 
উত্তর : কেন্দ্র ও রাজ্য সরকার। 

৩৮. নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে - কেন্দ্র সরকার / রাজ্য সরকার / সাংবিধানিক ব্যবস্থা / রাষ্ট্রপতি। 
উত্তর : সাংবিধানিক ব্যবস্থা। 

৩৯. OBC - এর পুরো কথাটি কী ? 
উত্তর : Other Backward Classes . 

৪০. সংবিধানের কত নং ধারা অনুসারে ভাষাগত সংখ্যালঘুদের জন্য একজন স্পেশাল অফিসার নিয়োগ করতে পারেন ? ৩৫০(এ ) / ৩৫০(বি ) / ৩৫০(সি ) / ৩৫১(১) - নং ধারায়। 
উত্তর : ৩৫০(বি ) নং ধারায়।    

৪১. নারীশিক্ষার জাতীয় কমিটির নেতৃত্বে কে ছিলেন ? দুর্গাবাই দেশমুখ / ইন্দিরা গান্ধী / পদ্মজা নাইডু / ভক্তবৎসলম। 
উত্তর : দুর্গাবাই দেশমুখ। 

৪২. ভারতীয় মহিলা কমিশন কবে গঠিত হয় ? ২০০২ খ্রিস্টাব্দে / ২০১০ খ্রিস্টাব্দে / ১৯৯২ খ্রিস্টাব্দে / ১৯৯৬ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯৯২ খ্রিস্টাব্দে। 

৪৩. ভক্তবৎসলম কমিটি কবে গঠিত হয় ? ১৯৬০ খ্রিস্টাব্দে / ১৯৬১ খ্রিস্টাব্দে / ১৯৬২ খ্রিস্টাব্দে / ১৯৬৩ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯৬৩ খ্রিস্টাব্দে। 

৪৪. নারীশিক্ষা পরিষদ কবে স্থাপিত হয় ? ১৯৪৬ খ্রিস্টাব্দে / ১৯৫৯ খ্রিস্টাব্দে / ১৯৭২ খ্রিস্টাব্দে / ১৯৯৬ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯৫৯ খ্রিস্টাব্দে। 

৪৫. কার নেতৃত্বে জাতীয় নারীশিক্ষা পরিষদ গঠিত হয় ?  দুর্গাবাই দেশমুখ / ইন্দিরা গান্ধী / পদ্মজা নাইডু / ভক্তবৎসলম। 
উত্তর : দুর্গাবাই দেশমুখ। 

৪৬. হংস মেহতা কমিটি কবে গঠিত হয় ?  ১৯৬০ খ্রিস্টাব্দে / ১৯৬১ খ্রিস্টাব্দে / ১৯৬৩ খ্রিস্টাব্দে / ১৯৬৫ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯৬১ খ্রিস্টাব্দে। 

৪৭. ভক্তবৎসলম কমিটি কবে গঠিত হয় ?  ১৯৬০ খ্রিস্টাব্দে / ১৯৬১ খ্রিস্টাব্দে / ১৯৬৩ খ্রিস্টাব্দে / ১৯৬৫ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯৬৩ খ্রিস্টাব্দে।   

৪৮. ভক্তবৎসলম কে ছিলেন ? ভারতের শিক্ষামন্ত্রী / মাদ্রাজের শিক্ষামন্ত্রী / মাদ্রাজের মুখ্যমন্ত্রী / ভারত সরকারের তৎকালীন শিক্ষাসচিব। 
উত্তর : মাদ্রাজের মুখ্যমন্ত্রী। 

৪৯. কোন কমিশন গ্রামাঞ্চলে নারীদের শিক্ষিত করার জন্য Teachers training college গড়ে তোলার প্রস্তাব করেন ? শ্রীমতি হংস মেহতা কমিটি / ভক্তবৎসলম কমিটি / জাতীয় নারীশিক্ষা পরিষদ / জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ ।  
উত্তর : ভক্তবৎসলম কমিটি। 

৫০. ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা হল - ৫০ টি / ৫১ টি / ৫২ টি / ৫৩ টি। 
উত্তর : ৫২ টি। 


১. সংবিধানের ৪৫ নং ধারায় কী উল্লেখ আছে ? 
উত্তর : সংবিধানের ৪৫ নং ধারায় উল্লেখ আছে যে সংবিধান চালু হওয়ার দশ বছরের মধ্যে ৬-১৪ বছর বয়সী সকল শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে রাষ্ট্র। 

২. সংবিধানের ৪৬ নং ধারায় কী উল্লেখ আছে ? 
উত্তর : সংবিধানের ৪৬ নং ধারায় উল্লেখ আছে যে , পিছিয়ে পড়া সম্প্রদায় ও দুর্বল শ্রেণি , তপশিলি জাতি - উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের আর্থিক ও শিক্ষার বিকাশে রাষ্ট্র বিশেষ যত্নবান হবে এবং তাদের রক্ষণাবেক্ষণের জন্য পদক্ষেপ গ্রহণ করবে। 

৩. কেন্দ্রীয় তালিকা কী ? 
উত্তর : যে সকল বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে থাকে - তাকে কেন্দ্রীয় তালিকা বা ইউনিয়ন লিস্ট বা List I বলে। 

৪. রাজ্য তালিকা কী ? 
উত্তর : যে সকল বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কেবলমাত্র রাজ্য সরকারের হাতে থাকে - তাকে রাজ্য তালিকা বা স্টেট লিস্ট বা List II বলে। 

৫. যৌথ তালিকা বা যুগ্ম তালিকা কী ? 
উত্তর : যে সকল ক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের হাতে থাকে - তাকে যৌথ তালিকা বা যুগ্ম তালিকা বা কন্কারেন্ট লিস্ট বা List III বলে। 

৬. কোন সংবিধান অনুযায়ী , কবে শিক্ষাকে যৌথ তালিকার অন্তর্ভুক্ত করা হয় ? 
উত্তর : ১৯৭৬ সালে ৪২ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষাকে যৌথ তালিকার অন্তর্ভুক্ত করা হয়। 

৭. ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারগুলি কী কী ? 
উত্তর : ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারের সংখ্যা ৬ টি - সাম্যের অধিকার , স্বাধীনতার অধিকার , শোষণের বিরুদ্ধে অধিকার , ধর্মীয় স্বাধীনতার অধিকার , সংস্কৃতি ও শিক্ষার অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। 

৮. সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ রয়েছে ? 
উত্তর : ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ রয়েছে। 

৯. শিক্ষায় সমসুযোগ বলতে কী বোঝ ? 
উত্তর : সরকার পরিচালিত ও সরকারি অনুদানে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে রাষ্ট্র জাতি , ধর্ম , লিঙ্গ , বাসস্থান , ভাষা - ইত্যাদির ভিত্তিতে কোনো প্রকার বৈষম্য না করে সকলকে সমানভাবে শিক্ষার সুযোগ প্রদান করবে। 

১০. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশে ভারতকে কীরূপ রাষ্ট্র হিসাবে উল্লেখ করা হয়েছে ? 
উত্তর : বর্তমান প্রস্তাবনা অনুসারে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র।      


You May Also Like

0 comments