Pages

Powered by Blogger.

Pages

Pages

Pages

facebook twitter instagram pinterest bloglovin Email
Career CLASS 11 (XI) Class XI 1st Semester CLASS XI 2nd Semester H.S. 3rd SEM H.S. EDUCATION H.S. HISTORY HS SOCIOLOGY HS SUGGESTION INDIAN HISTORY NCERT POLITY PROJECT Sociological Studies Teaching & Education TEST PAPERS SOLVE TEST PAPERS SOLVE 2020 WORLD HISTORY XI EDUCATION XI HISTORY XI POL SC XI SOCIOLOGY XII Bengali XII Sanskrit

Pages

Nandan Dutta

School project and education news.

Pages

ABTA 2020 Sanskrit সাহিত্যের ইতিহাস MCQ & SAQ Solved 



AC : 49 
1. (xiii) মুদ্রারাক্ষস কে লিখেছেন ? কালিদাস / বিশাখদত্ত / শুদ্রক / জয়দেব। 
(xiv) লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ ? গণিত /জ্যামিতি / আয়ুর্বেদ / নাটক। 
(xv) এর মধ্যে কোনটি কালিদাস লেখেন নি ? কুমারসম্ভব / মেঘদূত / চারুদত্ত / মালবিকাগ্নিমিত্র। 
( চারুদত্ত - র লেখক ভাস ) 

2. (xiii) স্ত্রী চরিত্র বিহীন সংস্কৃত নাটক কোনটি ?
Ans. বিশাখদত্তের লেখা মুদ্রারাক্ষস।  
(xiv) গীতগোবিন্দ কার রচনা ? 
Ans. জয়দেব। 
(xv) শুদ্রকের লেখা নাটকের নাম কী ? 
Ans. মৃচ্ছকটিকম। 

AC : 120 
1. (xiii) স্বপ্নবাসবদত্তম কার রচনা ? কালিদাস / বিশাখদত্ত / শুদ্রক / ভাস। 
(xiv) মৃচ্ছকটিকম কে লিখেছেন ? কালিদাস / জয়দেব / শুদ্রক / বিশাখদত্ত। 
(xv) রঘুবংশম কার রচনা ? শুদ্রক / কালিদাস / ভাস / শংকরাচার্য। 

2. (xiii) ভাস কয়টি নাটক লিখেছেন ? 
Ans .১৩ টি। 
(xiv) মেঘদূত কোন ছন্দে রচিত ? 
Ans. মন্দাক্রান্তা। 
(xv) আয়ুর্বেদ কোন বেদের অন্তর্গত ?  
Ans. অথর্ববেদ।  

AC : 151 
1. (vi) ভাসের পুঁথি কোন ভাষায় আবিষ্কৃত হয়েছিল ? সংস্কৃত / মালয়ালাম / পালি / সংস্কৃত। (viii) বীজগণিত শব্দটির প্রথম ব্যবহার করেন কে ? পৃথুদক স্বামী / বরাহমিহির / ভাস্করাচার্য / আর্যভট্ট। 
(xii) মেঘদূতম কাব্যের দুটি ভাগ হল - পূর্বমেঘ ও পশ্চিমমেঘ / উত্তরমেঘ ও দক্ষিণমেঘ / উত্তরমেঘ ও পশ্চিমমেঘ / পূর্বমেঘ ও উত্তরমেঘ। 

2. (i) আয়ুর্বেদের উৎস কোন বেদ ? 
Ans. অথর্ববেদ। 
(ii) স্বপ্নবাসবদত্তম - কার লেখা ? 
Ans. ভাস। 
(iii) আর্যভট্ট কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট ? 
Ans. জ্যোতির্বিদ্যা ও গণিতশাস্ত্র। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

AC : 185 
1. (xiii) গীতগোবিন্দের গানের সংখ্যা - ২৪ / ১২ / ২২ / ২৩ টি। 
( ১২ টি সর্গ , ৮০ টি শ্লোক , ২৪ টি গীত )   
(xiv) মহাভারত অবলম্বনে ভাসের নাটকটি হল - দূতবাক্য / চারুদত্ত / অভিষেক / প্রতিমা। 
(xv) দশগীতিকাসূত্র - এর রচয়িতা হলেন - ব্রহ্মগুপ্ত / ভাস্করাচার্য / আর্যভট্ট / বরাহমিহির। 

2. (xiii) নারী চরিত্র বর্জিত একটি সংস্কৃত নাটকের নাম লেখো। 
Ans. বিশাখদত্তের লেখা মুদ্রারাক্ষস।
(xiv) বিশাখ দত্তের লেখা নাটকগুলি কী কী ? 
Ans. মুদ্রারাক্ষস , দেবীচন্দ্রগুপ্ত , অভিসারিকা বঞ্চিতক , রাঘবানন্দ।  
(xv) আয়ুর্বেদের বৃদ্ধত্রয়ী কারা ?
Ans. চরক , সুশ্রুত ও বাগ্ভট্ট।  

AC : 240 
1. (xiii) গীতগোবিন্দম কোন শ্রেণীর রচনা ? প্রেমমূলক / ভক্তিমূলক / নীতিমূলক / কল্পিত কাহিনীমূলক। ( জয়দেবের লেখা ) 
(xiv) আয়ুর্বেদের উৎস হলো - চরক সংহিতা / অথর্ব বেদ / ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত / সুশ্রুত সংহিতা। 
(xv) মুদ্রারাক্ষস নাটকটি কত অংক বিশিষ্ট - ছয় / সাত / পাঁচ / দশ। 

2. (xiii) শকার - কোন নাটকের চরিত্র ? 
Ans. শুদ্রকের মৃচ্ছকটিকম। 
(xiv) আয়ুর্বেদের বৃদ্ধত্রয়ী কারা ? 
Ans. চরক , সুশ্রুত ও বাগ্ভট্ট।
(xv) ভাস সমস্যা কী ?  
Ans. পন্ডিত টি গণপতি শাস্ত্রী দক্ষিণ ভারতের মনলিককরণাথম থেকে মালায়ালম হরফে লেখা সংস্কৃত তেরোখানি নাটক আবিষ্কার করেন। সেই পাণ্ডুলিপিতে ভাসের নাম না থাকায় - সেগুলি ভাসের রচনা কি'না সে বিষয়ে বিতর্ক শুরু হয়। একেই ভাস সমস্যা বলে।    

AC : 260 
1. (xiii) বিশাখদত্ত রচিত নাটকটির নাম - মৃচ্ছকটিক / মুদ্রারাক্ষস / রঘুবংশ / গন্ডীস্তোত্রগাথা।   
(xiv) কোনটি ভাসের রচনা নয় ? কর্ণভারম / পঞ্চরাত্রম / চারুদত্তম / মৃচ্ছকটিকম। 
( মৃচ্ছকটিকম শুদ্রকের লেখা )  
(xv) মেঘদূত গীতিকাব্যের রচয়িতা - কালিদাস / জয়দেব / মুরারি / অশ্বঘোষ। 

