Class 11 Sociology 2nd Chapter MCQ

by - October 13, 2022

Class 11 Sociology 2nd Chapter MCQ

একাদশ শ্রেণি সমাজতত্ত্ব দ্বিতীয় অধ্যায় : গুরুত্বপূর্ণ MCQ 

প্রারম্ভিক সমাজতাত্ত্বিক ধারণাসমূহ 



Class 11 Sociology 2nd Chapter MCQ


একাদশ শ্রেণির সমাজতত্ত্ব দ্বিতীয় অধ্যায়ের MCQ আলোচনা করা হল। পাঠ্যবই থেকে পৃষ্ঠা ধরে ধরে প্রশ্নগুলি সংযোজিত হয়েছে। প্রতিটি প্রশ্ন গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি অভ্যাস করলে শিক্ষার্থীরা অবশ্যই উপকৃত হবে।  

১. Man is social - উক্তিটি কার ? অ্যারিস্টটল / হার্বার্ট স্পেনসার / বোঁদা / মেকিয়াভেলি। 
উত্তর : অ্যারিস্টটল। 

২. Socius - শব্দটি - ইংরেজি / ল্যাটিন / ফরাসি / গ্রিক - দেশীয়। 
উত্তর : ল্যাটিন। 

৩. Man is social animal - উক্তিটি কার ? অ্যারিস্টটল / হার্বার্ট স্পেনসার / বোঁদা / মেকিয়াভেলি। 
উত্তর : অ্যারিস্টটল। 

৪. সমাজ - স্থিতিশীল / গতিশীল / আবর্তনমূলক / ঘূর্ণায়মান। 
উত্তর : গতিশীল। 

৫. সমাজের একটি অন্যতম বৈশিষ্ট হল - শ্রমবিভাজন। ঠিক / ভুল। 
উত্তর : ঠিক। 

৬. সমাজকে জীবদেহের সঙ্গে কে তুলনা করেছেন ? অ্যারিস্টটল / হার্বার্ট স্পেনসার / মেকিয়াভেলি / ডারউইন। 
উত্তর : হার্বার্ট স্পেনসার। 

৭. Organic Analogy কার লেখা ? হার্বার্ট স্পেনসার / অগাস্ট কোঁত / চার্লস হর্টন কুলি / সরোকিন। 
উত্তর : হার্বার্ট স্পেনসার। 

৮. Law of three stages - তত্ত্বটি কার ? হার্বার্ট স্পেনসার / অগাস্ট কোঁত / চার্লস হর্টন কুলি / সরোকিন।  
উত্তর : অগাস্ট কোঁত। 

৯. জনসম্প্রদায়ের একটি - অপরিহার্য / সাধারণ - বৈশিষ্ট হল ''আমরা বোধ ''। 
উত্তর : অপরিহার্য। 

১০. সমাজ / জনসম্প্রদায় / ব্যক্তি / প্রতিষ্ঠান - হল স্বয়ংসম্পূর্ণ। 
উত্তর : সমাজ। 


১১. সংঘ একটি - ঐচ্ছিক / অনৈচ্ছিক - গোষ্ঠী। 
উত্তর : ঐচ্ছিক গোষ্ঠী। 

১২. প্রাথমিক গোষ্ঠীর প্রবক্তা কে ? হার্বার্ট স্পেনসার / অগাস্ট কোঁত / চার্লস হর্টন কুলি / সরোকিন।
উত্তর : অগাস্ট কোঁত। 

১৩. অন্তর্গোষ্ঠীর প্রবক্তা কে ? সামনার / সরোকিন / কুলি / হার্বার্ট স্পেনসার। 
উত্তর : সামনার। 

১৪. সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি সমষ্টি হল - সামাজিক গোষ্ঠী / সামাজিক বর্গ। 
উত্তর : সামাজিক বর্গ। 

১৫. Folkways কার লেখা ? সামনার / সরোকিন / কুলি / হার্বার্ট স্পেনসার। 
উত্তর : সামনার। 

১৬. অনুভূমিক ও উল্লম্বী গোষ্ঠীর শ্ৰেণীবিভাজন করেছেন -  সামনার / সরোকিন / কুলি / হার্বার্ট স্পেনসার।
উত্তর : সরোকিন। 

১৭. An outline of social psychology - গ্রন্থটির লেখক - সরোকিন / সামনার / মুজাফের শরিফ / মুজাফের আহমেদ। 
উত্তর : মুজাফের শরিফ। 

১৮. Social Organisation - গ্রন্থটি কার লেখা ? সরোকিন / কুলি / সামনার / স্মিথ। 
উত্তর : কুলি। 

১৯. মুখোমুখি সম্পর্ক থাকে - প্রাথমিক / গৌণ - গোষ্ঠীতে। 
উত্তর : প্রাথমিক গোষ্ঠীতে। 

