Pages

Powered by Blogger.

Pages

Pages

Pages

facebook twitter instagram pinterest bloglovin Email
Career CLASS 11 (XI) Class XI 1st Semester CLASS XI 2nd Semester H.S. 3rd SEM H.S. EDUCATION H.S. HISTORY HS SOCIOLOGY HS SUGGESTION INDIAN HISTORY NCERT POLITY PROJECT Sociological Studies Teaching & Education TEST PAPERS SOLVE TEST PAPERS SOLVE 2020 WORLD HISTORY XI EDUCATION XI HISTORY XI POL SC XI SOCIOLOGY XII Bengali XII Sanskrit

Pages

Nandan Dutta

School project and education news.

Pages

H.S. HISTORY 5th Chapter MCQ & SAQ 

উচ্চমাধ্যমিক ইতিহাস : পঞ্চম অধ্যায়। 

উচ্চমাধ্যমিক ইতিহাস : পঞ্চম অধ্যায় : গুরুত্বপূর্ণ MCQ & SAQ 

দ্বাদশ শ্রেণী ইতিহাস : পঞ্চম অধ্যায় MCQ & SAQ 

Class xii History 5th Chapter MCQ & SAQ 




উচ্চমাধ্যমিক ইতিহাস : পঞ্চম অধ্যায় : গুরুত্বপূর্ণ MCQ & SAQ 


উচ্চমাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ ও SAQ আলোচনা করা হল। প্রতিটি প্রশ্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় প্রতিটি পাঠ্য বই থেকে পৃষ্ঠা ধরে ধরে প্রশ্নগুলি সংযোজিত হয়েছে। এছাড়াও প্রতিটি টেস্ট পেপারস - এ প্রদত্ত প্রশ্নগুলিও সংযোজিত হয়েছে। যেসকল প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে , সেগুলি ছাড়াও কোনো নতুন প্রশ্ন পেলেই আপডেট করে দেওয়া হবে।   

ভারত শাসন আইন :- 

 
১. ভারতের প্রথম ভাইসরয় কে ? লর্ড ডালহৌসি / লর্ড ক্যানিং / লর্ড ওয়েলেসলি / লর্ড বেন্টিঙ্ক। 
উত্তর : লর্ড ক্যানিং। 

২. কোন আইন অনুযায়ী ' ভাইসরয় ' পদ তৈরী হয় ? মহারানীর ঘোষণাপত্র / ভারত শাসন আইন ১৮৫৮ / ভারত শাসন আইন ১৯৩৫ / ভারত শাসন আইন ১৯১৯ । 
উত্তর : ভারত শাসন আইন ১৮৫৮ ।  

৩. কোন পদটিকে পরিবর্তন করে ভাইসরয় পদ তৈরী করা হয় ? ভারত সচিব / গভর্নর / গভর্নর জেনারেল / ব্রিটিশ সম্রাট। 
উত্তর : গভর্নর জেনারেল। 

৪. ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন ? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় / সত্যেন্দ্রনাথ ঠাকুর / সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ / দ্বারকানাথ ঠাকুর। 
উত্তর : সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ। 

৫. ১৯০৯ খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিলেন ? লর্ড ক্যানিং / লর্ড মর্লে / লৰ্ড মিন্টো / লর্ড ওয়াভেল। 
উত্তর : লর্ড মিন্টো। 

৬. ১৯১৯ খ্রিস্টাব্দে মন্টেগু ছিলেন - ভারত সচিব / গভর্নর জেনারেল / গভর্নর / ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। 
উত্তর : ভারত সচিব। 

৭. কোন আইনের দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় ? মর্লে - মিন্টো শাসন সংস্কার ১৯০৯ / মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার ১৯১৯ / ১৯৩৫ এর ভারত শাসন আইন / ভারত শাসন আইন ১৮৫৮ খ্রিস্টাব্দ। 
উত্তর : ১৯৩৫ এর ভারত শাসন আইন। 

৮. কোন আইনের মাধ্যমে চেম্বার অব প্রিন্সেস গঠন করা হয় ? মর্লে - মিন্টো শাসন সংস্কার ১৯০৯ / মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার ১৯১৯ / ১৯৩৫ এর ভারত শাসন আইন / ভারত শাসন আইন ১৮৫৮ খ্রিস্টাব্দ। 
উত্তর :  মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার ১৯১৯  । 

৯. কোন আইনের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ? মর্লে - মিন্টো শাসন সংস্কার ১৯০৯ / মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার ১৯১৯ / ১৯৩৫ এর ভারত শাসন আইন / ভারত শাসন আইন ১৮৫৮ খ্রিস্টাব্দ। 
উত্তর : ভারত শাসন আইন ১৮৫৮ । 

১০. কোন আইনকে কাউন্সিল আইন (Council Act) বলা হয় ? মর্লে - মিন্টো শাসন সংস্কার ১৯০৯ / মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার ১৯১৯ / ১৯৩৫ এর ভারত শাসন আইন / ভারত শাসন আইন ১৮৫৮ খ্রিস্টাব্দ। 
উত্তর :  মর্লে - মিন্টো শাসন সংস্কার ১৯০৯ । 

১১. মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কারকে কে ' দাসত্বের পরিকল্পনা ' বলে অভিহিত করেন ? মহাত্মা গান্ধী / রবীন্দ্রনাথ ঠাকুর / অ্যানি বেসান্ত / উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 
উত্তর : অ্যানি বেসান্ত। 

১২. কোন আইন অনুসারে ভারত থেকে ব্রহ্মদেশকে পৃথক করা হয় ?  মর্লে - মিন্টো শাসন সংস্কার ১৯০৯ / মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার ১৯১৯ / ১৯৩৫ এর ভারত শাসন আইন / ভারত শাসন আইন ১৮৫৮ খ্রিস্টাব্দ। 
উত্তর : ১৯৩৫ এর ভারত শাসন আইন। 

১৩. মর্লে - মিন্টো শাসন সংস্কার আইন কবে প্রবর্তিত হয় ? ১৯০৯ খ্রিস্টাব্দে / ১৯১৯ খ্রিস্টাব্দে / ১৯৩৫ খ্রিস্টাব্দে / ১৯৪২ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯০৯ খ্রিস্টাব্দে। 

১৪. মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার আইন কবে প্রবর্তিত হয় ? ১৯০৯ খ্রিস্টাব্দে / ১৯১৯ খ্রিস্টাব্দে / ১৯৩৫ খ্রিস্টাব্দে / ১৯৪২ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯১৯ খ্রিস্টাব্দে।  

১৫. সর্বপ্রথম ভারত শাসন আইন কবে প্রণীত হয় ? ১৮৫৭ খ্রিস্টাব্দে / ১৮৫৮ খ্রিস্টাব্দে / ১৮৩৫ খ্রিস্টাব্দে / ১৭৭২ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৮৫৮ খ্রিস্টাব্দে। 

১৬. কে ভারত শাসন আইনগুলির মাধ্যমে ভারতীয়দের অধিকার প্রদানের বিষয়টিকে 'ধাপ্পাবাজি ' বলে অভিহিত করেছেন ? ডক্টর সুমিত সরকার / ইরফান হাবিব / বিপানচন্দ্র / সতীশচন্দ্র। 
উত্তর : বিপানচন্দ্র। 

১৭. লর্ড মর্লে কে ছিলেন ? ভারত সচিব / ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী / গভর্নর জেনারেল / ব্রিটিশ ক্যাবিনেট সেক্রেটারি। 
উত্তর : ভারত সচিব। 

১৮. লর্ড মিন্টো কে ছিলেন ?   বড়লাট বা ভাইসরয় / ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী / ভারত সচিব  / ব্রিটিশ ক্যাবিনেট সেক্রেটারি। 
উত্তর : বড়লাট বা ভাইসরয়। 

১৯. কে লর্ড সিন্হা নামে পরিচিত ছিলেন ? দীপেন্দ্র সিনহা / কিশোরী সিন্হা / রামলাল সিন্হা / সত্যেন্দ্রপ্রসন্ন সিন্হা। 
উত্তর : সত্যেন্দ্রপ্রসন্ন সিন্হা। 

২০. মর্লে - মিন্টো শাসন সংস্কার অনুসারে বাংলার কার্যনির্বাহক পরিষদে কাকে নিয়োগ করা হয় ? সত্যেন্দ্রপ্রসন্ন সিন্হা / রাজা কিশোরীলাল গোস্বামী / প্যারীচাঁদ ঠাকুর / দেবেন্দ্রনাথ ঠাকুর। 
উত্তর : রাজা কিশোরীলাল গোস্বামী। 