2. (xiii) মৃচ্ছকটিক কোন শ্রেণীর দৃশ্যকাব্য ? 
Ans. প্রকরণ। ( শুদ্রক ) 
(xiv) অভিজ্ঞানশকুন্তলম কত অঙ্কের নাটক ? 
Ans. সাত অঙ্কের নাটক। ( কালিদাস ) 
(xv) সূর্যসিদ্ধান্ত কার রচনা ? 
Ans. বরাহমিহির। ( পঞ্চসিদ্ধান্তিকা - র শেষ অংশ হল সূর্যসিদ্ধান্ত। )   

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

AC : 295 
1. (xiii) সৌরসিদ্ধান্ত কার রচনা ? আর্যভট্ট / বরাহমিহির / অগ্নিবেশ / নাগার্জুন। 
(xiv) অভিজ্ঞানশকুন্তলম নাটকে কয়টি অঙ্ক আছে ? ছয়টি / সাতটি / পাঁচটি / আটটি। 
(xv) মুদ্রারাক্ষসম - এ মুদ্রা শব্দটি কীরূপ অর্থ বহন করে ? চিহ্ন / পয়সা বা টাকা / যোগ মুদ্রা / প্রতারণা। ( আংটি ) 

2. (xiii) সংস্কৃত সাহিত্যে একমাত্র বিয়োগান্ত নাটক কোনটি ? 
Ans. উরুভঙ্গ। ( ভাস ) 
(xiv) বলতে কী বোঝায় ? 
(xv) মুদ্রারাক্ষস নাটকে কয়টি অঙ্ক আছে ? 
Ans. সাতটি অঙ্ক।  ( বিশাখদত্ত ) 

AC : 314 
1. (xiii) ভাসের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নাটক কোনটি ? পঞ্চরাত্রম / স্বপ্নবাসবদত্তম / প্রতিমানাটকম / কর্নভারম। 
(xiv) সরস্বতীর বরপুত্র কাকে বলা হয় ? ভাসকে / কালিদাসকে / শুদ্রককে / বিশাখদত্তকে। 
(xv) সুশ্রুত কোন শাস্ত্রে পন্ডিত ছিলেন ? গণিতশাস্ত্র / জ্যোতিষশাস্ত্র / জ্যোতির্বিদ্যা / শল্য চিকিৎসা। 

2. (xiii) ব্রহ্মা রচিত দুটি নাটকের নাম কী ? 
Ans. অমৃতমন্থন ও ত্ৰিপুরদাহ।    
(xiv) অভিজ্ঞানশকুন্তলম নাটকটি কার রচনা ? 
Ans. কালিদাস। ( সাত অঙ্কের নাটক ) 
(xv) আর্যভট্ট বা বরাহমিহির কে ? 
Ans. ভারতীয় জ্যোতির্বিজ্ঞানে সর্বপ্রধান উল্লেখযোগ্য ব্যক্তি হলেন আর্যভট্ট। তিনিই ভারতীয় সিদ্ধান্ত জ্যোতির্বিদ্যার প্রকৃত প্রতিষ্ঠাতা। তাঁর রচিত তিনটি গ্রন্থ হল - আর্যভট্টিয় , আর্যাস্টশতক , দশগীতিকাসুত্র। 
ভারতীয় জ্যোতির্বিজ্ঞানে আর্যভট্টের পরেই সর্বপ্রধান উল্লেখযোগ্য হলেন বরাহমিহির। তিনি জ্যোতিষ শাস্ত্রের তিনটি শাখাতেই পন্ডিত ছিলেন। তাঁর রচিত গ্রন্থগুলি হল - লঘুজাতক , বৃহৎসংহিতা , বৃহজ্জাতক - ইত্যাদি। 
     
AC : 333 
1. (xiii) মৃচ্ছকটিকম নাটকের নায়ক হলেন - শকার / শর্বিলক / উদয়ন / চারুদত্ত। 
( নায়িকা বসন্তসেনা ) 
(xiv) মহাকবি ভাসের সর্বশ্রেষ্ঠ নাটকটি হল - প্রতিমা / উরুভঙ্গ / স্বপ্নবাসবদত্তম / মৃচ্ছকটিকম। 
(xv) যে নাটকটির মধ্যে বিদূষকের কোনো চরিত্র নেই সেটি হল - অভিজ্ঞানশকুন্তলম / মৃচ্ছকটিকম / স্বপ্নবাসবদত্তম / মুদ্রারাক্ষসম। 
( বিশাখদত্তের লেখা ) 

2. (o) একটি সংস্কৃত বিয়োগান্তক নাটকের নাম লেখ। 
Ans. ভাসের উরুভঙ্গ।   
(p) অভিজ্ঞানশকুন্তলম কত অঙ্কের নাটক ? 
Ans. সাত অঙ্কের। 
(q) মুদ্রারাক্ষসম নাটকটিতে কোন ঐতিহাসিক রাজার চরিত্র আছে ? 
Ans. চন্দ্রগুপ্ত মৌর্যের। 
(r) গীতগোবিন্দ - তে কয়টি সর্গ আছে ? 
Ans. ১২ টি সর্গ , ৮০ টি শ্লোক , ২৪ টি গীত ( জয়দেবের লেখা ) 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

AC : 343 
1. (xiii) চরকসংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কী ? জ্যোতির্বিজ্ঞান / ইতিহাস / চিকিৎসাবিজ্ঞান / নাট্যশাস্ত্র। ( চরক সংহিতা চার মনীষীর সম্মিলিত রূপ। এঁরা হলেন : আত্রেয় , অগ্নিবেশ , চরক ও দৃঢ়বল। )   
(xiv) মৃচ্ছকটিকম নাটকের নায়িকা হলেন - কুন্দমালা / বসন্তসেনা / অনুসূয়া / প্রিয়ংবদা। 
( নায়ক চারুদত্ত )  ( অনুসূয়া ও প্রিয়ংবদা অভিজ্ঞানশকুন্তলম নাটকের চরিত্র ) 
(xv) মেঘদূত কোন ছন্দে লেখা ? মন্দাক্রান্তা / বসন্ততিলক / ইন্দ্রবজ্রা / কোনোটিই নয়। 

2. (xiii) স্বপ্নবাসবদত্তম কার লেখা ? 
Ans. ভাস ( উদয়ন , বাসবদত্তা ও পদ্মাবতীর কাহিনী নিয়ে লেখা ছয় অঙ্কের নাটক )   
(xiv) চরক কোন বিষয়ের পন্ডিত ছিলেন ? 
Ans. শল্য চিকিৎসা। 
(xv) মেঘদুতে যক্ষ কোন পর্বতে বাস করত ? 
Ans. রামগিরি পর্বতে। ( মেঘদুতম কালিদাসের লেখা একটি খন্ডকাব্য + গীতিকাব্য )  

