Pages

Powered by Blogger.

Pages

Pages

Pages

facebook twitter instagram pinterest bloglovin Email
Career CLASS 11 (XI) Class XI 1st Semester CLASS XI 2nd Semester H.S. 3rd SEM H.S. EDUCATION H.S. HISTORY HS SOCIOLOGY HS SUGGESTION INDIAN HISTORY NCERT POLITY PROJECT Sociological Studies Teaching & Education TEST PAPERS SOLVE TEST PAPERS SOLVE 2020 WORLD HISTORY XI EDUCATION XI HISTORY XI POL SC XI SOCIOLOGY XII Bengali XII Sanskrit

Pages

Nandan Dutta

School project and education news.

Pages

Class 11 Bengali 1st Semester Puimacha MCQ 

পুঁইমাচা MCQ :- 



  

পুঁইমাচা MCQ :-


১. সহায়হরি চাটুজ্যে স্ত্রীর কাছ থেকে বাটি বা ঘটি কিছু একটা চেয়েছিলেন - পিঠে খাওয়ার জন্য / ভালো রস আনার জন্য / মেটে আলু কেটে রাখার জন্য / চিংড়ি মাছ রাখার জন্য।
উত্তর : ভালো রস আনার জন্য।  

২. কার গাছ কাটা হয়েছে ? কালীময় / বিষ্ণু সরকার / তারক খুড়ো / শ্রীমন্ত মজুমদার। 
উত্তর : তারক খুড়ো। 

৩. সহায়হরি এবং তার পরিবারকে একঘরে করার কথা কোথায় হয়েছে ? চন্ডীমন্ডপে / দূর্গামন্ডপে / কালীমন্ডপে / বটতলায়। 
উত্তর : চন্ডীমন্ডপে। 

৪. সহায়হরি বাড়ি থেকে নিজেই একটি - পিতলের / তামার / কাঁসার / স্টিলের - বাটি নিয়ে বের হয়ে যান। 
উত্তর : কাঁসার। 

৫. বড় মেয়ে সঙ্গে সম্পর্কিত নয় কোনটি ? ভোজনরসিক / খুব লম্বা / গোলগাল চেহারা / মায়ের মত চেহারা। 
উত্তর : মায়ের মত চেহারা।  

৬. খেন্তি চিংড়ি মাছ কিনেছিল - গয়া বুড়ি / বাগদি বুড়ি / ঠাম্মা বুড়ি / দিদা বুড়ি - র কাছ থেকে। 
উত্তর : গয়া বুড়ি। 

৭. যে বুড়ির কাছ থেকে খেন্তি চিংড়ি মাছ কিনেছিল তাঁকে কী বলে সম্বোধন করেছিল ? পিসি / মাসি / ঠাম্মি / দিদা। 
উত্তর : পিসি। 

৮. খেন্তির জন্য ঠিক করা পাত্র গ্রামের - পত্রকার / সূত্রকার / তন্তুকার / কুম্ভকার - বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খেয়েছিল। 
উত্তর : কুম্ভকার।  

৯. সহায়হরির বড় মেয়ের নাম - খেন্তি / পুঁটি / রাধী / হৈমন্তী। 
উত্তর : খেন্তি। 

১০. কে সহায়হরির মেয়ে নয় ?  খেন্তি / পুঁটি / রাধী / হৈমন্তী। 
উত্তর : হৈমন্তী। 

১১. মুখুয্যে বাড়ির ছোট খুকির নাম - হৈমন্তী / দময়ন্তী / দূর্গা / ভগবতী। 
উত্তর : দূর্গা। 

১২. বরজপোতার বনের মধ্যে থেকে সহায়হরি ঘাড়ে করে এনেছিলেন - মাচালু / শাঁখালু / ওলকচু / মেটে আলু। 
উত্তর : মেটে আলু। 

১৩. '' মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি  ...... '' - আপদ কে ? কালীময় / সহায়হরি / অন্নপূর্ণা / খেন্তি। 
উত্তর : অন্নপূর্ণা। 

১৪. '' যার মধ্যে দিনে দুপুরে বাঘ লুকিয়ে থাকে '' - কোথায় ? বরজপোতার জঙ্গলে / বটতলায় / চন্ডিমন্ডপে / বাঁশঝাড়ে। 
উত্তর : বরজপোতার জঙ্গলে।  

১৫. ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত হল - মেটে আলু / পুঁই শাক / পুঁইয়ের চারা / নারকেল মালখানা। 
উত্তর : পুঁইয়ের চারা। 

১৬. পুঁইয়ের চারা পুঁততে হয় - গ্রীষ্মকালে / বর্ষাকালে / শীতকালে / বসন্তকালে। 
উত্তর : বর্ষাকালে। 

১৭. খেন্তির বর্তমান জামাটি সহায়হরি কিনেছিলেন - হরিহরপুরের -  রাসের মেলা / চৈত্র মেলা / হাঁড়ি মেলা / রামনবমীর মেলা - থেকে। 
উত্তর : রাসের মেলা। 

১৮. সহায়হরি খেন্তির জামাটি কিনেছিলেন - দেড় টাকা / আড়াই টাকা / সাড়ে চার টাকা / সাড়ে দশ  টাকা - য়। 
উত্তর : আড়াই টাকা। 

১৯. কলার পাত পেড়ে একথালা নারকেল কুড়ছে - অন্নপূর্ণা / দূর্গা / খেন্তি / রাধী। 
উত্তর : খেন্তি। 