২১. কে  মর্লে - মিন্টো শাসন সংস্কারকে ' পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রথম সরকারি উদ্যোগ ' বলে অভিহিত করেছেন ? মহাত্মা গান্ধী / পার্সিভ্যাল স্পিয়ার / যদুনাথ সরকার / ভিনসেন্ট স্মিথ। 
উত্তর : পার্সিভ্যাল স্পিয়ার। 

২২. লখ্নৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? ১৯০৭ খ্রিস্টাব্দে / ১৯১৫ খ্রিস্টাব্দে / ১৯১৬ খ্রিস্টাব্দে / ১৯২১ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯১৬ খ্রিস্টাব্দে। 

২৩. কাদের মধ্যে লখ্নৌ চুক্তি স্বাক্ষরিত হয় ? নরমপন্থী ও চরম্পন্থীদের মধ্যে / কংগ্রেস ও ব্রিটিশ সরকারের মধ্যে / গান্ধী ও মুসলিম লীগের মধ্যে / কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। 
উত্তর : কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। 

২৪. হোমরুল আন্দোলনের জনক কে ? গান্ধী ও নেহেরু / চিত্তরঞ্জন দাস / চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু / তিলক ও শ্রীমতি ব্যাসান্ত। 
উত্তর : তিলক ও শ্রীমতি ব্যাসান্ত। 

২৫. মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার অনুসারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষের নাম হয় - পার্লামেন্ট / কেন্দ্রীয় আইনসভা / রাষ্ট্রীয় পরিষদ / লোকসভা। 
উত্তর : রাষ্ট্রীয় পরিষদ। 

২৬. মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার অনুসারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নিম্নকক্ষের নাম হয় - পার্লামেন্ট / কেন্দ্রীয় আইনসভা / রাষ্ট্রীয় পরিষদ / লোকসভা। 
উত্তর : কেন্দ্রীয় আইনসভা।  

২৭. মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার অনুসারে প্রদেশের ক্ষেত্রে - এককক্ষবিশিষ্ট / দ্বি কক্ষ বিশিষ্ট / বহু কক্ষ বিশিষ্ট - আইনসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। 
উত্তর : এক কক্ষ বিশিষ্ট। 

২৮. মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার আইনকে কারা ' তুচ্ছ , বিরক্তিকর ও নৈরাশ্যজনক ' বলে অভিহিত করেন ? কমিউনিস্ট পার্টি / জাতীয় কংগ্রেস / মুসলিম লীগ / স্বরাজ্য দল। 
উত্তর : জাতীয় কংগ্রেস ( বোম্বাই অধিবেশনে ) । 

২৯. পুণা চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? ১৯৩২ খ্রিস্টাব্দে / ১৯১৬ খ্রিস্টাব্দে / ১৯২৪ খ্রিস্টাব্দে / ১৯৪২ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯৩২ খ্রিস্টাব্দে।        

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।

রাওলাট আইন :- 

১. রাওলাট কমিশনের অপর নাম - সিডিশন কমিশন / ইন্ডিয়ান কমিশন / সাইমন কমিশন / ইন্ডিয়ান কনস্টিটিউশন কমিশন। 
উত্তর : সিডিশন কমিশন। 

২. '' উকিল নেহি , দলিল নেহি , আপিল নেহি '' - রাওলাট আইন সম্পর্কে এই উক্তি কে করেছিলেন ? জওহরলাল নেহেরু / মতিলাল নেহেরু / মহাত্মা গান্ধী / সরোজিনী নাইডু। 
উত্তর : মহাত্মা গান্ধী। 

৩. কত খ্রিস্টাব্দে রাওলাট আইন গৃহীত হয় ? ১৯০৯ খ্রিস্টাব্দে / ১৯১৯ খ্রিস্টাব্দে / ১৯৩৫ খ্রিস্টাব্দে / ১৯৪২ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯১৯ খ্রিস্টাব্দে। 

৪. রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজি কবে সারা দেশে ধর্মঘটের ডাক দেন ? ১৯১৯ এর ৬ ই এপ্রিল / ১৯১৯ এর ৬ ই মার্চ / ১৯১৯ এর ১৬ ই এপ্রিল / ১৯১৯ এর ১৬ ই মার্চ। 
উত্তর : ১৯১৯ এর ৬ ই এপ্রিল। 

৫. রাওলাট সত্যাগ্রহ চলাকালীন কবে গান্ধীজিকে গ্রেপ্তার করা হয় ? ১৯১৯ এর ১০ ই মার্চ / ১৯১৯ এর ১০ ই এপ্রিল / ১৯১৯ এর ২ এপ্রিল / ১৯১৯ এর ১৬ ই অক্টোবর। 
উত্তর : ১৯১৯ এর ১০ ই এপ্রিল। 

৬. গান্ধীজি কবে রাওলাট সত্যাগ্রহ প্রত্যাহার করে নেন ? জুন ১৯১৯ খ্রিস্টাব্দ / জুলাই ১৯১৯ খ্রিস্টাব্দ / আগস্ট ১৯১৯ খ্রিস্টাব্দ / মার্চ ১৯১৯ খ্রিস্টাব্দ। 
উত্তর : জুলাই ১৯১৯ খ্রিস্টাব্দে।     

৭. রাওলাট আইনের বিরোধিতা করায় কাকে অমৃতসর থেকে গ্রেপ্তার করা হয় ? মহাত্মা গান্ধী / সইফুদ্দিন কিচলু / এস এ ডাঙ্গে / বাল গঙ্গাধর তিলক। 
উত্তর : সইফুদ্দিন কিচলু। 

৮. স্যার সিডনি রাওলাট কে ছিলেন ? ভারত সচিব / ব্রিটিশ ক্যাবিনেট সেক্রেটারি / ইংল্যান্ডের বিচারপতি / ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 
উত্তর : ইংল্যান্ডের বিচারপতি। 

৯. কোন পত্রিকা রাওলাট আইনকে ' এক ভয়াবহ ভ্রান্তি ' বলে উল্লেখ করেছেন ? আনন্দবাজার পত্রিকা / অমৃতবাজার পত্রিকা / হিন্দুস্থান টাইমস / স্বরাজ পত্রিকা। 
উত্তর : অমৃতবাজার পত্রিকা। 

১০.  সত্যাগ্রহ সভা কবে প্রতিষ্ঠিত হয় ? ১৯১৯ এর ৬ ই এপ্রিল / ১৯১৯ এর ১৯ এপ্রিল / ১৯১৯ কে ২৪ ফেব্রুয়ারি / ১৯১৯ এর ২০ এপ্রিল। 
উত্তর :১৯১৯ এর ২৪ এপ্রিল। 

১১. সত্যাগ্রহ সভার সভাপতি কে ছিলেন ? মহাত্মা গান্ধী / সাইফুদ্দিন কিচলু / বাল গঙ্গাধর তিলক / লালা লাজপত রায়। 
উত্তর : মহাত্মা গান্ধী।    

১২. সত্যাগ্রহ সভা কেন প্রতিষ্ঠিত হয় ? রাওলাট আইনের প্রতিবাদে / জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে / মিরাট ষড়যন্ত্র মামলার প্রতিবাদে / ভারত শাসন আইনের প্রতিবাদে।
উত্তর : রাওলাট আইনের প্রতিবাদে।  

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।


জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড :-  


১. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কবে সংঘঠিত হয় ? ১৯১৯ এর ১৯ এপ্রিল / ১৯১৯ এর ১৩ ই মার্চ / ১৯১৯ এর ১৩ ই এপ্রিল / ১৯১৯ এর ২০ এপ্রিল। 
উত্তর : ১৯১৯ এর ১৩ ই এপ্রিল। 

২. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের তদন্তের জন্য কোন কমিটি গঠিত হয় ? সিডিশন কমিটি / হান্টার কমিটি / রাওলাট কমিটি / মন্টেগু - চেমসফোর্ড কমিটি। 
উত্তর : হান্টার কমিটি। 

৩. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে কে কাইজার - ই - হিন্দ উপাধি ত্যাগ করেন ? সুভাষচন্দ্র বসু / মহাত্মা গান্ধী / রবীন্দ্রনাথ ঠাকুর / মহম্মদ আলি জিন্না। 
উত্তর : মহাত্মা গান্ধী। 

৪. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে কে নাইটহুড উপাধি ত্যাগ করেন ? সুভাষচন্দ্র বসু / মহাত্মা গান্ধী / রবীন্দ্রনাথ ঠাকুর / মহম্মদ আলি জিন্না। 
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর। 

৫. অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে কে গুলি চালনার নির্দেশ প্রদান করেছিলেন ? জেনারেল ও 'ডায়ার / চেমসফোর্ড / উইলিয়াম হান্টার / কিংসফোর্ড। 
উত্তর : জেনারেল ও ' ডায়ার। 