AC 352 
1. (xiii) প্রতিমা নাটকম কার রচনা ? কালিদাস / ভাস / ব্যাস / কৃষ্ণমাচার্য্য। 
(xiv) জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি ? অষ্টাঙ্গহৃদয়ম / শুল্বসূত্রম / লীলাবতী / কোনোটিই নয়।
( লীলাবতী বীজগণিতের গ্রন্থ ) 
(xv) অভিজ্ঞানশকুন্তলম এর বিদূষকের নাম কী ? বীরভদ্র / বসন্তক / মাধব্য / ক্ষপনক। 

2. (xiii) ভাসের নাটকের সংখ্যা কত ? 
Ans. ১৩ টি। 
(xiv) মেঘদুতে যক্ষ কোন পর্বতে বাস করত ? 
Ans. রামগিরি পর্বতে।  
(xv) চরক কোন বিষয়ের পন্ডিত ছিলেন ?   
Ans. শল্য চিকিৎসা। 

AC 368 
1. (xiii) রঘুবংশম কার লেখা ? শুদ্রক / কালিদাস / অমর সিংহ / বেদব্যাস। 
(xiv) জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি ? অষ্টাঙ্গহৃদয়ম / শুল্বসূত্রম / লীলাবতী / কোনোটিই নয়।
( লীলাবতী বীজগণিতের গ্রন্থ ) 
(xv) প্রতিমা নাটক কার রচনা ? ভাস / ব্যাস / কৃষ্ণমাচার্য্য / জয়দেব। 

2. (xiii) মেঘদুতে যক্ষ কোন পর্বতে বাস করত ? 
Ans. রামগিরি পর্বতে। 
(xiv) প্রতিজ্ঞাযৌগন্ধরায়ন - কার লেখা ? 
Ans. ভাস। 
(xv) ভাসের নাটকের সংখ্যা কত ?     
Ans. ১৩ টি।      

AC 380 
এই Page এ কোনো MCQ বা SAQ দেওয়া নেই। 

AC 400 
1. (xiii) গুপ্তযুগের নিউটন নামে পরিচিত - আর্যভট্ট / বরাহমিহির / চরক / সুশ্রুত। 
(xiv) ভাসের সর্বশ্রেষ্ঠ নাটক - কর্ণভারম / অভিজ্ঞান শকুন্তলম / স্বপ্নবাসবদত্তম / প্রতিমা। 
(xv) গীত গোবিন্দে কয়টি সর্গ আছে ? দশটি / বারোটি / ষোলোটি / কুড়িটি। 
( ১২ টি সর্গ , ৮০ টি শ্লোক , ২৪ টি গীত ) 

2. (xiii) আয়ুর্বেদের উৎস কোন বেদ ? 
Ans. অথর্ববেদ।  
(xiv) বরাহমিহির রচিত যেকোনো একটি গ্রন্থের নাম লেখো। 
Ans. লঘুজাতক , বৃহৎসংহিতা , বৃহজ্জাতক - ইত্যাদি। 
(xv) স্বপ্নবাসবদত্তম কার লেখা ?     
Ans. ভাস।    

AC 416 
1. (xiii) স্বপ্নবাসবদত্তম কার রচনা ? কালিদাস / বিশাখদত্ত / শুদ্রক / ভাস। 
(xiv) আর্যভট্ট কে ছিলেন ? বৈজ্ঞানিক / জ্যোতির্বিদ / ঐতিহাসিক / পুরাতাত্ত্বিক। 
(xv) আয়ুর্বেদের বিস্তারিত বিবরণ পাওয়া যায় কোন গ্রন্থে ? ঋকবেদ / অথর্ববেদ / সামবেদ / যজুর্বেদ। 

2. (xiii) মেঘদূতের দুটি ভাগের নাম লেখো। 
Ans. পূর্বমেঘ ও উত্তরমেঘ। ( কালিদাসের লেখা ) 
(xiv) মৃচ্ছকটিকম কী ধরণের রচনা ? 
Ans. প্রকরণ ( ১০ অঙ্কের ) ( শুদ্রক ) 
(xv) একটি ভারতীয় শল্য চিকিৎসা গ্রন্থের নাম লেখো।   
Ans. সুশ্রুতসংহিতা ( সুশ্রুত ) ।     

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.
    

Share
Tweet
Pin
Share
1 comments

বাসন্তিকস্বপ্নম 

( এখানে দেওয়া সমস্ত প্রশ্নগুলি ২০২০ সালের ABTA test papers থেকে নেওয়া হয়েছে ) 



 
১. কৌমুদীর পিতা কে ? 
উত্তর : ইন্দুশর্মা। 

২. বিজয়াতাম অস্মাকম অবনিপ - কথাটি কে বলেছেন ? 
উত্তর : ইন্দুশর্মা ( রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন ) 

৩. যথাআজ্ঞাপয়তি দেব - কথাটি কে বলেছেন ? 
উত্তর : প্রমোদ ( রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন ) 

৪. উদ্বাহ - শব্দের অর্থ কী ? 
উত্তর : বিবাহ।
 
৫. রাজার বিয়ের আর কতদিন বাকী ? 
উত্তর : চারদিন। 

৬. কৌমুদীর বাবার মনোনীত পাত্র কে ? 
উত্তর : মকরন্দ। 

৭. বাসন্তিকস্বপ্নম - এর অনুবাদক কে ? 
উত্তর : আর কৃষ্ণমাচার্য। 

৮. কুহু - শব্দের অর্থ কী ? 
উত্তর : অমাবস্যা। 

৯. স এব মনমানসম - মনমানসম কে ? 
বসন্ত ( কৌমুদীর উক্তি ) 

১০. নাটকের নাট্যকার কে ? 
উত্তর : আর কৃষ্ণমাচার্য। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

১১. কৌমুদী কাকে বিবাহ করতে চায় ? 
উত্তর : বসন্তকে। 

১২. জনকস্য তে আদেশঃ পালনীয়ঃ - কথাটি কার ? 
উত্তর : রাজা ইন্দ্রবর্মার। ( কৌমুদীর প্রতি ) 
 