২০. সহায়হরির ছোট মেয়ের নাম -  খেন্তি / পুঁটি / রাধী / দূর্গা । 
উত্তর : রাধী। 

XI & XII অধ্যায়ভিত্তিক ও বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর। CLICK HERE.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।

২১. সহায়হরির মেজ মেয়ের নাম -  খেন্তি / পুঁটি / রাধী / দূর্গা । 
উত্তর : পুঁটি।  

২২. জ্যাঠাইমা এবং রাঙাদিদি কোন ব্রাহ্মণদের নেমন্তন্ন করেছিল ? সহায়হরি ও কালীময় / সুরেশ কাকা ও তিনুর বাবা / কালীময় ও বিষ্ণু সরকার - কে। 
উত্তর : সুরেশ কাকা ও তিনুর বাবা। 

২৩. ওরে , তোরা সব এক এক টুকরো পাতা পেতে বোস তো দেখি , গরম গরম দিই। - কী দেওয়ার কথা বলা হয়েছে ? ভাত / পিঠে / পুঁইচচ্চড়ি / চিংড়ি ভাজা। 
উত্তর : পিঠে। 

২৪. '' সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। '' কে ?  খেন্তি / পুঁটি / রাধী / অন্নপূর্ণা । 
উত্তর : পুঁটি। 

২৫. খেন্তি পিঠে খেয়েছে - দশ  বারো খানা / চোদ্দ পনের খানা / আঠারো উনিশ খানা / উনিশ কুড়ি খানা।
উত্তর : আঠারো - উনিশ। 
 
২৬. '' ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন '' ভোজনপটু মেয়েটি কে ? খেন্তি / পুঁটি / রাধী / দূর্গা ।
উত্তর : খেন্তি।  

২৭. খেন্তির  বিবাহ হয়েছিল - বৈশাখ / শ্রাবন / চৈত্র / পৌষ - মাসে।  
উত্তর : বৈশাখ মাসে। 

২৮. পাত্রের বয়স - ত্রিশ / চল্লিশ / পঞ্চাশ - এর অধিক নয়। 
উত্তর : চল্লিশ।  

২৯. পালকি বাহকরা একবার পাল্কী থামিয়েছিল - বটতলায় / চন্ডীতলায় / আমলকিতলায় / জামতলায়। 
উত্তর : আমলকীতলা।    

৩০. '' ঐ কোণটা ছিঁড়ে একটুখানি '' - কীসের কোণ ? জামার / কাপড়ের / পুঁইশাকের / আমসত্বের। 
উত্তর : আমসত্ত্ব। 

৩১. খেন্তির শ্বশুরবাড়িতে সহায়হরির বাকি ছিল - দুশো / আড়াইশো / তিনশো / সাড়ে তিনশো - টাকা। 
উত্তর : আড়াইশো টাকা। 

৩২. খেন্তির কোন রোগ হয়েছিল ? ম্যালেরিয়া / কলেরা / বসন্ত / হৃদরোগ। 
উত্তর : বসন্ত। 

৩৩. খেন্তি কোন মাসে তাকে নিয়ে আসার জন্য বাবাকে বলেছিল ? বৈশাখ / আষাঢ় / শ্রাবন / চৈত্র। 
উত্তর : আষাঢ়। 

৩৪. গল্পের শেষে সহায়হরি কার সঙ্গে কথা বলছিলেন ? বিষ্ণু সরকার / অন্নপূর্ণা / কালীময় / খেন্তি। 
উত্তর : বিষ্ণু সরকার। 

৩৫. সহায়হরি ও বিষ্ণু সরকার বসেছিলেন - শীতলপাটি / তালপাতার চাটাই / মাদুর / কাঠের বেঞ্চি - র উপর। 
উত্তর : তালপাতার চাটাই। 

৩৬. '' দিদি বড় ভালোবাসত '' - কী ভালোবাসত ? পিঠে / চিংড়ি / মেটে আলু / আমসত্ত্ব। 
উত্তর : পিঠে। 

৩৭. গল্পের শেষে কোন পাখির উল্লেখ আছে ? কাঠঠোকরা / মাছরাঙা / বাবুই / গাংশালিক। 
উত্তর : কাঠঠোকরা। 

৩৮. গল্পের শেষে কোন প্রাণীর উল্লেখ আছে ? শিয়াল / ভালুক / কুকুর / বেড়াল। 
উত্তর : শিয়াল। 

৩৯. প্রথম পিঠেখানা কাকে উৎসর্গ করতে হবে ? বনবিবিকে / বরজপোতার জঙ্গলকে / সাঁড়া ষষ্ঠীকে / গ্রাম্য দেবদেবীকে। 
উত্তর : সাঁড়া ষষ্ঠীকে। 

৪০. গয়া - বুড়ির কাছে সহায়হরির বাকী ছিল - ২ টাকা / ২০ পয়সা / ২ পয়সা / আড়াই টাকা। 
উত্তর : ২ পয়সা। 

বিশেষ দ্রষ্টব্য :- উক্ত প্রশ্নগুলি অনুশীলন করার সঙ্গে সঙ্গে পাঠ্যবই খুঁটিয়ে পড়তে হবে। আরও অনেক প্রশ্ন হওয়া সম্ভব।    

XI & XII অধ্যায়ভিত্তিক ও বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর। CLICK HERE.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments

H.S. 3rd Semester Bengali : Tar Songe MCQ 

উচ্চমাধ্যমিক : বাংলা : তার সঙ্গে : MCQ 




উচ্চমাধ্যমিক : বাংলা : তার সঙ্গে : MCQ 


১. তার সঙ্গে কবিতাটির অনুবাদক - পাবলো নেরুদা / নবনীতা দেবসেন / শ্রীজাত / শক্তি চট্টোপাধ্যায়। 
উত্তর : শক্তি চট্টোপাধ্যায়। 