৬. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের সময় পাঞ্জাবের সামরিক প্রশাসক কে ছিলেন ?   জেনারেল ও 'ডায়ার / চেমসফোর্ড / উইলিয়াম হান্টার / কিংসফোর্ড। 
উত্তর : জেনারেল ও ' ডায়ার। 

৭. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডকে কে কসাইখানার গণহত্যার সঙ্গে তুলনা করেন ? জোসেফ ব্রামলি / চক্রবর্তী রাজা গোপালাচারী / মুসা স্টোন / সি এফ অ্যান্ড্রুজ। 
উত্তর :  সি এফ অ্যান্ড্রুজ। 

৮. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডে কতজন নিহত হন ? ১০০০ এর বেশি / ১২০০ এর বেশি / ৩৭৯ জন / ৩৯৭ জন। 
উত্তর : ৩৭৯ জন। 

৯. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড প্রসঙ্গে কে বলেছিলেন - '' এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব ,একে অবশ্যই ধ্বংস করতে হবে। '' ? রবীন্দ্রনাথ ঠাকুর / মহাত্মা গান্ধী / বাল গঙ্গাধর তিলক / অরবিন্দ ঘোষ। 
উত্তর : মহাত্মা গান্ধী। 

১০. কোন পত্রিকায় গান্ধীজি বলেছিলেন -  '' এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব ,একে অবশ্যই ধ্বংস করতে হবে। '' ? ইন্ডিয়া টুডে / হরিজন / ইয়ং ইন্ডিয়া / টাইমস। 
উত্তর : ইয়ং ইন্ডিয়া। 

১১. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ? উইনস্টন চার্চিল / রুজভেল্ট / ম্যাকডোনাল্ড / জর্জ ওয়াসিংটন। 
উত্তর : উইনস্টন চার্চিল।  

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।


মিরাট ষড়যন্ত্র মামলা :- 

১. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি ? AITUC / CITU / মাদ্রাজ লেবার ইউনিয়ন / ভারতের কমিউনিস্ট পার্টি। 
উত্তর : মাদ্রাজ লেবার ইউনিয়ন। 

২. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC কবে স্থাপিত হয় ? ১৯২০ / ১৯২৫ / ১৯১৯ / ১৯৩২ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯২০ খ্রিস্টাব্দে। 

৩. কোন রাজনৈতিক দলকে দ্বিজ বলা হয় ? জাতীয় কংগ্রেস / কমিউনিস্ট পার্টি / সমাজবাদী পার্টি / স্বরাজ্য দল। 
উত্তর : কমিউনিস্ট পার্টি। 

৪. ভারতের বাইরে ভারতের কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয় ? ১৯২০ / ১৯২৫ / ১৯২১ / ১৯২৩ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯২০ খ্রিস্টাব্দে। 

৫. ভারতের বাইরে ভারতের কমিউনিস্ট পার্টি কোথায় স্থাপিত হয় ? রাশিয়ার তাসখন্দ / রেঙ্গুন / সিঙ্গাপুর / মায়ানমার। 
উত্তর : রাশিয়ার তাসখন্দ। 

৬. ভারতে কবে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় ? ১৯২০ এর ২৬ ডিসেম্বর / ১৯২৩ এর ২৬ ডিসেম্বর / ১৯১৬ এর ২৬ ডিসেম্বর / ১৯২৫ এর ২৬ ডিসেম্বর। 
উত্তর : ১৯২৫ এর ২৬ ডিসেম্বর। 

৭. ভারতের কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্টিত হয় ? নাগপুর / কানপুর / কলকাতা / বোম্বাই। 
উত্তর : কানপুর। 

৮. কমিউনিস্ট পার্টির আদর্শ ছিল - পুঁজিবাদ / সাম্রাজ্যবাদ / সাম্যবাদ / সাম্যবাদ ও সমাজবাদ। 
উত্তর : সাম্যবাদ ও সমাজবাদ। 

৯. মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয় ? ১৯৩৩ / ১৯৩১ / ১৯২৯ / ১৯২৫ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯২৯ খ্রিস্টাব্দে। 

১০. শ্রমিক অসন্তোষ ও ক্ষোভ প্রশমনের উদ্দেশ্যে সরকার কোন কমিশন নিয়োগ করে ? সিডিশন কমিশন / রাওলাট কমিশন / ট্রেড ইউনিয়ন কমিশন / হুইটলি কমিশন। 
উত্তর : হুইটলি কমিশন। 

১১. বড়লাট আরউইন কোন দুটি শ্রমিক স্বার্থ বিরোধী আইন প্রবর্তন করেন ? শিল্পবিরোধ বিল ও জননিরাপত্তা বিল / কারখানা আইন ও শ্রমিক সুরক্ষা আইন / ধর্মঘট বিরোধী আইন ও কারখানা আইন। 
উত্তর :  শিল্পবিরোধ বিল ও জননিরাপত্তা বিল। 

১২. কোন আইনের দ্বারা শ্রমিকদের ধর্মঘট বেআইনি বলে ঘোষিত হয় ? জননিরাপত্তা বিল / কারখানা আইন / ধর্মঘট বিরোধী আইন / শিল্পবিরোধ বিল। 
উত্তর : শিল্পবিরোধ বিল। 

১৩. মিরাট ষড়যন্ত্র মামলায় মোট কতজনকে অভিযুক্ত করা হয় ? ২৯ জন / ৩৩ জন / ৩২ জন / ৩৯ জন। 
উত্তর : ৩৩ জন। 

১৪. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কজন ব্রিটিশ নাগরিক ছিলেন ? ৩ জন / ৩৩ জন / ৩০ জন / ২৯ জন। 
উত্তর : ৩ জন। 

১৫. এঁদের মধ্যে কোন ব্রিটিশ নাগরিক মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন না ? এডওয়ার্ড রাইট / ফিলিপ স্প্র্যাট / বেঞ্জামিন ফ্রান্সিস ব্র্যাডলি / লেস্টার হাচিনসন। 
উত্তর : এডওয়ার্ড রাইট। 

১৬. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কমিউনিস্ট নেতাদের পক্ষে সওয়াল করেন - চিত্তরঞ্জন দাস / এস আইয়ার / ডি বি যোশি / জওহরলাল নেহেরু ও এম সি চাগলার। 
উত্তর : জওহরলাল নেহেরু ও এম সি চাগলার।   

১৭. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কমিউনিস্ট নেতাদের গান্ধীজি সমর্থন করেছিলেন / করেন নি। 
উত্তর : সমর্থন করেছিলেন। 

১৮. মিরাট ষড়যন্ত্র মামলায় কোন দলকে সরকার নিষিদ্ধ বলে ঘোষণা করে ? জাতীয় কংগ্রেস / কমিউনিস্ট পার্টি / নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস / স্বরাজ্য দল। 
উত্তর : কমিউনিস্ট পার্টি। 

১৯. Socialist পত্রিকার সম্পাদক ছিলেন - কাজী নজরুল ইসলাম / মুজাফ্ফর আহমেদ / পি সি যোশি / এস এ ডাঙ্গে। 
উত্তর : এস এ ডাঙ্গে। 

২০. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন মাদ্রাজ লেবার ইউনিয়ন কবে স্থাপিত হয় ? ১৯১৮ / ১৯১৯ / ১৯২১ / ১৯২০ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯১৮ খ্রিস্টাব্দে। 

২১. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন মাদ্রাজ লেবার ইউনিয়ন কে প্রতিষ্ঠা করেন ? মহাত্মা গান্ধী / বালগঙ্গাধর তিলক / মুজাফ্ফর আহমেদ / বি পি ওয়াদিয়া ও ভি কে মুদালিয়ার। 
উত্তর : বি পি ওয়াদিয়া ও ভি কে মুদালিয়ার। 

২২. কবে ব্রিটিশ সরকার কমিউনিস্ট পার্টি ও তার সকল শাখা সংগঠনকে নিষিদ্ধ করে ? ১৯২৯ / ১৯৩২ / ১৯৩৩ / ১৯৩৪ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯৩৪ খ্রিস্টাব্দে। 

২৩. AITUC - র প্রথম সভাপতি কে ছিলেন ?  বাল গঙ্গাধর তিলক / লালা লাজপৎ রায় / দেওয়ান চমন লাল / বিপিন চন্দ্র পাল। 
উত্তর : বাল গঙ্গাধর তিলক। 

২৪. AITUC - র প্রথম সম্পাদক কে ছিলেন ?  বাল গঙ্গাধর তিলক / লালা লাজপৎ রায় / দেওয়ান চমন লাল / বিপিন চন্দ্র পাল। 
উত্তর : দেওয়ান চমনলাল। 

২৫. কবে ব্রিটিশ সরকার হুইটলি কমিশন নিয়োগ করে ? ১৯২৯ / ১৯৩০ / ১৯৩২ / ১৯৩৪ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯২৯ খ্রিস্টাব্দে।   

