Class 11 Political Science 2nd Chapter SAQ

by - October 12, 2022

Class 11 Political Science 2nd Chapter SAQ 

একাদশ শ্রেণি : রাষ্ট্রবিজ্ঞান : দ্বিতীয় অধ্যায় : রাষ্ট্র SAQ 



একাদশ শ্রেণি : রাষ্ট্রবিজ্ঞান : দ্বিতীয় অধ্যায় : রাষ্ট্র SAQ 

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র থেকে সমস্ত গুরুত্বপূর্ণ SAQ আলোচনা করা হল। এই অধ্যায় থেকে MCQ প্রশ্ন পরীক্ষায় আসেনা। আলোচিত SAQ গুলির প্রতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

১. কোন দেশকে রাষ্ট্রবিজ্ঞানের সূতিকাগার বলা হয় ? 
উত্তর : প্রাচীন গ্রিস। 

২. প্রাচীন গ্রিসে রাষ্ট্রকে কী বলা হত ? 
উত্তর : পোলিশ। 

৩. প্রাচীন রোমে রাষ্ট্রকে কী বলা হত ? 
উত্তর : সিভিটাস। 

৪. রাষ্ট্র শব্দটির প্রথম ব্যবহার কে করেন ? 
উত্তর : মেকিয়াভেলি। 

৫. রাষ্ট্র গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কী কী ? 
উত্তর : নির্দিষ্ট ভূখন্ড , জনসমষ্টি , সরকার , সর্বভৌমিকতা। 

৬. রাষ্ট্র গড়ে ওঠার জন্য সর্বাপেক্ষা প্রয়োজনীয় উপাদান কোনটি ? 
উত্তর : সর্বভৌমিকতা। 

৭. প্রাচীন গ্রিসের জনসমষ্টিকে কী কী ভাগে ভাগ করা হত ? 
উত্তর : তিনভাগে - নাগরিক , মেটিক ও দাস। 

৮. মেটিক কাদের বলা হত ? 
উত্তর : বাণিজ্যিকসূত্রে যারা এথেন্সে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করত। 

৯. রুশো কোন ধরণের রাষ্ট্রের সমর্থক ছিলেন ? 
উত্তর : ক্ষুদ্রায়তন। 

১০. কে ক্ষুদ্র রাষ্ট্রকে পাপের প্রতীক বলে মনে করতেন ? 
উত্তর : ট্রিটসকে। 


১১. রাষ্ট্রের কোন বৈশিষ্টকে আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসাবে বিবেচিত করা হয় ? 
উত্তর : সর্বভৌমিকতা। 

১২. দ্য প্রিন্স - গ্রন্থের লেখক কে ? 
উত্তর : মেকিয়াভেলি। 

১৩. সর্বভৌমিকতা শব্দটির অর্থ কী ? 
উত্তর : রাষ্ট্রের চূড়ান্ত , অপ্রতিহত ও চরম ক্ষমতা। 

১৪. কোন দার্শনিক সর্বভৌমিকতাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি হিসাবে উল্লেখ করেছেন ? 
উত্তর : অধ্যাপক গেটেল। 

১৫. '' রাষ্ট্র হল শ্রেণি শোষণের যন্ত্র '' - উক্তিটি কার ? 
উত্তর : কার্ল মার্কস। 

১৬. মেকিয়াভেলি কোন গ্রন্থে রাষ্ট্র শব্দটি উল্লেখ করেছেন ? 
উত্তর : দ্য প্রিন্স। 

১৭. রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন ? 
উত্তর : অধ্যাপক গার্ণার। 

১৮. পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয় কেন ? 
উত্তর : পশ্চিমবঙ্গের চূড়ান্ত সারভৌমিকতা নেই , তাকে কেন্দ্রীয় সরকারের নির্দেশ পালন করতে হয়। 