১৩. প্রমোদ কে ? 
উত্তর : রাজা ইন্দ্রবর্মার পরিচারক। 

১৪. বৈবস্বত নগর বলতে কী বোঝো ? 
উত্তর : যমের নগরী। 

১৫. মূল নাটকটির নাম কী ? 
উত্তর : A Mid- summer Night's Dream 

১৬.  সাধয়াম শব্দের অর্থ কী ? 
উত্তর : প্রস্থান করি। 
 
১৭. রাজা কী নিয়ে উদ্বিগ্ন ছিলেন ? 
উত্তর : নিজের বিবাহ নিয়ে। 

১৮. নিঘৃনঃ - শব্দের অর্থ কী ? 
উত্তর : নিষ্ঠুর বা নির্দয়। 

১৯. নাটকের পাঠ্যাংশটি কোন অঙ্ক থেকে গৃহীত ? 
উত্তর : প্রথম অঙ্ক। 

২০. কোন ঋতুতে রাজার বিবাহ অনুষ্ঠিত হবে ? 
উত্তর : বসন্ত। 

২১. বাসন্তিক স্বপ্নম - কথাটির অর্থ কী ? 
উত্তর : বসন্তকালীন স্বপ্ন। 

২২. দবীয়সী - কথাটির অর্থ কী ? 
উত্তর : দূরে। 

২৩. মৃদঙ্গ ধ্বনি কোথা থেকে শোনা যায় ? 
উত্তর : সংগীতশালার অভ্যন্তর থেকে। 

২৪. মূল নাটকে ইন্দুশর্মার কী নাম ছিল ? 
উত্তর : ইজিউস। 
 
২৫. ইন্দ্রবর্মা চাঁদকে নিষ্ঠুর বলেছেন কেন ? 
উত্তর : চাঁদ ক্ষয়প্রাপ্ত হতে থাকলেও দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে না। ফলে অমাবস্যা তিথি উপস্থিত না হওয়ার ফলে রাজার বিবাহ সম্পন্ন হচ্ছে না।  

২৬. রাজা ইন্দ্রবর্মার মতে , কারা সুখী হয়না ? 
উত্তর : পিতার আদেশ , দেশের নিয়ম ও আচারের বিরুদ্ধাচরণকারীরা সুখী হয়না। 

২৭.  এষ এব নিশ্চয়ঃ - কার কোন সিদ্ধান্তের কথা বলা হয়েছে ? 
উত্তর : কৌমুদী যাবজ্জীবন অবিবাহিতা থাকবে বা মৃত্যুদন্ড গ্রহণ করবে ; কিন্তু বসন্তকেই সে বিবাহ করবে - কৌমুদীর এই সিদ্ধান্তের কথা বলা হয়েছে। 

২৮. কোন দিন রাজার বিবাহ অনুষ্ঠিত হবে ? 
উত্তর : চারদিন পর অমাবস্যা তিথিতে। 

২৯. কার সাথে রাজার বিবাহ অনুষ্ঠিত হবে ? 
উত্তর : কনকলেখা। 

৩০. অবনিপ - শব্দের অর্থ কী ? 
উত্তর : পৃথিবীর পতি। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

৩১. ইন্দুবদনা কে ? 
উত্তর : কৌমুদী ( রাজা ইন্দ্রবর্মার উক্তি ) 

৩২. মঞ্চে অনুপস্থিত চরিত্র কে কে ? 
উত্তর : বসন্ত ও মকরন্দ। 

৩৩. কন্যার প্রতি ইন্দুশর্মার নির্দেশ কী ছিল ? 
উত্তর : পিতার আদেশ পালন করে মকরন্দকে বিবাহ করতে হবে। 

৩৪. কৌমুদীর পিতা কে ? 
উত্তর : ইন্দুশর্মা। 

৩৫. অযাতযামম বয়ঃ - একথা রাজা কাকে লক্ষ্য করে বলেছিলেন ? 
উত্তর : কৌমুদীকে লক্ষ্য করে রাজা ইন্দ্রবর্মা বলেছিলেন। 
 
৩৬. ইংরেজি নাটকের ফিলোসস্ট্রেট সংস্কৃত নাটকে কোন চরিত্র ? 
উত্তর : প্রমোদ। 

৩৭. অতিথিরা রাজার জন্য কোথায় অপেক্ষা করছিলেন ? 
উত্তর : সংগীতশালার অভ্যন্তরে। 

৩৮. দীয়তাম দয়াদ্রম চিত্তম - কে কাকে বলেছেন ? 
উত্তর : ইন্দুশর্মা রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন। 

৩৯. রাজা ইন্দ্রবর্মা প্রমোদকে কী নির্দেশ দিয়েছিলেন ? 
উত্তর : রাজার বিবাহের সংবাদ নগরীর সর্বত্র ছড়িয়ে দিয়ে যুবসমাজ যাতে রাজার বিবাহ মহোৎসবে অভিনিবিষ্ট চিত্তে অংশগ্রহণ করে সেইরূপ ব্যবস্থা করতে এবং দুঃখকে নগরী থেকে বিতাড়িত করে সর্বত্র আনন্দ ছড়িয়ে দিতে। 

৪০. আবর্জয় - কথাটির অর্থ কী ? 
উত্তর : ছড়িয়ে দেওয়া। 

৪১. দর্শনীয়ং তে বপু - উদ্দিষ্ট ব্যক্তিটি কে ? 
উত্তর : কৌমুদী।  ( রাজার উক্তি ) 

৪২. কনকলেখা মূল নাটকে কী নামে পরিচিত ? 
উত্তর : রানী হিপোলিটা। 

৪৩. বরাকী - কথাটির অর্থ কী ? 
উত্তর : নীচ বা পাজি। 

৪৪. যুবকেরা মহোৎসবে কী করবে ? 
উত্তর : অভিনিবিষ্ট চিত্তে অংশগ্রহণ করবে। 

৪৫. বৈবস্বত ও বৈবস্বান - এর পার্থক্য কী ? 
উত্তর : বৈবস্বত হলেন সূর্যপুত্র যমরাজ আর বৈবস্বান হলেন সূর্য। 
 
৪৬. নাটকে উপস্থিত চরিত্রের সংখ্যা ক'টি ? 
উত্তর : ৫ টি। 

৪৭. ইন্দ্রবর্মার পরিচারকের নাম কী ? 
উত্তর : প্রমোদ। 

৪৮. বরারোহে - কথাটির অর্থ কী ? 
উত্তর : শ্রেষ্ঠ নিতম্বদেশ যুক্তা নারী। 

৪৯. অয়ি ভদ্রে - এখানে ভদ্রে পদে কাকে সম্মোধন করা হয়েছে ? 
উত্তর : কৌমুদীকে ( রাজা কর্তৃক ) 

৫০. রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কে কে দেখা করতে এসেছিলেন ? 
উত্তর : ইন্দুশর্মা ও তাঁর কন্যা কৌমুদী। 

৫১. বাসন্তিক স্বপ্নম নাটকে মোট ক'টি অঙ্ক আছে ? 
উত্তর : পাঁচটি। 

৫২. দর্শ - শব্দের অর্থ কী ? 
উত্তর : অমাবস্যা। 

৫৩. কৌমুদীর অপরাধ কী ছিল ? 
উত্তর : কৌমুদী পিতার আদেশ অমান্য করে বসন্তকে বিবাহ করতে চেয়েছিল। 
 
৫৪. রাজা ইন্দ্রবর্মা চাঁদকে '' অতিনিঘৃনঃ '' বলেছেন কেন ? 
উত্তর : চাঁদ ক্ষয়প্রাপ্ত হতে থাকলেও দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে না। ফলে অমাবস্যা তিথি উপস্থিত না হওয়ার ফলে রাজার বিবাহ সম্পন্ন হচ্ছে না।  

৫৫. বাসন্তিক স্বপ্নম এর মূলগ্রন্থ কোন ভাষায় রচিত ? 
উত্তর : ইংরেজি। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.
                