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।

বিভাজন ও শাসন নীতি এবং সাম্প্রদায়িকতার প্রসার  :- 

১. ভারতে সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কার্যকর করেন কে ? ওয়ারেন হেস্টিংস / জন লরেন্স / ডালহৌসি / কর্নওয়ালিস। 
উত্তর : জন লরেন্স। 

২. কোথায় সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কার্যকর করা হয় ? বাংলার সেনাবাহিনীতে / পাঞ্জাবের সেনাবাহিনীতে / বঙ্গভঙ্গের সময়কালে / দেশবিভাগের সময়কালে। 
উত্তর : পাঞ্জাবের সেনাবাহিনীতে। 

৩. অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন ? লর্ড কার্জন / বি আর আম্বেদকর / স্যার সৈয়দ আহমেদ / থিওডোর বেক। 
উত্তর : স্যার সৈয়দ আহমেদ। 

৪. কবে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয় ? ১৯৭৫ / ১৮৭৫ / ১৯৮৫ / ১৮৮৫ - খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৮৭৫ খ্রিস্টাব্দে। 

৫. অনগ্রসর শ্রেণির অধিকারের আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন ? বি আর আম্বেদকর / গান্ধীজি / সর্দার বল্লভ ভাই প্যাটেল / মোতিলাল নেহেরু। 
উত্তর : বি আর আম্বেদকর। 

৬. কোন আইন অনুসারে ভারতে সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের নীতি চালু হয় ? পিটের ভারত শাসন আইন / মহারানীর ঘোষণাপত্র / লর্ড ক্রসের আইন / মর্লে - মিন্টো শাসন সংস্কার। 
উত্তর : লর্ড ক্রসের আইন ১৮৯২। 

৭. কে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করেন ? লর্ড কার্জন / লর্ড ডালহৌসি / উইনস্টন চার্চিল / জেনারেল ডায়ার। 
উত্তর : লর্ড কার্জন। 

৮. কোন দিন বঙ্গভঙ্গের দিন স্থির করা হয় ? ১৯০৫ এর ১৬ ই অক্টোবর / ১৯১৯ এর ১৩ ই এপ্রিল / ১৯০৫ এর ২১ শে মার্চ / ১৯২১ এর ৬ ই অক্টোবর। 
উত্তর : ১৯০৫ এর ১৬ ই অক্টোবর। 

৯. কার নেতৃত্বে সিমলা ডেপুটেশন সংগঠিত হয় ? চৌধুরী রহমত আলি / নবাব সেলিমউল্লাহ / সৈয়দ আহমেদ / আগা খাঁ। 
উত্তর : আগা খাঁ। 

১০. কোন দিন সিমলা ডেপুটেশন অনুষ্ঠিত হয় ? ১ অক্টোবর ১৯০৫ / ১ অক্টোবর ১৯০৬ / ১ অক্টোবর ১৯১৬ / ১ নভেম্বর ১৯০৬। 
উত্তর : ১ অক্টোবর ১৯০৬ খ্রিস্টাব্দ। 

১১. সিমলা ডেপুটেশন সংগঠিত হয় কোন বড়লাটের নিকট ? লর্ড মিন্টো / লর্ড মর্লে / লর্ড বেন্টিঙ্ক / লর্ড ওয়েলেসলি। 
উত্তর : লর্ড মিন্টো। 

১২. সিমলা ডেপুটেশনে প্রতিনিধিদলের সদস্য সংখ্যা - ২৫ জন / ৩৫ জন / ৩০ জন / ৪০ জন। 
উত্তর : ৩৫ জন। 

১৩. সিমলা দৌত্যের প্রতিনিধিদলের প্রস্তাবগুলি কোন আইনের মাধ্যমে কার্যকর করা হয় ? মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার / মহারানীর ঘোষণাপত্র / ভারত শাসন আইন ১৯৩৫ / মর্লে - মিন্টো শাসন সংস্কার। 
উত্তর : মর্লে - মিন্টো শাসন সংস্কার। 

১৪. গো - রক্ষা সমিতি কে প্রতিষ্ঠা করেন ? স্বামী দয়ানন্দ সরস্বতী / তিলক / বিপিন চন্দ্র পাল / অরবিন্দ ঘোষ। 
উত্তর : বাল গঙ্গাধর তিলক। 

১৫. মহারাষ্ট্রে শিবাজী উৎসব ও গণপতি উৎসব কে প্রচলন করেন ? স্বামী দয়ানন্দ সরস্বতী / তিলক / বিপিন চন্দ্র পাল / অরবিন্দ ঘোষ। 
উত্তর : বাল গঙ্গাধর তিলক। 

১৬. কে ঘোষণা করেছিলেন - '' আমি প্রথমে হিন্দু , তারপর ভারতীয়। '' - বাল গঙ্গাধর তিলক / স্বামী দয়ানন্দ সরস্বতী / কেশব মেনন / লালচাঁদ। 
উত্তর : লালচাঁদ ( হিন্দু মহাসভার নেতা ) ।  

১৭. সারা ভারত মুসলিম লিগ কবে স্থাপিত হয় ? ১৯০৫ / ১৯০৬ / ১৯১১ / ১৯১৯ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯০৬ এর ৩০ ডিসেম্বরে। 

১৮. মুসলিম লিগের প্রতিষ্ঠা হয়েছিল কার নেতৃত্বে ? আগা খাঁ / ঢাকার নবাব সেলিমউল্লাহ / স্যার সৈয়দ আহমেদ / রেজা খাঁ। 
উত্তর : ঢাকার নবাব সেলিমউল্লাহ। 

১৯. মুসলিম লিগের প্রথম সভাপতি কে ছিলেন ?  আগা খাঁ / ঢাকার নবাব সেলিমউল্লাহ / স্যার সৈয়দ আহমেদ / রেজা খাঁ। 
উত্তর : আগা খাঁ। 

২০. কোন আইনের মাধ্যমে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় ?  মন্টেগু - চেমসফোর্ড শাসন সংস্কার / মহারানীর ঘোষণাপত্র / ভারত শাসন আইন ১৯৩৫ / মর্লে - মিন্টো শাসন সংস্কার। 
উত্তর : মর্লে - মিন্টো শাসন সংস্কার। ( ১৯০৯ )    

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

Share
Tweet
Pin
Share
No comments

Secondary Education Commission, MCQ & SAQ 

মুদালিয়র কমিশন MCQ SAQ 

মাধ্যমিক শিক্ষা কমিশন MCQ SAQ 

উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান : মুদালিয়র কমিশন

মুদালিয়র কমিশন : গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। 




উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এখানে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়র কমিশনের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হল। প্রায় প্রতিটি পাঠ্যবই ও টেস্ট পেপার থেকে সমস্ত প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে। এছাড়াও নতুন প্রশ্ন পেলেই আপডেট করে দেওয়া হবে।  

 
১. 1952-53 সালের শিক্ষা কমিশনের নাম কী ? 
উত্তর : মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়র কমিশন।  

২. 1952-53 সালের শিক্ষা কমিশনের সভাপতি কে ? 
উত্তর : লক্ষণ স্বামী মুদালিয়র।  

৩. SABE এর পুরো নামটি লেখো। 
উত্তর : State Advisory Board of Education 

৪. মুদালিয়র কমিশনের রিপোর্টে 8 /  10  /  12  /  16  - টি অধ্যায় আছে। 
উত্তর : 16 টি অধ্যায়। 


৫. মুদালিয়র কমিশনের মতে প্রত্যেক পিরিয়ডের সময়সীমা - 30 / 40 / 45 / 55 - মিনিট। 
উত্তর : 45 মিনিট। 

৬. মুদালিয়র কমিশনের অপর নাম কী ?
উত্তর : সেকেন্ডারি এডুকেশন কমিশন। 

৭. মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম কী ছিল ? 
উত্তর : সেকেন্ডারি এডুকেশন কমিশন। 
 
৮. মুদালিয়র কমিশন কত সালে গঠিত হয় ? 
উত্তর : 23 শে সেপ্টেম্বর 1952

৯.  মুদালিয়র কমিশনের সদস্য সংখ্যা কত ? 
উত্তর : মোট সদস্য 9 ; বিদেশি সদস্য 2 জন - অক্সফোর্ডের জেমস কলেজের অধ্যক্ষ জন ক্রিস্টি ও মার্কিন যুক্তরাষ্ট্রের কিনেথ রাস্ট উইলিয়াম।

১০. মুদালিয়র কমিশন কবে তাদের রিপোর্ট পেশ করে ? 
উত্তর : 1953 সালে। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।

