H.S. 4th Semester Sociology Suggestion
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমেস্টার : সমাজতত্ত্ব সাজেশন।
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমেস্টার : সমাজতত্ত্ব সাজেশন।
জনসংখ্যা বৃদ্ধি :-
১. জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা কর।
২. ভারতে জনাধিক্যের ফলাফল আলোচনা কর।
৩. ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি প্রতিরোধে যেসকল ব্যবস্থা গৃহীত হয়েছে - সেগুলি সম্পর্কে আলোচনা কর।
দারিদ্রতা :-
৪. আপেক্ষিক দারিদ্র ও চরম দারিদ্র কাকে বলে ?
৫. ভারতে দারিদ্রতার কারণগুলি আলোচনা কর।
৬. ভারতে দারিদ্রতা দূরীকরণে গৃহীত বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনাগুলো আলোচনা কর।
নিরক্ষরতা :-
৭. সাক্ষরতার সংজ্ঞা দাও। সাক্ষরতার গুরুত্ব আলোচনা কর।
৮. নিরক্ষরতার কারণগুলি আলোচনা কর।
৯. ভারতে নিরক্ষরতা দূরীকরণে গৃহীত বিভিন্ন কর্মসূচীগুলি আলোচনা কর।
বেকারত্ব :-
১০. বেকারত্ব কাকে বলে ? বিভিন্ন প্রকার বেকারত্বের পরিচয় দাও।
১১. বেকারত্বের কারণগুলি আলোচনা কর।
১২. বেকারত্ব সমস্যা সমাধানের উপায়গুলি আলোচনা কর।
দুর্নীতি :-
১৩. দুর্নীতি কাকে বলে ? দুর্নীতির বৈশিষ্টগুলি আলোচনা কর।
১৪. দুর্নীতির কারণগুলি আলোচনা কর।
১৫. দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন আইনি পদক্ষেপগুলি আলোচনা কর।
১৬. টীকা লেখ : লোকপাল বিল।
লিঙ্গ বৈষম্য :-
১৭. নারীদের বিভিন্ন সমস্যাগুলি সম্পর্কে আলোচনা কর।
অথবা , নারীদের বিরুদ্ধে সংগঠিত বিভিন্ন হিংসাত্মক আচরণগুলি সম্পর্কে লেখ।
বিপন্ন পরিবেশ :-
১৮. বায়ুদূষণ কাকে বলে ?
১৯. গ্রিন হাউস এফেক্ট কী ?
২০. গ্লোবাল ওয়ার্মিং ( বিশ্ব উষ্ণায়ন ) কী ?
২১. অ্যাসিড বৃষ্টি কাকে বলে ?
২২. ওজোন হোল কী ?
২৩. জলদূষণ কাকে বলে ?
২৪. BOD ও COD কী ?
২৫. তেজস্ক্রিয় দূষণ কাকে বলে ?
গণমাধ্যম :-
২৬. গণমাধ্যম কাকে বলে ? সমাজে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা সম্পর্কে আলোচনা কর।
২৭. গণমাধ্যমের নেতিবাচক ভূমিকার উপর আলোকপাত কর।
২৮. নতুন সামাজিক মাধমগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।
২৯. সামাজিক মাধ্যমগুলি বর্তমান জনসমাজে কীরূপ প্রভাব বিস্তার করে - সংক্ষেপে আলোচনা কর।
সামাজিক আন্দোলনের রূপরেখা :-
৩০. ভারতের বিভিন্ন পরিবেশ সুরক্ষা আন্দোলনগুলির পরিচয় দাও।
৩১. টীকা লেখ : চিপকো আন্দোলন।
৩২. টীকা লেখ : সাইলেন্ট ভ্যালি আন্দোলন।
৩৩. টীকা লেখ : নর্মদা বাঁচাও আন্দোলন ও মেধা পাটেকরের ভূমিকা।
৩৪. ভারতে স্বাধীনতার পূর্বে সংগঠিত নারী আন্দোলনগুলির পরিচয় দাও।
৩৫. ভারতে স্বাধীনতা পরবর্তীকালে সংগঠিত নারী আন্দোলনগুলির পরিচয় দাও।