২. পাবলো নেরুদা কোন দেশের নাগরিক ? উগান্ডা / চিলি / নাইজেরিয়া / কম্বোডিয়া। 
উত্তর : চিলি। 

৩. পাবলো নেরুদার বিখ্যাত কাব্য গ্রন্থটি হল - Twenty love poems and a song of Despair / Twenty two love poems and a song of Despair / Twenty four love poems and a song of Despair. 
উত্তর : Twenty love poems and a song of Despair

৪. কোন বছর পাবলো নেরুদা নোবেল পুরস্কার লাভ করেন ? ১৯৫১ / ১৯৪৩ / ১৯৫০ / ১৯৭১ 
উত্তর : ১৯৭১ খ্রিস্টাব্দে। 

৫. কোন বিষয়ে তিনি নোবেল পুরস্কার লাভ করেন ? সাহিত্য / রাজনৈতিক প্রতিবাদী রচনা / আন্তর্জাতিক শান্তি। 
উত্তর : সাহিত্য। 

৬. পাবলো নেরুদা কোন পুরস্কারটি লাভ করেননি ? নোবেল / আন্তর্জাতিক শান্তি / আন্তর্জাতিক সম্পর্ক।
উত্তর : আন্তর্জাতিক সম্পর্ক। 

৭. পাবলো নেরুদার প্রকৃত নাম - নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো / নেফতালি গঞ্জালভেস রেয়েস রিকার্দো / রিকার্দো নেফতালি বাসোয়ালতো নেরুদা। 
উত্তর : নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো। 

৮. পাবলো নেরুদা কবিতা লেখা শুরু করেন - শৈশবে / কৈশোরে / যৌবনে / বৃদ্ধাবস্থায়। 
উত্তর : শৈশবে। 

৯. তার সঙ্গে কবিতাটির উৎস - পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা / শক্তি চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা / ইস্তেহার। 
উত্তর : পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা। 

১০. '' সময়টা খুব ''..... - জটিল / কঠিন / প্রতিকূল / সুবিধার না। 
উত্তর : সুবিধার না। 

XI & XII অধ্যায়ভিত্তিক ও বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর। CLICK HERE.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।

১১. '' একে পার করতে হবে '' - কাকে ? পরস্পর পরস্পরকে / ছোট্ট দুটি হাতকে / পাথরের ফাটলকে / কঠিন সময়কে। 
উত্তর : কঠিন সময়কে। 

১২. '' তুমি তোমার ঐ ছোট্ট দুটি হাত '' ........ - আমার হাতে রাখো / আমার হাত ধরো / আমার হাতে দাও। 
উত্তর : আমার হাতে রাখো। 

১৩. '' খুব সমঝে একে পার করতে হবে '' সমঝে - কথার অর্থ - জেনে বুঝে / ভয়ে ভয়ে / আত্মবিশ্বাসের সঙ্গে / দুরন্তভাবে। 
উত্তর : জেনে - বুঝে। 
 
১৪. '' যার স্থান - অস্থানে বেঁচেবত্তে এসেছে '' - এরকম একটি অস্থান হল - যুদ্ধক্ষেত্র / কঠিন সময় / পাথর - ফাটল। 
উত্তর : পাথর - ফাটল। 

১৫. কবিতায় কোনটি নিতে বলা হয়নি ? ঝুড়ি / শাবল / জুতো ও কাপড় / খাবার - দাবার। 
উত্তর : খাবার - দাবার। 
 
১৬. কবিতার মূল বিষয় - বিদ্রোহ ও প্রেম / রাষ্ট্রবিরোধী প্রতিরোধ / ফ্যাসিবাদের বিরোধিতা / যুদ্ধ ও প্রতিবাদ।  
উত্তর : বিদ্রোহ ও প্রেম। 

১৭. ঝুড়ি নেওয়া হবে - কাঁকে / মাথায় / হাতে / কোমরে। 
উত্তর : কাঁকে। 

১৮. '' ঝুড়ি নাও , শাবল নাও '' - কথাগুলি কীসের রূপক হিসাবে ব্যবহৃত হয়েছে ? দৈনন্দিন জীবনযাত্রা / শ্রম / প্রতিবাদ। 
উত্তর : শ্রম। 

১৯. '' জুতো পরো , কাপড়চোপড় সঙ্গে নিয়ে নাও '' - কথাগুলি কীসের রূপক হিসাবে ব্যবহৃত হয়েছে ? দৈনন্দিন জীবনযাত্রা / শ্রম / পারস্পরিক সহযোগিতা। 
উত্তর : দৈনন্দিন জীবনযাত্রা। 

২০. '' এখন আমাদের একে অপরকে লাগবে '' - কেন ? কারনেশন ফুলের জন্য / মধু তালাশের জন্য / আগুন বানাবার জন্য / সবগুলি। 
উত্তর : আগুন বানাবার জন্য। 

২১. '' ধুয়ে মুছে আগুন বানাবার জন্য '' কী লাগবে ? তোমার হাত / তোমার ছোট্ট দুটি হাত / বিদ্রোহী মানসিকতা / আমাদের দুজনের হাত। 
উত্তর : আমাদের দুজনের হাত। 

২২. মাথা উঁচু করতে চাইছে - রাষ্ট্রশক্তি / পাথরের ফাটল / অনিশ্চিৎ সময় / সুবিধের -নয়- সময়। 
উত্তর : সুবিধের -নয়- সময়।