১১. মুদালিয়র কমিশনে 2 / 5 / 7 / 9 - জন ভারতীয় সদস্য ছিলেন। 
উত্তর : 7 জন। 

১২. মুদালিয়র কমিশনের একজন বিদেশী সদস্য - র নাম লেখো। 
উত্তর : বিদেশি সদস্য 2 জন - অক্সফোর্ডের জেমস কলেজের অধ্যক্ষ জন ক্রিস্টি ও মার্কিন যুক্তরাষ্ট্রের কিনেথ রাস্ট উইলিয়াম।

১৩. মুদালিয়র কমিশনের সম্পাদকের নাম কী  ? 
উত্তর : শ্রী অনাথ বসু। 

১৪. মুদালিয়র কমিশনের মতে , মাধ্যমিক বিদ্যালয়ের সর্বোচ্চ ছাত্রসংখ্যা হবে - 500 / 600 / 750 / 900 জন। 
উত্তর : 750

১৫. মুদালিয়র কমিশনের মতে , মাধ্যমিক বিদ্যালয়গুলির যে কোনো শ্রেণীর সর্বোচ্চ ছাত্রসংখ্যা হবে - 30 / 40 / 50 / 60 - জন। 
উত্তর : 40 জন।  

১৬. CABE র পুরো নাম লেখো। 
উত্তর : Central Advisory Board of Education  


১৭. মুদালিয়র কমিশনের মতে , পাঠ্যপুস্তক কমিটিতে - 2 / 3 / 4 / 5 - জন বিশিষ্ট শিক্ষাবিদকে অন্তর্ভুক্ত করতে হবে। 
উত্তর : 2 জন। 

১৮. পাঠ্যপুস্তক কমিটিতে - 1 / 2 / 3/ 4 - জন UPSC র সভ্যকে অন্তর্ভুক্ত করতে হবে। 
উত্তর : 1 জন। 

১৯. কমিশনের মতে , বুনিয়াদি শিক্ষাস্তর হবে - 2 / 3 / 4 / 5 - বছরের। 
উত্তর : 3 বছরের। 

২০. কারিগরি শিক্ষার খরচ চালাতে মুদালিয়র কমিশন - শিল্পশিক্ষা  /  সাধারণ শিক্ষা  /  ভূমিশিক্ষা  / ভূমি রাজস্ব - কর ধার্যের সুপারিশ করেন। 
উত্তর : শিল্পশিক্ষা। 

২১. কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ 1948 সালে মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনের জন্য একটি কমিশন গঠনের প্রস্তাব করে।  ঠিক  /  ভুল। 
উত্তর : ঠিক। 

২২. মুদালিয়র কমিশনের রিপোর্টের পৃষ্ঠাসংখ্যা কত ছিল ? 
উত্তর : 311 টি। 

২৩. AICTE র পুরো নামটি লেখো। 
উত্তর : All India Council for Technical Education । (1945 সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি National level Apex Advisory Body এবং এটি জাতীয় স্তরে কারিগরি শিক্ষা নিয়ন্ত্রণ করে।)

২৪. বহুমুখী বিদ্যালয় বা Multipurpose School কাকে বলে ? 
উত্তর : মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী বহুমুখী বিদ্যালয় হল এমন এক ধরণের বিদ্যালয় যেখানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার লক্ষ্য , আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন বিষয় শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। 

২৫. পাঠক্রমের সপ্তপ্রবাহ বলতে কী বোঝো ? 
উত্তর : মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত মাধ্যমিক পাঠক্রমে বিভিন্ন বিষয়গুলিকে সাতটি মূল প্রবাহ বা বিভাগে ভাগ করে উপস্থাপন করা হয়েছে - এটিই হল পাঠক্রমের সপ্ত প্রবাহ। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।

২৬. Cumulative Record Card কী  ? 
উত্তর : Cumulative Record Card বা সর্বাত্মক পরিচয়পত্র ( সুপারিশ করেন মুদালিয়ার কমিশন )
[ এছাড়া , SRC এর পুরো নাম - State Resource Centre]

মাধ্যমিক শিক্ষা কমিশন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করার পরিবর্তে তাদের বিদ্যালয় জীবনের সব ধরণের ঘটনাগুলোকে একস্থানে লিপিবদ্ধ করার সুপারিশ করে। এটিই হল সর্বাত্মক পরিচয়পত্র বা , Cumulative Record Card ।

২৭. প্রচলিত শিক্ষা ব্যবস্থার ত্রূটি সম্পর্কে মুদালিয়র কমিশন কর্তৃক উল্লিখিত যেকোনো দুটি অভিমত উল্লেখ কর।
উত্তর : (ক )  বৈচিত্রহীন ও বাস্তব জীবনের সাথে সঙ্গতিহীন পাঠক্রম , 
(খ ) মাতৃভাষার প্রতি অবহেলা ও ত্রুটিপূর্ণ পরীক্ষা পদ্ধতি। 

২৮. কোনটি মুদালিয়র কমিশনের বক্তব্য ? ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে নির্ধারিত হয় /  আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্য হীনতার শিক্ষা / মাধ্যমিক শিক্ষাই হল ভারতের ভাগ্য নির্ধারণের মানদন্ড। 
উত্তর : আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্য হীনতার শিক্ষা 

২৯. Five-point scale কী ?   
উত্তর : শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের কাজের মূল্যায়ণের জন্য মুদালিয়র কমিশন যে Five Point Scale - এর সুপারিশ করেছিল তা হল - A - Excellent, B - Good, C - Fair and average, D - Poor, E- Very poor  

৩০. ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র কে ছিলেন ? 
উত্তর : মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 

৩১. মুদালিয়র কমিশনের একজন বিদেশি সদস্য , যিনি অক্সফোর্ডের জেমস কলেজের অধ্যক্ষ ছিলেন , তাঁর নাম কী ? 
উত্তর : অক্সফোর্ডের জেমস কলেজের অধ্যক্ষ জন ক্রিস্টি। 

৩২. মুদালিয়র কমিশন পরীক্ষা ব্যবস্থায় নম্বরের পরিবর্তে কোন ব্যবস্থার সুপারিশ করেন ? 
উত্তর : গ্রেড।   

৩৩. এর মধ্যে কোনটি মুদালিয়র কমিশন প্রস্তাবিত নয় ?  Cumulative Record Card / Multipurpose School   /  পাঠক্রমের সপ্তপ্রবাহ  /  অপারেশন ব্ল্যাক বোর্ড। 
উত্তর : অপারেশন ব্ল্যাক বোর্ড। 

৩৪. মুদালিয়র কমিশনের দুটি বিচার্য বিষয় উল্লেখ কর। 
উত্তর : (ক ) মাধ্যমিক স্তরের শিক্ষার লক্ষ্য স্থির করা। 
(খ ) প্রচলিত মাধ্যমিক শিক্ষা কাঠামোর পুনর্গঠন। 

৩৫. মুদালিয়র কমিশন কী ধরণের স্কুল প্রতিষ্ঠার প্রস্তাব দেয় ? 
উত্তর : বহুমুখী বিদ্যালয় বা Multipurpose School ( মাধ্যমিক স্তরে ) । 

৩৬. মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কী ?
উত্তর : ইন্টারমিডিয়েট স্তর হল মূলত স্নাতক পর্যায়ের পূর্ববর্তী স্তর। মুদালিয়ার কমিশন এই ইন্টারমিডিয়েট স্তরকে দুটি ভাগে ভাগ করে 1 বছর মাধ্যমিক শিক্ষার সাথে ও অপর 1 বছর স্নাতক স্তরের সাথে যুক্ত করার সুপারিশ করেন।

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।

Test Papers এর উত্তর পেতে এখানে CLICK করো। 

অধ্যায়ভিত্তিক MCQ ও SAQ - CLICK HERE


Share
Tweet
Pin
Share
No comments

Dramatization : How a Client Was Saved . 

How a Client Was Saved - By M.K. Gandhi. 

H.S. English Project. 



[ Here is the project report on Dramatization of '' How a Client Was Saved '' . The original text was written by M.K. Gandhi. This project will help the students for their school projects. It will also help the artists to perform it as a play. ]

Dramatization : How a Client Was Saved . 

Characters : - 
1. M.K. Gandhi 
2. Parsi Rustomji - a middle aged , around fifty years old , Gujarati businessman. 
3. The Customs Officer 
4. Counsel
5. Attorney General . 

SCENE : ONE 

Stage - preparation :- normal lighting with two or three chairs and a table on the stage. 

[ Gandhiji is already sitting on a chair. Parsi Rustomji enters. ] 

Parsi Rustomji ( Looking very upset , tears rolling down his cheeks ) : Bhai , Bhai …….. I have deceived you . 

Gandhiji ( Surprised ) : What happened brother ? Does anything bother you ?  

Parsi Rustomji : Bhai , I have deceived you . My guilt has been discovered today. I have smuggled and I am doomed. I must go to jail and be ruined. You alone may be able to save me from this predicament. 

Gandhiji : Brother don’t go round and round. Tell me clearly the whole matter . 