Share
Tweet
Pin
Share
No comments
Class 11 (XI) History 1st chapter SET 1 



 
১. Historia - শব্দটি - গ্রিক / ইংরেজি / ল্যাটিন / ফরাসি। 
উত্তর : গ্রিক। 

২. কোথায় আজটেক সভ্যতার নিদর্শন পাওয়া গেছে ? 
উত্তর : মেক্সিকো। 

৩. মায়া সভ্যতার নিদর্শন কোথায় পাওয়া গেছে ? 
উত্তর : আমেরিকা। 

৪. Pre - History শব্দটি প্রথম ব্যবহার করেন - জন লুবক / ড্যানিয়েল উইলসন / এম সি বার্কিড। 
উত্তর : ড্যানিয়েল উইলসন। 

৫. রোজেটা ফলক - মিশরের / সুমেরের / ব্যাবিলনের / চিনের। 
উত্তর : মিশর। 

৬. প্রাক - ইতিহাসের প্রথম ব্যাখ্যা কে প্রদান করেন ? 
উত্তর : জন লুবক।  

৭. রিয়াজ - উস - সালাতিন - গ্রন্থের লেখক কে ? 
উত্তর : গুলাম হোসেন সেলিম। 

৮. ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক - হেরোডোটাস / থুকিডিডিস / প্লিনি / ইবন খালদুন। 
উত্তর : থুকিডিডিস। 

৯. পুরাণ শব্দের অর্থ - প্রাচীন / নবীন / বর্তমান / ভবিষ্যৎ। 
উত্তর : প্রাচীন। 

১০. তহকক - ই - হিন্দ - কার লেখা ? 
উত্তর : আলবিরুনি। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

১১. ভারতীয় পুরাণের সংখ্যা ছিল - ১৫ / ১৬ / ১৭ / ১৮ - টি। 
উত্তর : ১৮ টি। 

১২. তারিখ - ই - ফিরোজশাহী - গ্রন্থের রচয়িতা কে ? 
উত্তর : জিয়াউদ্দিন বারণী।   

১৩. অলিম্পিক খেলা শুরু হয় - ৪৭৬ / ৫৭৬ / ৬৭৬ / ৭৭৬ - খ্রিস্টপূর্বাব্দে। 
উত্তর : ৭৭৬ খ্রিস্টপূর্বাব্দে।  

১৪. আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কে ? 
উত্তর : র‍্যাঙ্কে। 

১৫. কাকে হিন্দুস্থানের তোতাপাখি বলে ? 
উত্তর : আমির খসরু। 

১৬. দানসাগর কার লেখা ? 
উত্তর : বল্লাল সেন। 

১৭. ইলিয়াড ও ওডিসি - র রচনাকার কে ? 
উত্তর : হোমার। 

১৮. তথ্য ছাড়া ইতিহাস রচনা করা যায়না। ঠিক / ভুল। 
উত্তর : ঠিক। 

১৯. মধ্য যুগে ইতিহাসচর্চার প্রধান ভাষা ছিল - ফারসি / হিন্দি / সংস্কৃত / উর্দু। 
উত্তর : ফারসি। 

২০. আমরা যে পদ্ধতিতে লিখি তাকে বলে - ধ্বনিলিপি / চিত্রলিপি / বর্ণলিপি / সংকেত লিপি।
উত্তর : ধ্বনিলিপি।  

Class 11 (XI) History 1st chapter SET 2

১. প্রাক ইতিহাস হল - প্রস্তর / তাম্র / লৌহ / বরফ - যুগ। 
উত্তর : প্রস্তর যুগ। 

২. কোথায় সবচেয়ে পুরোনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে ? আফ্রিকা / উত্তর আমেরিকা / দক্ষিণ আমেরিকা / অস্ট্রেলিয়া। 
উত্তর : আফ্রিকা। 

৩. হরপ্পা - প্রাগৈতিহাসিক / প্রায় - ঐতিহাসিক / ঐতিহাসিক - যুগের সভ্যতা। 
উত্তর : প্রায় ঐতিহাসিক। 

৪. অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন ? 
উত্তর : জেমস প্রিন্সেপ। 

৫. ইনকা সভ্যতার নিদর্শন কোথায় পাওয়া গেছে ? ফ্রান্স / হল্যান্ড / পেরু / গুয়াতেমালা। 
উত্তর : পেরু। 

৬. হায়ারোগ্লিফিক কোন দেশের লিপি ? মিশর / সুমের / গ্রিস / মেসোপটেমিয়া। 
উত্তর : মিশর। 

৭. পৃথিবীর বৃহত্তম মহাকাব্য কোনটি ? ইলিয়াড / রামায়ণ / গিলগামেশ / মহাভারত। 
উত্তর : মহাভারত। 

৮. পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কোনটি ? ইলিয়াড / রামায়ণ / গিলগামেশ / মহাভারত। 
উত্তর : গিলগামেশ। 

৯. কিউনিফর্ম লিপির অপর নাম কী ? চিত্রলিপি / কোণাক্ষর লিপি / হায়ারোগ্লিফিক। 
উত্তর : কোণাক্ষর লিপি।  

১০. রাজতরঙ্গিনী থেকে কোথাকার ইতিহাস জানা যায় ? 
উত্তর : কাশ্মীর। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

১১. ইন্ডিকা - গ্রন্থটির রচয়িতা কে ? 
উত্তর : মেগাস্থিনিস। 

১২. ইনিড - কাব্যগ্রন্থের রচয়িতা কে ? হোমার / ভার্জিল / ট্যাসিটাস / লিভি। 
উত্তর : ভার্জিল। 

১৩. ইতিহাসের জনক কে ? 
উত্তর : হেরোডোটাস। 

১৪. হায়ারোগ্লিফিক কথাটির অর্থ - পবিত্র / অপবিত্র / রঙিন / কালো। 
উত্তর : পবিত্র। 

১৫. জেন্দ - আবেস্তা কাদের ধর্মগ্রন্থ ? গ্রিক / ইহুদি / জরাথুস্ট্রীয়। 
উত্তর : জরাথুষ্ট্রীয়। 

১৬. গিলগামেশ কোন দেশের ধর্মগ্রন্থ ? মিশর / মেসোপটেমিয়া / সুমের।
উত্তর : মেসোপটেমিয়া।  