২৩. উদ্ধত সময়কে আমরা প্রতিহত করব - দুই হাত হাতে রেখে / চার হাত চার চোখে / দুই হাত দুই চোখে / পরস্পরের সানিধ্যে। 
উত্তর : চার হাত চার চোখে। 

২৪. কবিতাটি মূল কোন ভাষায় রচিত ? ইংরেজি / জার্মান / স্প্যানিশ / ল্যাটিন। 
উত্তর : স্প্যানিশ। 

২৫. মূল কবিতাটির নাম - Eon Cella / Con Cella / Con Ella / Econ Della 
উত্তর : Con Ella

২৬. কবিতাটি রচনার প্রেক্ষাপট - স্পেনের গৃহযুদ্ধ / ফরাসি বিপ্লব / রুশ - জার্মান যুদ্ধ / রাশিয়ার গৃহযুদ্ধ।
উত্তর : স্পেনের গৃহযুদ্ধ। 

২৭. কবিতার মূল গ্রন্থের নাম - Sovereign / Extraverginia / Extravagaria / Extrasovaria
উত্তর : Extravagaria

২৮. পাবলো নেরুদা-কে ‘বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি’ বলে কে আখ্যায়িত করেছেন? বার্নার্ড শ / গাবরিয়েল গার্সিয়া মার্কেজ / ফেদেরিকো লোরকা/ ম্যাক্সিম গোর্কি।  
উত্তর : গাবরিয়েল গার্সিয়া মার্কেজ। 

২৯. কথক কষ্টেসৃষ্টে - জয় করবেন / উঠে দাঁড়াবেন / পথ চলবেন / হাতে হাত রেখে চলবেন। 
উত্তর : উঠে দাঁড়াবেন। 

৩০. কারনেশন ফুল পাওয়া যায়- পোর্তুগালে / ভারতে / তিব্বতে / স্পেনে ।
উত্তর : পোর্তুগালে। 

XI & XII অধ্যায়ভিত্তিক ও বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর। CLICK HERE.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments

Class XII 3rd Semester Education : NEP 2020 MCQ 

উচ্চমাধ্যমিক : শিক্ষাবিজ্ঞান : জাতীয় শিক্ষানীতি ২০২০ MCQ 




এখানে উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান বিষয়ের জাতীয় শিক্ষানীতি ২০২০ অংশ থেকে সকল গুরুত্বপূর্ণ MCQ দেওয়া হল। শিক্ষার্থীরা প্রশ্নোত্তরগুলি অনুশীলন করলে অবশ্যই উপকৃত হবে।  

উচ্চমাধ্যমিক : শিক্ষাবিজ্ঞান : জাতীয় শিক্ষানীতি ২০২০ MCQ 


১. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী উচ্চশিক্ষার ক্ষেত্রে মূল্যায়ন পদ্ধতি হবে - গ্রেড প্রথা / CBCS / ইউনিট টেস্ট / সার্বিক মূল্যায়ন। 
উত্তর : CBCS 

২. জাতিও শিক্ষানীতি ২০২০ অনুযায়ী কোন শ্রেণি পর্যন্ত মাতৃভাষা হবে শিক্ষার মাধ্যম ? চতুর্থ শ্রেণী / পঞ্চম শ্রেণী / ষষ্ঠ শ্রেণী / অষ্টম শ্রেণি। 
উত্তর : অষ্টম শ্রেণি। 

৩. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোন প্রোগ্রাম চালু করা হবে ? মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম / বৃত্তি ও কারিগরি শিক্ষা / কম্পিটিটিভ প্রোগ্রাম / গবেষণা কোর্স। 
উত্তর : মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম। 

৪. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী কোন বছরের মধ্যে গ্রস এনরোলমেন্ট ১০০% করার লক্ষ্য অর্জন করতে হবে ? ২০৩০ / ২০৪০ / ২০২০ / ২০২৫ 
উত্তর : ২০৩০ 

৫. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী লাইব্রেরি ক্ষেত্রে কোন নতুন সুপারিশ করা হয় ? প্রয়োজনীয় পুস্তকের যোগান / প্রাচীন পুঁথি পুনরুদ্ধার / ফ্রি লাইব্রেরি / ডিজিটাল লাইব্রেরি। 
উত্তর : ডিজিটাল লাইব্রেরি। 

৬. জাতীয় শিক্ষানীতি ২০২০ - র সাংগঠনিক কাঠামোটি হল - ৩+৩+৫+৪ / ১০+২+৩ / ৫+৩+৩+৪ / ৩+৩+৫+২
উত্তর : ৫+৩+৩+৪ 

৭. জাতীয় শিক্ষানীতি ২০২০ তে উচ্চশিক্ষার জন্য কোন সংস্থা গঠন করার কথা বলা হয় ? HECL / UGC / AICTE / NCERT 
উত্তর : HECL

৮. জাতীয় শিক্ষানীতি ২০২০ তে কোন ধরণের পরীক্ষা ব্যবস্থা গ্রহণের কথা বলা হয় ? ইউনিট টেস্ট / বার্ষিক পরীক্ষা / সেমেস্টার পদ্ধতি / মাসিক পরীক্ষা। 
উত্তর : সেমেস্টার পদ্ধতি। 

৯. জাতীয় শিক্ষানীতি ২০২০ তে কত বছরের স্নাতক ডিগ্রি কোর্স চালু করার কথা বলা হয় ? ২ / ৩ / ৪ - বছর। 
উত্তর : ৪ বছর। 