 Parsi Rustomji : I have kept back nothing else from you , but I thought I ought not to bother you with such tricks of the trade , and so I never told you about this smuggling. But now, how much I repent it ! 

Gandhiji : To save or not to save you is in His hands . [ Indicating towards the sky i.e. God ] As to me you know my way. I can but try to save you by mean of confession .  

Parsi Rustomji : But is not my confession before you enough ? 

Gandhiji : [ Gently ] You have wronged not me but the government. How will the confession made before me avail you ?   

Parsi Rustomji : Of course I will do just your advice, but will you not consult with my old counsel ? He is a friend too . 

Gandhiji : Ok, let's look , what can I do for you. 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।

SCENE : TWO 

[ Stage is the same as the scene one. But this time the counsel is sitting on the chair. Gandhiji and Parsi Rustomji entered into the stage. ] 

Parsi Rustomji : Good morning counsel . 

Counsel : Oh, good morning Mr Rustomji . Please come . ( Looking at Gandhiji ) Oh my god ! Gandhji ! You are here ! I am honoured . 

Parsi Rustomji : I have already sent you all the documents related to my case . Have you gone through it ? 

Counsel : Yes , I have . But …………. 

Parsi Rustomji ( Confused and feared ) : But what ? 

Counsel : But the case is very critical . Inquiry revealed that smuggling had been going on for a long time, but the actual offence detected involved a trifling sum. 

Parsi Rustomji : ( Feared ) Now what will happen with my faith ? 

Counsel : The case will be tried by a jury, and a Natal jury will be the last to acquit an Indian , but I will not give up hope. 

Parsi Rustomji : Thank you , but I should like to be guided by Mr. Gandhiji’s advice in this case. He knows me intimately. Of course you will advise him whenever necessary. 

Counsel : As you wish. 

[  Then they shook hands and left the stage.] 

SCENE : THREE 

[ Gandhiji and Parsi Rustomji entered the stage.]  

Gandhiji : I don’t think this case should be taken to court at all . It rests with the Customs Officer to prosecute you or to let you go, and he in turn will have to be guided by the Attorney General. I am prepared to meet them both. 

Parsi Rustomji : What will you do now ? 

Gandhiji : I propose that you offer to pay the penalty they fix, and the odds are that they will be agreeable. But if they are not , then …………. 

Parsi Rustomji : Then what ? 

Gandhiji : [ A pause ] Then ………… you must be prepared to go to jail .

Parsi Rustomji : ( Agitated ) : But Bhai …………… please save me from all of these , please . 

Gandhiji : Look brother , I am of the opinion that the shame lies not so much in going to jail as in committing offence. ……..  The deed of shame has already been done. Imprisonment you should regard as a penance. The real penance lies in resolving never to smuggle again. 

Parsi Rustomji : ( A long pause ) : Well I have told you that I am entirely in your hands . You may do just as you like. 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।

SCENE : FOUR 

[ Customs officer is sitting on the chair . Gandhiji entered the stage. ] 

Customs officer : Oh Mr. Gandhi , please come ……………. Please be seated. 

Gandhiji : I am here for the case of my old friend Mr. Parsi Rustomji . 

Customs officer : Yes , I know the case . But you know Mr. Gandhi , I like the old Parsi. I am sorry he has made a fool of himself. You know where my duty lies. I must be guided by the Attorney General . And so I would advise you to use all your persuasion with him . 

Gandhiji : I shall be thankful , if you do not insist on dragging him into court. 

Customs officer : Yes , I will try my best . But you should meet with the Attorney General . 

Gandhiji : Oh , Yes , I will . 

SCENE : FIVE 

Gandhiji and Parsi Rustomji entered the stage. 

Parsi Rustomji : Bhai , have you already met with the Attorney General ? 

Gandhiji : Yes I have. 

Parsi Rustomji : What happened there ? 

Gandhiji : I am glad to say that he appreciated my complete frankness and was convinced that I had kept back nothing. Now the case against you is settled by a compromise. You have to pay a penalty equal to twice the amount you have confessed to having smuggled. 

Parsi Rustomji : Thank you , thank you Bhai , I will never engage with that kind of business in my life. I will write the whole facts and frame that and hang it up in my office to serve as a perpetual reminder to my heirs and fellow merchants. 

Gandhiji : You are a great fellow. 

Parsi Rustomji : What would be my fate if I deceived you ? 

[ Gandhiji smiled . Curtain slowly down .] 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।

Test Papers এর উত্তর পেতে এখানে CLICK করো। 

অধ্যায়ভিত্তিক MCQ ও SAQ - CLICK HERE 

Share
Tweet
Pin
Share
No comments

দ্বাদশ শ্রেণি : শিক্ষাবিজ্ঞান : চতুর্থ অধ্যায় : ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারাসমূহ। 

উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান চতুর্থ অধ্যায় MCQ & SAQ 




১. কবে ভারতের স্বাধীনতা আইন পাস হয় ? ১৯৪৬ সালের ২৬ জুলাই / ১৯৪৭ সালের ১৮ জুলাই / ১৯৫০ সালের ২৬ জানুয়ারি / ১৯৪৭ সালের ১৫ আগস্ট। 
উত্তর : ১৯৪৭ সালের ১৮ জুলাই। 

২. ভারতের সংবিধান রচনার জন্য গঠিত হয় - পার্লামেন্ট / গণপরিষদ / মন্ত্রিসভা / সবগুলি। 
উত্তর : গণপরিষদ। 

৩. গণপরিষদের সভাপতি কে ছিলেন ? মহাত্মা গান্ধী / ডক্টর রাজেন্দ্র প্রসাদ / বি আর আম্বেদকর / জওহরলাল নেহেরু। 
উত্তর : ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 

৪. সংবিধান রচনার জন্য খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ? মহাত্মা গান্ধী / ডক্টর রাজেন্দ্র প্রসাদ / বি আর আম্বেদকর / জওহরলাল নেহেরু। 
উত্তর : বি আর আম্বেদকর। 

৫. ভারতের সংবিধান কবে গণপরিষদে গৃহীত হয় ? ১৯৪৯ সালের ২৬ নভেম্বর / ১৯৪৯ সালের ২৬ জানুয়ারি / ১৯৪৯ সালের ১৫ আগস্ট / ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। 
উত্তর : ১৯৪৯ সালের ২৬ নভেম্বর। 

৬. কবে ভারতীয় সংবিধান চালু হয় ? ৯৪৯ সালের ২৬ নভেম্বর / ১৯৪৯ সালের ২৬ জানুয়ারি / ১৯৪৯ সালের ১৫ আগস্ট / ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। 
উত্তর : ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। 

৭. ভারত কবে সাধারণতন্ত্রে পরিণত হয় ?  ৯৪৯ সালের ২৬ নভেম্বর / ১৯৪৯ সালের ২৬ জানুয়ারি / ১৯৪৯ সালের ১৫ আগস্ট / ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। 
উত্তর : ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। 

৮. সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দদুটি কোন সংশোধনে সংবিধানের প্রস্তাবনায় সংযুক্ত হয় ? ৪৩ তম / ৪২ তম / ৭২ তম / ৭৬ তম। 
উত্তর : ৪২ তম সংবিধান সংশোধনীতে। 

৯. সংবিধানের ৪২ তম সংশোধনী হয় - ১৯৭২ সালে / ১৯৭৬ সালে / ১৯৮৬ সালে / ২০০২ সালে। 
উত্তর : ১৯৭৬ সালে। 

১০. ভারতীয় সংবিধানের তালিকার সংখ্যা - ২ টি / ৩ টি / ৪ টি / ৪৯৮ টি। 
উত্তর : ৩ টি তালিকা। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।

১১. ভারতীয় সংবিধানের কেন্দ্রীয় তালিকায় মোট ক'টি বিষয় রয়েছে ? ২৬ টি / ৬২ টি / ৯৯ টি / ৯৭ টি। 
উত্তর : ৯৯ টি। *

১২. List I হল - কেন্দ্র তালিকা / রাজ্য তালিকা / যৌথ তালিকা। 
উত্তর : কেন্দ্রীয় তালিকা।    

১৩. List II হল - কেন্দ্র তালিকা / রাজ্য তালিকা / যৌথ তালিকা। 
উত্তর : রাজ্য তালিকা। 

১৪. List III হল - কেন্দ্র তালিকা / রাজ্য তালিকা / যৌথ তালিকা। 
উত্তর : যৌথ বা যুগ্ম তালিকা। 

১৫. ভারতীয় সংবিধান অনুসারে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত ? কেন্দ্র তালিকা / রাজ্য তালিকা / যৌথ তালিকা। 
উত্তর : যৌথ তালিকা। 