১৭. তাবাকত-ই -নাসিরি গ্রন্থের রচয়িতা কে ? 
উত্তর : মিনহাজ - উস - সিরাজ। 

১৮. জাফরনামা - গ্রন্থের রচয়িতা কে ? 
উত্তর : শফরউদ্দিন আলি ইয়েজাদি।   

১৯. বাবরনামা - গ্রন্থের রচয়িতা কে ? 
উত্তর : বাবর। 

২০. ফতোয়া - ই - জাহান্দারি গ্রন্থের রচয়িতা কে ? বদাউনী / বারণি / আবুল ফজল / ইবন বতুতা। 
উত্তর : বারণি।  

২১. কিউনিফর্ম লিপি কোথায় প্রচলিত ছিল ? ভারত / সুমের / মিশর / ব্যাবিলন। 
উত্তর : সুমেরীয়রা। 

২২. নিম্নবর্গের ইতিহাসচর্চার সাথে যুক্ত ছিলেন কে ? জন মিল / রণজিৎ গুহ / রমেশচন্দ্র মজুমদার। 
উত্তর : রণজিৎ গুহ। 

২৩. আধুনিক গবেষণাধর্মী ধারণায় ইতিহাস হল - এক / দুই / তিন / বহু - মাত্রিক। 
উত্তর : বহুমাত্রিক। 

২৪. জেমস মিল হলেন - ব্রিটিশ / জার্মান / গ্রিক / রুশ - ঐতিহাসিক। 
উত্তর : ব্রিটিশ। 

Class 11 (XI) History 1st chapter SET 3

১. পুরাণ ঐতিহ্যের ভিত্তিতে লিখিত প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি ? 
পৃথ্বীরাজ বিজয় / ইন্ডিকা / রাজতরঙ্গিনী। 
উত্তর : রাজতরঙ্গিনী। 

২. কোন যুগে পুরাণগুলিকে সম্পাদনা করা হয়েছিল ? মৌর্য / গুপ্ত / কুষাণ / পাল। 
উত্তর : গুপ্ত। 

৩. পুরাণগুলি মূলতঃ - সামাজিক / ধর্মীয় / রাজনৈতিক / অর্থনৈতিক - গ্রন্থ। 
উত্তর : ধর্মীয়। 

৪. কোন ভাষায় ভারতীয় পুরাণগুলি লেখা হয়েছিল ? পালি / সংস্কৃত / প্রাকৃত / হিন্দি। 
উত্তর : সংস্কৃত। 

৫. দানসাগর গ্রন্থে কোন পুরাণ সম্পর্কে আলোচনা করা হয়েছে ? ব্রহ্ম / মৎস্য / বিষ্ণু / নারদ। 
উত্তর : নারদ পুরাণ। 

৬. কিতাব - উল - হিন্দ - গ্রন্থের রচয়িতা কে ? 
উত্তর : আলবিরুনি। 

৭. মধ্যযুগে ইতিহাসচর্চার প্রধান ভাষা ছিল কোনটি ? ফারসি / হিন্দি / সংস্কৃত / উর্দু। 
উত্তর : ফারসি।  

৮. ভারতে মধ্যযুগের সূচনাকাল কোনটি ? ১১৫০ / ১২৫০ / ১২০৬ / ১৩০০ - খ্রিস্টাব্দ। 
উত্তর : ১২০৬ খ্রিস্টাব্দ। 

৯. মধ্যযুগের অবসানকাল - ১০৫৭ / ১৭৫৭ / ১৭০৭ / ১৮০৭ - খ্রিস্টাব্দ। 
উত্তর : ১৭৫৭ খ্রিস্টাব্দে। 

১০. ইউরোপের ইতিহাসে প্রাচীন যুগের সমাপ্তিকাল - ৩৭৬ খ্রিস্টপূর্বাব্দ / ৪৭৬ খ্রিস্টপূর্বাব্দ / ৪৭৬ খ্রিস্টাব্দ। 
উত্তর : ৪৭৬ খ্রিস্টাব্দ। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

১১. ইউরোপের ইতিহাসে মধ্যযুগের সমাপ্তিকাল - ১৩৪৩ / ১৩৫৩ / ১৪৪৩ / ১৪৫৩ খ্রিস্টাব্দ।
উত্তর : ১৪৫৩ খ্রিস্টাব্দ।  

১২. জাতি ও ধর্মের ভিত্তিতে কে প্রথম ইতিহাসের যুগকে বিভক্ত করেছিলেন ? জেমস মিল / ভিনসেন্ট স্মিথ / জেরোমি বেন্থাম / হুইলার। 
উত্তর : জেমস মিল। 

১৩. চান্দ্রবর্ষ থেকে সৌরবর্ষ - ৭ / ৯ / ১১ / ১৩ - দিন বেশি। 
উত্তর : ১১ দিন। 

১৪. প্রস্তর / লৌহ / প্রাচীন / আধুনিক - যুগে ইউরোপে সামন্তপ্রথার অবসান ঘটে। 
উত্তর : আধুনিক। 

১৫. রামচরিত কার লেখা ? 
উত্তর : সন্ধ্যাকর নন্দী। 

১৬. গৌরবাহ কার লেখা ? 
উত্তর : বাক্পতিরাজ। 

১৭. জিগুরাত হল প্রাচীন সুমেরের সুবিশাল মন্দির। ঠিক / ভুল। 
উত্তর : ঠিক। 

১৮. অশোকের শিলালিপি হল একটি সাহিত্যিক উপাদান। ঠিক / ভুল। 
উত্তর : ভুল। 

১৯. প্রাচীন মিশরের রাজাদের কী বলা হত ? 
উত্তর : ফ্যারাও। 

২০. মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারত পরিভ্রমনে আসেন ? চন্দ্রগুপ্ত মৌর্য / সমুদ্রগুপ্ত / অশোক / হর্ষবর্ধন।     
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য।    

Class 11 (XI) History 1st chapter SET 4

১. What is History - গ্রন্থটি কার লেখা ? হেনরি পিয়েন / ই এইচ কার / মার্ক ব্লক / অ্যাকটন। 
উত্তর : ই এইচ কার। 

২. রাজতরঙ্গিনী - কার লেখা ? হরিষেন / সন্ধ্যাকর নন্দী / চাণক্য / কলহন। 
উত্তর : কলহন। 

৩. সূর্যসিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতা কে ? আর্যভট্ট / বরাহমিহির / ব্রহ্মগুপ্ত / জয়দেব। 
উত্তর : আর্যভট্ট। 

৪. History শব্দটি প্রথম ব্যবহার করেন - হেরোডোটাস / থুকিডিডিস / প্লিনি / মেগাস্থিনিস। 
উত্তর : হেরোডোটাস। 

৫. প্যাপিরাসে লেখার পদ্ধতি কারা আবিষ্কার করেছিলেন ? মিশরীয়রা / চিনারা / ভারতীয়রা / রোমানরা। 
উত্তর : মিশরীয়রা। 