১০. জাতীয় শিক্ষানীতি ২০২০ তে প্রাক প্রাথমিক শিক্ষা স্তরের জন্য কোন ধরণের শিক্ষা পরিকল্পনা গ্রহণের কথা বলা হয় ? খেলাভিত্তিক / গবেষণাভিত্তিক / প্রযুক্তিভিত্তিক / প্রকল্পভিত্তিক। 
উত্তর : খেলাভিত্তিক। 

১১. শৈশবকালীন শিক্ষার জন্য সম্পদের জাতীয় ভান্ডার হিসাবে কোন অ্যাপ তৈরী করা হয়েছে ? SIKSHA / DIKSHA / SURAKSHA / AKANKSHA 
উত্তর : DIKSHA       

১২. জাতীয় শিক্ষানীতি ২০২০ এর সভাপতি কে ছিলেন ? কে কস্তুরিরঙ্গন / টি এস আর সুব্রামনিয়াম / এস এ ডাঙ্গে / বিজয় কেলকার। 
উত্তর : কে কস্তুরিরঙ্গন। 

১৩. জাতীয় শিক্ষানীতি ২০২০ এর সুপারিশগুলি কবে ভারত সরকারের কাছে পেশ করা হয় ? ৩১শে মে ২০১৯ / ৩১শে মে ২০২০ / ৫ই সেপ্টেম্বর ২০১৯ / ২রা জানুয়ারি ২০২০ 
উত্তর : ৩১শে মে ২০১৯ 

১৪. কার সভাপতিত্বে ২০১৬ এর মে মাসে শিক্ষা সংক্রান্ত রিপোর্ট পেশ করা হয় ?  কে কস্তুরিরঙ্গন / টি এস আর সুব্রামনিয়াম / কস্তুরবা গান্ধী / টি রঙ্গরাজন। 
উত্তর : টি এস আর সুব্রামনিয়াম। 

১৫. কোনটি জাতীয় শিক্ষানীতি ২০২০ এর প্রস্তাব নয় ? পাঠক্রমের নমনীয়তা বৃদ্ধি / বইয়ের বোঝা কমানো / মুখস্থ করারপ্রবণতা হ্রাস করা / শ্রেণীকক্ষে অবাধ শৃঙ্খলা প্রদান। 
উত্তর : শ্রেণীকক্ষে অবাধ শৃঙ্খলা প্রদান।

XI & XII অধ্যায়ভিত্তিক ও বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর। CLICK HERE.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।


১৬. ভারত সরকার কবে জাতীয় শিক্ষানীতি অনুমোদন করে ? ৩১শে মার্চ ২০২০ / ২৯শে জুলাই ২০২০ / ৩১শে ডিসেম্বর ২০১৯ / ১৫ ই অগাস্ট ২০২০ 
উত্তর : ২৯শে জুলাই ২০২০ 

১৭. ২০১৭ সালের জুন মাসে National Education Policy র Draft এর উপর যে কমিটি তৈরী করা হয় তার চেয়ারম্যান / সভাপতি কে ছিলেন ? কে কস্তুরিরঙ্গন / টি এস আর সুব্রামনিয়াম / কস্তুরবা গান্ধী / টি রঙ্গরাজন। 
উত্তর : কে কস্তুরিরঙ্গন। 

১৮. টি এস আর সুব্রামনিয়াম কে ছিলেন ? মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ / বিজ্ঞানী / প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি / শিক্ষামনোবিদ। 
উত্তর : প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি

১৯. এঁদের মধ্যে কে পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত করেছিলেন ? কে কস্তুরিরঙ্গন / টি এস আর সুব্রামনিয়াম / টি রঙ্গরাজন।    
উত্তর : কে কস্তুরিরঙ্গন। 

২০. MHRD হল - মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক / শিক্ষা পরিকল্পনা / শিক্ষানীতি পরিকল্পনার জন্য নির্বাচিত কমিটি। 
উত্তর : মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। 

২১. কে জাতীয় শিক্ষানীতি ২০২০ এর সদস্য ছিলেন না ? টি রঙ্গরাজন / বসুধা কামত / কৃষ্ণমোহন ত্রিপাঠি / এম কে শ্রীধর। 
উত্তর : টি রঙ্গরাজন। 

২২. Holistic Education হল - সামগ্রিক শিক্ষা / অন্তর্ভুক্তিমূলক শিক্ষা / বিশ্ব মানের শিক্ষা / সকলের জন্য শিক্ষা। 
উত্তর : সামগ্রিক শিক্ষা। 

২৩. GER এর পুরো কথাটি হল - General Education Rate / Gross Enrollment Rate / Gross Enrollment Ratio 
উত্তর : Gross Enrollment Ratio 

২৪. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা হবে - ২ / ১০ / ৪ / ১২ বছরের। 
উত্তর : ৪ বছরের। 

২৫. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী কোন বছর বয়স থেকে শিশুরা বিদ্যালয়ে ভর্তির উপযুক্ত ? ৩ / ৪ / ৫ / ৬ 
উত্তর : ৩ বছর। 

২৬. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী মিড্ল স্তর কোনটি ? তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি / ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি / প্রথম থেকে চতুর্থ শ্রেণি। 
উত্তর : তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি। 

২৭. ফাউন্ডেশনাল কোর্সের প্রথম ৩ বছরের শিক্ষা প্রতিষ্ঠান হল - প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় / ক্রেস / অঙ্গনওয়াড়ি বা প্রি স্কুল / নিম্ন প্রাথমিক বিদ্যালয়। 
উত্তর : অঙ্গনওয়াড়ি বা প্রি স্কুল। 

