Class XI History 2nd chapter : Most important MCQ

by - October 04, 2023

Class XI History 2nd chapter : Most important MCQ  

একাদশ শ্রেণী : ইতিহাস : দ্বিতীয় অধ্যায়। অতি গুরুত্বপূর্ণ MCQ Type প্রশ্নোত্তর। 



Class XI History 2nd chapter : Most important MCQ  

একাদশ শ্রেণী : ইতিহাস : দ্বিতীয় অধ্যায়। অতি গুরুত্বপূর্ণ MCQ Type প্রশ্নোত্তর। 

১. কৃষিপদ্ধতির সূচনা কোন প্রস্তর যুগে হয় ? 
উত্তর : নব্য প্রস্তর। 

২. প্রস্তর যুগ ক'টি ভাগে বিভক্ত ? 
উত্তর : ৩ 

৩. কোন যুগে মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শেখে ?
 উত্তর : নব্য প্রস্তর।   

৪. কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয় ? 
উত্তর : মধ্য প্রস্তর। 

৫. পুরা - প্রস্তর যুগে ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র কোনটি ছিল ? 
উত্তর : হাত কুঠার। 

৬. কোন যুগে মানুষ কৃষিকাজের সূচনা ঘটায় ?
 উত্তর : নব্য প্রস্তর। 

৭. তামার সঙ্গে টিন মিশিয়ে কোন ধাতু তৈরী হয় ? 
উত্তর : ব্রোঞ্জ। 

৮. হোমো হাবিলিস - কথার অর্থ কী ? 
উত্তর : দক্ষ মানুষ। 

৯. অরিজিন অব স্পিসিস - কার লেখা ? 
উত্তর : চার্লস ডারউইন। 

১০. কোথায় সবচেয়ে পুরোনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে ? 
উত্তর : আফ্রিকা। 

১১. হোমো ইরেক্টাস - শব্দের অর্থ কী ? 
উত্তর : দন্ডায়মান মানুষ। 

১২. খই - খই হল - আদিম - ভাষা / জনগোষ্ঠী / ধর্ম / খাদ্য। 
উত্তর : জনগোষ্ঠী। 

১৩. সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত ? 
উত্তর : আফ্রিকা। 

১৪. কে সর্বপ্রথম পিকিং মানুষের জীবাশ্ম আবিষ্কার করেন ?
উত্তর : পেই ওয়েন চুং। 

১৫. কোন প্রাণীকে আদিম মানুষ সর্বপ্রথম পোষ মানিয়েছিল ? 
উত্তর : কুকুর। 

১৬. কোথায় পৃথিবীর প্রাচীনতম মানব নিদর্শন পাওয়া গেছে ? 
উত্তর : আফ্রিকা। 

১৭. হোমো স্যাপিয়ান্স কথার অর্থ কী ? 
উত্তর : বুদ্ধিমান মানুষ। 

১৮. রোডেশীয় মানবদের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে কোন দেশে ?
উত্তর : আফ্রিকা । 

১৯. ইরাক দেশের প্রাচীন নাম কী ?
উত্তর : মেসোপটেমিয়া। 

২০. মানুষ প্রথম কোন কৃষিজ ফসল উৎপন্ন করে ? 
উত্তর : যব। 


২১. কোন যুগে মানুষ প্রথম লাঙল চালাতে শেখে ? 
উত্তর : নব্য প্রস্তর। 

২২. ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি ? 
উত্তর : মেহেরগড় সভ্যতা। 

২৩. প্রাচীন ভারতে সর্বপ্রথম কোন ফসলের চাষ হয় ? 
উত্তর : যব। 

২৪. কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ? 
উত্তর : জাঁ ফ্রাঁসোয়া জারিজ। 

২৫. মেহেরগড় সভ্যতা ছিল - নগরকেন্দ্রিক / গ্রামীণ। 
উত্তর : গ্রামীণ। 

২৬. সিন্ধু সভ্যতা কোন যুগের - পুরা প্রস্তর / মধ্য প্রস্তর / নব্য প্রস্তর / তাম্র প্রস্তর। 
উত্তর : তাম্র প্রস্তর। 

২৭. সিন্ধু সভ্যতা কোন যুগের ? প্রাগৈতিহাসিক / ঐতিহাসিক / প্রায় - ইতিহাস যুগ। 
উত্তর : প্রায় ইতিহাস যুগ। 

২৮. কবে সিন্ধু - সভ্যতা আবিষ্কৃত হয় ? ১৯২০ / ১৯২১ / ১৯২২ / ১৯২৪।  
উত্তর : ১৯২২। 