২০. বিশ্বজনীনতা লক্ষ্য করা যায় -  প্রাথমিক / গৌণ - গোষ্ঠীতে। 
উত্তর : প্রাথমিক গোষ্ঠীতে। 

২১. প্রাচীন গ্রিক দর্শনে সমাজ অর্থে - সিভিটাস / সোসিয়াস / পোলিশ / লোগাস - শব্দটি ব্যবহৃত হত। 
উত্তর : পোলিশ। 

২২. রোমান দার্শনিকগণ সমাজ অর্থে - সিভিটাস / সোসিয়াস / পোলিশ / লোগাস - শব্দটি ব্যবহার করতেন। 
উত্তর : সিভিটাস। 

২৩. সমাজ একটি - ইন্দ্রিয়গ্রাহ্য / বিমূর্ত / মূর্ত / অস্পষ্ট - বিষয়। 
উত্তর : বিমূর্ত। 

২৪. বাংলায় সমাজ শব্দটির অর্থ - একত্রে থাকা / সংগঠন / সংস্থা / ক্লাব। 
উত্তর : একত্রে থাকা। 

২৫. সমাজ সৃষ্টি হয় - আইনসিদ্ধ / চুক্তিবদ্ধ / কৃত্রিম / স্বতঃস্ফূর্তভাবে। 
উত্তর : স্বতঃস্ফূর্তভাবে। 

২৬. হার্বার্ট স্পেনসার / ম্যাক্স ওয়েবার / এমিল ডুরখেইম / কার্ল মার্কস - এর রচনায় সর্বপ্রথম সমাজ কাঠামো কথাটির আত্মপ্রকাশ ঘটে। 
উত্তর : হার্বার্ট স্পেনসার। 

২৭. Social Contract কার লেখা ? রুশো / ভলতেয়ার / জন লক / কার্ল মার্কস। 
উত্তর : রুশো। 

২৮. On Social Structure - কার লেখা ? অগবার্ন নিমকফ / রাডক্লিফ ব্রাউন / হবসন / রুশো। 
উত্তর : রাডক্লিফ ব্রাউন। 

২৯. জনসম্প্রদায়ের অপরিহার্য ভিত্তি হল আইনের সম্মতি। ঠিক / ভুল। 
উত্তর : ভুল। 

৩০. কে সমাজকে সামাজিক সম্পর্কের জটিল জাল বলে চিহ্নিত করেছেন ? ম্যাকাইভার ও পেজ / অগবার্ন নিমকফ / এমিল ডুরখেইম / ম্যাক্স ওয়েবার। 
উত্তর : ম্যাকাইভার ও পেজ। 


৩১. জনসম্প্রদায় হল - বিধিবদ্ধ / অবিধিবদ্ধ / পরিকল্পনাকৃত - সামাজিক সংগঠন। 
উত্তর : অবিধিবদ্ধ সামাজিক সংগঠন। 

৩২. লেডি স্ট্রস হলেন - ফরাসি / জার্মান / গ্রিক / পর্তুগিজ - দার্শনিক। 
উত্তর : ফরাসি। 

৩৩. Man only becomes man - among man. -  উক্তিটি কার ? অগাস্ট কোঁত / হার্বার্ট স্পেনসার / হেগেল / ফিকটে। 
উত্তর : ফিকটে। 

৩৪. গোষ্ঠী হতে গেলে ন্যূনতম - ১ জন / ২ জন / ৪ জন / অসংখ্য - সদস্য প্রয়োজন। 
উত্তর : ২ জন। 

৩৫. প্রাথমিক গোষ্ঠীর অপর নাম - মুখ্য / পরিবর্তনশীল / অপরিবর্তনীয় / সাধারণ - গোষ্ঠী। 
উত্তর : মুখ্য গোষ্ঠী। 

৩৬. ঐতিহাসিক বস্তুবাদের প্রবক্তা - জিসবার্ট / মলিনোস্কি / মার্কস / গিডেন্স। 
উত্তর : মার্কস। 

৩৭. Social Dynamics তত্ত্বটি কার ? অগাস্ট কোঁত / মার্কস / বটোমর / জিন্সবার্গ। 
উত্তর : অগাস্ট কোঁত। 

৩৮. আমলাতন্ত্র কথাটির অর্থ - পদাধিকারী / শাসন বিভাগ / টেবিল শাসনতন্ত্র / সাধারণতন্ত্র। 
উত্তর : টেবিল শাসনতন্ত্র। 