২৮. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী প্রস্তুতি স্তর কোনটি ? প্রথম ও দ্বিতীয় শ্রেণী / তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি / ফাউন্ডেশনাল কোর্সের প্রথম ৩ বছর। 
উত্তর : তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি। 

২৯. NCFSE তৈরী করবে - NCERT / SCERT / AICTE / DIKSHA 
উত্তর : NCERT 

৩০. জাতীয় স্তরে পাঠ্যবই তৈরী করে - NCERT / SCERT / DIKSHA / PTTE 
উত্তর : NCERT 

৩১. রাজ্য স্তরে পাঠ্যবই তৈরী করবে - AICTE / NCERT / CBSE / SCERT 
উত্তর : SCERT 

৩২. National Mission on foundational literacy and Numeracy - কী ? সাক্ষরতা মিশন / গাণিতিক দক্ষতা মিশন / উভয়ই / কোনোটিই নয়। 
উত্তর : উভয়ই। 

৩৩. DIKSHA হল একটি - ডিজিটাল পরিকাঠামো / প্রাথমিক শিক্ষার লক্ষ্য নির্ধারণ / শিক্ষা বিস্তারে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা পর্যালোচনা / সবগুলি। 
উত্তর : ডিজিটাল পরিকাঠামো। 

৩৪. সার্বিক শিক্ষা বিস্তারের জন্য জাতীয় শিক্ষানীতি ২০২০ তে কোনটি বলা হয়নি ? কাউন্সেলর বা প্রশিক্ষিত সমাজকর্মীদের বিদ্যালয়ের সঙ্গে যুক্ত করা / প্রথাগত শিক্ষার সঙ্গে প্রথা বহির্ভুত শিক্ষার সম্প্রসারণ / মুক্ত শিক্ষার সম্প্রসারণ / নৈশ বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি। 
উত্তর : নৈশ বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি। 

৩৫. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী ফাউন্ডেশনাল স্তরটি - ২ / ৩ / ৪ / ৫ - বছরের। 
উত্তর : ৫ বছরের। 

৩৬. Grade 6 থেকে Grade 8 পর্যন্ত প্রজেক্টের কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল - নৈতিক শিক্ষা / সামাজিক শিক্ষা / শিক্ষা ও সমাজ গঠন / এক ভারত শ্রেষ্ঠ ভারত। 
উত্তর : এক ভারত শ্রেষ্ঠ ভারত। 

৩৭. ISL হল - ভারতীয় সাংকেতিক ভাষা / ভারতীয় আন্তর্জাতিক মান / আন্তর্জাতিক মাধ্যমিক শিখন। 
উত্তর : ভারতীয় সাংকেতিক ভাষা। 

৩৮. GCED হল - বিশ্ব নাগরিকতার শিক্ষা / বৃত্তিমূলক শিক্ষা / উৎপাদনশীলতা বৃদ্ধির শিক্ষা। 
উত্তর : বিশ্ব নাগরিকতার শিক্ষা। 

৩৯. পেডাগগি হল - শিশু মনস্তত্ব / শিশু শিক্ষা / শিশুর অধিকার / খেলাভিত্তিক শিক্ষা। 
উত্তর : শিশু মনস্তত্ব। 

৪০. বিদ্যালয়ে অ্যাসেসমেন্ট হবে - প্রথম থেকে অষ্টম শ্রেণি / চতুর্থ থেকে অষ্টম শ্রেণি / তৃতীয় থেকে অষ্টম শ্রেণি / পঞ্চম থেকে অষ্টম শ্রেণি - পর্যন্ত। 
উত্তর : তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত। 

XI & XII অধ্যায়ভিত্তিক ও বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর। CLICK HERE.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।


৪১. বোর্ডের পরীক্ষায় জোর দেওয়া হবে - সামগ্রিক মূল্যায়ন অপেক্ষা নিয়মিত গঠনগত মূল্যায়নের উপর / নিয়মিত গঠনগত মূল্যায়ন অপেক্ষা সামগ্রিক মূল্যায়নের উপর। 
উত্তর : সামগ্রিক মূল্যায়ন অপেক্ষা নিয়মিত গঠনগত মূল্যায়নের উপর। 

৪২. PARAKH হল - শিক্ষার্থী সংক্রান্ত তথ্য কেন্দ্র / বিদ্যালয়ে পঠন পাঠনগত উন্নয়নমূলক সংস্থা / জাতীয় অ্যাসেসমেন্ট কেন্দ্র। 
উত্তর : জাতীয় অ্যাসেসমেন্ট কেন্দ্র। 

৪৩. TET হল - প্রত্যাশী শিক্ষকদের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা / সর্বোচ্চ কারিগরি শিক্ষার প্রবেশিকা পরীক্ষা / শিক্ষক প্রশিক্ষণ নিয়ন্ত্রক সংস্থা। 
উত্তর : প্রত্যাশী শিক্ষকদের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। 

৪৪. প্রত্যেক শিক্ষককে প্রতি বছর কমপক্ষে কত ঘন্টা Continuous Professional Development বা CPD - র সুযোগ দেওয়ার কথা বলা হয় ? ৪৮ / ৫০ / ৬০ / ১০০ - ঘন্টা। 
উত্তর : ৫০ ঘন্টা। 

