Class 11 Bengali 1st Semester Puimacha MCQ
পুঁইমাচা MCQ :-
পুঁইমাচা MCQ :-
১. সহায়হরি চাটুজ্যে স্ত্রীর কাছ থেকে বাটি বা ঘটি কিছু একটা চেয়েছিলেন - পিঠে খাওয়ার জন্য / ভালো রস আনার জন্য / মেটে আলু কেটে রাখার জন্য / চিংড়ি মাছ রাখার জন্য।
উত্তর : ভালো রস আনার জন্য।
২. কার গাছ কাটা হয়েছে ? কালীময় / বিষ্ণু সরকার / তারক খুড়ো / শ্রীমন্ত মজুমদার।
উত্তর : তারক খুড়ো।
৩. সহায়হরি এবং তার পরিবারকে একঘরে করার কথা কোথায় হয়েছে ? চন্ডীমন্ডপে / দূর্গামন্ডপে / কালীমন্ডপে / বটতলায়।
উত্তর : চন্ডীমন্ডপে।
৪. সহায়হরি বাড়ি থেকে নিজেই একটি - পিতলের / তামার / কাঁসার / স্টিলের - বাটি নিয়ে বের হয়ে যান।
উত্তর : কাঁসার।
৫. বড় মেয়ে সঙ্গে সম্পর্কিত নয় কোনটি ? ভোজনরসিক / খুব লম্বা / গোলগাল চেহারা / মায়ের মত চেহারা।
উত্তর : মায়ের মত চেহারা।
৬. খেন্তি চিংড়ি মাছ কিনেছিল - গয়া বুড়ি / বাগদি বুড়ি / ঠাম্মা বুড়ি / দিদা বুড়ি - র কাছ থেকে।
উত্তর : গয়া বুড়ি।
৭. যে বুড়ির কাছ থেকে খেন্তি চিংড়ি মাছ কিনেছিল তাঁকে কী বলে সম্বোধন করেছিল ? পিসি / মাসি / ঠাম্মি / দিদা।
উত্তর : পিসি।
৮. খেন্তির জন্য ঠিক করা পাত্র গ্রামের - পত্রকার / সূত্রকার / তন্তুকার / কুম্ভকার - বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খেয়েছিল।
উত্তর : কুম্ভকার।
৯. সহায়হরির বড় মেয়ের নাম - খেন্তি / পুঁটি / রাধী / হৈমন্তী।
উত্তর : খেন্তি।
১০. কে সহায়হরির মেয়ে নয় ? খেন্তি / পুঁটি / রাধী / হৈমন্তী।
উত্তর : হৈমন্তী।
১১. মুখুয্যে বাড়ির ছোট খুকির নাম - হৈমন্তী / দময়ন্তী / দূর্গা / ভগবতী।
উত্তর : দূর্গা।
১২. বরজপোতার বনের মধ্যে থেকে সহায়হরি ঘাড়ে করে এনেছিলেন - মাচালু / শাঁখালু / ওলকচু / মেটে আলু।
উত্তর : মেটে আলু।
১৩. '' মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি ...... '' - আপদ কে ? কালীময় / সহায়হরি / অন্নপূর্ণা / খেন্তি।
উত্তর : অন্নপূর্ণা।
১৪. '' যার মধ্যে দিনে দুপুরে বাঘ লুকিয়ে থাকে '' - কোথায় ? বরজপোতার জঙ্গলে / বটতলায় / চন্ডিমন্ডপে / বাঁশঝাড়ে।
উত্তর : বরজপোতার জঙ্গলে।
১৫. ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত হল - মেটে আলু / পুঁই শাক / পুঁইয়ের চারা / নারকেল মালখানা।
উত্তর : পুঁইয়ের চারা।
১৬. পুঁইয়ের চারা পুঁততে হয় - গ্রীষ্মকালে / বর্ষাকালে / শীতকালে / বসন্তকালে।
উত্তর : বর্ষাকালে।
১৭. খেন্তির বর্তমান জামাটি সহায়হরি কিনেছিলেন - হরিহরপুরের - রাসের মেলা / চৈত্র মেলা / হাঁড়ি মেলা / রামনবমীর মেলা - থেকে।
উত্তর : রাসের মেলা।
১৮. সহায়হরি খেন্তির জামাটি কিনেছিলেন - দেড় টাকা / আড়াই টাকা / সাড়ে চার টাকা / সাড়ে দশ টাকা - য়।
উত্তর : আড়াই টাকা।
১৯. কলার পাত পেড়ে একথালা নারকেল কুড়ছে - অন্নপূর্ণা / দূর্গা / খেন্তি / রাধী।
উত্তর : খেন্তি।
