H.S. 3rd Semester Education : Secondary Education Commission, MCQ
উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান : মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়র কমিশন MCQ
উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান : মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়র কমিশন MCQ
১. মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়র কমিশন কোন বছর গঠিত হয় ?
১৯৪৮ / ১৯৫২ / ১৯৬৪ / ১৯৮৬
উত্তর : ১৯৫২
২. মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়র কমিশনের সভাপতি কে ?
অনাথ বসু / জে পি নায়েক / লক্ষণ স্বামী মুদালিয়র / সর্বপল্লি রাধাকৃষ্ণন।
উত্তর : লক্ষণ স্বামী মুদালিয়র।
৩. মুদালিয়র কমিশনের রিপোর্টে ৮ / ১০ / ১২ / ১৬ - টি অধ্যায় আছে।
উত্তর : ১৬ টি অধ্যায়।
৪. মুদালিয়র কমিশনের মতে প্রত্যেক পিরিয়ডের সময়সীমা - ৩০ / ৪০ / ৪৫ / ৫৫ - মিনিট।
উত্তর : ৪৫ মিনিট।
৫. মুদালিয়র কমিশনের অপর নাম কী ?
ইউনিভার্সিটি এডুকেশন কমিশন / ইন্ডিয়ান এডুকেশন কমিশন / সেকেন্ডারি এডুকেশন কমিশন।
উত্তর : সেকেন্ডারি এডুকেশন কমিশন।
৬. মুদালিয়র কমিশন গঠিত হয় ১৯৫২ সালের -
২১শে জুন / ২১শে জুলাই / ২৩শে মার্চ / ২৩শে সেপ্টেম্বর।
উত্তর : ২৩ শে সেপ্টেম্বর।
৭. মুদালিয়র কমিশনের মোট সদস্য সংখ্যা কত ?
৭ জন / ৯ জন / ১৭ জন / ২০ জন।
উত্তর : ৯ জন।
৮. মুদালিয়র কমিশনের বিদেশি সদস্য সংখ্যা কত ?
২জন / ৩জন / ৭জন / ৯জন।
উত্তর : ২জন।
৯. মুদালিয়র কমিশনের ভারতীয় সদস্য সংখ্যা কত ?
২জন / ৩জন / ৭জন / ৯জন।
উত্তর : ৭জন।
১০. মুদালিয়র কমিশনের বিদেশি কোন সদস্য অক্সফোর্ডের জেমস কলেজের অধ্যক্ষ ?
জন ক্রিস্টি / কিনেথ রাস্ট উইলিয়াম / জেমস বার্ক / জেমস মরগ্যান।
উত্তর : জন ক্রিস্টি।
১১. মুদালিয়র কমিশন কবে তাদের রিপোর্ট পেশ করে ?
১৯৫২ / ১৯৫৩ / ১৯৬২ / ১৯৬৫ - সালে।
উত্তর : ১৯৫৩ সালে।
১২. মুদালিয়র কমিশনের সম্পাদকের নাম কী ?
জে পি নায়েক / অনাথ বসু / নির্মল কুমার সিদ্ধান্ত / লক্ষণ স্বামী মুদালিয়র।
উত্তর : শ্রী অনাথ বসু।
১৩. মুদালিয়র কমিশনের মতে , মাধ্যমিক বিদ্যালয়ের সর্বোচ্চ ছাত্রসংখ্যা হবে
৫০০জন / ৬০০জন / ৭৫০জন / ৯০০ জন।
উত্তর : ৭৫০ জন।
১৪. মুদালিয়র কমিশনের মতে , মাধ্যমিক বিদ্যালয়গুলির যে কোনো শ্রেণীর সর্বোচ্চ ছাত্রসংখ্যা হবে - ৩০জন / ৪০জন / ৪৫জন / ৬০জন।
উত্তর : ৪০ জন।
১৫. মুদালিয়র কমিশনের মতে , পাঠ্যপুস্তক কমিটিতে - 2 / 3 / 4 / 5 - জন বিশিষ্ট শিক্ষাবিদকে অন্তর্ভুক্ত করতে হবে।
উত্তর : 2 জন।
১৬. পাঠ্যপুস্তক কমিটিতে - ১ / ২ / ৩ / ৪ - জন UPSC র সভ্যকে অন্তর্ভুক্ত করতে হবে।
উত্তর : ১ জন।
১৭. কমিশনের মতে , বুনিয়াদি শিক্ষাস্তর হবে - ২ / ৩ / ৪ / ৫ - বছরের।
উত্তর : ৩ বছরের।
১৮. কারিগরি শিক্ষার খরচ চালাতে মুদালিয়র কমিশন - শিল্পশিক্ষা / সাধারণ শিক্ষা / ভূমিশিক্ষা / ভূমি রাজস্ব - কর ধার্যের সুপারিশ করেন।
উত্তর : শিল্পশিক্ষা।
১৯. কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ ১৯৪৮ সালে মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনের জন্য একটি কমিশন গঠনের প্রস্তাব করে। ঠিক / ভুল।
উত্তর : ঠিক।
২০. মুদালিয়র কমিশনের রিপোর্টের পৃষ্ঠাসংখ্যা কত ছিল ?