৬. ভারতীয় ইতিহাসের প্রথম নির্ভরযোগ্য গ্রন্থ কোনটি ? রাজতরঙ্গিনী / মৃচ্ছকটিক / মুদ্রারাক্ষস / অর্থশাস্ত্র। 
উত্তর : রাজতরঙ্গিনী। 

৭. '' এযাবৎ যাবতীয় ইতিহাস হল শ্রেণিসংগ্রামের ইতিহাস - উক্তিটি কার ? কার্ল মার্কস / ফ্রেডারিক এঙ্গেলস / কান্ট / হেগেল। 
উত্তর : কার্ল মার্কস। 

৮. ভারতের মোট ১৮ টি পুরাণের মধ্যে কতগুলি গ্রহণযোগ্য ? সাতটি / ছয়টি / পাঁচটি / চারটি। 
উত্তর : ছয়টি। 

৯. ইবন বতুতা কোথাকার পর্যটক ছিলেন ? আফ্রিকা / ইউরোপ / এশিয়া / মিশর।  
উত্তর : আফ্রিকা। 

১০. কিতাব - উল - রেহালা - গ্রন্থটির রচিয়তা কে ? আলবিরুনি / ইবন বতুতা / আবুল ফজল / ইসামি। 
উত্তর : ইবন বতুতা। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

১১. টলেমি কে ছিলেন ? একজন গ্রিক ভূগোল বিশেষজ্ঞ / ইংরেজ ঐতিহাসিক / রোমান ঐতিহাসিক / গ্রিক আইনবিদ। 
উত্তর : একজন গ্রিক ভূগোল বিশেষজ্ঞ। 

১২. চাচানামা গ্রন্থে কীসের বিবরণ পাওয়া যায় ? আরবদের সিন্ধু বিজয়ের / সুলতানি সাম্রাজ্যের সূচনার ইতিহাস / সুলতান মামুদের ভারত আক্রমণের ইতিহাস / মোঙ্গল আক্রমণের ইতিহাস। 
উত্তর : আরবদের সিন্ধু বিজয়ের ইতিহাস। 

১৩. নাসিক প্রশস্তিতে কোন ইতিহাসের বর্ণনা পাওয়া যায় ? আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী / চন্দ্রগুপ্ত মৌর্য ও সেলুকাসের যুদ্ধ / গৌতমীপুত্র সাতকর্ণীর কীর্তি / সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের কাহিনী। 
উত্তর : গৌতমীপুত্র সাতকর্ণীর কীর্তি। 

১৪. ফো কুয়ো কিং - গ্রন্থে কোন বংশের ইতিহাস বর্ণিত আছে ? মৌর্য বংশ / গুপ্ত বংশ / পুষ্যভূতি বংশ / সাতবাহন বংশ। 
উত্তর : গুপ্ত বংশ। 

১৫. তাবাকাৎ - ই - নাসিরি গ্রন্থে কোন ইতিহাস জানা যায় ? মহম্মদ ঘোরীর দিল্লি বিজয় / বখতিয়ার খলজির নদীয়া আক্রমণ / আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযান / রাজপুতদের বিরুদ্ধে আকবরের অভিযান। 
উত্তর : বখতিয়ার খলজির নদীয়া আক্রমণ। 

১৬. কিতাব - উল - রেহেলা গ্রন্থে কার জীবনকথা জানা যায় ? মহম্মদ বিন তুঘলক / আকবর / আলাউদ্দিন খলজি / বাবর। 
উত্তর : মহম্মদ বিন তুঘলক। 

১৭. প্রায় ইতিহাস যুগের সভ্যতা কোনটি ? আর্য সভ্যতা / মায়া সভ্যতা / হরপ্পা সভ্যতা / আজটেক সভ্যতা। 
উত্তর : হরপ্পা সভ্যতা। 

১৮. ইতিহাস যুগের একটি সভ্যতা হল - বৈদিক আর্য সভ্যতা / হরপ্পা সভ্যতা / মেহেরগড় সভ্যতা / সুমেরীয় সভ্যতা। 
উত্তর : বৈদিক আর্য সভ্যতা। 

১৯. Origin of Species - গ্রন্থটির রচয়িতা কে ? চার্লস ডিকেন্স / চার্লস ডারউইন / আলেকজান্ডার ডাফ / প্লিনি। 
উত্তর : চার্লস ডারউইন। 

২০. প্রাক - ইতিহাস হল - প্রস্তর যুগ / তাম্র যুগ / তাম্র - প্রস্তর যুগ / নব্য প্রস্তর যুগ। 
উত্তর : প্রস্তর যুগ।   

Class 11 (XI) History 1st chapter SET 5

১. '' ইতিহাস হল ঐতিহাসিক ও ঘটনার মধ্যে ভাব বিনিময়ের এক ধারাবাহিক পদ্ধতি '' - কথাটি বলেছেন - মার্ক ব্লক / হেরোডোটাস / ই এইচ কার / জেমস মিল। 
উত্তর : ই এইচ কার। 

২. ইতিহাস হল মানব সমাজের সার্বিক ঘটনাবলি - উক্তিটি কার ? আর্নল্ড টয়েনবি / মার্ক ব্লক / ই এইচ কার / প্লিনি। 
উত্তর :  আর্নল্ড টয়েনবি। 

৩. রেডিও কার্বন পদ্ধতির আবিষ্কর্তা কে ? উইলার্ড ফ্রাঙ্ক লিবি / হোমার / লুইস ভাতৃদ্বয় / জেমস প্রিন্সেপ। 
উত্তর :   উইলার্ড ফ্রাঙ্ক লিবি। 

৪. অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন ? উইলার্ড ফ্রাঙ্ক লিবি / হোমার / লুইস ভাতৃদ্বয় / জেমস প্রিন্সেপ। 
উত্তর : জেমস প্রিন্সেপ। 

৫. অন্ধকবি হোমার কোন দেশের নাগরিক ছিলেন ? গ্রিস / রোম / পারস্য / ফ্রান্স। 
উত্তর : গ্রিস। 

৬. অর্থশাস্ত্র কার লেখা ? হরিষেন / চাণক্য / জয়দেব / ফা - হিয়েন। 
উত্তর : চাণক্য। 

৭. প্রাকৃতিক ইতিহাস কার লেখা ? আর্নল্ড টয়েনবি / মার্ক ব্লক / ই এইচ কার / প্লিনি। 
উত্তর : প্লিনি। 

৮. অষ্টাধ্যায়ী কার লেখা ? পাণিনি / জয়দেব / হরিষেন / রবিকীর্তি। 
উত্তর : পাণিনি। 