২০. সহায়হরির ছোট মেয়ের নাম - খেন্তি / পুঁটি / রাধী / দূর্গা ।
উত্তর : রাধী।
২১. সহায়হরির মেজ মেয়ের নাম - খেন্তি / পুঁটি / রাধী / দূর্গা ।
উত্তর : পুঁটি।
২২. জ্যাঠাইমা এবং রাঙাদিদি কোন ব্রাহ্মণদের নেমন্তন্ন করেছিল ? সহায়হরি ও কালীময় / সুরেশ কাকা ও তিনুর বাবা / কালীময় ও বিষ্ণু সরকার - কে।
উত্তর : সুরেশ কাকা ও তিনুর বাবা।
২৩. ওরে , তোরা সব এক এক টুকরো পাতা পেতে বোস তো দেখি , গরম গরম দিই। - কী দেওয়ার কথা বলা হয়েছে ? ভাত / পিঠে / পুঁইচচ্চড়ি / চিংড়ি ভাজা।
উত্তর : পিঠে।
২৪. '' সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। '' কে ? খেন্তি / পুঁটি / রাধী / অন্নপূর্ণা ।
উত্তর : পুঁটি।
২৫. খেন্তি পিঠে খেয়েছে - দশ বারো খানা / চোদ্দ পনের খানা / আঠারো উনিশ খানা / উনিশ কুড়ি খানা।
উত্তর : আঠারো - উনিশ।
২৬. '' ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন '' ভোজনপটু মেয়েটি কে ? খেন্তি / পুঁটি / রাধী / দূর্গা ।
উত্তর : খেন্তি।
২৭. খেন্তির বিবাহ হয়েছিল - বৈশাখ / শ্রাবন / চৈত্র / পৌষ - মাসে।
উত্তর : বৈশাখ মাসে।
২৮. পাত্রের বয়স - ত্রিশ / চল্লিশ / পঞ্চাশ - এর অধিক নয়।
উত্তর : চল্লিশ।
২৯. পালকি বাহকরা একবার পাল্কী থামিয়েছিল - বটতলায় / চন্ডীতলায় / আমলকিতলায় / জামতলায়।
উত্তর : আমলকীতলা।
৩০. '' ঐ কোণটা ছিঁড়ে একটুখানি '' - কীসের কোণ ? জামার / কাপড়ের / পুঁইশাকের / আমসত্বের।
উত্তর : আমসত্ত্ব।
৩১. খেন্তির শ্বশুরবাড়িতে সহায়হরির বাকি ছিল - দুশো / আড়াইশো / তিনশো / সাড়ে তিনশো - টাকা।
উত্তর : আড়াইশো টাকা।
৩২. খেন্তির কোন রোগ হয়েছিল ? ম্যালেরিয়া / কলেরা / বসন্ত / হৃদরোগ।
উত্তর : বসন্ত।
৩৩. খেন্তি কোন মাসে তাকে নিয়ে আসার জন্য বাবাকে বলেছিল ? বৈশাখ / আষাঢ় / শ্রাবন / চৈত্র।
উত্তর : আষাঢ়।
৩৪. গল্পের শেষে সহায়হরি কার সঙ্গে কথা বলছিলেন ? বিষ্ণু সরকার / অন্নপূর্ণা / কালীময় / খেন্তি।
উত্তর : বিষ্ণু সরকার।
৩৫. সহায়হরি ও বিষ্ণু সরকার বসেছিলেন - শীতলপাটি / তালপাতার চাটাই / মাদুর / কাঠের বেঞ্চি - র উপর।
উত্তর : তালপাতার চাটাই।
৩৬. '' দিদি বড় ভালোবাসত '' - কী ভালোবাসত ? পিঠে / চিংড়ি / মেটে আলু / আমসত্ত্ব।
উত্তর : পিঠে।
৩৭. গল্পের শেষে কোন পাখির উল্লেখ আছে ? কাঠঠোকরা / মাছরাঙা / বাবুই / গাংশালিক।
উত্তর : কাঠঠোকরা।
৩৮. গল্পের শেষে কোন প্রাণীর উল্লেখ আছে ? শিয়াল / ভালুক / কুকুর / বেড়াল।
উত্তর : শিয়াল।
৩৯. প্রথম পিঠেখানা কাকে উৎসর্গ করতে হবে ? বনবিবিকে / বরজপোতার জঙ্গলকে / সাঁড়া ষষ্ঠীকে / গ্রাম্য দেবদেবীকে।
উত্তর : সাঁড়া ষষ্ঠীকে।
৪০. গয়া - বুড়ির কাছে সহায়হরির বাকী ছিল - ২ টাকা / ২০ পয়সা / ২ পয়সা / আড়াই টাকা।
উত্তর : ২ পয়সা।
বিশেষ দ্রষ্টব্য :- উক্ত প্রশ্নগুলি অনুশীলন করার সঙ্গে সঙ্গে পাঠ্যবই খুঁটিয়ে পড়তে হবে। আরও অনেক প্রশ্ন হওয়া সম্ভব।