১৯. স্বাধীনতার পূর্বে ভারত কী ছিল ? 
উত্তর : ব্রিটিশ উপনিবেশ। 

২০. রাষ্ট্রের কোন উপাদানকে রাষ্ট্রের বাহু বলা হয় ? 
উত্তর : ভূখন্ড। 

২১. আচরণবাদীরা রাষ্ট্রের পরিবর্তে কোন কথা প্রয়োগ করার পক্ষপাতী ? 
উত্তর : রাজনৈতিক ব্যবস্থা। 

২২. রাষ্ট্রের বিমূর্ত ধারণা কার মাধ্যমে মূর্ত রূপ লাভ করে ? 
উত্তর : সরকার। 

২৩. রাষ্ট্রের পরিচালক কে ? 
উত্তর : সরকার। 

২৪. কারা রাষ্ট্রের ক্ষমতার পরিধিকে সংকুচিত করার পক্ষপাতী ? 
উত্তর : উদারনৈতিক মতবাদের প্রবক্তাগণ। 

২৫. কে বলেছেন - রাষ্ট্র হল বিরামহীন ক্রমবিকাশের ফল ? 
উত্তর : বার্জেস। 

২৬. রাষ্ট্র ও সরকারের একটি পার্থক্য লেখ। 
উত্তর : রাষ্ট্র একটি তত্ত্বগত ধারণা এবং রাষ্ট্র চিরস্থায়ী ; কিন্তু সরকার একটি ব্যবহারিক বিষয় এবং সরকারের অস্তিত্ব সাময়িক। 

২৭. পলিটিক্স - গ্রন্থের রচয়িতা কে ? 
উত্তর : অ্যারিস্টটল। 

২৮. আমিই রাষ্ট্র - উক্তিটি কার ? 
উত্তর : ফরাসি সম্রাট চতুর্দশ লুই। 

২৯. একজন নামসর্বস্ব শাসকের উদাহরণ দাও। 
উত্তর : ভারতের রাষ্ট্রপতি এবং ইংল্যন্ডের রাজা বা রানী। 

৩০. কোন ঘটনার মধ্যে দিয়ে জাতীয় সর্বভৌমিকতার বিষয়টি  জনপ্রিয় হয়ে ওঠে ? 
উত্তর : ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব। 


৩১. সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করা কি বাধ্যতামূলক ? 
উত্তর : না। 

৩২. সম্মিলিত জাতিপুঞ্জ ও রাষ্ট্রের পার্থক্য কী ? 
উত্তর : সম্মিলিত জাতিপুঞ্জের সর্বভৌমিকতা নেই কিন্তু রাষ্ট্রের আছে। 

৩৩. রাষ্ট্র ও অন্যান্য সংগঠনের মধ্যে পার্থক্য কোথায় ? 
উত্তর : রাষ্ট্রের উৎপত্তি হল বিবর্তন প্রক্রিয়ার ফল এবং রাষ্ট্রের সর্বভৌমিকতা রয়েছে। কিন্তু অন্যান্য সংগঠনগুলি মানুষের ইচ্ছার ভিত্তিতে সৃষ্ট এবং এদের সর্বভৌমিকতা নেই। 

৩৪. সংঘ ও রাষ্ট্রের পার্থক্য লেখ। 
উত্তর : সংঘের সর্বভৌমিকতা নেই , কিন্তু রাষ্ট্রের সর্বভৌমিকতা আছে। সংঘ রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারে না , কিন্তু রাষ্ট্র সংঘকে নিয়ন্ত্রণ করতে পারে। 

৩৫. রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক কাল্পনিক মতবাদ কোনগুলি ? 
উত্তর : ঐশ্বরিক মতবাদ , বলপ্রয়োগ মতবাদ , সামাজিক চুক্তি মতবাদ। 

৩৬. ঐশ্বরিক মতবাদের প্রবক্তাদের নাম লেখ। 
উত্তর : সেন্ট অগাস্টাইন , সেন্ট পল - প্রমুখ। 