৩৯. Principles of Sociology - কার লেখা ? হার্বার্ট স্পেনসার / মরিস জিন্সবার্গ / রুশো / কুলি।উত্তর : হার্বার্ট স্পেনসার। 

৪০. উল্লম্বী গোষ্ঠীর উদাহরণ হল - মন্ত্রিসভা ও জাতিভেদ / জাতি ও রাজনৈতিক দল। 
উত্তর : মন্ত্রিসভা ও জাতিভেদ। 

৪১. Special interest group হল - প্রাথমিক / গৌণ - গোষ্ঠী। 
উত্তর : গৌণ গোষ্ঠী। 

৪২. বন্ধুদের দল বা খেলার দল হল - প্রাথমিক / গৌণ - গোষ্ঠী। 
উত্তর : প্রাথমিক গোষ্ঠী। 

৪৩. প্রাথমিক গোষ্ঠী আকারে - ছোট / বড় / মাঝারি / অতিবৃহৎ - হয়। 
উত্তর : ছোট হয়। 

৪৪. গৌণ গোষ্ঠী - স্থায়ী / অস্থায়ী / চিরস্থায়ী - প্রকৃতির। 
উত্তর : অস্থায়ী। 

৪৫. কোনটি গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট নয় ? কৃত্রিমতা / বৃহদাকার / মুখোমুখি সম্পর্ক। 
উত্তর : মুখোমুখি সম্পর্ক। 

৪৬. কোন গোষ্ঠীকে সমস্ত সংগঠনের নিউক্লিয়াস বলা হয় ? গৌণ গোষ্ঠী / প্রাথমিক গোষ্ঠী। 
উত্তর : প্রাথমিক গোষ্ঠী। 

৪৭. নির্দেশক বা নজিরস্থাপক গোষ্ঠীর কথা বলেন -  সামনার / মুজাফের শরিফ / স্মিথ / কুলি। 
উত্তর : মুজাফের শরিফ। 

৪৮. Psychology of Human Society - কার লেখা ? এলউড / হাডসন / জিসবার্ট / কুলি। 
উত্তর : এলউড। 

৪৯. ডাক্তার , ইঞ্জিনিয়ার , শিক্ষক - এরা হলেন - সামাজিক গোষ্ঠী / সামাজিক বর্গ। 
উত্তর : সামাজিক বর্গ। 

৫০. সচেতনভাবে তৈরী হয় - বিধিবদ্ধ / অবিধিবদ্ধ - সংগঠন। 
উত্তর : বিধিবদ্ধ সংগঠন। 

৫১. কৃত্রিমভাবে তৈরী হয় -  বিধিবদ্ধ / অবিধিবদ্ধ - সংগঠন। 
উত্তর : বিধিবদ্ধ সংগঠন। 

৫২. Social consensus - কার লেখা ?  হার্বার্ট স্পেনসার / অগাস্ট কোঁত / চার্লস হর্টন কুলি / সরোকিন।
উত্তর : অগাস্ট কোঁত। 

৫৩. কৃত্রিম সংগঠন হল - সংঘ / জনসম্প্রদায়। 
উত্তর : সংঘ। 

৫৪. জনসম্প্রদায়ের আইনগত ভিত্তি - থাকে / থাকে না। 
উত্তর : থাকেনা। 

৫৫. সংঘ হল জনসম্প্রদায়ের একটি অংশ। ঠিক / ভুল। 
উত্তর : ঠিক। 

৫৬. মানুষ তার উদ্দেশ্য পূরণের জন্য - সংঘের / জনসম্প্রদায়ের - সদস্য হয়। 
উত্তর : সংঘের। 

৫৭. পরিবার , রাষ্ট্র - এগুলিও সংঘ। ঠিক / ভুল। 
উত্তর : ঠিক। 

৫৮. জনসম্প্রদায়ের একটি অপরিহার্য বৈশিষ্ট হল - নির্দিষ্ট অঞ্চল। ঠিক / ভুল। 
উত্তর : ঠিক। 

৫৯. সামাজিক ক্ষেত্রে অতিজৈবিক বিবর্তন বা Superorganic evolution এর কথা বলেছেন - হার্বার্ট স্পেনসার / জিসবার্ট / কুলি / ম্যাকাইভার ও পেজ। 
উত্তর : হার্বার্ট স্পেনসার। 

৬০. কে বলেছেন - মানুষের সামাজিক ঐতিহ্যই হল সংস্কৃতি ? কুলি / ডবসন / হবসন / লিনটন। 
উত্তর : লিনটন।  


List of Subjects - 

[ Just CLICK on the subjects below to get all the projects / notes ]   







You May Also Like

0 comments