৪৫. Integrated B.Ed ডিগ্রি - ১/ ২ / ৩ / ৪ - বছরের। 
উত্তর : ৪ বছরের। 

৪৬. NCFTE কোন বিষয়ে পাঠক্রম প্রস্তুত করবে ? প্রাথমিক শিক্ষা / উচ্চ শিক্ষা / কারিগরি শিক্ষা / শিক্ষক শিক্ষন। 
উত্তর : শিক্ষক শিক্ষন। 

৪৭. SEZ বা SEDG হল - অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পাঠক্রম / শিক্ষক প্রশিক্ষণের পাঠক্রম / বিশেষ শিক্ষা অঞ্চল / নারী শিক্ষার বিষয়টিকে অগ্রাধিকার প্রদান। 
উত্তর : বিশেষ শিক্ষা অঞ্চল। 

৪৮. কস্তুরবা গান্ধী বালিকা বিদ্দালয়গুলিকে কোন গ্রেড পর্যন্ত শক্তিশালী করার কথা বলা হয় ? গ্রেড ৫ / গ্রেড ১০ / গ্রেড ১২ / গ্রেড ৮ 
উত্তর : গ্রেড ১২ 

৪৯. SSSA এর কাজ হবে - সকলের জন্য শিক্ষা সুনিশ্চিৎ করা / সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলির ন্যূনতম মান পর্যালোচনা করা / স্কুলজোটগুলিকে সঠিক তত্ত্বাবধানের মাধ্যমে কার্যকরী করে তোলা। 
উত্তর : সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলির ন্যূনতম মান পর্যালোচনা করা। 

৫০. SQAAF হল - একটি শিক্ষা কর্মসূচি / একটি শিক্ষা টুল / শিক্ষার অধিকার আইন। 
উত্তর : একটি শিক্ষা টুল। 

৫১. SQAAF হল - আদর্শায়িত এবং সর্বোত্তম অনুশীলনের একটি সেট / অন্তর্ভুক্তিমূলক শিক্ষার্থীদের জন্য নির্মিত বিশেষ পাঠক্রম / শিক্ষক নির্মিত পরীক্ষা পদ্ধতি। 
উত্তর : আদর্শায়িত এবং সর্বোত্তম অনুশীলনের একটি সেট। 

৫২. MERU হল - বহুমুখী পাঠক্রম ভিত্তিক ও গবেষণাভিত্তিক (মাল্টিডিসিপ্লিনারি ) বিশ্ববিদ্যালয় / কারিগরি শিক্ষার সর্বোৎকৃষ্ট মানে পৌঁছনো / গবেষণা পরবর্তী স্তরে শিক্ষার সুযোগ। 
উত্তর :  বহুমুখী পাঠক্রম ভিত্তিক ও গবেষণাভিত্তিক (মাল্টিডিসিপ্লিনারি ) বিশ্ববিদ্যালয়। 

৫৩. বিশ্বের উন্নতমানের - ৫০ / ১০০ / ২০০ / ৩০০ - টি বিশ্ববিদ্যালয়কে ভারতে ক্যাম্পাস প্রতিষ্ঠার সুযোগ প্রদানের কথা বলা হয়। 
উত্তর : ১০০ টি। 

৫৪. MOOCs হল - মাল্টিডিসিপ্লিনারি বিশ্ববিদ্যালয় / অনলাইন শিখন মডেল / কারিগরি ও উচ্চ শিক্ষার অভিন্ন পাঠক্রম। 
উত্তর : অনলাইন শিখন মডেল। 

৫৫. NRF এর কাজ হবে - বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণার সংস্কৃতি জাগিয়ে তোলা / ভারতীয় সংস্কৃতিকে উচ্চ শিক্ষার প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া / গবেষণারত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা। 
উত্তর : বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণার সংস্কৃতি জাগিয়ে তোলা। 

৫৬. উচ্চশিক্ষা স্তরের শিক্ষা প্রতিষ্ঠাগুলির ফান্ডিং ও অর্থনৈতিক দিক দেখাশোনা করবে - NHERC / HEGC / GEC / UGC 
উত্তর : HEGC 

৫৭. বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ন্ত্রণকারী সংস্থাটি হল - NCTE / VCI / NCVET / AICTE
উত্তর : NCVET

৫৮. মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলির মান নির্ধারণ করে - UGC / NAAC / NCERT / NHERC 
উত্তর : NAAC 

৫৯. বর্তমানে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক (MHRD) এর নামকরণ হয়েছে - শিক্ষামন্ত্রক / উন্নয়ন মন্ত্রক / সমাজ কল্যাণ মন্ত্রক। 
উত্তর : শিক্ষামন্ত্রক। 

৬০. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী বয়স্ক শিক্ষার পাঠক্রম তৈরী করবে - NCERT / SCERT / AICTE / NHEQF 
উত্তর : NCERT

৬১. SEDG হল - মাধ্যমিক শিক্ষার প্রাতিষ্ঠানিক বিকাশ / বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী / সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থী। 
উত্তর : সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থী। 

৬২. Special Educator - রা কাদের শিক্ষা দেন ? সকল শিক্ষার্থীদের / বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের / বৃত্তি ও কারিগরি শিক্ষার্থীদের। 
উত্তর : বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের। 

৬৩. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী বিদ্যালয় শিক্ষা ও শিক্ষকদের চাকুরী সংক্রান্ত বিষয়গুলি দেখাশোনা করবে - Director of Secondary Education / Director of Education Commission / Director of School Education 
উত্তর : Director of School Education   

৬৪. ISL ব্যবহার করা হয় ? বৃত্তি ও কারিগরি শিক্ষার জন্য / আন্তর্জাতিক শিক্ষার জন্য / বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য। 
উত্তর : বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য। 