৬০০ এর বেশি / ৭১১টি / ৪৫০টি / ৩১১টি।
উত্তর : ৩১১টি।
২১. মাধ্যমিক শিক্ষা কমিশন কোন সুপারিশটি করে ?
বহুমুখী বিদ্যালয় বা Multipurpose School / কমন স্কুল / বিদ্যালয় গুচ্ছ / গ্রামীণ বিশ্ববিদ্যালয়।
উত্তর : বহুমুখী বিদ্যালয় বা Multipurpose School
২২. মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী যে ধরণের বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার লক্ষ্য , আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন বিষয় শিক্ষাদানের ব্যবস্থা করা হয় , তাকে বলে - কমন স্কুল / সাধারণ বিদ্যালয় / বিদ্যালয়গুচ্ছ / বহুমুখী বিদ্যালয় বা Multipurpose School
উত্তর : বহুমুখী বিদ্যালয় বা Multipurpose School
২৩. মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত মাধ্যমিক পাঠক্রমে বিভিন্ন বিষয়গুলিকে সাতটি মূল প্রবাহ বা বিভাগে ভাগ করে উপস্থাপন করা হয়েছে - এটিই হল -
ব্রিজ কোর্স / পাঠক্রমের সপ্ত প্রবাহ / পাঠক্রম পিরামিড / সেতু পাঠক্রম।
উত্তর : বহুমুখী বিদ্যালয় বা Multipurpose School
২৪. মুদালিয়র কমিশনের সুপারিশ কোনটি ?
বহুমুখী বিদ্যালয় বা Multipurpose School / Cumulative Record Card বা সর্বাত্মক পরিচয়পত্র / Five-point scale / সবগুলি।
উত্তর : সবগুলি।
২৫. মাধ্যমিক শিক্ষা কমিশন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করার পরিবর্তে তাদের বিদ্যালয় জীবনের সব ধরণের ঘটনাগুলোকে একস্থানে লিপিবদ্ধ করার সুপারিশ করে। এটিই হল -
বহুমুখী বিদ্যালয় বা Multipurpose School / Cumulative Record Card বা সর্বাত্মক পরিচয়পত্র / Five-point scale / State Resource Centre ।
উত্তর : Cumulative Record Card বা সর্বাত্মক পরিচয়পত্র।
২৬. CRC এর পুরো নাম -
Credit Record Certificate / Central Resource Centre / Cumulative Record Card / কোনোটিই নয়।
উত্তর : Cumulative Record Card
২৭. SRC - এর পুরো নাম -
State Resource Centre / Students Record Card / Students Record Certificate / কোনোটিই নয়।
উত্তর : State Resource Centre
২৮. কোনটি মুদালিয়র কমিশনের বক্তব্য ?
ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে নির্ধারিত হয় /
আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্য হীনতার শিক্ষা /
মাধ্যমিক শিক্ষাই হল ভারতের ভাগ্য নির্ধারণের মানদন্ড।
উত্তর : আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্য হীনতার শিক্ষা।
২৯. শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের কাজের মূল্যায়ণের জন্য মুদালিয়র কমিশন যে Five Point Scale - এর সুপারিশ করেছিল তা হল -
ABCDE / AEIOU / ABXYZ / কোনোটিই নয়।
উত্তর : ABCDE
৩০. ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র কে ছিলেন ?
কলকাতা / বোম্বাই / মাদ্রাজ / দিল্লি - বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
উত্তর : মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
৩১. মুদালিয়র কমিশন পরীক্ষা ব্যবস্থায় নম্বরের পরিবর্তে কোন ব্যবস্থার সুপারিশ করেন ?
ডিভিশন / গ্রেড / সেমিস্টার / সবগুলি।
উত্তর : গ্রেড।
৩২. এর মধ্যে কোনটি মুদালিয়র কমিশন প্রস্তাবিত নয় ?
Cumulative Record Card / Multipurpose School / পাঠক্রমের সপ্তপ্রবাহ / অপারেশন ব্ল্যাক বোর্ড।
উত্তর : অপারেশন ব্ল্যাক বোর্ড।
৩৩. মুদালিয়র কমিশন বহুমুখী বিদ্যালয় বা Multipurpose School স্কুলের প্রস্তাব করে কোন শিক্ষাস্তরের জন্য ?
প্রাথমিক / মাধ্যমিক / উচ্চ - মাধ্যমিক / উচ্চ শিক্ষা।
উত্তর : মাধ্যমিক শিক্ষাস্তর।