৯. সি ইউ কি - গ্রন্থটি কার লেখা ? হর্ষবর্ধন / ফা হিয়েন / সু মা কিয়েন / হিউ এন সাং। 
উত্তর : হিউয়েন সাং। 

১০. বুদ্ধচরিত কার লেখা ? অশ্বঘোষ / পাণিনি / পতঞ্জলি / রবিকীর্তি। 
উত্তর : অশ্বঘোষ। 

১১. মৃচ্ছকটিকম কার লেখা ? বরাহমিহির / আর্যভট্ট / শুদ্রক / কালিদাস। 
উত্তর : শুদ্রক। 

১২. কোন গ্রন্থকে পঞ্চম বেদ বলা হয় ? রামায়ণ / মহাভারত / গোতগোবিন্দম / অভিজ্ঞানশকুন্তলম। 
উত্তর : মহাভারত। 

১৩. মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন ? হর্ষবর্ধন / সমুদ্রগুপ্ত / দ্বিতীয় চন্দ্রগুপ্ত / চন্দ্রগুপ্ত মৌর্য। 
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য। 

১৪. মেগাস্থিনিস কার দূত ছিলেন ? সেলুকাস / তৈমুর লং / চেঙ্গিজ খাঁ / নেপোলিয়ন। 
উত্তর : সেলুকাস। 

১৫. ভারত ইতিহাসকে হিন্দুযুগ , মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ  এই তিনভাগে ভাগ করেছেন কে ? জেমস মিল / প্লিনি / হেরোডোটাস / লিভি। 
উত্তর : জেমস মিল। 

১৬. আকবরনামা কার লেখা ? ফিরদৌসী / নিজামি / দয়ারাম সাহানি / আবুল ফজল। 
উত্তর : আবুল ফজল। 

১৭. হামুরাবি কোথাকার শাসক ছিলেন ? রোম / ফ্রান্স / ইংল্যান্ড / ব্যাবিলন। 
উত্তর : ব্যাবিলন। 

১৮. জেমস মিল লিখিত গ্রন্থটির নাম কী ? হিস্ট্রি অব বেঙ্গল / হিস্ট্রি অব ইন্ডিয়া / কেমব্রিজ হিস্ট্রি অব ইন্ডিয়া / অক্সফোর্ড হিস্ট্রি অব ইন্ডিয়া। 
উত্তর : হিস্ট্রি অব ইন্ডিয়া। 

১৯. কত খ্রিস্টাব্দ থেকে শকাব্দ গণনা শুরু হয় ? ৫৮ খ্রিস্টাব্দ / ৭৮ খ্রিস্টাব্দ / ৩০৬ খ্রিস্টাব্দ / ৫২ খ্রিস্টাব্দ। 
উত্তর : ৭৮ খ্রিস্টাব্দ। 

২০. জেমস মিল ভারতের ইতিহাসকে ক'টি যুগে বিভক্ত করেছেন ? দুই ভাগে / চার ভাগে / পাঁচ ভাগে / তিন ভাগে। 
উত্তর : তিন ভাগে।         

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

Share
Tweet
Pin
Share
1 comments
Newer Posts
Older Posts

Contact Form

Name

Email *

Message *

About me

Hellow viewers, myself Nandan Dutta reside at Maheshpur ,Malda, West Bengal, India.

My intent to make the website is to share my view and knowledge to the HS students. They can easily find projects, HS suggestion and many more here.


Categories

  • Career (2)
  • CLASS 11 (XI) (1)
  • Class XI 1st Semester (7)
  • CLASS XI 2nd Semester (16)
  • H.S. 3rd SEM (8)
  • H.S. EDUCATION (5)
  • H.S. HISTORY (1)
  • HS SOCIOLOGY (2)
  • HS SUGGESTION (1)
  • INDIAN HISTORY (30)
  • NCERT (1)
  • POLITY (61)
  • PROJECT (96)
  • Sociological Studies (79)
  • Teaching & Education (128)
  • TEST PAPERS SOLVE (11)
  • TEST PAPERS SOLVE 2020 (7)
  • WORLD HISTORY (53)
  • XI EDUCATION (7)
  • XI HISTORY (3)
  • XI POL SC (1)
  • XI SOCIOLOGY (1)
  • XII Bengali (1)
  • XII Sanskrit (1)

recent posts

Sponsor

Facebook

Blog Archive

  • July 2025 (13)
  • June 2025 (4)
  • May 2025 (23)
  • April 2025 (75)
  • March 2025 (32)
  • December 2024 (5)
  • November 2024 (70)
  • October 2024 (1)
  • September 2024 (1)
  • July 2024 (5)
  • June 2024 (3)
  • April 2024 (2)
  • March 2024 (3)
  • February 2024 (11)
  • January 2024 (1)
  • November 2023 (4)
  • October 2023 (8)
  • September 2023 (10)
  • April 2023 (9)
  • March 2023 (18)
  • February 2023 (2)
  • January 2023 (1)
  • December 2022 (3)
  • November 2022 (3)
  • October 2022 (4)
  • September 2022 (16)
  • August 2022 (3)
  • July 2022 (5)
  • June 2022 (5)
  • April 2022 (23)
  • March 2022 (10)
  • February 2022 (18)
  • January 2022 (30)
  • December 2021 (8)
  • November 2021 (12)
  • October 2021 (2)
  • September 2021 (5)
  • August 2021 (2)
  • July 2021 (2)
  • June 2021 (5)
  • May 2021 (1)
  • April 2021 (2)
  • November 2020 (1)
  • October 2020 (1)
  • August 2020 (2)
  • June 2020 (3)
  • May 2020 (1)
  • October 2019 (3)
  • September 2019 (5)
  • August 2019 (3)
  • June 2019 (3)
  • May 2019 (3)
  • April 2019 (1)
  • March 2019 (2)
  • February 2019 (3)
  • December 2018 (1)
  • November 2018 (3)
  • October 2018 (4)
  • August 2018 (1)

Total Pageviews

Report Abuse

About Me

subhankar dutta
View my complete profile

Sponsor

Pages

  • Home
  • Project
  • জাতীয় শিক্ষানীতি 1986 SAQ
  • EDU FINAL A 2020
  • Class XI ( Class 11 ) Sociology chapter wise MCQ &...
  • Class 12 (H.S.) History Chapter Wise MCQ & SAQ
  • Class 11 (XI) Sociology 1st chapter MCQ & SAQ
  • H.S. Sociology notes .
  • H.S. Sociology 1st chapter MCQ & SAQ ( only reduce...
  • H.S. Education 10th chapter SAQ & MCQ
  • H.S. Education 10th chapter MCQ & SAQ
  • CLASS 12 SOCIOLOGY 4TH CHAPTER SAQ WITH ANSWER

Pages

  • About Me
  • Contact
  • Privacy Policy
  • Disclaimer

Created with by ThemeXpose | Distributed by Blogger Templates