১৬. সংবিধানের কোন সংশোধনীতে শিক্ষাকে যৌথ তালিকার অন্তর্ভুক্ত করা হয় ?  ৪৩ তম / ৪২ তম / ৭২ তম / ৭৬ তম। 
উত্তর : ৪২ তম সংবিধান সংশোধনীতে। 

১৭. ভারতীয় সংবিধান হল পৃথিবীর - সরলতম / জটিলতম / প্রাচীনতম / জটিলতম ও বৃহত্তম - সংবিধান।
উত্তর : জটিলতম ও বৃহত্তম। 

১৮. এর মধ্যে কোন ধারাটি কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত নয় ? ৬২ নং ধারা / ৬৩ নং ধারা / ৬৪ নং ধারা / ৬৫ নং ধারা / ৬৬ নং ধারা / ৬৭ নং ধারা। 
উত্তর : ৬৭ নং ধারা। 

১৯. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার ক'টি ? ৬ টি / ৮ টি / ১০ টি / ১১ টি। 
উত্তর : ৬ টি। 

২০. কোনটি মৌলিক অধিকার নয় ?সাম্যের অধিকার / স্বাধীনতার অধিকার / শোষণের বিরুদ্ধে অধিকার / সম্পত্তির অধিকার। 
উত্তর : সম্পত্তির অধিকার।    

২১. শিক্ষাক্ষেত্রে নারীদের সমানাধিকার দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের কত নং ধারায় ? ১৪ নং ধারায় / ১৬ নং ধারায় / ২৮(১) নং ধারায় / ১৫(১) নং ধারায়। 
উত্তর : ১৫(১) নং ধারায়। 

২২. আইনের দৃষ্টিতে সমতা প্রতিষ্ঠিত হয়েছে কত নং ধারায় ? ১৪ নং ধারায় / ১৬ নং ধারায় / ২৮(১) নং ধারায় / ১৫(১) নং ধারায়। 
উত্তর : ১৪ নং ধারায়। 

২৩. বৈষম্যের অবসান করা হয়েছে কত নং ধারায় ?  ১৪ নং ধারায় / ১৬ নং ধারায় / ২৮(১) নং ধারায় / ১৫ নং ধারায়। 
উত্তর : ১৫ নং ধারায়। 

২৪. সরকারি চাকরিতে সমানাধিকার প্রতিষ্ঠিত হয়েছে কত নং ধারায় ? ১৪ নং ধারায় / ১৬ নং ধারায় / ২৮(১) নং ধারায় / ১৫(১) নং ধারায়। 
উত্তর : ১৬ নং ধারায়। 

২৫. সংখ্যালঘু শিশুদের প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষাদানের সুযোগ প্রদান করা হয়েছে কত নং ধারায় ? ৩০(১) নং ধারায় / ২৮(১) নং ধারায় / ৩৫১(১) নং ধারায় / ৩৫০(১) নং ধারায়।উত্তর : ৩৫০(১) নং ধারায়। 

২৬. হিন্দি ভাষার প্রসার ও উন্নতির দায়িত্ব কার ? কেন্দ্রীয় সরকার / রাজ্য সরকার / কেন্দ্র ও রাজ্য সরকার / স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থা। 
উত্তর : কেন্দ্রীয় সরকার। 

২৭. হিন্দি ভাষার প্রসার ও উন্নতির কথা বলা হয়েছে কত নং ধারায় ?  ৩০(১) নং ধারায় / ২৮(১) নং ধারায় / ৩৫১ নং ধারায় / ৩৫০(১) নং ধারায়। 
উত্তর : ৩৫১ নং ধারায়। 

২৮. ৬ থেকে ১৪ বছরের সমস্ত শিশুর জন্য বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষার কথা বলা হয়েছে কত নং ধারায় ? ৪৫ নং ধারায় / ৪৬ নং ধারায় / ১৪ নং ধারায় / ৪৮ নং ধারায়। 
উত্তর : ৪৫ নং ধারায়। 

২৯. তপশিলি জাতি , উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে। একথা বলা হয়েছে কত নং ধারায় ?  ৪৫ নং ধারায় / ৪৬ নং ধারায় / ১৪ নং ধারায় / ৪৮ নং ধারায়। 
উত্তর : ৪৬ নং ধারায়। 

৩০. কত নং ধারায় বলা হয়েছে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না ? ২৮(১) নং ধারায় / ২৯(১) নং ধারায় / ৩০(১) নং ধারায় / ৩৫১ নং ধারায়। 
উত্তর : ২৮(১) নং ধারায়।  

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।

৩১. অস্পৃশ্যতামূলক আচরণের প্রতিকার করা হয়েছে কত নং ধারায় ? ১৪ নং ধারায় / ১৫ নং ধারায় / ১৬ নং ধারায় / ১৭ নং ধারায়। 
উত্তর : ১৭ নং ধারায়। 

৩২. সংখ্যালঘু সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও স্বাধিকার রক্ষার কথা বলা হয়েছে কত নং ধারায় ? ২৮(১) নং ধারায় / ২৯(১) নং ধারায় / ৩০(১) নং ধারায় / ২৮(২) নং ধারায়। 
উত্তর : ২৯(১) নং ধারা। 

৩৩. রাজ্য তালিকার অন্তর্গত শিক্ষা সংক্রান্ত ধারা কোনগুলি ? ১১ ও ১৪ নং ধারা / ১১ ও ১২ নং ধারা / ১৪ ও ১৫ নং ধারা / ৩৪ ও ৩৬ নং ধারা। 
উত্তর : ১১ ও ১২ নং ধারা। 

৩৪. ধর্মের জন্য কোনো প্রকার কর ধার্য করা যাবে না। একথা বলা হয়েছে কত নং ধারায় ? ৩২ নং ধারায় / ৩৪ নং ধারায় / ২৭ নং ধারায় / ২৮ নং ধারায়। 
উত্তর : ২৭ নং ধারায়। 

৩৫. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কোন তালিকার অন্তর্ভুক্ত ? কেন্দ্র তালিকা / রাজ্য তালিকা / যৌথ তালিকা / সবগুলি। 
উত্তর : কেন্দ্র তালিকা। 

৩৬. শিক্ষার অধিকার আইন কী নামে পরিচিত ? NCTE / RET 2009 / RTE 2009 / RTC 2009 
উত্তর : RTE 2009   

৩৭. শিক্ষা সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা কার আছে ? কেন্দ্র সরকার / রাজ্য সরকার / কেন্দ্র ও রাজ্য সরকার / কোনোটিই নয়। 
উত্তর : কেন্দ্র ও রাজ্য সরকার। 

৩৮. নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে - কেন্দ্র সরকার / রাজ্য সরকার / সাংবিধানিক ব্যবস্থা / রাষ্ট্রপতি। 
উত্তর : সাংবিধানিক ব্যবস্থা। 

৩৯. OBC - এর পুরো কথাটি কী ? 
উত্তর : Other Backward Classes . 

৪০. সংবিধানের কত নং ধারা অনুসারে ভাষাগত সংখ্যালঘুদের জন্য একজন স্পেশাল অফিসার নিয়োগ করতে পারেন ? ৩৫০(এ ) / ৩৫০(বি ) / ৩৫০(সি ) / ৩৫১(১) - নং ধারায়। 
উত্তর : ৩৫০(বি ) নং ধারায়।    

৪১. নারীশিক্ষার জাতীয় কমিটির নেতৃত্বে কে ছিলেন ? দুর্গাবাই দেশমুখ / ইন্দিরা গান্ধী / পদ্মজা নাইডু / ভক্তবৎসলম। 
উত্তর : দুর্গাবাই দেশমুখ। 

৪২. ভারতীয় মহিলা কমিশন কবে গঠিত হয় ? ২০০২ খ্রিস্টাব্দে / ২০১০ খ্রিস্টাব্দে / ১৯৯২ খ্রিস্টাব্দে / ১৯৯৬ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯৯২ খ্রিস্টাব্দে। 

৪৩. ভক্তবৎসলম কমিটি কবে গঠিত হয় ? ১৯৬০ খ্রিস্টাব্দে / ১৯৬১ খ্রিস্টাব্দে / ১৯৬২ খ্রিস্টাব্দে / ১৯৬৩ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯৬৩ খ্রিস্টাব্দে। 

৪৪. নারীশিক্ষা পরিষদ কবে স্থাপিত হয় ? ১৯৪৬ খ্রিস্টাব্দে / ১৯৫৯ খ্রিস্টাব্দে / ১৯৭২ খ্রিস্টাব্দে / ১৯৯৬ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯৫৯ খ্রিস্টাব্দে। 

৪৫. কার নেতৃত্বে জাতীয় নারীশিক্ষা পরিষদ গঠিত হয় ?  দুর্গাবাই দেশমুখ / ইন্দিরা গান্ধী / পদ্মজা নাইডু / ভক্তবৎসলম। 
উত্তর : দুর্গাবাই দেশমুখ। 