৬৫. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী Community Service চালু হবে কোন স্তর থেকে ? প্রাথমিক / মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক / উচ্চ শিক্ষা। 
উত্তর : মাধ্যমিক। 

৬৬. জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী কোন স্তর থেকে Vocational Training শুরু হবে ? ষষ্ঠ শ্রেণি / অষ্টম শ্রেণি / নবম শ্রেণি / একাদশ শ্রেণি। 
উত্তর : ষষ্ঠ শ্রেণি। 

৬৭. শিক্ষার গুণগত মান নিয়ন্ত্রণকারী সংস্থাটি হল - PARAKH / NCERT / AICTE / NSDC 
উত্তর : PARAKH 

৬৮. স্কুল পরবর্তী শিক্ষার উন্নয়নের জন্য কোন প্রতিষ্ঠান গঠনের কথা বলা হয় ? NSDC / PARAKH / NERU / MERU 
উত্তর : NSDC

৬৯. কোনটি জাতীয় শিক্ষানীতি ২০২০ এর সুপারিশ ? মাল্টিডিসিপ্লিনারি স্কুল / স্মার্ট স্কুল / কমন স্কুল / মাল্টিপারপাস স্কুল। 
উত্তর : স্মার্ট স্কুল। 

৭০. অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা হবে কোন স্তর পর্যন্ত ? চতুর্থ / অষ্টম / দশম / দ্বাদশ - শ্রেণি পর্যন্ত।
উত্তর : দ্বাদশ শ্রেণি পর্যন্ত।     

XI & XII অধ্যায়ভিত্তিক ও বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর। CLICK HERE.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।
Share
Tweet
Pin
Share
No comments
Newer Posts
Older Posts

Contact Form

Name

Email *

Message *

About me

Hellow viewers, myself Nandan Dutta reside at Maheshpur ,Malda, West Bengal, India.

My intent to make the website is to share my view and knowledge to the HS students. They can easily find projects, HS suggestion and many more here.


Categories

  • Career (2)
  • CLASS 11 (XI) (1)
  • Class XI 1st Semester (1)
  • CLASS XI 2nd Semester (16)
  • H.S. 3rd SEM (4)
  • H.S. EDUCATION (5)
  • H.S. HISTORY (1)
  • HS SOCIOLOGY (2)
  • HS SUGGESTION (1)
  • INDIAN HISTORY (30)
  • NCERT (1)
  • POLITY (61)
  • PROJECT (96)
  • Sociological Studies (79)
  • Teaching & Education (128)
  • TEST PAPERS SOLVE (11)
  • TEST PAPERS SOLVE 2020 (7)
  • WORLD HISTORY (53)
  • XI EDUCATION (7)
  • XI HISTORY (3)
  • XI POL SC (1)
  • XI SOCIOLOGY (1)
  • XII Bengali (1)
  • XII Sanskrit (1)

recent posts

Sponsor

Facebook

Blog Archive

  • July 2025 (3)
  • June 2025 (4)
  • May 2025 (23)
  • April 2025 (75)
  • March 2025 (32)
  • December 2024 (5)
  • November 2024 (70)
  • October 2024 (1)
  • September 2024 (1)
  • July 2024 (5)
  • June 2024 (3)
  • April 2024 (2)
  • March 2024 (3)
  • February 2024 (11)
  • January 2024 (1)
  • November 2023 (4)
  • October 2023 (8)
  • September 2023 (10)
  • April 2023 (9)
  • March 2023 (18)
  • February 2023 (2)
  • January 2023 (1)
  • December 2022 (3)
  • November 2022 (3)
  • October 2022 (4)
  • September 2022 (16)
  • August 2022 (3)
  • July 2022 (5)
  • June 2022 (5)
  • April 2022 (23)
  • March 2022 (10)
  • February 2022 (18)
  • January 2022 (30)
  • December 2021 (8)
  • November 2021 (12)
  • October 2021 (2)
  • September 2021 (5)
  • August 2021 (2)
  • July 2021 (2)
  • June 2021 (5)
  • May 2021 (1)
  • April 2021 (2)
  • November 2020 (1)
  • October 2020 (1)
  • August 2020 (2)
  • June 2020 (3)
  • May 2020 (1)
  • October 2019 (3)
  • September 2019 (5)
  • August 2019 (3)
  • June 2019 (3)
  • May 2019 (3)
  • April 2019 (1)
  • March 2019 (2)
  • February 2019 (3)
  • December 2018 (1)
  • November 2018 (3)
  • October 2018 (4)
  • August 2018 (1)

Total Pageviews

Report Abuse

About Me

subhankar dutta
View my complete profile

Sponsor

Pages

  • Home
  • Project
  • জাতীয় শিক্ষানীতি 1986 SAQ
  • EDU FINAL A 2020
  • Class XI ( Class 11 ) Sociology chapter wise MCQ &...
  • Class 12 (H.S.) History Chapter Wise MCQ & SAQ
  • Class 11 (XI) Sociology 1st chapter MCQ & SAQ
  • H.S. Sociology notes .
  • H.S. Sociology 1st chapter MCQ & SAQ ( only reduce...
  • H.S. Education 10th chapter SAQ & MCQ
  • H.S. Education 10th chapter MCQ & SAQ
  • CLASS 12 SOCIOLOGY 4TH CHAPTER SAQ WITH ANSWER

Pages

  • About Me
  • Contact
  • Privacy Policy
  • Disclaimer

Created with by ThemeXpose | Distributed by Blogger Templates