২৯. হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে ? 
উত্তর : সিন্ধু। 

৩০. হরপ্পা সভ্যতার ঘরবাড়ি তৈরী হত - মাটি / কাঠ / পোড়া ইঁট / খড়। 
উত্তর : পোড়া ইঁট। 

৩১. হরপ্পার বন্দর শহরটির নাম কী ? 
উত্তর : লোথাল। 

৩২. সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার - জানতো / জানতো না। 
উত্তর : জানতো না। 

৩৩. সিন্ধু সভ্যতার মানুষ কোন কোন ধাতুর ব্যবহার জানতো ? 
উত্তর : তাম্র ও ব্রোঞ্জ। 

৩৪. মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয় ? 
উত্তর : ১৯৭৪

৩৫. মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল কোন নদীর তীরে ? 
উত্তর : বোলান। 

৩৬. সিন্ধুর বণিকরা কী নামে পরিচিত ছিল ? 
উত্তর : পণি। 

৩৭. মহেঞ্জোদারো কথাটির অর্থ কী ? 
উত্তর : মৃতের স্তুপ। 

৩৮. মেসোপটেমিয়া শব্দের অর্থ কী ? 
উত্তর : দুই নদীর মধ্যবর্তি অঞ্চল। 

৩৮. পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি ? 
উত্তর : মেসোপটেমিয়া। 

৩৯. সুমেরীয় সমাজ বিভক্ত ছিল ক'টি শ্রেণীতে ? 
উত্তর : তিনটি। 

৪০. মেসোপটেমিয়ার মন্দিরগুলিকে কী বলা হত ? 
উত্তর : জিগুরাত। 


৪১. সুমেরীয়দের লেখা চিহ্নগুলির আকৃতি কীরূপ ছিল ? 
কীলকাকার। 

৪২. মেসোপটেমিয়া সভ্যতা কোন যুগের ? নব্য প্রস্তর / তাম্র - প্রস্তর / তাম্র ব্রোঞ্জ / লৌহ - যুগের।
উত্তর : তাম্র ব্রোঞ্জ। 

৪৩. সুমেরীয়দের আকাশের দেবতা কে ছিলেন ? 
উত্তর : আন। 

৪৪. সুমেরীয়রা কোন বৃক্ষকে ''জীবন বৃক্ষ '' বলতো ? 
উত্তর : খেজুর। 

৪৫. ইজিপ্ট কথার অর্থ কী ?  
উত্তর : কালো চুলের মানুষ। 

৪৬. কোন মহাদেশে মিশর অবস্থিত ? 
উত্তর : আফ্রিকা।       

৪৭. ভ্যালি অব কিংস কাকে বলে ? 
উত্তর : মিশরের রাজাদের সমাধিস্থকে। 

৪৮. মিশরের মানুষেরা মনের ভাব প্রকাশ করত - চিত্রলিপির সাহায্যে / ইঙ্গিতের মাধ্যমে / ভাস্কর্যের মাধ্যমে। 
উত্তর : চিত্রলিপির সাহায্যে। 

৪৯. কারা প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করে ? 
উত্তর : সুমেরীয়রা। 

৫০. মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটি ? 
উত্তর : ফ্যারাও খুফুর পিরামিড। 

৫১. নেক্রোপলিস কাকে বলা হত ? 
উত্তর : মিশরের ফ্যারাওদের পরিবারের সমাধিস্থলকে। 

৫২. কোন দেশে মমি পাওয়া যায় ? 
উত্তর : মিশর। 

৫৩. মিশরের সর্বশেষ ফ্যারাও কে ছিলেন ? 
উত্তর : সপ্তম ক্লিওপেট্রা। 

৫৪. ক্লিওপেট্রা কোন দেশের নারী ছিলেন ? 
উত্তর : মিশর। 

৫৫. নেফারতিতি কোন দেশের নারী ছিলেন ? 
উত্তর : মিশর। 

৫৬. সুমেরীয়দের লিপি কী নামে পরিচিত ? 
উত্তর : কীলক লিপি বা কিউনিফর্ম লিপি।

৫৭. মিশরীয়দের লিপি কী নামে পরিচিত ? 
উত্তর : হায়ারোগ্লিফিক। 

৫৮. কে সুমেরীয় লিপির পাঠোদ্ধার করেন ? 
উত্তর : শাঁ পোলিয়ে। 

৫৯. দুই নদীর মধ্যবর্তি স্থানের সভ্যতা কোনটি ? 
উত্তর : মেসোপটেমিয়া। 

৬০. কে , কোন সভ্যতাকে '' নীলনদের দান '' বলেছেন ? 
উত্তর : হেরোডোটাস , মিশরীয় সভ্যতাকে।       


List of Subjects - 

[ Just CLICK on the subjects below to get all the projects / notes ]   







You May Also Like

0 comments