­
প্রকল্পের কৃতজ্ঞতা স্বীকার। উচ্চমাধ্যমিক প্রকল্পের কৃতজ্ঞতা স্বীকার লেখার নিয়ম। - Nandan Dutta

প্রকল্পের কৃতজ্ঞতা স্বীকার। উচ্চমাধ্যমিক প্রকল্পের কৃতজ্ঞতা স্বীকার লেখার নিয়ম।

by - June 29, 2022

প্রকল্পের কৃতজ্ঞতা স্বীকার।  

কৃতজ্ঞতা স্বীকার লেখার নিয়ম। 

উচ্চমাধ্যমিক প্রকল্পের কৃতজ্ঞতা স্বীকার লেখার নিয়ম। 




প্রকল্পের কৃতজ্ঞতা স্বীকার। 


বিদ্যালয়ের যেকোনো প্রকল্পের ক্ষেত্রে কৃতজ্ঞতা স্বীকার একটি গুরুত্বপূর্ণ অংশ। কৃতজ্ঞতা লেখার সময় বিশেষ কিছু নিয়ম ও গঠনের দিকে খেয়াল রাখতে হয়। প্রকল্পগুলিকে মূলতঃ দুটি ভাগে ভাগ করা যায়। যেমন - (A) প্রতিবেদনমূলক প্রকল্প ও (B) সাক্ষাৎকারমূলক প্রকল্প। এই দুই ধরণের প্রকল্পের কৃতজ্ঞতা স্বীকার কখনই এক প্রকার লেখা যাবে না। নীচে দুই ধরণের প্রকল্পের কৃতজ্ঞতা স্বীকার কীভাবে লিখতে হবে তা দেখানো হল। 

(A) প্রতিবেদনমূলক প্রকল্পের ক্ষেত্রে কৃতজ্ঞতা স্বীকার :- 


                               - : কৃতজ্ঞতা স্বীকার :- 


আমি ________________________ বিদ্যালয়ের ______________ শ্রেণীর একজন ছাত্র /ছাত্রী এবং আমি এই মর্মে স্বীকার করি যে ____________________________ শীর্ষক প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক / প্রধান শিক্ষিকা - মাননীয় / মাননীয়া ________________ মহাশয় / মহাশয়া ও বিদ্যালয়ের  ________________ বিষয়ের শিক্ষক / শিক্ষিকা - মাননীয় / মাননীয়া _____________ মহাশয় / মহাশয়ার অবদান অনস্বীকার্য। তাঁর পথনির্দেশ ও অভিভাবকত্বে প্রকল্পটি নির্মাণ করা সম্ভবপর হয়েছে। 

এছাড়াও আমি আমার অভিভাবক ও সহপাঠীদের প্রতিও কৃতজ্ঞতাবদ্ধ। তাঁদের আন্তরিক সহযোগিতা ও উৎসাহ প্রকল্পটি রূপায়ণ করতে সহায়ক হয়েছে।   

প্রকল্প রূপায়কের সাক্ষর 

দিনাঙ্ক _____________ 

___________________  

[ ১. নিজের বিদ্যালয়ের নাম। 
২. কোন শ্রেণি / ক্লাশ। 
৩. প্রকল্পের শিরোনাম। 
৪. প্রধান শিক্ষক / প্রধান শিক্ষিকার নাম। 
৫. বিষয়। 
৬. বিষয়ের শিক্ষক / শিক্ষিকার নাম ( যিনি প্রকল্প কর্মটি করতে দিয়েছেন তাঁর নাম ) । 
৭. তারিখ। 
৮. জেলা। ] 

(B) সাক্ষাৎকারমূলক প্রকল্পের ক্ষেত্রে কৃতজ্ঞতা স্বীকার :- 


                               - : কৃতজ্ঞতা স্বীকার :- 


আমি ________________________ বিদ্যালয়ের ______________ শ্রেণীর একজন ছাত্র /ছাত্রী এবং আমি এই মর্মে স্বীকার করি যে ____________________________ শীর্ষক প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক / প্রধান শিক্ষিকা - মাননীয় / মাননীয়া ________________ মহাশয় / মহাশয়া ও বিদ্যালয়ের  ________________ বিষয়ের শিক্ষক / শিক্ষিকা - মাননীয় / মাননীয়া _____________ মহাশয় / মহাশয়ার অবদান অনস্বীকার্য। তাঁর পথনির্দেশ ও অভিভাবকত্বে প্রকল্পটি নির্মাণ করা সম্ভবপর হয়েছে। 

এর সঙ্গে সঙ্গে সাক্ষাৎকারে অংশগ্রহণকারী প্রতিটি ছাত্র - ছাত্রী / ব্যক্তির প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতাবদ্ধ। প্রকল্পের প্রয়োজনে  সাক্ষাৎকার প্রদানে তাঁরা যে অমূল্য সময় ও মতামত প্রদান করছেন - সেজন্য আমি আন্তরিকভাবে তাঁদের ধন্যবাদ জানাই।   

এছাড়াও আমি আমার অভিভাবক ও সহপাঠীদের প্রতিও কৃতজ্ঞতাবদ্ধ। তাঁদের আন্তরিক সহযোগিতা ও উৎসাহ প্রকল্পটি রূপায়ণ করতে সহায়ক হয়েছে।   

প্রকল্প রূপায়কের সাক্ষর 

দিনাঙ্ক _____________ 

___________________  

[ ১. নিজের বিদ্যালয়ের নাম। 
২. কোন শ্রেণি / ক্লাশ। 
৩. প্রকল্পের শিরোনাম। 
৪. প্রধান শিক্ষক / প্রধান শিক্ষিকার নাম। 
৫. বিষয়। 
৬. বিষয়ের শিক্ষক / শিক্ষিকার নাম ( যিনি প্রকল্প কর্মটি করতে দিয়েছেন তাঁর নাম ) । 
৭. তারিখ। 
৮. জেলা। ] 

এখানে একটি কথা বলে রাখা ভালো যে , যদি সাক্ষাৎকারের জন্য নিজের বিদ্যালয় ছাড়া অন্য কোনো বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করতে হয় তাহলে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক / প্রধান শিক্ষিকার নাম এর সঙ্গে যোগ করতে হবে। 


 

You May Also Like

0 comments