৩৭. ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব কবে সংগঠিত হয় ? 
উত্তর : ১৬৮৮ সালে। 

৩৮. রাষ্ট্র ঈশ্বর কর্তৃক সৃষ্ট - কোন মতবাদ এই উক্তি সমর্থন করে ? 
উত্তর : ঐশ্বরিক উৎপত্তিবাদ। 

৩৯. '' বলপ্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি '' - এই মতবাদের প্রবক্তা কারা ? 
উত্তর : বলপ্রয়োগ মতবাদের প্রবক্তাদের। 

৪০. হিস্ট্রি অব পলিটিক্স - গ্রন্থটি কার লেখা ? 
উত্তর : জেঙ্কস। 

৪১. কোন মতবাদ অনুসারে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে ? 
উত্তর : সামাজিক চুক্তি মতবাদ। 

৪২. সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা ? 
উত্তর : রুশো , টমাস হবস , জন লক। 

৪৩. সামাজিক চুক্তি মতবাদের মূল বক্তব্য কী ? 
উত্তর : চুক্তির ফলেই রাষ্ট্রের জন্ম হয়েছে। 

৪৪. কোন গ্রন্থে টমাস হবস সামাজিক চুক্তির কথা বলেন ? 
উত্তর : লেভিয়াথান। 

৪৫. লেভিয়াথান গ্রন্থটি কবে প্রকাশিত হয় ? 
উত্তর : ১৬৫১ সালে। 

৪৬. টু ট্রিটিজেস অব গভর্নমেন্ট - গ্রন্থের রচয়িতা কে ? 
উত্তর : জন লক। 

৪৭. টু ট্রিটিজেস অব গভর্নমেন্ট - গ্রন্থটি কবে প্রকাশিত হয় ? 
উত্তর : ১৬৯০ সালে। 

৪৮. সোশ্যাল কনট্র্যাক্ট গ্রন্থের রচয়িতা কে ? 
উত্তর : রুশো। 

৪৯. আমেরিকার স্বাধীনতা সংগ্রাম কবে সংগঠিত হয় ? 
উত্তর : ১৭৭৬ সালে। 

৫০. সাধারণের ইচ্ছা সম্পর্কে রুশো কী বলেছেন ? 
উত্তর : সাধারণের ইচ্ছা হল চূড়ান্ত , অবিভাজ্য ও অহস্তান্তরযোগ্য। 

৫১. জন লক কোন ধরণের রাজতন্ত্রের সমর্থক ছিলেন ? 
উত্তর : নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। 

৫২. সোশ্যাল কনট্রাক্ট গ্রন্থটি কবে প্রকাশিত হয় ? 
উত্তর : ১৭৬২ সালে। 

৫৩. কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য নিরুপন করেননি ? 
উত্তর : টমাস হবস। 

৫৪. রাজনৈতিক সার্বভৌমত্বের প্রধান প্রবক্তা কে ? 
উত্তর : জন লক। 

৫৫. বলপ্রয়োগ মতবাদের প্রধান প্রবক্তা কে ? 
উত্তর : ওপেনহাইমার। 

৫৬. বলপ্রয়োগ মতবাদের প্রথম প্রবক্তা কে ? 
উত্তর : হেরাক্লিটাস। 

৫৭. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদ কোনটি ? 
উত্তর : বিবর্তনবাদ বা ঐতিহাসিক মতবাদ। 

৫৮. সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তাদের মধ্যে কে দুটি চুক্তির কথা বলেছিলেন ? 
উত্তর : জন লক। 

৫৯. অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা ? 
উত্তর : কৌটিল্য। 

৬০. সীমাবদ্ধ রাজতন্ত্রের প্রবক্তা কে ? 
উত্তর : জন লক।  

List of Subjects - 

[ Just CLICK on the subjects below to get all the projects / notes ]   






You May Also Like

0 comments