৪৬. হংস মেহতা কমিটি কবে গঠিত হয় ?  ১৯৬০ খ্রিস্টাব্দে / ১৯৬১ খ্রিস্টাব্দে / ১৯৬৩ খ্রিস্টাব্দে / ১৯৬৫ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯৬১ খ্রিস্টাব্দে। 

৪৭. ভক্তবৎসলম কমিটি কবে গঠিত হয় ?  ১৯৬০ খ্রিস্টাব্দে / ১৯৬১ খ্রিস্টাব্দে / ১৯৬৩ খ্রিস্টাব্দে / ১৯৬৫ খ্রিস্টাব্দে। 
উত্তর : ১৯৬৩ খ্রিস্টাব্দে।   

৪৮. ভক্তবৎসলম কে ছিলেন ? ভারতের শিক্ষামন্ত্রী / মাদ্রাজের শিক্ষামন্ত্রী / মাদ্রাজের মুখ্যমন্ত্রী / ভারত সরকারের তৎকালীন শিক্ষাসচিব। 
উত্তর : মাদ্রাজের মুখ্যমন্ত্রী। 

৪৯. কোন কমিশন গ্রামাঞ্চলে নারীদের শিক্ষিত করার জন্য Teachers training college গড়ে তোলার প্রস্তাব করেন ? শ্রীমতি হংস মেহতা কমিটি / ভক্তবৎসলম কমিটি / জাতীয় নারীশিক্ষা পরিষদ / জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ ।  
উত্তর : ভক্তবৎসলম কমিটি। 

৫০. ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা হল - ৫০ টি / ৫১ টি / ৫২ টি / ৫৩ টি। 
উত্তর : ৫২ টি। 

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.

সমস্ত প্রকল্পের তালিকা পেতে এখানে CLICK করো।

SAQ Section .

১. সংবিধানের ৪৫ নং ধারায় কী উল্লেখ আছে ? 
উত্তর : সংবিধানের ৪৫ নং ধারায় উল্লেখ আছে যে সংবিধান চালু হওয়ার দশ বছরের মধ্যে ৬-১৪ বছর বয়সী সকল শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে রাষ্ট্র। 

২. সংবিধানের ৪৬ নং ধারায় কী উল্লেখ আছে ? 
উত্তর : সংবিধানের ৪৬ নং ধারায় উল্লেখ আছে যে , পিছিয়ে পড়া সম্প্রদায় ও দুর্বল শ্রেণি , তপশিলি জাতি - উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের আর্থিক ও শিক্ষার বিকাশে রাষ্ট্র বিশেষ যত্নবান হবে এবং তাদের রক্ষণাবেক্ষণের জন্য পদক্ষেপ গ্রহণ করবে। 

৩. কেন্দ্রীয় তালিকা কী ? 
উত্তর : যে সকল বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে থাকে - তাকে কেন্দ্রীয় তালিকা বা ইউনিয়ন লিস্ট বা List I বলে। 

৪. রাজ্য তালিকা কী ? 
উত্তর : যে সকল বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কেবলমাত্র রাজ্য সরকারের হাতে থাকে - তাকে রাজ্য তালিকা বা স্টেট লিস্ট বা List II বলে। 

৫. যৌথ তালিকা বা যুগ্ম তালিকা কী ? 
উত্তর : যে সকল ক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের হাতে থাকে - তাকে যৌথ তালিকা বা যুগ্ম তালিকা বা কন্কারেন্ট লিস্ট বা List III বলে। 

৬. কোন সংবিধান অনুযায়ী , কবে শিক্ষাকে যৌথ তালিকার অন্তর্ভুক্ত করা হয় ? 
উত্তর : ১৯৭৬ সালে ৪২ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষাকে যৌথ তালিকার অন্তর্ভুক্ত করা হয়। 

৭. ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারগুলি কী কী ? 
উত্তর : ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারের সংখ্যা ৬ টি - সাম্যের অধিকার , স্বাধীনতার অধিকার , শোষণের বিরুদ্ধে অধিকার , ধর্মীয় স্বাধীনতার অধিকার , সংস্কৃতি ও শিক্ষার অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। 

৮. সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ রয়েছে ? 
উত্তর : ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ রয়েছে। 

৯. শিক্ষায় সমসুযোগ বলতে কী বোঝ ? 
উত্তর : সরকার পরিচালিত ও সরকারি অনুদানে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে রাষ্ট্র জাতি , ধর্ম , লিঙ্গ , বাসস্থান , ভাষা - ইত্যাদির ভিত্তিতে কোনো প্রকার বৈষম্য না করে সকলকে সমানভাবে শিক্ষার সুযোগ প্রদান করবে। 

১০. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশে ভারতকে কীরূপ রাষ্ট্র হিসাবে উল্লেখ করা হয়েছে ? 
উত্তর : বর্তমান প্রস্তাবনা অনুসারে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র।      

XI - XII Online MCQ : CLICK HERE

LIST OF ALL PROJECTS.


Share
Tweet
Pin
Share
No comments
Newer Posts
Older Posts

Contact Form

Name

Email *

Message *

About me

Hellow viewers, myself Nandan Dutta reside at Maheshpur ,Malda, West Bengal, India.

My intent to make the website is to share my view and knowledge to the HS students. They can easily find projects, HS suggestion and many more here.


Categories

  • Career (2)
  • CLASS 11 (XI) (1)
  • Class XI 1st Semester (7)
  • CLASS XI 2nd Semester (16)
  • H.S. 3rd SEM (9)
  • H.S. EDUCATION (5)
  • H.S. HISTORY (1)
  • HS SOCIOLOGY (2)
  • HS SUGGESTION (1)
  • INDIAN HISTORY (30)
  • NCERT (1)
  • POLITY (61)
  • PROJECT (96)
  • Sociological Studies (79)
  • Teaching & Education (128)
  • TEST PAPERS SOLVE (11)
  • TEST PAPERS SOLVE 2020 (7)
  • WORLD HISTORY (53)
  • XI EDUCATION (7)
  • XI HISTORY (3)
  • XI POL SC (1)
  • XI SOCIOLOGY (1)
  • XII Bengali (1)
  • XII Sanskrit (1)

recent posts

Sponsor

Facebook

Blog Archive

  • July 2025 (14)
  • June 2025 (4)
  • May 2025 (23)
  • April 2025 (75)
  • March 2025 (32)
  • December 2024 (5)
  • November 2024 (70)
  • October 2024 (1)
  • September 2024 (1)
  • July 2024 (5)
  • June 2024 (3)
  • April 2024 (2)
  • March 2024 (3)
  • February 2024 (11)
  • January 2024 (1)
  • November 2023 (4)
  • October 2023 (8)
  • September 2023 (10)
  • April 2023 (9)
  • March 2023 (18)
  • February 2023 (2)
  • January 2023 (1)
  • December 2022 (3)
  • November 2022 (3)
  • October 2022 (4)
  • September 2022 (16)
  • August 2022 (3)
  • July 2022 (5)
  • June 2022 (5)
  • April 2022 (23)
  • March 2022 (10)
  • February 2022 (18)
  • January 2022 (30)
  • December 2021 (8)
  • November 2021 (12)
  • October 2021 (2)
  • September 2021 (5)
  • August 2021 (2)
  • July 2021 (2)
  • June 2021 (5)
  • May 2021 (1)
  • April 2021 (2)
  • November 2020 (1)
  • October 2020 (1)
  • August 2020 (2)
  • June 2020 (3)
  • May 2020 (1)
  • October 2019 (3)
  • September 2019 (5)
  • August 2019 (3)
  • June 2019 (3)
  • May 2019 (3)
  • April 2019 (1)
  • March 2019 (2)
  • February 2019 (3)
  • December 2018 (1)
  • November 2018 (3)
  • October 2018 (4)
  • August 2018 (1)

Total Pageviews

Report Abuse

About Me

subhankar dutta
View my complete profile

Sponsor

Pages

  • Home
  • Project
  • জাতীয় শিক্ষানীতি 1986 SAQ
  • EDU FINAL A 2020
  • Class XI ( Class 11 ) Sociology chapter wise MCQ &...
  • Class 12 (H.S.) History Chapter Wise MCQ & SAQ
  • Class 11 (XI) Sociology 1st chapter MCQ & SAQ
  • H.S. Sociology notes .
  • H.S. Sociology 1st chapter MCQ & SAQ ( only reduce...
  • H.S. Education 10th chapter SAQ & MCQ
  • H.S. Education 10th chapter MCQ & SAQ
  • CLASS 12 SOCIOLOGY 4TH CHAPTER SAQ WITH ANSWER

Pages

  • About Me
  • Contact
  • Privacy Policy
  • Disclaimer

Created with by ThemeXpose | Distributed by Blogger Templates